Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৪৪১ ঢাকা জেলার পল্লবী থানাধীন এলাকায় ০৩.০৪.২০২৩ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক অবৈধভাবে কয়েল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে মিয়াজী ট্রেডার্স, বাসা-৬, লেন-৩, ব্লক-বি, রোড-১২, পল্লবী, মিরপুর-১১, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং অবৈধ মালামালসমূহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া ইষ্টার্ণ হাউজিং, পল্লবী থানাধীন এলাকায় অবস্থিত সুরক্ষা মশার কয়েল, ইস্টার্ণ হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক কয়েল পণ্যের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত কয়েল পণ্য উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয় এবং অবৈধভাবে উৎপাদিত কয়েলসমূহ ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ০৪-০৪-২০২৩
৪৪২ ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় ০৩-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হেয়ার অয়েল, ডাবর আমলা, নভোরত্ন, প্যারাসুট ও বেলিফুল পণ্য অন্যের ব্রান্ড নকল করে অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ইব্রাহীম এন্টারপ্রাইজ, ৩১/১, হরনাথ ঘোষ রোড, চকবাজার, ঢাকা-কে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং বাড়ীর মালিক-কে অবৈধ কারখানা ভাড়া দেয়ার অপরাধে ৫০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মো: পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৪-০৪-২০২৩
৪৪৩ ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় ০২-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতীত অবৈধভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে আল নুর ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ১২১৭, পূর্ব শেওড়াপাড়া, কাফরুল, মিরপুর, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও, অত্র এলাকার বিভিন্ন বাজারে মাছ, মাংস, মুরগী, সবজী ও ফলের দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় তাদেরকে ধন্য জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৩-০৪-২০২৩
৪৪৪ ঢাকা জেলার খিলগাঁও থানাধীন এলাকায় ০২.০৪.২০২৩ তারিখে এপিবিএন-৫ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য হলুদ গুড়া, ধনিয়া গুড়া, নারিকেল তেল, সরিষার তেল, মধু, মিক্সড মশলা, আচার, মুড়ি, টক দই, আটা বিক্রয়, বিতরণ এবং বাজারজাত করার অপরাধে হলি বাস্কেট, ৫৪০/সি, খিলগাঁও পুলিশ ফাঁড়ি বাস স্ট্যান্ড, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য সরিষার তেল, নারিকেল তেল, ঘি, লং, এলাচ, কাঠবাদাম, কালো তিল, হলুদের গুড়া, আচার (জলপাই), সরিষা দানা, কিসমিস ও আখরোট বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান প্রকৃতি ফুড, ৩০৮/এ, তিলপাপাড়া, খিলগাঁও প্রতিষ্ঠানটিকে দই, বিস্কুট পণ্যসমূহের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স হালনাগাদ এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ করার বিষয়ে বিএসটিআই অফিসে দ্রুত যোগাযোগের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৩-০৪-২০২৩
৪৪৫ ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম ও উত্তরখান এলাকায় ০১-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফ্রুট জুস, ড্রিংকি ওয়াটার, ফ্লোর ক্লিনার, লিপস্টিক পণ্য বিএসটিআই’র সিএম লাইসেন্স ও ছাড়পত্র ব্যতীত অবৈধভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ট্রাস্ট ফ্যামিলি নিডস, হাউজ-০৭, রোড-১৫, সেক্টর-০৩, উত্তরা, ঢাকা-কে ১,০০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ২০,০০০/- টাকা জরিমানা এবং হেয়ার অয়েল, ট্যালকম পাউডার, পাকিস্তানি গৌরি স্ক্রিন ক্রিম, লতা হার্বাল এর স্ক্রিন ক্রিম ও বিভিন্ন নামীদামি ব্রান্ডের হেয়ার অয়েল ও স্ক্রিন ক্রিম নকল করায় মাউন্টেড কনজুমার লিমিটেড, চামর খান, উত্তরখান, ঢাকা-কে ২,০০,০০০.০০ টাকা ও মোড়কজাত সনদ না থাকায় ১,০০,০০০/- টাকা জরিমানাসহ অবৈধ মালামাল জব্দ ও প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। অত্র এলাকার বিভিন্ন স্থানে মৌসুমি ফল এর ফরমালিন পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি না পাওয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) ও এস. এম. মাহফুজার রহমান ও মামুনুর রশিদ, পরীক্ষক (মেট) দায়িত্ব পালন করেন। এছাড়াও মোঃ জিসাব আহম্মেদ তালুকদার ও মোঃ মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) ও মোঃ শহিদুল ইসলাম ফিল্ড অফিসার (সিএম), দোস মোহাম্মদ ও আব্দুল্লাহ আল কায়েস, পরীক্ষক (রসায়ন) উপস্থিত ছিলেন। ০২-০৪-২০২৩
৪৪৬ ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় ৩১-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে কাঁচাবাজারে মাছ, মুরগী, মাংস, সবজি ও ফলের দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাইয়ান্তে সঠিক পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের মৌসুমি ফলের দোকানে মূল্য তালিকা যাচাই এবং ক্রেতা সাধারনের কোন অভিযোগ তাৎক্ষনিক ভাবে নিষ্পত্তি করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। এছাড়াও জনাব মন্তোষ কুমার দাস, সহকারী পরিচালক (সিএম), এএনএম ফরহাদ হোসেন, মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ কামরুল পলাশ, মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শকগন উপস্থিত ছিলেন। ০২-০৪-২০২৩
৪৪৭ ঢাকা জেলার মধুবাগ এবং শান্তিনগর এলাকায় ৩০.০৩.২০২৩ তারিখে এপিবিএন-৫ এর সহযোগিতায় মোবাইল কোর্ট বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পরিচালনা করা হয়। অভিযানে একটি পানির ফ্যাক্টরি এবিএস ট্রেডিং করপোরেশন, ১৫/৩/১/এ, পশ্চিম রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটির বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ করে ব্যবসা পরিচালনার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া শান্তিনগর এলাকায় অবস্থিত বিসমিল্লাহ রেস্তোরা, ১৪/১, কাকরাইল, শান্তিনগর, ঢাকা কর্তৃক উৎপাদিত পণ্য "ফার্মেণ্টেড মিল্ক - দই" এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ করতে বিএসটিআই অফিসে যোগাযোগের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও শান্তিনগর বাজারে মাছ-মুরগীর দোকান, কাঁচাবাজার, মাছের বাজারসহ ইফতার সামগ্রীর দোকানসমূহে মনিটরিং করা হয়। দোকানসমূহে ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০২-০৪-২০২৩
৪৪৮ ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকায় ২৯.০৩.২০২৩ তারিখে র‍্যাব ফোর্সের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত "সফট ড্রিংকস পাউডার, কফি, গ্লুকোজ-ডি, কর্ণ ফ্লাওয়ার, টেস্টিং সল্ট, বিরিয়ানী মশলা, সিজনিং মিক্স" পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে শাওন কনজ্যুমার প্রোডাক্টস, ১৭/৩১২, খানবাড়ি চৌরাস্তা, পূর্ব গোবিন্দপুর, যাত্রাবাড়ি, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পণ্যসমূহ উৎপাদন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক সীলগালা করে বন্ধ করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধিকে ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩০-০৩-২০২৩
৪৪৯ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ২৯-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফাই সনদ না থাকায় ১,০০০.০০ টাকা জরিমানা করা হয় এবং মোহাম্মদপুর কাঁচাবাজারে মাছ, মুরগী, মাংস, সবজি ও ফলের দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাইয়ান্তে সঠিক পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের মৌসুমি ফলের ফরমালিন পরীক্ষান্তে ফরমালিনের উপস্থিত না পাওয়ায় ধন্যবাদ জানানো হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ শাহরিয়ার পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। এছাড়াও বিএসটিআইয়ের মহাপরিচালক মহোদয়, সকল পরিচালকবৃন্দ, উপপরিচালক, সহকারী পরিচালক, সম্পাদক, সমন্বয় কর্মকর্তা এবং রমজান উপলক্ষে বাজার মনিটরিং টীম, ফিল্ড অফিসার ও পরিদর্শকগন উপস্থিত ছিলেন। ৩০-০৩-২০২৩
৪৫০ ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ২৮-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মুড়ি পণ্য অবৈধভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ডেইলী সুপার শপ, ৫৮৬/১, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-কে ১৫,০০০/- টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ৫,০০০/- টাকা জরিমানা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকায় কৃষিবিদ-কে পরামর্শ প্রদান করা হয় ও বিভিন্ন দোকানের ওজন যন্ত্র যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় যায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন ও মোঃ জিসান আহমেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম), কামরুল পলাশ, পরিদর্শক (মেট) সহযোগীতা করেন। ২৯-০৩-২০২৩
৪৫১ ঢাকা জেলার খিলগাঁও থানাধীন তালতলা এলাকায় ২৭.০৩.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "সাইট্রিক এসিড গুড়া, বেকিং পাউডার, কর্ণ ফ্লাওয়ার" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে সোনালী ট্রেডার্স, ১৭৮/১৭৯, খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন মুদি মার্কেট (নীচ তলা), ঢাকা-১২১৯ প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয় এবং একই থানাধীন অপর একটি প্রতিষ্ঠান ফেয়ার প্রাইস ফুড, সি-৯২৩, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "শ্যাম্পু, বিস্কুট" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দু’টিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১৫,০০০/- (পনের হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া উক্ত মার্কেটের ওসেন সিটি, খিলগাঁও, ঢাকা দোকান হতে প্রাপ্ত নিষিদ্ধ পণ্য "Dr. Rashel নাইট ক্রিম" বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং পরবর্তীতে এধরণের বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ পণ্য বিক্রয় এবং বাজারজাত না করার জন্য সতর্ক করা হয়। তাছাড়া উক্ত মার্কেটের মাছ-মাংস, মুরগী, সবজি-কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দোকানসমূহে ব্যবহৃত ওজনযন্ত্রের পরিমাপে সঠিক পাওয়া যায় এবং যে সমস্ত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ করা হয়নি সে সমস্ত ওজনযন্ত্রের ভেরিফিকেশন বিএসটিআই অফিস হতে নেওয়ার বিষয়ে দ্রুত তাগাদা দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা, মোঃ মুকুল মৃধা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৭-০৩-২০২৩
৪৫২ ঢাকা জেলার পল্লবী থানাধীন মিরপুর-১১ এলাকায় ২৫.০৩.২০২৩ তারিখে এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় সাংবাদিক-মিডিয়াকর্মীদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "শ্যাম্পু, মুড়ি, চিনি, জুস, দই ইত্যাদি" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে কেরি ফ্যামিলি সুপার শপ, প্লট-১, রোড-১০, ব্লক-সি, মিরপুর-১১, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয় এবং একই প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "দই, মুড়ি, চিনি, রুটি" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মিরপুর-১ এলাকার শাহআলী বাজার মার্কেটে বিভিন্ন দোকানে বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ওজন যন্ত্রের পরিমাপ সঠিক পাওয়া যায় এবং মাছের বাজার, মুরগি ও মাংসের বাজার এবং বিভিন্ন ফলের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। মাছ এবং ফলের ফরমালিন পরীক্ষা করে কোনরূপ ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়নি। উক্ত মোবাইল কোর্ট মোঃ রিয়াজুল হক, উপ-পরিচালক (সিএম), বিএসটিআই, ঢাকা এর নেতৃত্বে বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর উপস্থিতিতে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই ঢাকা দায়িত্ব পালন করেন। ২৭-০৩-২০২৩
৪৫৩ ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় ২৩-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট, কেক পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে জাহিদ হাসান বেকারী, ১১৮৫, শেওরাপাড়া, মিরপুর, ঢাকা ও ইভা ফুড প্রোডাক্টস, ৭৭৭, পশ্চিম ইব্রাহীমপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ১০,০০০/- টাকা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২৭-০৩-২০২৩
৪৫৪ ঢাকা জেলার মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকায় ২৩.০৩.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "জিরার গুড়া" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রিন্স বাজার লিঃ, মিরপুর-১, ঢাকা-১২১৬ প্রতিষ্ঠানটিকে টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৭-০৩-২০২৩
৪৫৫ ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ২১-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে প্রত্যাশা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী ও অন্তর ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ৪৫০, দক্ষিন পাইকপাড়া, মিরপুর, ঢাকা-কে যথাক্রমে ২০,০০০/- ও ১০,০০০/- টাকা জরিমানা ও পিওর ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী-কে ১০ দিনের মধ্যে বিল জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন ২২-০৩-২০২৩
৪৫৬ ঢাকা জেলার কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় ২১.০৩.২০২৩ তারিখে এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "কেক, পাউরুটি, বিস্কুট, ঘি, চানাচুর, সরিষার তেল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে নিউ র‍য়েল বেকারি, ১০৮৮, ইব্রাহিমপুর রোড, কাফরুল, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং একই পণ্যসমূহের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উল্লিখিত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া মিরপুর-১৩নং এলাকায় অবস্থিত "বেকার্স" এবং "নিউ ভাগ্যকূল সুইটস এন্ড বেকারি", সেকশন-১১, ব্লক-সি, রোড-১১, লেন-৪, বাসা-২, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬ প্রতিষ্ঠান দুটি'র প্রতিনিধির নিকট হতে "কেক, বিস্কুট, পাউরুটি, দই" পন্যসমূহের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণের বিষয়ে লিখিত অংগীকারনামাসহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পরবর্তী ৭ (সাত) কার্যদিবস সময়ে দ্রুত বিএসটিআই অফিসে যোগাযোগ করার নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২২-০৩-২০২৩
৪৫৭ ঢাকা মহানগরীর সাভার এলাকায় ২০-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাওয়ার ট্রান্সফমার পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে গ্রীন পাওয়ার ট্রান্সফরমার কোম্পানী, ৩৮৩, হরিনধারা, হেমায়েতপুর, সাভার, ঢাকা-কে ১,০০,০০০/- টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ডিজেল প্রতি ১০ লিটারে ৩৩০ মি.লি. কম প্রদান করায় মোল্লাহ সিএনজি ফিলিং স্টেশন, জয়নাবাড়ি, হেমায়েতপুর, সাভার, ঢাকা-কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ এস.এম. মাহফুজার রহমান, পরিক্ষক (মেট) দায়িত্ব পালন করেন। ২১-০৩-২০২৩
৪৫৮ ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাধীন রায়েরবাগ এলাকায় ২০.০৩.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "কয়েল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে আলেয়া এন্টারপ্রাইজ, মাতুয়াইল, দক্ষিনপাড়া, রায়েরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২১-০৩-২০২৩
৪৫৯ ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় ১৯-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে মোজাদ্দেদী সুইটস এন্ড বেকারী, বাড়ী-০৪, রোড-১১, মেরুল বাড্ডা, ঢাকা-কে ৩০,০০০/- টাকা জরিমানা ও আল আজিম বেকারী এন্ড কনফেকশনারী, বাড়ী-৩৪, রোড-১০, মেরুল বাড্ডা, ঢাকা-কে ১০,০০০/- টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় যথাক্রমে ২০,০০০/- টাকা ও ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২১-০৩-২০২৩
৪৬০ ঢাকা জেলার শাহজাহানপুর থানাধীন এলাকায় ১৯.০৩.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, কেক, পাউরুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে নিউ সাথী সুইট এন্ড কনফেকশনারী, ২০১, উত্তর শাহজাহানপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান হট ব্রেড, ১৯০, উত্তর শাহজাহানপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত "বিস্কুট, কেক, পাউরুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত আইনে সর্বমোট টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২০-০৩-২০২৩

সর্বমোট তথ্য: ১১৬৫