Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৪২১ ঢাকা মহানগরীর বনানী এলাকায় ১৮-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মহাখালী এলাকায় গুলশান সার্ভিস স্টেশন ও ক্রিসেন্ট অটোমোবাইলস লিঃ এর ডিজেল, অকটেন ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিট যাচাইকালে সঠিক পাওয়ায় ধন্যবাদ জানানো হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ‍ও রোশনা আক্তার, পরিদর্মক (মেট) দায়িত্ব পালন করেন ২০-০৪-২০২৩
৪২২ ঢাকা জেলার ডেমরা থানাধীন এলাকায় ১৮.০৪.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "কেক, বিস্কুট পাউরুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে নিউ আল আমিন বেকারী, ২৫/১, পাড়াডগাইর, কোনাবাড়ি, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং একই পণ্যসমূহের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২০-০৪-২০২৩
৪২৩ ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ এলাকায় ১৭-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক এলএলএস ব্যাটারী পণ্য বিএসটিআই’র সিএম সনদ ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে জিংফু ব্যাটারী ইন্ডাস্ট্রিজ, রুহিতপুর, কেরানীগঞ্জ, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, আলহাজ্ব নুর ফিলিং স্টেশন, কোনাখোলা, কেরানীগঞ্জ, ঢাকা-কে অকটেন প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯০ ও ৭০ মি.লি. ও পেট্রোল ৫০ মি.লি. কম প্রদান করায় ৩০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার(সিএম) ও মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১৮-০৪-২০২৩
৪২৪ ঢাকা মহানগরীর শাহবাগ এলাকায় ১৬-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মেঘনা মডেল সার্ভিস সেন্টার, শাহাবাগ, ঢাকা-র অকটেন, ডিজেল ও পেট্রোল পণ্য পরিমাপ যাচাইযান্তে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১৭-০৪-২০২৩
৪২৫ ঢাকা জেলার হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকায় ১৬.০৪.২০২৩ তারিখেএপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় ২টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১টি প্রতিষ্ঠান নিউ জনতা মিষ্টান্ন ভান্ডার, ২৪৯, বড় মগবাজার, চৌরাস্তা, ঢাকা-১২১৭ প্রতিষ্ঠানটিকে ফার্মেটেন্ড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান আলীবাবা সুইটস, ২৪৭, শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, বড় মগবাজার, ঢাকা-১২১৭ প্রতিষ্ঠানটিকে ফার্মেটেন্ড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ লাইসেন্স গ্রহণ করার বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআই অফিসে দ্রুত যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব এস এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৭-০৪-২০২৩
৪২৬ ঢাকা জেলার বনানী থানাধীন এলাকায় ১৩.০৪.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার, ৪৬/৪, কামাল আতার্তুক এভিনিউ, বনানী, ঢাকা প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য ঘি, লাচ্ছা সেমাই, মুরলী, দই বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-০৪-২০২৩
৪২৭ ঢাকা মহানগরীর আশুলিয়া এলাকায় ১২-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক চিপস, চানাচুর, কেক, আইস ললি ও বিস্কুট পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে এগ্রোলি ফুড এন্ড বেভারেজ, দোসাইদ, আশুলিয়া, সাভার, ঢাকা-কে ২,০০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ১,০০,০০০.০০ টাকা জরিমানাসহ কারখানাটিকে সীলগালা করা হয়। জরিমানার ৩,০০,০০০.০০ টাকা পরিশোধ না করায় আসামীদের কারাগারে প্রেরণ করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও সিরাজুম মুনিরা পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১৩-০৪-২০২৩
৪২৮ ঢাকা জেলার রামপুরা থানাধীন এলাকায় ১২.০৪.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ১টি‌ প্রতিষ্ঠান ১. রসিকলাল সুইটস, ৪০০/বি, মালিবাগ, চৌধুরীপাড়া, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ঘি এবং দই পণ্য দুটি বিক্রি ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ অনুসারে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং একই অপরাধে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য দুটি বিক্রি এবং বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ২,০০০/- (দুই হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১২,০০০/- (বার হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত কেক টাউন, ডিআইটি রোড, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই এবং পণ্য মোড়জাতকরণ সনদ গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং অপর একটি প্রতিষ্ঠান সততা বেকারি এন্ড সুইটফুড, ১০৯২, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯ প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণের বিষয়ে বিএসটিআই অফিসে যোগাযোগের জন্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও দোকানটিতে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পণ্য ফেস ক্রিম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কামিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব জেব উন-নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়াও ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন মোঃ মোশাররফ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা। ১৩-০৪-২০২৩
৪২৯ ঢাকা জেলার খিলগাঁও থানাধীন এলাকায় ১১.০৪.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ১টি ফিলিং স্টেশন মেসার্স কিকো ফিলিং স্টেশন, নন্দীপাড়া (নাগদারপাড়া), ডেমরা-রামপুরা সড়ক, খিলগাঁও, ঢাকা-কে জ্বালানী তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ২৮০মি.লি., ২৫০ মি.লি. এবং ৪টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ২৭০মি.লি., ২১০ মি.লি., ২৩০ মি.লি. এবং ২১০ মি.লি. কম প্রদান করায় ফিলিং স্টেশনটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা এবং জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১২-০৪-২০২৩
৪৩০ ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় ১১-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য বিএসটিআই’র সিএম সনদ ব্যতিত বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ইউনিক এন্টারপ্রাইজ, প্লট-৭২, রোড-১১, বাড্ডা, ঢাকা-কে ৭৫,০০০.০০ টাকা ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ শাহানুর রহমান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন ও মোঃ মোশাররফ হোসেন, পরিদর্শক (মেট) সহযোগীতা করেন। ১২-০৪-২০২৩
৪৩১ ঢাকা জেলার খিলগাঁও থানাধীন এলাকায় ১০.০৪.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি প্রতিষ্ঠান ১. রুপসা ফুড এন্টারপ্রাইজ, ১৪৬৪/এ, খিলগাঁও, ঢাকা-১২১৯ প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "মুড়ি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত "মুড়ি" উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করায় ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। ২. মেসার্স জাওয়াদ ফুড প্রোডাক্টস, ৩০৪, মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিকে একই অপরাধে উপরোক্ত দুইটি আইন বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১১-০৪-২০২৩
৪৩২ ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় ১০-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্য বিএসটিআই’র সিএম সনদ / ছাড়পত্র ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ফারহা কসমেটিক ও মা কসমেটিক, রজনীগন্ধা সুপার মার্কেট, ভাষানটেক, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা করে মোট ২০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ শাহানুর রহমান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন ও মোঃ মোশারফ হোসেন, পরিদর্শক (মেট) সহযোগীতা করেন। ১১-০৪-২০২৩
৪৩৩ ঢাকা জেলার রামপুরা থানাধীন এলাকায় ০৯.০৪.২০২৩ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ১টি প্রতিষ্ঠান ১. সলিউশন বিডি, ৩১৮/২, উলন রোড, পশ্চিম রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে মিথ্যা তথ্য প্রদান করে এবং বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক দুগ্ধজাত পণ্য উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান নাবিল ফুড প্রোডাক্টস, পশ্চিম রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ করার বিষয়ে দ্রুত বিএসটিআই অফিসে যোগাযোগের পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ আরিফ উদ্দিন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১০-০৪-২০২৩
৪৩৪ ঢাকা মহানগরীর বনানী এলাকায় ০৯-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও বনানী এলাকার বিভিন্ন খেজুর, মুড়ি, চাল, ডাল, মাছ, মাংস, মুরগী ও বিভিন্ন প্রকার মৌসুমি ফলের দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) ও আহমেদ হোসেন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১০-০৪-২০২৩
৪৩৫ তারিখে ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় ০৬-০৪-২০২৩ খ্রিঃ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিভিন্ন নামী দামী ব্রান্ডের শ্যাম্পু পণ্য বিএসটিআই’র সিএম সনদ ও ছাড়পত্র ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে জিদান এন্টারপ্রাইজ, ১১৭/১৫-১ ইসলামবাগ, লালবাগ, ঢাকা-কে ৮০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ২০,০০০.০০ টাকা জরিমানা করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মো: আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট) দায়িত্ব পালন করেন। ০৯-০৪-২০২৩
৪৩৬ ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় ০৮-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মুড়ি পণ্য বিএসটিআই’র সিএম সনদ ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে কাওরান বাজার কিচেন মার্কেটে বিক্রমপুর স্টোর, মনির ফুড প্রোডাক্টস ও আল্লাহর দান সোহাগ স্টোর প্রত্যেক-কে ১০,০০০.০০ টাকা করে মোট ৩০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অত্র এলাকার বিভিন্ন খেজুর, মুড়ি, চাল, ডাল, মাছ, মাংস ও মুরগীর দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও আহমেদ হোসেন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৯-০৪-২০২৩
৪৩৭ ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন এলাকায় ০৬.০৪.২০২৩ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ১টি প্রতিষ্ঠান ১. পল্লী পণ্য, ১০/১০, আজিজ মহল্লা, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে মিথ্যা তথ্য প্রদান এবং বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "ঘি, সরিষার তেল, হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনিয়া গুড়া, জিরা গুড়া, মুড়ি " উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত দুইটি প্রতিষ্ঠান ১. রাজ্জাক অয়েল মিলস, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা কর্তৃক উৎপাদিত পণ্য মুড়ি, মধু, সরিষার তেল, হলুদ, মরিচ, জিরা ও ধনিয়া গুড়া পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং ২. টাঙ্গাইল পোড়াবাড়ি সুইটস এন্ড বেকারী, ২/১২, মাদ্রাসা রোড, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা। ০৯-০৪-২০২৩
৪৩৮ ঢাকা জেলার বাড্ডা থানাধীন এলাকায় ০৫.০৪.২০২৩ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি প্রতিষ্ঠান ১. আপনজন ফুড ফ্যাক্টরী, বাড়ী-২৬৬, রোড-৯, পূর্বাচল, উত্তর বাড্ডা, বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং ২. আল মোজাদ্দেদ, লেন-৯, পূর্বাচল, উত্তর বাড্ডা, বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটিকে একই অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লেখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া রামপুরা এলাকায় অবস্থিত বেলমন্ট ফেব্রিক্স লিমিটেড, ৬২, পূর্ব হাজিপাড়া, ডিআইটি রোড, রামপুরা, ঢাকা বিএসটিআই আইন ২০১৮ অনুসারে কাপড়ের রং এর স্থায়িত্বের উপর বিএসটিআই লাইসেন্স গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান ইনভেন্ট, ৬২, পূর্ব হাজিপাড়া, ডিআইটি রোড, রামপুরা, ঢাকা-কে কাপড়ের রঙের স্থায়িত্বের উপর বিএসটিআই লাইসেন্স গ্রহণ করার বিষয়ে বিএসটিআই অফিসে দ্রুত যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৬-০৪-২০২৩
৪৩৯ ঢাকা মহানগরীর কাওরান বাজার এলাকায় ০৫-০৪-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বাটার অয়েল, কফি পাউডার, সেমাই ও নুডুলস পণ্য বিএসটিআই’র সিএম সনদ ও ছাড়পত্র ব্যতিত বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে রয়েল জেনারেল স্টোর, ১৪৩, কিচেন মার্কেট, কাওরান বাজার, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ৫,০০০.০০ টাকা জরিমানা করেন। এছাড়াও কাওরান বাজার এলাকায় বিভিন্ন দোকানের ডিজিটাল ওজন যন্ত্র ও বিএসটিআই আইন মেনে ব্যবসা পরিচালনা করছে কি-না তা যাচাই করা হয় এবং ভোক্তা সাধারনের সচেতনতার জন্য লিফলেট বিলি করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট) দায়িত্ব পালন করেন। ০৬-০৪-২০২৩
৪৪০ ঢাকা জেলার রমনা থানাধীন এলাকায় ০৪.০৪.২০২৩ তারিখে এপিবিএন-৫ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে কাপড়ের রং এর স্থায়ীত্বের উপর বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনার করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক স্বদেশ পল্লী, ফরচুন শপিং কমপ্লেক্স, নীচতলা, মালিবাগ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং একই অপরাধে অপর একটি প্রতিষ্ঠান ডি. এফ পয়েন্ট, ৪৩, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, মৌচাক, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত আইনে সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়াও খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট বাজারে মাছ-মাংসের দোকান, চালের আড়ৎ, কাঁচাবাজার, মাছের বাজারসহ ইফতার সামগ্রীর দোকানসমূহে মনিটরিং করা হয়। দোকানসমূহে ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ করার বিষয়ে বিএসটিআই অফিসে দ্রুত যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শহীদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা। ০৫-০৪-২০২৩

সর্বমোট তথ্য: ১১৬৫