Skip to main content
Go to accessibility menu
×
Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
Search
English
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন
মেনু নির্বাচন করুন
বিএসটিআই সম্পর্কিত
অফিসিয়াল ডিরেক্টরি
বিএসটিআই কাউন্সিলের রূপরেখা
উইংভিত্তিক কর্মকর্তার তালিকা
বিভিন্ন বিষয়ক ফোকাল পয়েন্ট
বিএসটিআই'র অনুমোদিত জনবল
বিভাগীয় ও জেলা অফিসসমূহের নাম ও যোগাযোগের ঠিকানা
বিভাগীয় অফিসসমূহ
বিভাগীয় অফিস, চট্টগ্রাম
বিভাগীয় অফিস, রাজশাহী
বিভাগীয় অফিস, খুলনা
বিভাগীয় অফিস, বরিশাল
বিভাগীয় অফিস, রংপুর
বিভাগীয় অফিস, ময়মনসিংহ
ডিভিশনাল মেট্রোলজি ইন্সপেক্টরেট, ঢাকা
বিভাগীয় অফিস, সিলেট
জেলা অফিসসমূহ
জেলা অফিস, কুমিল্লা
জেলা অফিস, ফরিদপুর
জেলা অফিস, কক্সবাজার
আঞ্চলিক কার্যালয় সমূহ
আঞ্চলিক কার্যালয়, গাজীপুর
আঞ্চলিক কার্যালয়, নোয়াখালী
আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ
আঞ্চলিক কার্যালয়, যশোর
আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া
আঞ্চলিক কার্যালয়, পাবনা
আঞ্চলিক কার্যালয়, নরসিংদী
আঞ্চলিক কার্যালয়, দিনাজপুর
আঞ্চলিক কার্যালয়, নওগাঁ
আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী
বিএসটিআই’র উইংসমূহ
প্রশাসন উইং
প্রশাসন শাখা
হিসাব ও অভ্যন্তরীন নিরীক্ষা শাখা
পরিকল্পনা ও উন্নয়ন শাখা
ভান্ডার শাখা
আইন শাখা
আইসিটি সেল
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
রক্ষণা-বেক্ষণ শাখা
সার্টিফিকেশন মার্কস উইং
কোয়ালিটি এ্যসুরেন্স এবং সার্টিফিকেশন
লাইসেন্স প্রদান/নবায়ন এর প্রবাহ চিত্র (Flow Chart):
সিএম প্রসেস ম্যাপ (বাধ্যতামূলক পণ্য)
সিএম প্রসেস ম্যাপ (স্বেচ্ছামূলক পণ্য)
বাধ্যতামূলক পণ্যের তালিকা
প্রোডাক্ট সার্টিফিকেশন এ্যাক্রিডিটেশন
প্রোডাক্ট সার্টিফিকেশনের আইনগত কার্যক্রম
সিএম লাইসেন্স আবেদন ফরম
সিএম লাইসেন্স প্রদান, নবায়নের ধাপসমূহ:
মান উইং
মান উইং
বিশ্ব মান দিবস
মান প্রণয়নের ধাপসমূহ
স্ট্যান্ডার্ডস ক্যাটালগ
মান উইংয়ের স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট টার্গেট-২০২০
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০ এর আওতাভূক্ত পণ্যের সাথে সংশ্লিষ্ট বিডিএস এর তালিকা
স্ট্যান্ডার্ডস ডেভেলপমেন্ট টার্গেট-২০১৯
প্রকাশনা শাখা
ই-ক্যাটালগ এন্ড বিডিএস সেল
লাইট ইঞ্জিনিয়ারিং এর বিডিএসসমূহ
রসায়ন পরীক্ষণ উইং
রসায়ন পরীক্ষণ উইং
ফুড এন্ড ব্যাক্টেরিওলজীক্যাল বিভাগ
এ্যাক্রেডিটেশন স্ট্যাটাস অব ফুড এন্ড ব্যাক্টেরিওলজীক্যাল বিভাগ
রসায়ন বিভাগ
এ্যাক্রেডিটেশন স্ট্যাটাস অব রসায়ন বিভাগ
পদার্থ পরীক্ষণ উইং
পদার্থ পরীক্ষণ উইং
পুরঃ, পদার্থ ও যন্ত্রকৌশল বিভাগ
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
টেক্সটাইল বিভাগ
মেট্রোলজী উইং
মেট্রোলজী উইং
মেট্রোলজী উইং এর দায়িত্ব ও কর্তব্য
ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি এক্রিডিটেশন
ন্যাশনাল মেট্রোলজী ল্যাবরেটরী (এনএমএল)
এনএমএল-বিএসটিআই এর ক্যালিব্রেশন সেবার ফ্লো-চার্ট
মিটার, সেন্টিমিটার কনভার্সন চার্ট
আমদানিকৃত ওজন ও পরিমাপক যন্ত্রপাতিসমূহের আমদানির নিবন্ধন, প্রতিপাদন ও সিলমোহরযুক্তকরণ প্রক্রিয়ার ধাপসমূহ
ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন ও বিধিসমূহ
মেট্রোলজি উইং-এর আইনগত কার্যক্রম
মোড়কজাতকৃত পণ্য সামগ্রীর নিবন্ধন সনদ প্রদানের ধাপসমূহ
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন উইং
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন উইং
নিরপেক্ষ নীতি
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন এর ব্যাপ্তি
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কমিটি
সার্টিফিকেট প্রদান পদ্ধতি
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেটপ্রাপ্ত গ্রাহক তালিকা
ফি কাঠামো
এমএসসি ফরম
এমএসসি সেবা সহজিকরণ
বিএসটিআই'র সেবাসমূহ
সিএম লাইসেন্স প্রদান/নবায়ন
আমদানিকৃত পণ্যের ছাড়পত্র প্রদান
রসায়ন/পদার্থ পরীক্ষণ সেবা প্রদান
ওজন ও পরিমাপ সংশ্লিষ্ট সেবা
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট (এমএসসি) প্রদান
প্রণীত বাংলাদেশ মান বিক্রয়
বিএসটিআই’র ফি’সমূহ
বিএসটিআই’র লাইসেন্স ফি’র পরিমাণ
বিএসটিআই’র ল্যাবসমূহ
রসায়ন উইংয়ের ল্যাবসমূহ
ফুড এন্ড ব্যাক্টেরিওলজীক্যাল বিভাগের ল্যাবসমূহ
রসায়ন বিভাগের ল্যাবসমূহ
পদার্থ উইংয়ের ল্যাবসমূহ
পুর, পদার্থ ও যন্ত্রকৌশল বিভাগের ল্যাবসমূহ
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবসমূহ
টেক্সটাইল বিভাগের ল্যাবসমূহ
মেট্রোলজি উইংয়ের ল্যাবসমূহ
দৈর্ঘ্য এবং মাত্রা পরিমাপ ল্যাবরেটরি
বৈদ্যুতিক, সময় এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ ল্যাবরেটরি
বল পরিমাপ ল্যাবরেটরি
আয়তন, ঘনত্ব এবং ভিসকোসিটি পরিমাপ ল্যাবরেটরি
ওজন পরিমাপ ল্যাবরেটরি
তাপমাত্রা পরিমাপ ল্যাবরেটরি
চাপ পরিমাপ ল্যাবরেটরি
ডাউনলোড
বিএসটিআই'র মান চিহ্ন, b মার্ক ও এমএসসি লোগো
বিএসটিআই'র মান চিহ্ন, b মার্ক ও এমএসসি লোগো
তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০২০
তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০২০
ফরম
পণ্যের মোড়কজাত নিবন্ধন ফরম
মেট্রোলজি নিবন্ধন ফরম
হালাল সার্টিফিকেটের আবেদন ফরম
এমএসসি ফরম
বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ফরম
বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম
বিদেশ ভ্রমণে ব্যবহৃত ২ নং বাছাই কমিটির ফরম
ব্যক্তিগত বিদেশ ভ্রমণে ব্যবহৃত ফরম
বাংলাদেশ মান প্রণয়নের প্রস্তাব প্রেরণের ফরম
দিবস পালন
বিশ্ব মেট্রোলজি দিবস
বিশ্ব মান দিবস
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
Text size
A
A
A
Color
C
C
C
C
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ফেইসবুক পেইজ ভিজিট ও লাইক দিন।
সর্বশেষ খবর
ক্রমিক
শিরোনাম
প্রকাশের তারিখ
১
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ১২-১২-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন গোপীবাগ এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আল-হেরা এন্টারপ্রাইজ, ১৩৪/২/সি/১, গোপীবাগ, মতিঝিল ঢাকা নামীয় প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন করতে দেখা যায়। একইসাথে প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত উক্ত পণ্য বাজারজাত করে আসছিলো। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫,০০০.০০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০.০০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন ও বাজারজাত বন্ধের জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
১৫-১২-২০২৪
২
অদ্য ০৯.১২.২০২৪ তারিখ ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন সাত মসজিদ রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে স্বনামধন্য প্রতিষ্ঠান *মিঃ বেকার কেক এন্ড পেস্ট্রি শপ লিঃ* এর আউটলেটে নিম্নরূপ ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয়: ১. বাধ্যতামূলক *ডেকোরেটেড কেক, পেস্ট্রি ও সুইটমিট* পণ্যের অনুকূলে বৈধ সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ নেই। ২. *বিস্কুট, পাউরুটি ও লাচ্ছা সেমাই* পণ্যের মেয়াদোত্তীর্ণ সিএম লাইসেন্স নবায়নের কার্যক্রম প্রায় ৬ মাস ধরে প্রক্রিয়াধীন দাবী করা হলেও পণ্যের উৎপাদন, বিক্রয়-বিতরণ অব্যাহত দেখা যায়। ৩. আউটলেটে অবস্থানকালে *কেক* পণ্যের সিএম লাইসেন্স নবায়নের স্বপক্ষে কোন প্রমাণক পাওয়া যায়নি। ৪. *বিস্কুট ও চকোলেট* পণ্যের মোড়কে ভুল বিডিএস নাম্বার ব্যবহারসহ অধিকাংশ পণ্যের বাজারজাতকৃত ভ্যারিয়েন্ট সিএম লাইসেন্সে অন্তর্ভুক্ত করা নেই। ৫. পণ্যসমূহের বাজারজাতকৃত সকল ভ্যারিয়েন্ট/সাইজের অনুকূলে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ পাওয়া যায়নি। ৬. এছাড়া আউটলেটে প্রমাণক ব্যতিত কিছু আমদানিকৃত পণ্য (ফ্রুট জুস, ফ্রুট ড্রিঙ্কস ও কার্বোনেটেড বেভারেজ) বিক্রয়-বিতরণ করতেও দেখা যায়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে উপরোক্ত বিষয়ে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে সকল পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স, মোড়কজাত নিবন্ধন সনদ ও চালানভিত্তিক ছাড়পত্রের প্রমাণক গ্রহণপূর্বক বৈধভাবে উৎপাদন, বিক্রয়-বিতরণের পরামর্শ প্রদানসহ প্রাথমিকভাবে সতর্ক করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার'র নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (হালাল সার্টিফিকেশন বিভাগ, সিএম) এবং জনাব মোঃ নুরুল ইসলাম, পরিদর্শক (মেট, ডিএমআই) দায়িত্ব পালন করেন।
১০-১২-২০২৪
৩
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে অদ্য ০৫.১২.২০২৪ তারিখে এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১। মেসার্স ফাস্ট পিওর ড্রিংকিং ওয়াটার; ছোলমাইদ হাই স্কুল রোড, গুলশান, ভাটারা, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ১৫,০০০ (পনের হাজার) মাত্র জরিমানা করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানটি সীল গালা করা হয় ২। এ.আর অয়েল ট্রেডার্স; প্লট # ৩৭৭, ভাটারা, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত হলুদের গুড়া, মরিচের গুড়া, সরিষার তেল, ধনিয়ার গুঁড়া পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০০ (পাঁচ হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ২০,০০০ (বিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়।
০৮-১২-২০২৪
৪
অদ্য ০২.১২.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস,এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর নিউমার্কেট থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, মেহের টাওয়ার, ১৬৪, বীর উত্তম সি আর দত্ত রোড, হাতিরপুল, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত চানাচুর, বিস্কুট পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০ (দশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। এছাড়া মেসার্স রহমান এন্ড কোং; ২৩৭/১, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ৪টি ডিসপেনসিং ইউনিটে তেল পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
০২-১২-২০২৪
৫
অদ্য ২৮.১১.২০২৪ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে সাভার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আরিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বড়দেশী পশ্চিমপাড়া, আমিনবাজার, সাভার, ঢাকা-কে বিএসটিআ’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে বিএসটআই’র লোগো ব্যবহার করে মশার কয়েল পণ্য তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট),অংশগ্রহণ করেন।
২৮-১১-২০২৪
৬
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে অদ্য ২৮.১১.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব জেব-উন-নেছা, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব কৌশিক দাস দুর্জয়, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১। মেসার্স ডি সুলতান; প্লট # ৭৩৮, হোল্ডিং # ১৪, রোড # ২৩, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত কটন ক্যানভাস ও পপলিন পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০ (দশ হাজার) মাত্র এবং ২। কাজী ব্রেড এন্ড লাইভ বেকারি; ৩৭২/১-এ, কুমিল্লা হোটেল এর মোড়, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিস্কুট, কেক, পাউরুটি পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ২০,০০০ (বিশ হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ৩০,০০০ (ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। এছাড়া ৩। সেভেন ইলেভেন স্টোর; ৩৭২/এ, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে চিপস,বিস্কুট, চকোলেট,সেরেলাক, স্যানিটারী ন্যাপকিন, টুথ ব্রাশ, টয়লেট টিস্যু পেপার, শ্যাম্পু, স্কিন লোশন,টয়লেট সোপ ফর বেবিস, শেভিং ফোম, স্কিন পাউডার ইত্যাদি পণ্যের সিএম সনদ গ্রহণ ও সংরক্ষন এর নির্দেশনা প্রদান করা হয় এবং ৪। লাভিট; বাড়ী # ৯২৯, ব্লক # সি, তালতলা, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযানকালে স্কিন ক্রিম, স্কিন লোশন, স্কিন পাউডার, হেয়ার অয়েল, লিপস্টিক পণ্যের সিএম ছাড়পত্র থাকায় ধন্যবাদ প্রদান করা হয় পাশাপাশি আই কেয়ার প্রোডাক্টস, ফেইস প্যাক, কাজল, বেবি শ্যাম্পু, বেবি অয়েল পণ্যগুলোর সিএম ছাড়পত্র গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
২৮-১১-২০২৪
৭
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে অদ্য ২৬.১১.২০২৪ তারিখে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রাজু আহমেদ, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স স্যান্ডো ফুডস ইন্টারন্যাশনাল লিঃ; বাড়ী # ৪৫, রোড # ১, ব্লক # ই, বনশ্রী, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিস্কুট, কেক, পাউরুটি, লাচ্ছা সেমাই, সুইটমিট, ডেকোরেটেড কেক, চানাচুর, ঘি, ফামেন্টেড মিল্ক পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ৪০,০০০ (চল্লিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। এছাড়া ১। মিঠাই; বাড়ী # ৪৮, রোড # ২, ব্লক # ই, বনশ্রী, রামপুরা, ঢাকা, ২। মেসার্স বিক্রমপুর লাইভ বেকারি; বাড়ী # ৪৭, রোড # ৩, ব্লক # ই, বনশ্রী, রামপুরা, ঢাকা এবং ৩। আল এরাবিয়ান কেক এন্ড সুইটস; বাড়ী # ২, রোড # ২, ব্লক # এফ, বনশ্রী, রামপুরা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানগুলোতে অভিযানকালে পাউরুটি, কেক, বিস্কুট সহ বিভিন্ন পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স এবং মোড়কজাত সনদ হালনাগাদ পাওয়ায় প্রতিষ্ঠান সমূহকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
২৭-১১-২০২৪
৮
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ২৫.১১.২০২৪ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশ মটরস এন্ড এ্যাসেসরিজ, স্পিড ও মি. মেকানিক, গ্লাস ফ্যাক্টরী মোড়, বাশঁবাড়ী, মোহাম্মদপুর, ঢাকা কর্তৃক আমদানীকৃত হেলমেট পণ্য বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ করে বিক্রি, বিতরণ, বাজারজাত করছে কি-না তা যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) ও সুবহানা নওশিন, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।
২৬-১১-২০২৪
৯
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ২৪-১১-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ব্যাংকো অরোরা লিমিটেড, ১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, লিকুইড হ্যান্ডওয়াশ, লিকুইড ডিশওয়াশ, লিকুইড টয়লেট ক্লিনার, লিকুইড ফ্লোর ক্লিনার, সরিষার তেল, আয়োডিণযুক্ত লবণ উৎপাদন করতে দেখা যায়। একইসাথে প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বর্ণিত পণ্যসমূহ ছাড়াও চিনিগুড়া চাল, কাপড় ব্রাইটেনিং, গ্লাস ক্লিনার ছাড়া বেশ কিছু পণ্য বাজারজাত করে আসছিলো। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন ও বাজারজাত বন্ধের জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
২৫-১১-২০২৪
১০
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ২৪.১১.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রয়েল ফিলিং স্টেশন, ৫১/১, শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্বরনী, মহাখালী, ঢাকা এর অকটেন, পেট্রোল ও ডিজেল ৪টি ডিসপেন্সি ইউনিট যাচাই করে সঠিক পাওয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।
২৫-১১-২০২৪
১১
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২১.১১.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুমন কুমার পাল, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর নিউ মার্কেট থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স ডিমান্ড ফ্যাশন হাউজ; দোকান # ১৭, মনসুর ভবন (নীচ তলা), ৭২, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত কালার ফাস্টনেস রেটিংস অব টেক্সটাইলস পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ৪০,০০০ (চল্লিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়।
২১-১১-২০২৪
১২
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ২০.১১.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর শাহবাগ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মেঘনা মডেল সার্ভিস সেন্টার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা এর অকটেন, পেট্রোল ও ডিজেল ৮টি ডিসপেন্সি ইউনিট যাচাই করে সঠিক পাওয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়। একই এলাকায় পদ্মা ট্রেডার্স এর অকটেন এ প্রতি ১০ লিটারে ৮০ মি.লি. কম প্রদান করায় ডিসপেন্সি ইউনিট সীলগালা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মামুনুর রহমান, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।
২১-১১-২০২৪
১৩
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২০.১১.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মশিউর রহমান, পরীক্ষক (মেট, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স, ১৪৫, শান্তিনগর, উত্তরা, ঢাকায় অবস্থিত ১। নিউ বধূয়া কালার কসমেটিকস; ২। মেসার্স অর্ণব ইন্টারন্যাশনাল; ৩। মেসার্স গিভ এন্ড টেক; ৪। স্টোন গ্যালারী; ৫। রাইট চয়েজ; ৬। জারা গ্যালারী; ৭। ওয়েট এন্ড ওয়াইল্ড; ৮। শোভা ফ্যাশন ওয়ার্ল্ড-১; ৯। শোভা ফ্যাশন ওয়ার্ল্ড-২; ১০। কিউট ফ্যাশন প্রতিষ্ঠানসমূহে অভিযানকালে বিএসটিআই'র সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য স্কিন ক্রীম, স্কিন লোশন, বডি লোশন, শ্যাম্পু, ফেস ওয়াশ, ফেস পাউডার, লিপস্টিক, কালার ফাস্টনেস রেটিংস অফ টেক্সটাইলস বিক্রয় ও বিতরণ করায় দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের উপস্থিতিতে উক্ত প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে দোকান মালিক সমিতির সভাপতি আশ্বস্ত করেন যে তিনি অতি শীঘ্রই দোকান মালিকদের সাথে একটি সভার আয়োজন করে বিএসটিআইয়ের লাইসেন্স/ছাড়পত্র করার বিষয়ে তাগাদা দিবেন এবং পরবর্তীতে এ বিষয়ে তদারকি করবেন।
২১-১১-২০২৪
১৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ১৯-১১-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর ভাটারা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে রিফাত লাইভ বেকারি, হেল্ডিং- ৩৭/সি, রোড# ৩, নুরেরচালা, ভাটারা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ গ্রহণ ব্যতীত পাউরুটি, বিস্কুট, কেক, ডেকোরেটেড কেক ও চানাচুর পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় বিজ্ঞ আদালত সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণপূর্বক পণ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
২১-১১-২০২৪
১৫
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ১৮-১১-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ১। শাহীন নেরোলাক পেইন্টস, ৩১/৫, নয়াপাড়া, দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ইমালশন পেইন্ট, ইকোনমি ইমালশন পেইন্ট, এসপিডি, এনামেল পেইন্ট পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিকে ইতোপূর্বে লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলেও প্রতিষ্ঠানটি লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বাজারজাত অব্যাহত রাখে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ লক্ষ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১ লক্ষ টাকাসহ মোট ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। ২। বেটার রবিয়্যালাক এন্ড সুপার পেরালাক পেইন্টস, ১১৮, দনিয়া, নয়াপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ইমালশন পেইন্ট, ইকোনমি ইমালশন পেইন্ট, এসপিডি, এনামেল পেইন্ট পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কেউ উপস্থিত না থাকায় প্রতিষ্ঠানটির কর্মচারীদের সতর্ক করা হয় এবং টেলিফোনে চলতি সপ্তাহের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের জন্য মালিককে নির্দেশ প্রদান করা হয়। ৩। পিওর কনজুম্যার প্রোডাক্টস, ৮৩/৬৭, উত্তর রায়েরবাগ, মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতীত সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিকে নিজস্ব ব্রান্ডের পাশাপাশি সার্ফ এক্সেলের আদলে এবং অন্য প্রতিষ্ঠানের পণ্য চুক্তির ভিত্তিতে তৈরি করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। একইসাথে সার্ফ এক্সেলের সাদৃশ্য মোড়ক জব্দপূর্বক ধ্বংস করার নির্দেশ প্রদান করেন। ৪। মীম কেমিক্যাল কোম্পানি, গোবিন্দপুর, যাত্রাবাড়ী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত সিনথেটিক ডিটারজেন্ট পণ্য বাজারজাত করতে দেখা যায়। একইসাথে প্রতিষ্ঠানটি দুইটি ব্রান্ডের অনুমোদন গ্রহণ করে ঐ দুটি ব্র্যান্ড ছাড়াও অন্য ব্রান্ডের পণ্য উৎপাদন করে আসছিলো। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। একইসাথে অনুমোদনহীন পণ্যের মোড়ক জব্দপূর্বক ধ্বংস করার নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ আব্দুল্লাহ আল কাফি, পরীক্ষক (রসায়ন মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
২১-১১-২০২৪
১৬
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৮.১১.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স ড্রিম কনজুমার; পাইটি, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআইয়ের বাধ্যতামূলক মশার কয়েল উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় ও মালিক পলাতক থাকায় উক্ত প্রতিষ্ঠানটির উৎপাদিত মশার কয়েল সমূহ ধ্বংস করা হয় এবং দায়িত্বশীল কাউকে না পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানটি সীল গালা করা হয়। এছাড়া মেসার্স নান্নু কনজুমার; পাইটি, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ২টি ব্র্যান্ডের বিএসটিআইয়ের লাইসেন্স প্রক্রিয়াধীন থাকায় এবং ১টি ব্র্যান্ড অবৈধভাবে তৈরি করায় উক্ত ব্র্যান্ড লাইসেন্সের আবেদন করার শর্তে সতর্ক করা হয়।
২১-১১-২০২৪
১৭
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ১৭.১১.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সাফওয়ান’স, ৪৩, নয়া পল্টন, ঢাকায় প্রতিষ্ঠানটির উৎপাদিত কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি ও বাজারজাত না করার পরামর্শ দেন জন্য এবং উক্ত পণ্যের ৭ দিনের মধ্যে বিএসটিআই’র সিএম সনদের আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মো: শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মো: রাজু আহমেদ, পরিদর্শক (মেট), অংশগ্রহণ করেন।
১৮-১১-২০২৪
১৮
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে এপিবিএন পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ আব্দুল্লাহ আল কাফি, পরীক্ষক (মেট, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১। নুরুজ্জামান লাইভ হট ব্রেড; বাড়ি # ৮, সড়ক # ৪, ব্লক # এইচ, বনশ্রী, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ও বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করে বেকারি পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ১০,০০০/- (দশ হাজার) মাত্র, ২। আল মক্কা সুইটমিট এন্ড দধি, বাড়ি # ৭, সড়ক # ৪, ব্লক # এইচ, বনশ্রী, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই এর ছাড়পত্র গ্রহণ ব্যতীত দই ও মিষ্টি পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র এবং ৩। জেএমসি মেডিসিন কর্ণার লিঃ,বাড়ি # ৮, সড়ক # ৪, ব্লক # এইচ, বনশ্রী, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত কেক ও বায়োমিল (বেবি ফুড) পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৮-১১-২০২৪
১৯
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ১৩-১১-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর সাতারকুল উত্তর বাড্ডা এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকাল নূর-এ-আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ১৫৮, সাতারকুল, উত্তর বাড্ডা, বাড্ডা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত গিজার (স্টোরেজ ওয়াটার হিটার) পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। ইতোপূর্বে প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে কারখানার ত্রুটি-বিচ্যুতি সংশোধনপূর্বক দ্রুত লাইসেন্স গ্রহণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেন। একইসাথে সিএম লাইসেন্স প্রাপ্তির পূর্বে প্রতিষ্ঠানটির উৎপাদন এবং বাজারজাত কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ রোশনা আখতার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
১৮-১১-২০২৪
২০
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৩.১১.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব তাসনীম দোহা, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর তেজগাঁও শি/এ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স হাবীব হোটেল ইন্টারন্যাশনাল লিঃ (হলিডে ইন); ২৩, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও শি/এ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত কেক, বিস্কুট ও পাউরুটি পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। এছাড়া মেসার্স অরেঞ্জ এন্ড হাফ ক্যাফে; ২১, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও শি/এ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য কেক, বিস্কুট, পাউরুটি ও ফার্মেন্টেড মিল্ক এর লাইসেন্স এর নবায়ন প্রক্রিয়া চলমান থাকায় তাদেরকে সতর্ক করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৮-১১-২০২৪
<<
<
1
>
>>
সর্বমোট তথ্য: ১০৭৯
সর্বশেষ খবর আর্কাইভ
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ফেইসবুক পেইজ ভিজিট ও লাইক দিন।
⮭