Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০২৫

বল পরিমাপ ল্যাবরেটরি

ফোর্স মেজারমেন্ট ল্যাবরেটরি

 

টেকনিক্যাল বিষয়ে যোগাযোগ:

১. প্রকৌঃ মোঃ জাহিদ হাসান, সহকারী পরিচালক (মেট্রোলজি)

ল্যাবের দায়িত্ব: হেড, ফোর্স মেজারমেন্ট ল্যাবরেটরি, এনএমএল-বিএসটিআই

মোবাইল: +৮৮০ ১৩৩২৮২৫২২৪

ইমেইল: zahid_met@bsti.gov.bd

 

২. মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি)

ল্যাবের দায়িত্ব:  ডেপুটি হেড, ফোর্স মেজারমেন্ট ল্যাবরেটরি, এনএমএল-বিএসটিআই

মোবাইলঃ + ৮৮০ ১৩৩২৮২৫২৩১

ইমেইল: shahjahan@bsti.gov.bd

 

 

বল (Force)

যা কোন বস্তুর অবস্থা বা আকৃতি পরিবর্তন করে বা করতে চায় Force বা বল বলে। Force বা বল এর এসআই (SI) একক নিউটন (N)।

ফোর্স ল্যাবের ভূমিকা

বিভিন্ন পণ্য যেমন- স্টিল, রিবার, সিমেন্ট, লোড সেল, টর্ক মিটার, হ্যান্ড টর্ক টুলস  ইত্যাদির গুণগত মান পরীক্ষা ও বজায় রাখার জন্য এনএমএল-বিএসটিআই ফোর্স ল্যাব হতে ফোর্স ক্যালিব্রেশন সেবা প্রদান করা হয়। এছাড়াও টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পকারখানায় ব্যবহৃত টেনসাইল টেস্টিং মেশিন ও ইউনিভার্সাল টেস্টিং মেশিন সমূহের অন-সাইট ক্যালিব্রেশন সেবা প্রদান করা হয়।

চিত্র: রেফারেন্স লোড সেল

 

ক্যালিব্রেশন রেঞ্জ ও সেবা: 

  • অনসাইটে টেনসাইল টেস্টিং মেশিন ও ইউনিভার্সাল টেস্টিং মেশিনসমূহ
    • টেনশন এবং কম্প্রেশন মোডে ক্যালিব্রেশন এর সীমা ৫০ নিউটন থেকে ৫০০ কিলোনিউটন।
    • কম্প্রেশন মোডে সর্বোচ্চ ক্যালিব্রেশন এর সীমা ৩ মেগানিউটন পর্যন্ত।
  • হ্যান্ড টর্ক টুল ও টর্ক মিটার ক্যালিব্রেশন
    • ২০০ নিউটন মিটার রেঞ্জ পর্যন্ত।