এস এম ফেরদৌস আলম
মহাপরিচালক (গ্রেড-১), বিএসটিআই
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব এস এম ফেরদৌস আলম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক হিসেবে ৩১ ডিসেম্বর ২০২৩খ্রিঃ তারিখ যোগদান করেন।। এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনাব এস এম ফেরদৌস আলম ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি অনুষদে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরর্বতীতে ‘৮৯ সালে উদ্যানতত্ত্ব বিষয়ে এমএসসি সম্পন্ন করে তিনি বিসিএস প্রশাসন (ক্যাডার) ত্রয়োদশ ব্যাচে যোগদান করে মাঠ প্রশাসনে তিনি বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার (ভূমি), ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিসি (রাজস্ব), এডিসি (শিক্ষা), এডিএম, এডিসি (জেনারেল), উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, সিনিয়র সহকারী সচিব পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, উপসচিব সড়ক ও মহাসড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, পরিচালক, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা (নেকটার) বগুড়া, পরিচালক, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর, যুগ্মসচিব, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব, মৎস ও প্রণিসম্পদ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, চায়না ও সৌদি আরব সফর করেন। ব্যক্তিজীবনে বিবাহিত; সহধর্মিনী অধ্যাপনায়রত। তিনি ২ পুত্রের জনক।