Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৪০১ ঢাকা মহানগরীর রমনা এলাকায় ২৮-০২-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্য অবৈধভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ডিএস কসমেটিক কর্নার, ফরচুন শপিং মল, রমনা, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা ও একই মার্কেটে লাক্সারি ওয়ানে ফেব্রিক্স এন্ড টেইলস-কে ৫,০০০.০০ টাকা ও নিউ র‌্যামন্ড ফেব্রিক্স- ৫,০০০.০০ টাকা জরিমানা করা হয় এবং মার্কেটের পরিচালনা কমিটিকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্য অবৈধভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাত না করার নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০১-০৩-২০২৩
৪০২ ঢাকা মহানগরীর সাভার এলাকায় ২৭-০২-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাওয়ার ট্রান্সফমার পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে রিভারিন পাওয়ার জেনারেশন লি:, নন্দখালী, তেতুলঝড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা ও এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফিকেশণ সনদ না থাকায় ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে কেএমএস লুব্রিকা (বিডি) লি:-কে ৫০,০০০.০০ টাকা ও এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফিকেশণ ও মোড়কজাত সনদ না থাকায় ২০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন এবং মোঃ খালেদ হোসেন ও মোঃ শহিদুল আলম,ফিল্ড অফিসার (সিএম) সহযোগীতা করেন। ২৮-০২-২০২৩
৪০৩ ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন এলাকায় ২৬.০২.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টার অয়েল, আলমণ্ড অয়েল, স্যাফরন-গোট'স মিল্ক সোপ, অর্গানিক সোপ, পণ্যের মোড়কে পণ্য সংক্রান্ত বাংলা ভাষায় কোন তথ্য উল্লেখ না করা এবং পণ্যের পরিচিতি, নিট পরিমান, খুচরা মূল্য, উৎপাদন এবং মেয়াদউত্তীর্ণ এর তারিখ উল্লেখ না করার অপরাধে রিবানা, বাড়ী-২, শেখ কামাল স্মরণী, রোড-১৬, ধানমন্ডি-২৭, সপ্তক স্কয়ার, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ ব্যতীত পণ্য স্কীন ক্রিম (ফাউণ্ডেশন) বিক্রয়, বিতরণ এবং পণ্যের গায়ে মিথ্যা তথ্য উল্লেখ করার অপরাধে অপর একটি প্রতিষ্ঠান লাভিট, বাড়ী-২, রোড-১৬, শেখ কামাল স্মরণী, সপ্তক স্কয়্যার, ধানমন্ডি, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠান দু'টিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রিগ্যান বৈদ্য (ফিল্ড অফিসার), সিএম, বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ ইনজামামুল হক (পরিদর্শক), মেট্রোলজি, ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া মোবাইল কোর্টে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জনাব সুবহানা নওশিন, (পরিদর্শক), মেট্রোলজি, ডিএমআই, বিএসটিআই, ঢাকা। ২৭-০২-২০২৩
৪০৪ ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় ২৩-০২-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ইউনিটি এগ্রো বেভারেজ, হাজী বাদশা মিয়া রোড, মাতুয়াইল, ডেমরা, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মুকুল মৃধা, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২৬-০২-২০২৩
৪০৫ ঢাকা মহানগরীর আশুলিয়া ও সাভার এলাকায় ২২-০২-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে বন্ধু স্পেশাল টোস্ট এন্ড বিস্কুট, ১৮, আক্রান, বিরুলিয়া, সাভার, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় আতিক এগ্রো সুইটস এন্ড বেকারী, ‍আশুলিয়া স্কুল এন্ড কলেজ মার্কেট, আশুলিয়া, সাভার, ঢাকা-কে ৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন ২৩-০২-২০২৩
৪০৬ ঢাকা জেলার বাড্ডা থানাধীন এলাকায় ২২.০২.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "বিস্কুট, পাউরুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে অভি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, ১৬৭, উত্তর বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয় এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট পাউরুটি" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব নোভেরা বিনতে নূর (ফিল্ড অফিসার), সিএম, বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহজাহান (পরিদর্শক), মেট্রোলজি, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৩-০২-২০২৩
৪০৭ ঢাকা জেলার মিরপুর এবং রুপনগর থানাধীন এলাকায় ১৯.০২.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "মধু, সরিষার তেল, তাল মিশ্রি, তরল দুধ, দই, ঘি, মুড়ি" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে দু'টি প্রতিষ্ঠান ১। ফুড প্যালেস, ১৮৩/১, পশ্চিম মনিপুর, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র, একই সনদ গ্রহণ ব্যতীত পণ্য "দই, এনার্জি বার, ট্যাংগো সফট ড্রিংকস" বিক্রি এবং বাজারজাত করায় ২। মিঠাই, হোল্ডিং-২২২, মোল্লার মোড়, মনিপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র এবং বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "মুড়ি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠান ৩। মোহাম্মদী ফুড, রোড-৫, প্লট-৬০, রুপনগর, মিরপুর-২, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১৫,০০০/- (পনের হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান তিন-টিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৭০,০০০/- (সত্তর হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব ইবাদত মানিক (ফিল্ড অফিসার), সিএম এবং জনাব মোঃ ইনজামামুল হক (পরিদর্শক), মেট্রোলজি, ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২০-০২-২০২৩
৪০৮ ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় ১৯-০২-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে মনিং বেকারী, ৩৯/৬, ১-ডি, কাফরুল, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২০-০২-২০২৩
৪০৯ অদ্য ১৬-০২-২০২৩ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক চিনি, আচার ঘি, মধু, মুড়ি, ব্ল্যাক টি, হলুদ, মরিচ, জিরা ও ধনিয়ার গুড়া, সস ও আটা পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে রকমারি ফুড, ৫৬/৮, পশ্চিম পান্থপথ, কলাবাগান, ঢাকা-কে ৩০,০০০.০০ টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১৬-০২-২০২৩
৪১০ ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় ১৫-০২-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক নারিকেল তেল, ব্রান্ড- প্যারাসুট ও হেয়ার অয়েল (ব্রান্ড-প্যারাসুট বেলি ফুল, কুমারিকা, আমলা, ডাবর ও কিউট) পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে নাম বিহীন, ২৫/১, উর্দু রোড, চকবাজার, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা জরিমানা অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামী ৫০,০০০.০০ টাকা জরিমানা পরিশোধ না করায় জেল হাজতে প্রেরণ ও অবৈধ কারখানাটি সীলগালা করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা এএনএম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মুকুল মৃধা, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। এছাড়াও নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) ও আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট) সহযোগীতা করেন। ১৬-০২-২০২৩
৪১১ ঢাকা জেলার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় ১৫.০২.২০২৩ তারিখে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, কেক" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে কে. কে ফুড, ৭/বি, পুরাতন এফডিসি রোড, তেজগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, কেক" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম, (ফিল্ড অফিসার), সিএম, বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মাছুদুল হক (পরিদর্শক), মেট্রোলজি, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-০২-২০২৩
৪১২ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় ১৪-০২-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মেসার্স সেইফ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা এর ড্রিংকিং ওয়াটার পণ্যের লেবেলের মোড়কজাত নিবন্ধন সনদ নেই এবং লেবেলের গায়ে তথ্যাবলি বিধি মোতাবেক উল্লেখ না থাকায় ৫,০০০.০০ (পাচ হাজার) টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ করা সত্যেও অপরিচ্ছন্ন ও ময়লাযুক্ত স্থানে পানি বোতলজাত করায় ও কোনো পরীক্ষণ ল্যাবের অস্তিত্ব না থাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে শোকজ করার জন্য ফিল্ড অফিসারকে নির্দেশ প্রদান করেন এবং এক সপ্তাহের ভিতর মোড়কজাত নিবন্ধন সনদ গহণ করার জন্য প্রতিষ্ঠানের ম্যানেজারকে নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার(সিএম) এবং জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১৫-০২-২০২৩
৪১৩ অদ্য ১৩-০২-২০২৩ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্পঞ্জ কেক পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে জাবের প্লাস হট কেক, বাড়ী-০৬, ব্লক-সি, রোড,-১৭, পল্লবী, মিরপুর, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা জরিমানা ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ১০,০০০.০০ টাকা জরিমানা জরিমানা করেন। এছাড়া ও মোহাম্মাদিয়া সমবায় মার্কেট, মিরপুর এর কসমেটিক দোকানে বিএসটিআই’র নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম জব্দ করে ধ্বংস করা হয় এবং এ ক্রীম বিক্রি না করার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও আহমেদ হোসেন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১৪-০২-২০২৩
৪১৪ অদ্য ১৩.০২.২০২৩ তারিখ রোজ সোমবার ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বৈধ সিএম লাইসেন্স এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ না করে মানচিহ্ন ব্যবহার ও অধিকাংশ মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ ব্যতীত মোড়কজাত ও উৎপাদিত/আমদানিকৃত পণ্য বিক্রি এবং বাজারজাতের অপরাধে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫টি মামলা দায়েরপূর্বক নিম্নরূপ দন্ড প্রদান করা হয়: ১. গাঁওয়াল ফুড এন্ড কনজ্যুমার, অভয় দাস লেন, টিকাটুলি, ঢাকা; পণ্য: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মধু, ঘি, ব্ল্যাক টি, মুড়ি, আটা, চাল, ডাল, সজনে পাতা গুঁড়া, গুড়, নিম পাতা গুঁড়া, চিয়া সীড, তরল দুধ, মাশরুম, পিঙ্ক সল্ট, সয়া বীজ, ইত্যাদি; দন্ড: যথাক্রমে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) ও ১০,০০০.০০ (দশ হাজার) মাত্র হারে জরিমানা। ২. সদাই বাড়ি, গোপীবাগ, ঢাকা; পণ্য: দেশে উৎপাদিত (হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মধু, সরিষার তেল, নারিকেল তেল ও ফার্মেন্টেড মিল্ক) এবং আমদানিকৃত (বিস্কুট, চিপস, চকোলেট, সস, ফ্রুট জুস, সফট ড্রিংকস পাউডার, সানফ্লাওয়ার অয়েল, সিনথেটিক কালার পেস্ট, শ্যাম্পু, স্কিন ক্রীম, বেবি সোপ, আফটার শেভ লোশন, পেন্সিল, ইত্যাদি); দন্ড: যথাক্রমে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) ও ৫,০০০.০০ (পাঁচ হাজার) মাত্র হারে জরিমানা। ৩. সোহাগ বেকারী এন্ড কনফেকশনারি, গোপীবাগ, ঢাকা; পণ্য: পাউরুটি, বিস্কুট, চানাচুর ও চিপস; দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা। ৩টি প্রতিষ্ঠান হতে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী মোট টাকা ৭৫,০০০.০০ (পঁচাত্তর হাজার) এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী টাকা ১৫,০০০.০০ (পনেরো হাজার) হিসেবে সর্বমোট টাকা ৯০,০০০.০০ (নব্বই হাজার) মাত্র জরিমানা আদায়সহ আগামী ১৫ দিনের মধ্যে বিএসটিআই হতে সিএম লাইসেন্স/ছাড়পত্র/মোড়কজাত সনদ গ্রহণের প্রক্রিয়াকরণের অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে ওয়ারী থানা পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৪-০২-২০২৩
৪১৫ অদ্য ১২.০২.২০২৩ তারিখে ঢাকা জেলার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "ফার্মেন্টেড মিল্ক (দই), পাউরুটি" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ক্রীম ব্রেড এন্ড কনফেকশনারী, ৩০৬/১, পূর্ব নাখালপাড়া, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "পাউরুটি, বিস্কুট, ফার্মেন্টেড মিল্ক (দই)" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন (পরিদর্শক), মেট্রোলজি, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৩-০২-২০২৩
৪১৬ অদ্য ১২.০২.২০২৩ তারিখে ঢাকা জেলাধীন রামপুরা থানাধীন বিভিন্ন এলাকাতে বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরিচালনাকালে- ১) ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মালিবাগ অটো সার্ভিস, হাজীপাড়া, মালিবাগ, ঢাকা এর অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিট যাচাইকালে সঠিক পাওয়ায় ধন্যবাদ জানানো হয়। ২) হোয়াইট প্রোডাক্টস এন্ড ইলেক্ট্রনিক্স লিঃ (র্যাং গস গ্রুপ অব কোম্পানিজ এর একটি প্রতিষ্ঠান), সোনার তরী টাওয়ার (১২ তলা), ১২, সোনারগাঁও রোড, ঢাকা কর্তৃক আমদানিকৃত ‘প্যাসেঞ্জার কার টায়ারস এন্ড রিমস’ এবং ‘মোটর সাইকেল টায়ারস এন্ড রিমস’ এর অনুকূলে বিএসটিআই ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয় এবং বাজারজাত করায় অন দ্য স্পটে দ্রুততম সময়ে ছাড়পত্র গ্রহণপূর্বক পণ্যের বিক্রয় এবং বাজারজাত করার জন্য প্রতিষ্ঠান বরাবর পত্র ইস্যু করা হয়। ৩) বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ওয়েল ফুড এন্ড বেভারেজ কোম্পানি লিঃ, বানিয়ারচালা, ভবানীপুর, গাজীপুর কর্তৃক উৎপাদিত পাউরুটি (ব্রাউন, মিল্ক, বান) বিস্কুট, কেক (প্লেইন, ফ্রুট, স্পঞ্জ), বিস্কুট (ভ্যারিয়েন্ট-২০টি), ফার্মেন্টেড মিল্ক (দই), সস, কেচাপ পণ্যের অনুকূলে বিএসটিআই লাইসেন্স নবায়ন ব্যতিত উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে উক্ত আইনের ১৫ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। এছাড়া পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিফ সমুচা, ভেজিটেবল রোল, সিঙ্গারা, চিকেন রোল, চিকেন সমুচা, চিকেন কাটলেট, বাকলাভা, স্যান্ডউইচ, হোয়াইট চকোলেট, শন পাপড়ি, বাটার টোস্ট, স্পেশাল চানাচুর পণ্যের বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মামলা দায়ের এর প্রেক্ষিতে উক্ত আদালত একই প্রতিষ্ঠানকে টাকা ৩০,০০০/-(ত্রিশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করে। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। ৪) একই অভিযানে বাইক রিয়ট, মালিবাগ চৌধুরীপাড়া কর্তৃক বাজারজাতকৃত আমদানিকৃত প্রোটেক্টিভ হেলমেটস ফর স্কুটার এন্ড মোটর সাইকেল রাইডারস এর অনুকূলে বিএসটিআই ছাড়পত্র গ্রহণপূর্বক পণ্য বাজারজাত করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট), ডিএমআই, বিএসটিআই দায়িত্ব পালন করেন। ১৩-০২-২০২৩
৪১৭ ঢাকা মহানগরীর তেজগাঁও ও রমনা এলাকায় ০৯-০২-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিএসটিআই’র নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে মকবুল স্টোর, ২২, কিচেন মার্কেট, কাওরান বাজার, তেজগাঁও, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা জরিমানা করেন এবং আল-আমিন স্টোর ও ভুঁইয়া জেনারেল স্টোর-কে সর্তক করা হয় ও ফর্টিফাইট সয়াবিন তেল খোলা বিক্রি সরকার কর্তৃক নিষিদ্ধ করায় ছিদ্দিক এন্টারপ্রাইজ-কে সর্তক করা হয় এবং কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্য অবৈধভাবে বিক্রি করায় সায়েমা ফ্যাশন, ২৬, নাটক স্মরনী, রমনা ঢাকা-২৫,০০০/- টাকা টাকা জরিমানা করা হয়। এছাড়াও কাওরান বাজার এলাকায় বিভিন্ন মাছ, মুরগী, ফল এবং কাঁচাবাজারে ব্যবহৃত ডিজিটাল ওজন যন্ত্র যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও আহমেদ হোসেন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন ও এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) সহযোগীতা করেন। ১২-০২-২০২৩
৪১৮ ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন এলাকায় ০৯.০২.২০২৩ তারিখে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "ফার্মেন্টেড মিল্ক (দই)" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে পুষ্টি ডেইরি ফার্ম সুইটস এন্ড বেকারী, ১৫/২, তাজমহল রোড, ব্লক-সি, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "শন পাপড়ি" বিক্রয় এবং বাজারজাতকরণ ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ মুকুল মৃধা (পরিদর্শক), মেট্রোলজি, ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা। ১২-০২-২০২৩
৪১৯ ঢাকা জেলার সূত্রাপুর থানাধীন এলাকায় ০৮.০২.২০২৩ তারিখে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত "কেক, বিস্কুট, পাউরুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রিন্স অফ ওয়েলস, ৮০, লক্ষ্মীবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট, পাউরুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান ঢাকা প্রাইম সুইটস, ৮০, লক্ষীবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "চানাচুর, দই" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুয়ায়ী টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই থানাধীন একটি ফিলিং স্টেশন কিউ জি সামদানী এন্ড কোং, ২৮, ভিক্টোরিয়া পার্ক, ঢাকা - তে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন (পরিদর্শক), মেট্রোলজি, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ মাহফুজার রহমান, পরীক্ষক (মেট্রোলজি), ঢাকা। ০৯-০২-২০২৩
৪২০ ঢাকা মহানগরীর ওয়ারী এলাকায় ০৮-০২-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে আনন্দ কনফেকশনারী, ১৫/২, র‌্যাকিং স্ট্রীট, ওয়ারী, ঢাকা-কে ৫০,০০০/- টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত ও ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফাই সনদ না থাকায় ১২,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও, একই এলাকায় কিং কনফেকশনারী-কে পরামর্শ দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন ও সুবহানা নওশিন, পরিদর্শক (মেট) সহযোগীতা করেন। ০৯-০২-২০২৩

সর্বমোট তথ্য: ১০৮৫