Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৪৬১ ঢাকা জেলার বংশাল থানাধীন এলাকায় ১৬.০৩.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত "অগ্নিনির্বাপক যন্ত্র" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে কে. এস ইন্টারন্যাশনাল, ১২০/১, নবাবপুর রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৯-০৩-২০২৩
৪৬২ ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় ১৫-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিএসটিআই নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্য অবৈধভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে আরেফা এন্টারপ্রাইজ, পূর্বালী শপিং কমপ্লেক্স, খিলগাঁও, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, অত্র মার্কেটের পণ্য বিচিত্রা, বাংলাদেশ অয়েল স্টোর, হাজী অয়েল মিলস, গাজী অয়েল মিলস ও কবির মসলা ঘর-কে বিএসটিআই’র নিয়ম মেনে চলার নির্দেশ দেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা এএনএম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৬-০৩-২০২৩
৪৬৩ ঢাকা জেলার তুরাগ থানাধীন এলাকায় ১৫.০৩.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত "ড্রিংকিং ওয়াটার" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে নূর ড্রিংকিং ওয়াটার, হাজীবাড়ী, সেক্টর-১০, তুরাগ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-০৩-২০২৩
৪৬৪ ঢাকা মহানগরীর আওতাধীন শাহবাগ থানাস্থ হানা ফুড এন্ড বেভারেজ লিঃ, কারখানা- কেওয়া, মাওনা, শ্রীপুর, গাজীপুর, অফিস-২, লিংক রোড, নূরজাহান টাওয়ার, বাংলামটর, ঢাকাতে ১৪.০৩.২০২৩ তারিখে বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে- ১) বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী হাইড্রোজেন ওয়াটার এবং হাইড্রোজেন গ্রিন টি (লিকুইড) ব্র্যান্ড-'হানা এ প্লাস' এর লেবেলে অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করায় উক্ত আইন এর ১৫ ধারা অনুযায়ী মামলা দায়ের এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ২৭ ধারা অনুযায়ী ২৫০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে। ২) এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ড্রিংকিং ওয়াটার, হাইড্রোজেন ওয়াটার এবং হাইড্রোজেন গ্রিন টি(লিকুইড) পণ্যের মোড়কজাত সনদ না থাকায় উক্ত আইন এর ২৪(১) ধারা মোতাবেক মামলা দায়ের এর প্রেক্ষিতে ৪৮ ধারা অনুযায়ী একই আদালত প্রতিষ্ঠানটিকে ২৫০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে। এসময় প্রতিষ্ঠানটি আগামী ১(এক) মাসের মধ্যে প্রয়োজনীয়‌ কাগজপত্র নিয়ে লাইসেন্স/রেজিস্ট্রেশন সনদ গ্রহণ এর আবেদন করবে মর্মে অঙ্গীকারনামা প্রদান করে। পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রতিষ্ঠানটিতে উল্লিখিত ২(দুই) টি আইনে সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোছাঃ রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব সিরাজাম মুনিরা, পরিদর্শক, ডিএমআই দায়িত্ব পালন করেন। ১৫-০৩-২০২৩
৪৬৫ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় ১৪.০৩.২০২৩ তারিখ রোজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বৈধ সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত পণ্য বিক্রি এবং বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক নিম্নরূপ দন্ড প্রদান করা হয়: ১. হারভেস্ট, ১০ তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা; পণ্য: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মধু, ঘি, আচার, মুড়ি, সরিষার তেল, দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানাসহ আলামত হিসেবে ১টি করে পণ্যের নমুনা জব্দ। এছাড়া উক্ত এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান মানবসেবা প্রাকৃতিক খাদ্য ভান্ডার, বাড়ি-১০/৭, আজিজ মহল্লা, মাদ্রাসা রোড, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটি কর্তৃক উৎপাদিত পণ্য "হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মধু, ঘি, আচার, মুড়ি, সরিষার তেল ইত্যাদি" এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স দ্রুত গ্রহণ করার বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পরামর্শ প্রদান করেন। উক্ত এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দু'টি রেস্টুরেন্ট ১। তৃষ্ণা হোটেল এন্ড রেস্টুরেন্ট, ১১০২/এ, বায়তুল আমান হাউজিং, আদাবর, ঢাকা এবং ২। তেহারী ঘর, ২নং লিংক রোড, আদাবর, ঢাকা প্রতিষ্ঠান দুটিকে অবৈধ ও নোংরা পানি ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং অবৈধ এবং নোংরা পানি ব্যবহার করবে না মর্মে অঙ্গীকারনামায় তাদের স্বাক্ষর গ্রহন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিনুল এহসান এর নেতৃত্বে ডিএমপি'র পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৫-০৩-২০২৩
৪৬৬ ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় ১৪-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট (কালার ফিঙ্গার ও বারাজিক) পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে এরাবিয়ান কেক এন্ড সুইটস, ১৬৩, হাতিরপুল, ধানমন্ডি, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, ভোজ্য তৈল কল, ২৩৫/৩, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, ঢাকা-র সরিষার তেল পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ সোহানুর রহমান, পরিক্ষক (মেট) দায়িত্ব পালন করেন। ১৫-০৩-২০২৩
৪৬৭ ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় ১৩.০৩.২০২৩ তারিখ রোজ সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বৈধ সিএম লাইসেন্স ও পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ ব্যতিত মোড়কজাতকৃত পণ্য বিক্রি এবং বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক নিম্নরূপ দন্ড প্রদান করা হয়: ১. সিজন বেস্ট, ব্লক: এ, বনশ্রী, ঢাকা; পণ্য: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কারী পাউডার (গরুর মাংসের মসলা), মধু, ঘি, আচার, ব্ল্যাক টি, মুড়ি, আটা, নারিকেল তেল, সরিষার তেল, লাচ্ছা সেমাই ও চিনি; দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানাসহ আলামত হিসেবে ১টি করে পণ্যের নমুনা জব্দ। ২. আসল ফুড, ব্লক: সি, বনশ্রী, ঢাকা; পণ্য: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কারী পাউডার (মুরগির মাংসের মসলা, গরুর মাংসের মসলা, মাছের মসলা), ফার্মেন্টেড মিল্ক (টক ও মিষ্টি দই), মধু, ঘি, সুজি, জেলি, আচার, ব্ল্যাক টি, মুড়ি, আটা, নারিকেল তেল, সরিষার তেল, লাচ্ছা সেমাই ও চিনি; দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানাসহ আলামত হিসেবে ১৯টি পণ্যের ১টি করে নমুনা জব্দ। ২টি প্রতিষ্ঠান হতে সর্বমোট টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা আদায়পূর্বক দ্রুততম সময়ের মধ্যে বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদানসহ সতর্ক করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিনুল এহসান এর নেতৃত্বে ডিএমপি'র পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৪-০৩-২০২৩
৪৬৮ ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন এলাকায় ১২.০৩.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "বিস্কুট, পাউরুটি, কেক" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে আব্দুল কাদের ফুড প্রোডাক্টস, ৫২/২, বসিলা রোড, বেরীবাধ, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৩-০৩-২০২৩
৪৬৯ ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় ১২-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হারপিক ও হ্যান্ড ওয়াস, ডিস ওয়াশ ও টয়লেট ক্লিনার পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ব্রাদার্স ক্যমিস্টি, ২৯, কাজী রিয়াজ উদ্দিন রোড, লালবাগ, ঢাকা-কে ১,০০,০০০.০০ টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ২০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রায় ৪ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও আহমেদ হোসেন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১৩-০৩-২০২৩
৪৭০ ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় ০৯-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হেয়ার অয়েল (ব্রান্ড- বেলীফুল, আমলা) ও নারিকেল তেল (ব্রান্ড-প্যারাসুট) ও বিভিন্ন নামীদামী ব্রান্ডের পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে আল আমিন এন্টার্প্রাইজ, ১৩ নং রহমতগঞ্জ লেন, চকবাজার, ঢাকা-কে ০৬ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ম্যানেজার-কে ৫০,০০০.০০ টাকা জরিমানা করেন। এছাড়াও প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) ও আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১২-০৩-২০২৩
৪৭১ ঢাকা জেলার খিলগাঁও থানাধীন এলাকায় ০৯.০৩.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে "জেন্টস ওয়্যার, লেডিস ওয়্যার" কাপড়ের অনুকূলে কাপড়ের রং এর স্থায়ীত্বের উপর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে বিক্রি এবং বাজারজাত করার অপরাধে বস্ত্র, ৫৮৪/সি, মালিবাগ, চৌধুরীপাড়া, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং একই আইনে "প্যান্ট, টি-শার্ট, জেন্টস ওয়্যার" এর অনুকূলে কাপড়ের রং এর স্থায়ীত্বের উপর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রি এবং বাজারজাত করার অপরাধে অপর একটি প্রতিষ্ঠান ফ্রি-জোন, ৩৯০/বি, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত আইনে সর্বমোট টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত ১। সখী, ৫৭১/সি, তালতলা রোড, খিলগাঁও, ঢাকা, ২। ড্রেসমার্ট ১২১৯, খিলগাঁও, ঢাকা, ৩। পীরান, ৩৭১/বি, খিলগাঁও, তালতলা, ঢাকা প্রতিষ্ঠানসমূহ-কে বিএসটিআই হতে বিএসটিআই লাইসেন্স গ্রহণের বিষয়ে দ্রুত অফিসে যোগাযোগ করার জন্য অঙ্গীকারনামাসহ ৫(পাঁচ) কর্মদিবসের সময় প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া উক্ত ভ্রাম্যমান আদালতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা। ১২-০৩-২০২৩
৪৭২ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর টাউন হল, বছিলা বেরিবাঁধ ও আসাদগেট এলাকায় ০৭.০৩.২০২৩ তারিখ রোজ মঙ্গলবার এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনাকালে নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করা হয়: ১. মোহাম্মদপুর টাউন হল মার্কেট সংলগ্ন সিলেট হোটেল, শওকত তেহারি ঘর, জাফর স্টোর, জামাল স্টোর ও আজিজুল টি স্টল নামীয় ৫টি প্রতিষ্ঠান হতে নাম-ঠিকানাবিহীন অস্বাস্থ্যকর, নোংরা জারে সরবরাহকৃত "প্যাকেজড ড্রিংকিং ওয়াটার" পণ্যের আনুমানিক ৪০টি জার ঘটনাস্থলে ধ্বংস করাসহ উপস্থিত ৪ জনের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। ২. নিউ জান্নাত হোটেল, মোহাম্মদপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিকে গুণগত মান নিশ্চিত না হয়ে নিজস্ব ফিলিং মেশিন হতে ভোক্তাদের পানি সরবরাহ বন্ধ রাখার পরামর্শ প্রদানপূর্বক অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। ৩. মোহাম্মদপুর বছিলা বেরিবাঁধ সংলগ্ন আঁখিতারা ফাস্টফুড ও পার্শ্ববর্তী বিভিন্ন শরবত বিক্রেতার স্টল হতে আনুমানিক ২০টি জার ঘটনাস্থলে ধ্বংস করাসহ উপস্থিত ১ জনের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। ৪. মোহাম্মদপুর আসাদগেট সংলগ্ন বাবুল স্টোর ও পার্শ্ববর্তী বিভিন্ন চায়ের দোকান হতে আনুমানিক ২০টি জার ঘটনাস্থলে ধ্বংস করাসহ উপস্থিত ১ জনের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। ১০টি স্পটের হোটেল-রেস্টুরেন্ট, শরবত বিক্রেতা ও চায়ের দোকান হতে সর্বমোট আনুমানিক ৮০ (আশি)টি জার ধ্বংস করাসহ ঘটনাস্থলে উপস্থিত ৭ (সাত) জনের কাছ থেকে বিএসটিআই'র লাইসেন্সবিহীন "প্যাকেজড ড্রিংকিং ওয়াটার" পণ্য বিক্রয়-বিতরণ না করার অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। এছাড়া মাইকিং করে উপস্থিত জনসাধারণকে পানিবাহিত রোগ প্রতিরোধ করতে শুধুমাত্র বিএসটিআই'র অনুমোদিত প্রতিষ্ঠানের পানি নিশ্চিত হয়ে ক্রয়/সেবন করার বিষয়ে সচেতন করা হয়েছে। উক্ত সার্ভিল্যান্স অভিযান জনাব মোঃ শহিদুল ইসলাম ও জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এর সমন্বয়ে পরিচালিত হয়েছে। ০৯-০৩-২০২৩
৪৭৩ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ০৬-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ভরিতে পরিমাপ করায় এবং ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফিকেশন সদন না থাকায়, ৬-ডি/৩, ব্লক-এফ, কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মার্কেটে ফর্টিফাইড সয়াবিন তেল খোলা বিক্রি না করার জন্য মার্কেটের সকল ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও, মাছ, মাংস, মুরগী, কাঁচা বাজারে ডিজিটাল ওজন যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা এএনএম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মামুনুর রশীদ, পরিক্ষক (মেট) দায়িত্ব পালন করেন। ০৯-০৩-২০২৩
৪৭৪ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় ০৬-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ঘি ও বাটার অয়েল পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে মামুন ফুড প্রোডাক্টস, কাজীরগাঁও, চাঁদনী মাঠ, যাত্রাবাড়ী, ঢাকা-কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ম্যানেজার-কে ১,০০,০০০.০০ টাকা জরিমানা ও ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী জরিমানার টাকা পরিশোধ না করায় জেল হাজতে প্রেরণ করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে করিম এন্ড সন্স, মতিঝিল, ঢাকা-কে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১.৩০, ১.৩০ ও৯৫০ মি.লি কম প্রদান করায় ৩,০০,০০০.০০ টাকা জরিমানাসহ ডিসপেন্সিং ইউনিট সীলগালা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) ও ইনজামামুল হক, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন এবং মোঃ জিসান আহম্মেদ তালুকদার, সহকারী পরিচালক সহযোগিতা করেছেন ০৭-০৩-২০২৩
৪৭৫ ঢাকা জেলার রমনা থানাধীন এলাকায় ০৬.০৩.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম, নাইট ক্রীম, শ্যাম্পু পণ্য অবৈধভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে রুপসাগর, ২/৯-১১, কর্ণফুলী গার্ডেন সিটি, শান্তিনগর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া একই মার্কেটে অবস্থিত ১। জর্ডানা, দোকান-১/৩৫-৩৬, কর্ণফুলী গার্ডেন সিটি, শান্তিনগর, ঢাকা, ২। ঐশ্চর্য, দোকান-১/৩২, কর্ণফুলী গার্ডেন সিটি, শান্তিনগর, ঢাকা, ৩। বিউটি ফ্লাওয়ার, দোকান-১/৩১, কর্ণফুলী গার্ডেন সিটি, শান্তিনগর, ঢাকা, ৪। নিউ রুমা কসমেটিকস, দোকান-১/৩০, এ, কর্ণফুলী গার্ডেন সিটি, শান্তিনগর, ঢাকা এবং ৫। নিউ কামনা, দোকান-১/৩৩, কর্ণফুলী গার্ডেন সিটি, শান্তিনগর, ঢাকা প্রতিষ্ঠানসমূহ-কে বিএসটিআই হতে নিষিদ্ধ ঘোষিত ক্রিমসমূহ বিক্রি না করার বিষয়ে সতর্কতা প্রদান করা হয় এবং বাধ্যতামূলক কসমেটিক্স পণ্যসমূহের বিএসটিআই লাইসেন্স গ্রহণের বিষয়ে দ্রুত অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৭-০৩-২০২৩
৪৭৬ ঢাকা জেলার দক্ষিনখান থানাধীন এলাকায় ০৫.০৩.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে পণ্য মোড়কজাতকরণ সনদ অনুযায়ী পণ্য "সরিষার তেল" মোড়কের গায়ে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা (বাংলায়) এবং "b" লোগো উল্লেখ না করার অপরাধে এম.বি এন্টারপ্রাইজ, ৮০/১, গাওয়াইর, মাদ্রাসা রোড, দক্ষিন খান, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং উক্ত "সরিষার তেল" পণ্যের মান নিয়ন্ত্রণের বিষয়ে পরীক্ষার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে পণ্যটি জব্দ করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ খালেদ হোসেন (ফিল্ড অফিসার), সিএম, বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ কামরুল পলাশ (পরিদর্শক), মেট্রোলজি, ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া মোবাইল কোর্টে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ শহীদুল আলম (ফিল্ড অফিসার), সিএম, বিএসটিআই, ঢাকা। ০৬-০৩-২০২৩
৪৭৭ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ০৫-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে মোহাম্মাদীয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, হাউজ-৩৭, রোড-০১, ব্লক-ডি, বছিলা গার্ডেন সিটি, মোহাম্মদপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় (১)পারভীন বেকারী সিএম সনদ গ্রহণ করায় ধন্যবাদসহ বিস্কুট (ড্রাই কেক ও সল্টেড) , কেক (ফ্রুট) পণ্য ব্রান্ড সংযুক্তির নির্দেশ প্রদান করা হয় (২) রেড কিচেন-কে অবৈধ ও নোংরা পানির জার ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) ও রোসনা আক্তার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৬-০৩-২০২৩
৪৭৮ ঢাকা জেলার চকবাজার থানাধীন এলাকায় ০২.০৩.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট, পাউরুটি" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে এ্যাপেল ফুড এন্ড কনফেকশনারী, ৪৯, চক সার্কুলার রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, কেক, পাউরুটি" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানটিকে টাকা ২০,০০০/- (বিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান ডিসেন্ট পেস্ট্রি শপ, ৭০, চক সার্কুলার রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং উক্ত এলাকার অপর একটি প্রতিষ্ঠান আতিক'স সুইটস এন্ড কনফেকশনারী, ১নং, মুফতি মাওলানা দ্বীন মোহাম্মদ সড়ক, চকবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত পণ্য "দই" এর অনুকূলে দ্রুত বিএসটিআই লাইসেন্স গ্রহণ করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব সিকান্দার মাহমুদ (ফিল্ড অফিসার), সিএম, বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ রফিক আজাদ (পরিদর্শক), মেট্রোলজি, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৫-০৩-২০২৩
৪৭৯ ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় ০১-০৩-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক আইস ললি, ফ্রুজ ড্রিংক, জুস, মশার কয়েল, চকলেট, হারপিক, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, সফট ড্রিংক পাউডার পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে জাস্ট ফুড এন্ড বেভারেজ কোং, মোহাম্মদবাগ, মদমতলী, ঢাকা-কে ১,০০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ৫০,০০০.০০ টাকা জরিমানাসহ সীলগালা করা হয়। একই এলাকায় মুসলিম ফুড-কে বিস্কুট পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে কোন প্রতিনিধি না পাওয়ায় সীলগালা করা হয়। এছাড়াও মুক্তি ফিলিং স্টেশন, ২/৪, মেডিকেল রোড, তুষারধারা, কদমতলী, ঢাকা-র ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সবগুলো সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০২-০৩-২০২৩
৪৮০ ঢাকা জেলার মতিঝিল থানাধীন এলাকায় ০১.০৩.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "ঘি, মধু, সরিষার তেল, নারিকেল তেল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে খালেছ তৈল কল, ১৬৭/৭, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "ঘি, মধু, সরিষার তেল, নারিকেল তেল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম (ফিল্ড অফিসার), সিএম, বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নাজমুস সায়াদত (পরিদর্শক), মেট্রোলজি, ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০২-০৩-২০২৩

সর্বমোট তথ্য: ১১৬৫