Skip to main content
Go to accessibility menu
×
Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
Search
English
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন
মেনু নির্বাচন করুন
বিএসটিআই সম্পর্কিত
অফিসিয়াল ডিরেক্টরি
বিএসটিআই কাউন্সিলের রূপরেখা
উইংভিত্তিক কর্মকর্তার তালিকা
বিভিন্ন বিষয়ক ফোকাল পয়েন্ট
বিএসটিআই'র অনুমোদিত জনবল
বিভাগীয় ও জেলা অফিসসমূহের নাম ও যোগাযোগের ঠিকানা
বিভাগীয় অফিসসমূহ
বিভাগীয় অফিস, চট্টগ্রাম
বিভাগীয় অফিস, রাজশাহী
বিভাগীয় অফিস, খুলনা
বিভাগীয় অফিস, বরিশাল
বিভাগীয় অফিস, রংপুর
বিভাগীয় অফিস, ময়মনসিংহ
ডিভিশনাল মেট্রোলজি ইন্সপেক্টরেট, ঢাকা
বিভাগীয় অফিস, সিলেট
জেলা অফিসসমূহ
জেলা অফিস, কুমিল্লা
জেলা অফিস, ফরিদপুর
জেলা অফিস, কক্সবাজার
আঞ্চলিক কার্যালয় সমূহ
আঞ্চলিক কার্যালয়, গাজীপুর
আঞ্চলিক কার্যালয়, নোয়াখালী
আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ
আঞ্চলিক কার্যালয়, যশোর
আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া
আঞ্চলিক কার্যালয়, পাবনা
আঞ্চলিক কার্যালয়, নরসিংদী
আঞ্চলিক কার্যালয়, দিনাজপুর
আঞ্চলিক কার্যালয়, নওগাঁ
আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী
বিএসটিআই’র উইংসমূহ
প্রশাসন উইং
প্রশাসন শাখা
হিসাব ও অভ্যন্তরীন নিরীক্ষা শাখা
পরিকল্পনা ও উন্নয়ন শাখা
ভান্ডার শাখা
আইন শাখা
আইসিটি সেল
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
রক্ষণা-বেক্ষণ শাখা
সার্টিফিকেশন মার্কস উইং
কোয়ালিটি এ্যসুরেন্স এবং সার্টিফিকেশন
লাইসেন্স প্রদান/নবায়ন এর প্রবাহ চিত্র (Flow Chart):
সিএম প্রসেস ম্যাপ (বাধ্যতামূলক পণ্য)
সিএম প্রসেস ম্যাপ (স্বেচ্ছামূলক পণ্য)
বাধ্যতামূলক পণ্যের তালিকা
প্রোডাক্ট সার্টিফিকেশন এ্যাক্রিডিটেশন
প্রোডাক্ট সার্টিফিকেশনের আইনগত কার্যক্রম
সিএম লাইসেন্স আবেদন ফরম
সিএম লাইসেন্স প্রদান, নবায়নের ধাপসমূহ:
মান উইং
মান উইং
বিশ্ব মান দিবস
মান প্রণয়নের ধাপসমূহ
স্ট্যান্ডার্ডস ক্যাটালগ
মান উইংয়ের স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট টার্গেট-২০২০
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০ এর আওতাভূক্ত পণ্যের সাথে সংশ্লিষ্ট বিডিএস এর তালিকা
স্ট্যান্ডার্ডস ডেভেলপমেন্ট টার্গেট-২০১৯
প্রকাশনা শাখা
ই-ক্যাটালগ এন্ড বিডিএস সেল
লাইট ইঞ্জিনিয়ারিং এর বিডিএসসমূহ
রসায়ন পরীক্ষণ উইং
রসায়ন পরীক্ষণ উইং
ফুড এন্ড ব্যাক্টেরিওলজীক্যাল বিভাগ
এ্যাক্রেডিটেশন স্ট্যাটাস অব ফুড এন্ড ব্যাক্টেরিওলজীক্যাল বিভাগ
রসায়ন বিভাগ
এ্যাক্রেডিটেশন স্ট্যাটাস অব রসায়ন বিভাগ
পদার্থ পরীক্ষণ উইং
পদার্থ পরীক্ষণ উইং
পুরঃ, পদার্থ ও যন্ত্রকৌশল বিভাগ
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
টেক্সটাইল বিভাগ
মেট্রোলজী উইং
মেট্রোলজী উইং
মেট্রোলজী উইং এর দায়িত্ব ও কর্তব্য
ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি এক্রিডিটেশন
ন্যাশনাল মেট্রোলজী ল্যাবরেটরী (এনএমএল)
এনএমএল-বিএসটিআই এর ক্যালিব্রেশন সেবার ফ্লো-চার্ট
মিটার, সেন্টিমিটার কনভার্সন চার্ট
আমদানিকৃত ওজন ও পরিমাপক যন্ত্রপাতিসমূহের আমদানির নিবন্ধন, প্রতিপাদন ও সিলমোহরযুক্তকরণ প্রক্রিয়ার ধাপসমূহ
ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন ও বিধিসমূহ
মেট্রোলজি উইং-এর আইনগত কার্যক্রম
মোড়কজাতকৃত পণ্য সামগ্রীর নিবন্ধন সনদ প্রদানের ধাপসমূহ
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন উইং
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন উইং
নিরপেক্ষ নীতি
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন এর ব্যাপ্তি
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কমিটি
সার্টিফিকেট প্রদান পদ্ধতি
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেটপ্রাপ্ত গ্রাহক তালিকা
ফি কাঠামো
এমএসসি ফরম
এমএসসি সেবা সহজিকরণ
বিএসটিআই'র সেবাসমূহ
সিএম লাইসেন্স প্রদান/নবায়ন
আমদানিকৃত পণ্যের ছাড়পত্র প্রদান
রসায়ন/পদার্থ পরীক্ষণ সেবা প্রদান
ওজন ও পরিমাপ সংশ্লিষ্ট সেবা
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট (এমএসসি) প্রদান
প্রণীত বাংলাদেশ মান বিক্রয়
বিএসটিআই’র ফি’সমূহ
বিএসটিআই’র লাইসেন্স ফি’র পরিমাণ
বিএসটিআই’র ল্যাবসমূহ
রসায়ন উইংয়ের ল্যাবসমূহ
ফুড এন্ড ব্যাক্টেরিওলজীক্যাল বিভাগের ল্যাবসমূহ
রসায়ন বিভাগের ল্যাবসমূহ
পদার্থ উইংয়ের ল্যাবসমূহ
পুর, পদার্থ ও যন্ত্রকৌশল বিভাগের ল্যাবসমূহ
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবসমূহ
টেক্সটাইল বিভাগের ল্যাবসমূহ
মেট্রোলজি উইংয়ের ল্যাবসমূহ
দৈর্ঘ্য এবং মাত্রা পরিমাপ ল্যাবরেটরি
বৈদ্যুতিক, সময় এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ ল্যাবরেটরি
বল পরিমাপ ল্যাবরেটরি
আয়তন, ঘনত্ব এবং ভিসকোসিটি পরিমাপ ল্যাবরেটরি
ওজন পরিমাপ ল্যাবরেটরি
তাপমাত্রা পরিমাপ ল্যাবরেটরি
চাপ পরিমাপ ল্যাবরেটরি
ডাউনলোড
বিএসটিআই'র মান চিহ্ন, b মার্ক ও এমএসসি লোগো
বিএসটিআই'র মান চিহ্ন, b মার্ক ও এমএসসি লোগো
তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০২০
তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০২০
ফরম
পণ্যের মোড়কজাত নিবন্ধন ফরম
মেট্রোলজি নিবন্ধন ফরম
হালাল সার্টিফিকেটের আবেদন ফরম
এমএসসি ফরম
বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ফরম
বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম
বিদেশ ভ্রমণে ব্যবহৃত ২ নং বাছাই কমিটির ফরম
ব্যক্তিগত বিদেশ ভ্রমণে ব্যবহৃত ফরম
বাংলাদেশ মান প্রণয়নের প্রস্তাব প্রেরণের ফরম
দিবস পালন
বিশ্ব মেট্রোলজি দিবস
বিশ্ব মান দিবস
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
Text size
A
A
A
Color
C
C
C
C
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ফেইসবুক পেইজ ভিজিট ও লাইক দিন।
সর্বশেষ খবর
ক্রমিক
শিরোনাম
প্রকাশের তারিখ
১২১
ঢাকা মহানগরীর খিলগাঁও ও মালিবাগ এলাকায় ২৫-০৪-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যেসকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে তার বিবরণ নিম্নরূপ: ১। করিম লাইভ বেকারি, ৪০০/বি, মালিবাগ চৌধুরীপাড়া, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য বাজারজাত করার অপরাধে ৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। ২। বাইক ফেয়ার, চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটি অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, বিএসটিআই’র মানচিহ্ন ব্যতীত হেলমেট পণ্য বিক্রয় বিতরণ করছে। প্রতিষ্ঠানটিকে আমদানিকারক প্রতিষ্ঠান হতে ছাড়পত্র সংগ্রহপূর্বক সংরক্ষণের নির্দেশ প্রদান করা হয়। ৩। বাটারি বাইট, মালিবাগ চৌধুরীপাড়া, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত কারখানার ঠিকানা ও নাম পরিবর্তন করে পণ্য উৎপাদন করতে দেখা যায়। নতুন ঠিকানায় দ্রুততার সাথে সিএম লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়। ৪। ফুলকলি সুইটস লিঃ, মালিবাগ চৌধুরীপাড়া, খিলগাঁও, ঢাকা শাখায় অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ করেননি। এসকল ভেরিয়েন্টের অনুকূলে আগামী ৫ কর্মদিবসের মধ্যে পণ্য মোড়কজাতকরণ সনদ এবং মিষ্টি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়। ৫। মুসলিম লাইভ বেকারি, তালতলা, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ সনদ ও সিএম লাইসেন্স ব্যতীত কেক ও পাউরুরি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। দ্রুততার সাথে পণ্য দুটির অনুকূলে লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নুরুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
২৮-০৪-২০২৪
১২২
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৪.০৪.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্লাসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিঃ; হাউজ # ২২, ব্লক # জি, বনশ্রী মেইন রোড, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত সিনথেটিক এনামেল ও ইমালসন পেইন্ট পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারায় টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া কালার্স এন্ড কালার্স; বাড়ী # ০১, ব্লক # জি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে এশিয়ান পেইন্টস, বার্জার পেইন্টস এর সিনথেটিক এনামেল পেইন্ট ও ইমালসন পেইন্ট পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স হালনাগাদ পাওয়ায় প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং মেড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৫-০৪-২০২৪
১২৩
ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় ২৩-০৪-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইউরেকা এন্টারপ্রাইজ, ১৭/১, আরজতপাড়া, মহাখালী, তেজগাঁও, ঢাকা নামীয় ফিলিং স্টেশনে অভিযানকালে দেখা যায় যে, প্রতিষ্ঠানটি পরিমাপের ক্ষেত্রে ৪টি অকটেন ডিসপেনসিং ইউনিট এর মধ্যে ৩টিতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ মি.লি, ২২০ মি.লি ও ২২৫ মি.লি কম প্রদান করছে। অপর ১টি ডিসপেনসিং ইউনিটের পরিমাপ নির্ধারিত মাত্রায় পাওয়া যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। একইসাথে পরিমাপে কম দেওয়া ৩টি ডিসপেনসিং ইউনিট সিলগালা করার নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
২৪-০৪-২০২৪
১২৪
২৩.০৪.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে এপিবিএন পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ সোহানুর রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্টাইলওয়ে; হাউজ # ৩১, রোড # ০৩, সেক্টর # ১০, উত্তরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত টেক্সটাইল ফর কালার ফাস্টনেস পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারায় টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৪-০৪-২০২৪
১২৫
ঢাকা মহানগরীর ধানমণ্ডি এলাকায় ২২-০৪-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ধানমণ্ডি ৬/এ রোডে অবস্থিত আনাম র্যাংগস শপিং প্লাজায় মায়েস্ত্রো নামীয় তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স ব্যতীত পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের আবেদন করবে-মর্মে অঙ্গীকার করায় বিজ্ঞ আদালত সময় প্রদান করেন। পরবর্তীতে একই শপিং মলে অবস্থিত পূরবী জুয়েলার্স ও পিউরো ফুডস লিঃ নামীয় দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পূরবী জুয়েলার্স এ ওজনযন্ত্র ভেরিফিকেশন করা থাকায় এবং গ্রামে পণ্য বিক্রি করায় বিজ্ঞ আদালত ধন্যবাদ জ্ঞাপন করেন। পিউরো ফুডস লিঃ এর সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয়। বিজ্ঞ আদালত এসকল ত্রুটি-বিচ্যুতি দূরপূর্বক বিএসটিআইকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
২৩-০৪-২০২৪
১২৬
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২২.০৪.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ শহিদুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রসমালাই সুইট-২, আল্লাহ করিম মসজিদ মার্কেট, বিআরটিসি বাস স্ট্যান্ড, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করার বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র এবং বিক্রমপুর সুইটস এন্ড বেকারি, দোকান # ৮৮, আল্লাহ করিম মসজিদ মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ আইন, ২০১৮ এর ২৪(১) এর ৪১ ধারায় টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র সহ সর্বমোট টাকা ১৫,০০০/- (পনের হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়।
২৩-০৪-২০২৪
১২৭
২১-০৪-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর দক্ষিন খান এলাকায় এবিবিএন ১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আব্দুল্লাহ ফুডস বেকারি এন্ড কনফেকশনারী, মধ্য আজমপুর, দক্ষিন খান, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পাউরুটি বিস্কুট ও কেক পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিকে ইতোপূর্বে একাধিকবার সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটি আইন লঙ্ঘণ করে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ অব্যাহত রাখে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৪০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকাসহ সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
২২-০৪-২০২৪
১২৮
অদ্য ২১.০৪.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস. এম. মাহফুজার রহমান, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রুপনগর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুসলিম সুইটস এন্ড বেকারী, ১৩ নং রোড, রুপনগর আবাসিক এলাকা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করার বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া ডো হ্যাভেন বেকারী, ১৩/৩৩, রুপনগর, মিরপুর, ঢাকা; লে ডেলিসিয়া, হাউজ # ৩৪, রোড # ১২, রূপনগর আবাসিক এলাকা প্রতিষ্ঠানদুটিতে অভিযানকালে লাইসেন্স পাওয়া যায় এবং স্যাম এসোসিয়েটস লিঃ, ১৪৯/১/এ, শাহ আলী বাগ, সেক্টর # ২, মিরপুর, ঢাকাতে ফিলিং স্টেশনে অভিযানকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২২-০৪-২০২৪
১২৯
ঢাকা জেলার সাভার ও কেরাণীগঞ্জ থানায় এপিবিএন-১১ এর সহযোগিতায় ০৪-০৪-২০২৪ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের শুরুতে ব্লক# ই, রোড# এম.আই.আর, প্লট# ২৭, মধুমতি মডেল টাউন, সাভার, ঢাকায় অবস্থিত একটি লাচ্ছা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে, কেরাণীগঞ্জ থানাধীন হযরতপুর বাজারে অবস্থিত মীম আইসক্রিম ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে আইসক্রিম, আইস ললি, মাঠা, লাবাং তৈরি করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিতে স্বত্বাধিকারী এবং পরিচালন সংশ্লিষ্ট কেউ উপস্থিত না থাকায় কর্মচারীদের সতর্ক করা হয়েছে। মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে অতিস্বত্বর বিএসটিআইতে যোগাযোগপূর্বক সকল ডকুমেন্টস দেখানোর জন্য নির্দেশ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
০৮-০৪-২০২৪
১৩০
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০৪.০৪.২০২৪ খ্রিঃ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুবহানা নওশীন, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর উত্তরা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দি স্কাই এ্যাপারেল, প্লট # ৪২, রোড # ০৭, সেক্টর # ৯, উত্তরা, ঢাকা এবং গ্রামীণমেলা, আলাউদ্দিন টাওয়ার, লেবেল # ২, প্লট # ৩২/সি, সেক্টর # ০৩, উত্তরা, ঢাকা প্রতিষ্ঠানদুটিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত কালার ফাস্টনেস রেটিং অব টেক্সটাইল পণ্য বিক্রয় ও বিতরণ করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আগামী ৭ কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার নির্দেশ প্রদান করেছেন।
০৪-০৪-২০২৪
১৩১
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০৩.০৪.২০২৪ তারিখ এপিবিএন পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডেইলী সুপার শপ, ৩৮৬/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত স্কিন ক্রীম, সফট্ ড্রিংকস পাউডার, শ্যাম্পু ও অন্যান্য পণ্য বিক্রয়, বিতরণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক টাকা ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) মাত্র এবং ওজন ও পরিমাপ আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক টাকা ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) মাত্র সহ সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতায় জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।
০৪-০৪-২০২৪
১৩২
ঢাকা মহানগরীর ডেমরা থানায় ০২-০৪-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউনিটি এগ্রো এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ, শান্তিবাগ, বাদশা মিয়া রোড, পাড়াডগাইর, ডেমরা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি নিজস্ব জারের মাধ্যমে পানি সরবরাহের পাশাপাশি ডিলারের মাধ্যমে ঐসকল ডিলারের নোংরা, অস্বাস্থ্যকর, নন-ফুড গ্রেড জারে প্রতিষ্ঠানের নাম ব্যতীত পণ্য বাজারজাত করে আসছিলো। সম্প্রতি প্রতিষ্ঠানটির মালিকানা বদল হওয়ায় বিজ্ঞ আদালত নতুন মালিককে দ্রুততার সাথে সিএম লাইসেন্স নবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন। সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদন করবে না-মর্মে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন। প্রতিষ্ঠানটিতে পানি সরবরাহের জন্য রাখা বিভিন্ন ডিলারের প্রায় ৩০০ নন-ফুড গ্রেড জার বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক জব্দপূর্বক ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ সোহানুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
০৩-০৪-২০২৪
১৩৩
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০১.০৪.২০২৪ তারিখ এপিবিএন পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মামুনুর রশিদ, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তানজীম ড্রিংকিং ওয়াটার, ৩৪৬/এ, নয়াটোলা, মগবাজার, হাতিরঝিল, ঢাকা প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয়, বিতরণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক টাকা ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০২-০৪-২০২৪
১৩৪
ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় ৩১-০৩-২০২৪ তারিখে এপিবিএন ১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩৯/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকায় অবস্থিত লিটা শরীফ ভবনের পঞ্চম তলায় একটি অবৈধ নকল কসমেটিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে অভিযান কালে নামিদামি ব্র্যান্ড যেমন জনসন বেবি শ্যাম্পু, ভ্যাসলিন স্ক্রিন লোশন, ডাব স্কিন লোশন, সানসিল্ক শ্যাম্পু, ডাভ শ্যাম্পু, হেড এন্ড সোলজার শ্যাম্পুসহ বিপুল পরিমাণ নকল পণ্য পাওয়া যায়। কোন ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই সকল পণ্য উৎপাদন করা হচ্ছিল। পুরাতন কৌটা ও নতুন নকল কৌটায় এ সকল পণ্য বাজারজাত করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে মালিকপক্ষ বা অন্য কোন কর্মচারী না থাকায় ভবন মালিকের প্রতিনিধির উপস্থিতিতে এ সকল পণ্য জব্দ করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
০১-০৪-২০২৪
১৩৫
অদ্য ৩১.০৩.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ডিএমপির সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট), ডিএমআই এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর তেজগাঁও শি/এ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাহতাব এন্টারপ্রাইজ, ২৩৮, পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিতে পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত সরিষার তেল ও ঘি বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানটিকে সরিষার তেল ও ঘি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।এছাড়া নাখালপাড়া বাজারের বিভিন্ন স্টোর ও মুরগি বাজারে অভিযান পরিচালনাকালে ওজনযন্ত্র পরিমাপে সঠিকতা পাওয়া যায়। তাছাড়া জাকির জেনারেল স্টোরে খোলা লাচ্ছা সেমাই বিক্রয় করায় মালামাল জব্দ ও ধ্বংস করা হয়।জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৩১-০৩-২০২৪
১৩৬
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৮.০৩.২০২৪ তারিখ ডিএমপির সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার, ২৮, উত্তর কাফরুল, ঢাকা ক্যান্টঃ, ঢাকা প্রতিষ্ঠানটিতে পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই ও ঘি বিক্রয় করার অপরাধে এবং বনলতা সুইটস এন্ড বেকারী, শপ # ২, ক্যান্টঃ বোর্ড মার্কেট, কচুক্ষেত, ঢাকা, প্রতিষ্ঠানটিতে পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাবান ও মাঠা বিক্রয় করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানদুটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক টাকা ২৫,০০০/- (পচিশ হাজার) মাত্র করে মোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়।
৩১-০৩-২০২৪
১৩৭
ঢাকা মহানগরীর কোতয়ালী থানায় ২৭-০৩-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, ইসলামবাগ, কোতয়ালী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, প্রতিষ্ঠানটি নামীদামি ব্র্যান্ডের (ডাবর আমলা, নবরত্ন, বেলীফুল হেয়ার অয়েল, লতা হারবাল স্কিন ক্রিম) বোতল ও কৌটা তৈরি করছে। এসকল বোতল ও কৌটা অসাধু ব্যবসায়ীরা সংগ্রহ করে নকল ও নিম্নমানের পণ্য বাজারজাত করে থাকে। এসকল পণ্যের ক্রেতারা সাধারণত মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার করে এবং কুরিয়ারের মাধ্যমে পণ্য সংগ্রহ করে। একাধিক মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে মাদারীপুর, কেরাণীগঞ্জ, গাজীপুর থেকে তারা কথা বলছে বলে জানায়। বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটির তৈরিকৃত এসকল বোতল ও কৌটা জব্দপূর্বক ধ্বংস করার নির্দেশ প্রদান করেন। একইসাথে প্রতিষ্ঠানটিকে এধরণের পণ্য উৎপাদন না করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
২৮-০৩-২০২৪
১৩৮
অদ্য ২৪-০৩-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সুলতানা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ১৫৪/১২/ঝ, নামা শ্যামপুর, কদমতলী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এবং সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মশার কয়েল ও লিকুইড টয়লেট ক্লিনার পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৬০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত উক্ত পণ্য বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪০,০০০.০০ টাকাসহ সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরবর্তীতে, একই এলাকা অবস্থিত শিবা কনজুমার প্রোডাক্ট নামীয় প্রতিষ্ঠানকে সি এম লাইসেন্সের আবেদন করে লাইসেন্স প্রাপ্তির পূর্বেই মশার কয়েল পণ্য উৎপাদন করায় সতর্ক করা হয়। প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স প্রাপ্তির পূর্বে আর কোন পণ্য উৎপাদন করবে না বলে অঙ্গীকার প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব রায়হান হায়দার সম্রাট, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
২৫-০৩-২০২৪
১৩৯
অদ্য ২৪.০৩.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুবহানা নওশীন, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ; হোল্ডিং # ৩৫, ব্লক # বি, জহুর চান্দা, আশুলিয়া, সাভার, ঢাকা প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে এডিবল জেল (লিচি, ম্যাংগো) ও আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস পণ্যের বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত মোড়কের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে উৎপাদন, বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫/২৭ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৪-০৩-২০২৪
১৪০
অদ্য ২১.০৩.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে এপিবিএন পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সোহানুর রহমান, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর তেজগাঁও শি/এ থানাধীন এলাকায় স্বাধীন বাংলা ফিলিং এন্ড সার্ভিসিং স্টেশন; ৭২/এ, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, মহাখালী, ঢাকা এবং সি.এম. সার্ভিসিং স্টেশন; ৭২, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, মহাখালী, ঢাকা প্রতিষ্ঠানদুটিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৪-০৩-২০২৪
<<
<
7
>
>>
সর্বমোট তথ্য: ১০৮৩
সর্বশেষ খবর আর্কাইভ
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ফেইসবুক পেইজ ভিজিট ও লাইক দিন।
⮭