Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
১০১ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ১৩-১১-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর সাতারকুল উত্তর বাড্ডা এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকাল নূর-এ-আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ১৫৮, সাতারকুল, উত্তর বাড্ডা, বাড্ডা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত গিজার (স্টোরেজ ওয়াটার হিটার) পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। ইতোপূর্বে প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে কারখানার ত্রুটি-বিচ্যুতি সংশোধনপূর্বক দ্রুত লাইসেন্স গ্রহণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেন। একইসাথে সিএম লাইসেন্স প্রাপ্তির পূর্বে প্রতিষ্ঠানটির উৎপাদন এবং বাজারজাত কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ রোশনা আখতার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৮-১১-২০২৪
১০২ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৩.১১.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব তাসনীম দোহা, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর তেজগাঁও শি/এ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স হাবীব হোটেল ইন্টারন্যাশনাল লিঃ (হলিডে ইন); ২৩, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও শি/এ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত কেক, বিস্কুট ও পাউরুটি পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। এছাড়া মেসার্স অরেঞ্জ এন্ড হাফ ক্যাফে; ২১, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও শি/এ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য কেক, বিস্কুট, পাউরুটি ও ফার্মেন্টেড মিল্ক এর লাইসেন্স এর নবায়ন প্রক্রিয়া চলমান থাকায় তাদেরকে সতর্ক করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৮-১১-২০২৪
১০৩ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১২.১১.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও সোহানুর রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর উত্তরা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স, প্লট # ৩২/সি, রোড # ২, সেকশন # ৩, রাজলক্ষ্মী, উত্তরা, ঢাকায় অবস্থিত ১। গ্রামীন মেলা, দোকান # ২২০,২২১,২২২; ২। মেসার্স মেনস স্টাইল; দোকান # ২০৭,২০৮; ৩। মেসার্স কিডস জোন, দোকান # ২১৩,২১৪ প্রতিষ্ঠানসমূহে অভিযানকালে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য কালার ফাস্টনেস রেটিংস অফ টেক্সটাইলস বিক্রয় ও বিতরণ করায় দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের উপস্থিতিতে উক্ত প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে দোকান মালিক সমিতির সভাপতি আশ্বস্ত করেন যে তিনি অতি শীঘ্রই দোকান মালিকদের সাথে একটি সভার আয়োজন করে বিএসটিআইয়ের লাইসেন্স করার বিষয়ে তাগাদা দিবেন এবং পরবর্তীতে এ বিষয়ে তদারকি করবেন। এছাড়া মেসার্স খন্দকার সিএনজি এন্ড ফিলিং স্টেশন; পূর্ব আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ২টি অকটেন ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটার তেল পরিমাপে যথাক্রমে ৭২ মিলি ও ৪০ মিলি কম পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানটিকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ২টি ডিসপেনসিং ইউনিট সীলগালা করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৮-১১-২০২৪
১০৪ অদ্য ০৭.১১.২০২৪ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে খিলগাঁও এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেন্টেল পার্ক, খিলগাঁও, ঢাকা এর উৎপাদি কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্য অবৈধভাবে উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ২৫,০০০/- টাকা জরিমানা করেন। এছাড়াও হাজী পাড়া সিএনজি ফিলিং স্টেশন, ৫৮/৩, চৌধুরী পাড়া, রামপুরা, ঢাকা এর অকটেন, পেট্রোল ও ডিজেল এর ৬টি ডিসনেন্সিং ইউনিটের পরিমাপ যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও মামুনুর রহমান, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন। ১০-১১-২০২৪
১০৫ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ০৬.১১.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে (১) টেস্টি কিং সুইটস এন্ড কনফেকশনারী ও (২) বিসমিল্লাহ সুইটস ঠিকানা- প্রগতি স্মরনী, মধ্যবাড্ডা, ঢাকা প্রতিষ্ঠান ২টি কে বিএসটিআই’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে ফার্মেন্টেড মিল্ক, ব্রেড, বিস্কুট, সুইটমিট পণ্য তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা করে মোট ২০,০০০/- জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মেহেদি হাসান, পরিদর্শক (মেট),অংশগ্রহণ করেন। ০৭-১১-২০২৪
১০৬ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ০৬-১১-২০২৪ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ডিএমপি এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের সমূহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়: ১। ডে-নাইট ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, ভুঁইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৪০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। ২। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী এলাকার একটি নামবিহীন মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোন ধরণের কাগজপত্রাদি ছাড়া বিভিন্ন ব্রান্ডের মশার কয়েল উৎপাদনপূর্বক বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষের উপস্থিত না থাকায় টেলিফোনে যোগাযোগ করা হয়। তবে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কেউ উপস্থিত না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত লক্ষাধিক টাকার নিম্নমানের মশার কয়েল জব্দপূর্বক ধ্বংস করার নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক নিম্নমানের কয়েল ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৭-১১-২০২৪
১০৭ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ০৫-১১-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর ভাটারা এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের সমূহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়: ১। ঘাণি ঘর, দাগ-১০২১, দক্ষিণ নয়ানগর, ভাটারা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত সরিষার তেল পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১৫,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। ২। এক্সিলেন্ট সুইটস, বারিধারা নতুন বাজার, ভাটারা, ঢাকা-১২১২ ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পাউরুটি, বিস্কুট, কেক, চানাচুর, ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১৫,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। ৩। চন্দ্রপুরী দধি ভাণ্ডার, বারিধারা নতুন বাজার, ভাটারা, ঢাকা-১২১২ নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক, ঘি ও সুইটমিট পণ্য বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। ৪। সোহরাব দধি ভাণ্ডার, বারিধারা নতুন বাজার, ভাটারা, ঢাকা-১২১২ নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক, ঘি ও সুইটমিট পণ্য বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মেহেদী হাসান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৬-১১-২০২৪
১০৮ অদ্য ০৫.১১.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রাজু আহমেদ, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স গ্র্যান্ড বেকারি এন্ড কনফেকশনারি; ২০৪/১, বড় মগবাজার, রমনা, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য চানাচুর বিক্রয় ও বিতরণ করায় ও পাউরুটি, বিস্কুট, কেক পণ্যের বিভিন্ন ভ্যারিয়েন্ট লাইসেন্সে অন্তর্ভুক্ত না থাকায় উক্ত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী টাকা ২৫,০০০ (পঁচিশ হাজার) মাত্র এবং বিস্কুট ও কেক পন্যের বিভিন্ন ভ্যারিয়েন্ট এর মোড়কজাতকরন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১) এর ৪১ ধারা অনুযায়ী টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। ০৫-১১-২০২৪
১০৯ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০৪.১১.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর তেজগাঁও শি/এ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী; ৮০, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও শি/এ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ২টি অকটেন ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটার তেল পরিমাপে যথাক্রমে ৫২০ মিলি ও ৬০ মিলি কম পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানটিকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ২টি ডিসপেনসিং ইউনিট সীলগালা করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ০৫-১১-২০২৪
১১০ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ৩১.১০.২০২৪ খ্রিঃ তারিখ নারায়নগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দয়াল বেকারী, ২৫, ‍উত্তর বেগুনবাড়ী, তেজগাঁও, ঢাকা এর পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ২৫,০০০/- টাকা জরিমানা করেন। এছাড়া একই এলাকার মমতাজ বেকারী-কে বিএসটিআই’র সিএম সনদ গ্রহন করে ব্যবসা পরিচালনা না জন্য পরামর্শ প্রদান করেন এবং আগামী ৭ কর্মদিবসের মধ্যে সিএম সনদ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও কৌশিক দাস দূর্জয় পরিক্ষক (মেট, ভৌত),অংশগ্রহণ করেন। ০৩-১১-২০২৪
১১১ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র নেতৃত্বে ৩১.১০.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রাজু আহমেদ, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স প্রিন্স সুইটস এন্ড বেকারী; মেইন রোড, মিরপুর-১ বাস স্ট্যান্ড, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য সিনথেটিক ভিনেগার, অরেঞ্জ জেলি, ভিনেগার, সয়া সস, বিস্কুট, স্পঞ্জ কেক পণ্য বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী টাকা ৩০,০০০ (ত্রিশ হাজার) মাত্র এবং জেলি, সয়া সস, কর্ণ ফ্লাওয়ার, ভিনেগার, কেক, বিস্কুট ইত্যাদি পন্যের মোড়কজাতকরন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১) এর ৪১ ধারা অনুযায়ী টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। ০৩-১১-২০২৪
১১২ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ৩০.১০.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় প্রসিকিউটিং কর্মকর্তা জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব তাসনীম দোহা, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর কাজীপাড়া থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স মুসলিম সুইটস এন্ড বেকারী; দোকান # ক/৩, পূর্ব কাজীপাড়া, মাদ্রাসা মার্কেট, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য বিস্কুট, কেক, পাউরুটি ও দই পণ্য বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০ (দশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। এছাড়া মেসার্স বাটার কাপ ফুড; দোকান # ২, পূর্ব কাজীপাড়া, মাদ্রাসা মার্কেট, ঢাকা এবং রসের ফোটা; দোকান # ১, পূর্ব কাজীপাড়া, মাদ্রাসা মার্কেট, ঢাকা নামীয় প্রতিষ্ঠানদুটিতে অভিযানকালে পাউরুটি কেক ও বিস্কুট পন্যের মোড়কজাতকরন সনদ না থাকায় প্রতিষ্ঠানদুটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র করে ৩ টি প্রতিষ্ঠানে সর্বমোট টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। ৩১-১০-২০২৪
১১৩ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ২৯.১০.২০২৪ খ্রিঃ তারিখ নারায়নগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইউবিবিএইচ এক্সর্পোট ইম্পোট লি:, সাওঘাট, ভুলতা, রুপগঞ্জ, নারায়নগঞ্জ-কে বিএসটিআ’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে এক্সট্রোডেট প্রোফাইল (এ্যালোমিনিয়াম এ্যালয়) পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় ২,০০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে উক্ত প্রতিষ্ঠানকে ৭ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট),অংশগ্রহণ করেন। ৩০-১০-২০২৪
১১৪ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৯.১০.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মেহেদী হাসান, পরীক্ষক (মেট, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর তেজগাঁও থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স অর্নেলা সুইটস এন্ড ডেইরী ফার্ম; ২৬১/এফ, পূর্ব নাখালপাড়া, হাজী মরন আলী রোড, তেজগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআই'র মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য বিস্কুট, কেক ও পাউরুটি বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০ (দশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। এছাড়া মেসার্স নূর লাইভ বেকারি; ২৬১/এফ, পূর্ব নাখালপাড়া, হাজী মরন আলী রোড, তেজগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযানকালে পাউরুটি কেক ও বিস্কুট পন্যের সিএম লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। ৩০-১০-২০২৪
১১৫ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ২৮-১০-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে এ এম এন্টারপ্রাইজ, ঝাউলাহাটি চৌরাস্তা, আশ্রাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ওয়াটার স্টোরেজ হিটার (গিজার) পণ্য উৎপাদন ও বিক্রয় বিতরণ করতে দেখা যায়। অভিযানকালে প্রতিষ্ঠানটি মালিক পক্ষ বা শীর্ষ স্থানীয় কারোর উপস্থিতি পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের মালিকপক্ষের সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ উপস্থিত হননি। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে এবং মালিকপক্ষ উপস্থিত না হওয়ায় বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করার নির্দেশ প্রদান করেন। ২৯-১০-২০২৪
১১৬ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ২৮.১০.২০২৪ খ্রিঃ ঢাকা মহানগরীর তুরাগ ও উত্তরা থানায় অভিযান চালানো হয়। অভিযানে জুন ফুডস লিমিটেড, হাউজ-১, উম্মে কুলসুম সুপার মার্কেট, তুরাগ, ঢাকা প্রতিষ্ঠানে ব্রেড, বিস্কুট ও কেক পণ্য বিএসটিআই আইন অনুযায়ী তৈরি, বিক্রয় ও বাজারজাত করা জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়া ডি এল ফিলিং স্টেশন, উত্তরা, নিউ এয়ারর্পোট রোড, ঢাকা এর অকটেন, পেট্রোল ও ডিজেল এর ৬টি ডিসনেন্সিং ইউনিটের পরিমাপ যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মেহেদি হাসান, পরিদর্শক (মেট),অংশগ্রহণ করেন। ২৯-১০-২০২৪
১১৭ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ২৭-১০-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ডিসেন্ট পেস্ট্রি শপ, ৪৬, লালবাগ রোড, লালবাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদের শর্ত মোতাবেক পণ্যের গায়ে প্রয়োজনীয় তথ্য সন্নিবেশ ব্যতীত বিস্কুট পণ্য বাজারজাত করতে বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০.০০ (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আহসান হাবীব খান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৮-১০-২০২৪
১১৮ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৭.১০.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব জেব-উন-নেছা, ফিল্ড অফিসার (সিএম) ও সুবহানা নওশিন, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রামপুরা ও খিলগাঁও থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১। মেসার্স এস্কোয়ার ইলেকট্রনিকস লিঃ; ৬৮/৪/এ, পূর্ব রামপুরা, রামপুরা, ঢাকা, ২। মেসার্স দেশ লজিস্টিকস কোং লিমিটেড, ৬৬/২, পূর্ব রামপুরা, রামপুরা, ঢাকা; ৩। ইলেক্ট্রোমার্ট লিমিটেড, ৬৪, পূর্ব হাজীপাড়া, ডিআইটি রোড, রামপুরা, ঢাকা; ৪। আখলাক ইলেকট্রনিক্স, ৬৮/১, হাজীপাড়া, রামপুরা, ঢাকা; ৫। বাইকার্স সলিউশন বিডি, ৪০৩/বি, মালিবাগ চৌধুরীপাড়া, খিলগাঁও, ঢাকা; ৬। মোটর চেইন, ১১৮/এ, ডিআইটি রোড, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানসমূহে অভিযানকালে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ও ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য মাইক্রোওয়েভ ওভেন, ডোমেস্টিক প্রেসার কুকার, ক্লিন কুক স্টোভস, স্টোরেজ ওয়াটার হিটার, ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক কেটলি ফর ডোমেস্টিক ইউস, হেলমেট, ইঞ্জিন অয়েল ইত্যাদি পণ্যসমূহ বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। ২৮-১০-২০২৪
১১৯ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৪.১০.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আহসান হাবীব খান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স এ.এস ফিলিং এন্ড সার্ভিসিং ষ্টেশন; ২২০/৫, বেগম রোকেয়া স্মরণী, পশ্চিম কাফরুল, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ১টি অকটেন ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটার তেল পরিমাপে যথাক্রমে ১০০০ মিলি কম পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ১টি ডিসপেনসিং ইউনিট সীলগালা করা হয়। ২৭-১০-২০২৪
১২০ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ২৩-১০-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ও ঢাকা জেলার ডেমরায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের শুরুতে পারসিয়ান পেইন্ট, উত্তর ভুঁইগড়, ভুঁইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ইকোনমি ইমালশন পেইন্ট, সিনথেটিক এনামেল পেইন্ট ও ডিসটেম্পার পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ লক্ষ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১ লক্ষ টাকাসহ মোট ২ লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়া প্রতিষ্ঠানটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিএসটিআইতে সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে আদালত ঢাকা জেলার ডেমরা থানার নরাইবাগ এলাকার সিকদার ফিলিং স্টেশন নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাম্পটির ১টি অকটেন ডিসপেনসিং ইউনিটের পরিমাপে প্রতি ০৫ লিটারে ৩০ মি.লি কম পাওয়া যায়। বিজ্ঞ আদালত ত্রুটিপূর্ণ ডিসপেনসিং ইউনিট সিলগালা করার নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুমন কুমার পাল, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৪-১০-২০২৪

সর্বমোট তথ্য: ১১৬১