Skip to main content
Go to accessibility menu
×
Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
Search
English
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন
মেনু নির্বাচন করুন
বিএসটিআই সম্পর্কিত
অফিসিয়াল ডিরেক্টরি
বিএসটিআই কাউন্সিলের রূপরেখা
উইংভিত্তিক কর্মকর্তার তালিকা
বিভিন্ন বিষয়ক ফোকাল পয়েন্ট
বিএসটিআই'র অনুমোদিত জনবল
বিভাগীয় ও জেলা অফিসসমূহের নাম ও যোগাযোগের ঠিকানা
বিভাগীয় অফিসসমূহ
বিভাগীয় অফিস, চট্টগ্রাম
বিভাগীয় অফিস, রাজশাহী
বিভাগীয় অফিস, খুলনা
বিভাগীয় অফিস, বরিশাল
বিভাগীয় অফিস, রংপুর
বিভাগীয় অফিস, ময়মনসিংহ
ডিভিশনাল মেট্রোলজি ইন্সপেক্টরেট, ঢাকা
বিভাগীয় অফিস, সিলেট
জেলা অফিসসমূহ
জেলা অফিস, কুমিল্লা
জেলা অফিস, ফরিদপুর
জেলা অফিস, কক্সবাজার
আঞ্চলিক কার্যালয় সমূহ
আঞ্চলিক কার্যালয়, গাজীপুর
আঞ্চলিক কার্যালয়, নোয়াখালী
আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ
আঞ্চলিক কার্যালয়, যশোর
আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া
আঞ্চলিক কার্যালয়, পাবনা
আঞ্চলিক কার্যালয়, নরসিংদী
আঞ্চলিক কার্যালয়, দিনাজপুর
আঞ্চলিক কার্যালয়, নওগাঁ
আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী
বিএসটিআই’র উইংসমূহ
প্রশাসন উইং
প্রশাসন শাখা
হিসাব ও অভ্যন্তরীন নিরীক্ষা শাখা
পরিকল্পনা ও উন্নয়ন শাখা
ভান্ডার শাখা
আইন শাখা
আইসিটি সেল
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
রক্ষণা-বেক্ষণ শাখা
সার্টিফিকেশন মার্কস উইং
কোয়ালিটি এ্যসুরেন্স এবং সার্টিফিকেশন
লাইসেন্স প্রদান/নবায়ন এর প্রবাহ চিত্র (Flow Chart):
সিএম প্রসেস ম্যাপ (বাধ্যতামূলক পণ্য)
সিএম প্রসেস ম্যাপ (স্বেচ্ছামূলক পণ্য)
বাধ্যতামূলক পণ্যের তালিকা
প্রোডাক্ট সার্টিফিকেশন এ্যাক্রিডিটেশন
প্রোডাক্ট সার্টিফিকেশনের আইনগত কার্যক্রম
সিএম লাইসেন্স প্রদান, নবায়নের ধাপসমূহ:
মান উইং
মান উইং
বিশ্ব মান দিবস
মান প্রণয়নের ধাপসমূহ
স্ট্যান্ডার্ডস ক্যাটালগ
মান উইংয়ের স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট টার্গেট-২০২০
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০ এর আওতাভূক্ত পণ্যের সাথে সংশ্লিষ্ট বিডিএস এর তালিকা
প্রকাশনা শাখা
কৃষি ও খাদ্য বিভাগের বিডিএস সমূহ-২০২৫
লাইট ইঞ্জিনিয়ারিং এর বিডিএস সমূহ
রসায়ন পরীক্ষণ উইং
রসায়ন পরীক্ষণ উইং
ফুড এন্ড ব্যাক্টেরিওলজীক্যাল বিভাগ
এ্যাক্রেডিটেশন স্ট্যাটাস অব ফুড এন্ড ব্যাক্টেরিওলজীক্যাল বিভাগ
রসায়ন বিভাগ
এ্যাক্রেডিটেশন স্ট্যাটাস অব রসায়ন বিভাগ
পদার্থ পরীক্ষণ উইং
পদার্থ পরীক্ষণ উইং
পুরঃ, পদার্থ ও যন্ত্রকৌশল বিভাগ
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
টেক্সটাইল বিভাগ
মেট্রোলজী উইং
মেট্রোলজী উইং
মেট্রোলজী উইং এর দায়িত্ব ও কর্তব্য
ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি এক্রিডিটেশন
ন্যাশনাল মেট্রোলজী ল্যাবরেটরী (এনএমএল)
এনএমএল-বিএসটিআই এর ক্যালিব্রেশন সেবার ফ্লো-চার্ট
মিটার, সেন্টিমিটার কনভার্সন চার্ট
আমদানিকৃত ওজন ও পরিমাপক যন্ত্রপাতিসমূহের আমদানির নিবন্ধন, প্রতিপাদন ও সিলমোহরযুক্তকরণ প্রক্রিয়ার ধাপসমূহ
ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন ও বিধিসমূহ
মেট্রোলজি উইং-এর আইনগত কার্যক্রম
মোড়কজাতকৃত পণ্য সামগ্রীর নিবন্ধন সনদ প্রদানের ধাপসমূহ
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন উইং
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন উইং
নিরপেক্ষ নীতি
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন এর ব্যাপ্তি
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কমিটি
সার্টিফিকেট প্রদান পদ্ধতি
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেটপ্রাপ্ত গ্রাহক তালিকা
ফি কাঠামো
এমএসসি ফরম
এমএসসি সেবা সহজিকরণ
বিএসটিআই'র সেবাসমূহ
সিএম লাইসেন্স প্রদান/নবায়ন
আমদানিকৃত পণ্যের ছাড়পত্র প্রদান
রসায়ন/পদার্থ পরীক্ষণ সেবা প্রদান
ওজন ও পরিমাপ সংশ্লিষ্ট সেবা
ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট (এমএসসি) প্রদান
প্রণীত বাংলাদেশ মান বিক্রয়
বিএসটিআই’র ফি’সমূহ
বিএসটিআই’র লাইসেন্স ফি’র পরিমাণ
বিএসটিআই’র ল্যাবসমূহ
রসায়ন উইংয়ের ল্যাবসমূহ
ফুড এন্ড ব্যাক্টেরিওলজীক্যাল বিভাগের ল্যাবসমূহ
রসায়ন বিভাগের ল্যাবসমূহ
পদার্থ উইংয়ের ল্যাবসমূহ
পুর, পদার্থ ও যন্ত্রকৌশল বিভাগের ল্যাবসমূহ
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবসমূহ
টেক্সটাইল বিভাগের ল্যাবসমূহ
মেট্রোলজি উইংয়ের ল্যাবসমূহ
দৈর্ঘ্য এবং মাত্রা পরিমাপ ল্যাবরেটরি
বৈদ্যুতিক, সময় এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ ল্যাবরেটরি
বল পরিমাপ ল্যাবরেটরি
আয়তন, ঘনত্ব এবং ভিসকোসিটি পরিমাপ ল্যাবরেটরি
ওজন পরিমাপ ল্যাবরেটরি
তাপমাত্রা পরিমাপ ল্যাবরেটরি
চাপ পরিমাপ ল্যাবরেটরি
ডাউনলোড
বিএসটিআই'র মান চিহ্ন, b মার্ক ও এমএসসি লোগো
বিএসটিআই'র মান চিহ্ন, b মার্ক ও এমএসসি লোগো
তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০২০
তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০২০
ফরম
পণ্যের মোড়কজাত নিবন্ধন ফরম
মেট্রোলজি নিবন্ধন ফরম
হালাল সার্টিফিকেটের আবেদন ফরম
এমএসসি ফরম
বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ফরম
বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম
বিদেশ ভ্রমণে ব্যবহৃত ২ নং বাছাই কমিটির ফরম
ব্যক্তিগত বিদেশ ভ্রমণে ব্যবহৃত ফরম
বাংলাদেশ মান প্রণয়নের প্রস্তাব প্রেরণের ফরম
দিবস পালন
বিশ্ব মেট্রোলজি দিবস
বিশ্ব মান দিবস
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
Text size
A
A
A
Color
C
C
C
C
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ফেইসবুক পেইজ ভিজিট ও লাইক দিন।
সর্বশেষ খবর
ক্রমিক
শিরোনাম
প্রকাশের তারিখ
৮৬১
অদ্য ২০.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত শ্যাম্পু, স্কিন ক্রিম, স্কিন লোশন, সোপ, বিস্কুট, মারেমালেট, ফুল ক্রিম মিল্ক পাউডার, জুস, চকোলেট ও ভিনেগার পণ্যের অনুকূলে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে কোহিনুর জেনারেল স্টোর, ২/১, ব্লক-এ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা ও নিওফার্মা বাংলাদেশ লিঃ, বাড়ী-১৪, রোড-১, মোহাম্মদপুর, ঢাকা-কে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত আচার, হলুদ, মরিচ ও জিরার গুড়া পণ্য তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
২০-১২-২০২১
৮৬২
অদ্য ১৯.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় যাত্রাবাড়ী থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে সরলা বেকারী এন্ড কনফেকশনারী, ১১৯/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-কে ৪০,০০০/- টাকা জরিমানা ও একই অপরাধের জন্য মজিদ বেকারী, ৬৯, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ঢাকা-কে ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
১৯-১২-২০২১
৮৬৩
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মিরপুর থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ১৫.১২.২০২১ তারিখে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে কিছুক্ষণ ফুড প্রোডাক্টস, ২৫৯/ক, বাগবাড়ী, দারুস সালাম, মিরপুর, ঢাকা-কে ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
১৯-১২-২০২১
৮৬৪
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ১৪.১২.২০২১ তারিখে সাভার থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পণ্য বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করে বিভিন্ন নামীদামী ব্রান্ডের পণ্য নকল করে তৈরি, বিক্রয়, বিতরণ, সরবরাহ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় লামিয়া মাল্টি প্রোডাক্টস, কান্দাপাড়া, জয়নাবাড়ী, হেমায়েতপুর, সাভার, ঢাকা-কে ১,০০,০০০/- টাকা জরিমানা ও অবৈধ মালামাল জব্দ পূর্বক ধ্বংশ করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
১৫-১২-২০২১
৮৬৫
‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ সোমবার ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স মধুরস সুইটস এন্ড বেকারী, মমতাজ প্লাজা, ধানমন্ডি-৪, ঢাকা এবং রস লিঃ, মমতাজ প্লাজা, ধানমন্ডি-৪, ঢাকা প্রতিষ্ঠান দুইটির চানাচুর, নিমকপাড়া, ঘি, ওভালটিন কুকিজ এবং লাচ্চা সেমাই ও ড্রাই কেক পণ্যের পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠান দূটিকে পৃথকভাবে ৩০ হাজার টাকা করে সর্বমোট ৬০ হাজার টাকা জরমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন।
১৩-১২-২০২১
৮৬৬
অদ্য ১২.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় আদাবর থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে বেবী শপ, ৮৪০/৮৪১, বায়তুল আমান টাওয়ার, আদাবর, ঢাকা-কে ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ শরিফুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
১২-১২-২০২১
৮৬৭
অদ্য ০৯.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বনানী থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক চানাচুর, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও চিড়া ভাজা ও ঝুরি ভাজা পণ্য বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্যের আওতাভূক্ত না হওয়া সত্ত্বেও মানচিহ্ন ব্যবহার করার অপরাধ প্রমাণিত হওয়ায় ১। টি এস এন্টারপ্রাইজ, ৫০, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-কে ৬০,০০০/- টাকা জরিমানা ও ২। লেদারেক্স, ৫০, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-কে লেদার ফুটওয়্যার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ করায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
০৯-১২-২০২১
৮৬৮
অদ্য ০৮.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় আদাবর ও মিরপুর থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ১। বি-বাড়িয়া বেকারী, ৯৪৮/৪, পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা ও ২। মিঠাই, ২৫/১, সিনেমা হল মার্কেট, খিলজী রোড (রিং রোড), শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-কে ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
০৮-১২-২০২১
৮৬৯
অদ্য ০৭.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় রামপুরা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক আমদানীকৃত লেদার ফুটওয়্যার (ফিজিক্যাল) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ১। ক্রিসেন্ট ফুট ওয়্যার, ৬৮/৩, ডিআইটি রোড, হাজীপাড়া, রামপুরা, ঢাকা, ২। কো-ওয়াক, ৬৮/৪, ডিআইটি রোড, হাজীপাড়া, রামপুরা, ঢাকা ও ৩। ইউ এস বাংলা ফুড ওয়্যার, ১/৫, শরীফ ম্যানশন, ডিআইটি রোড, হাজীপাড়া, রামপুরা, ঢাকা প্রত্যেক-কে ৩০,০০০/- টাকা করে মোট ৯০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
০৭-১২-২০২১
৮৭০
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বনানী থানা এলাকায় ০৬.১২.২০২১ তারিখে বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক আমদানীকৃত শ্যাম্পু, টয়লেট সোপ, স্কিন লোশন, বেবী শ্যাম্পু, চকোলেট, মধু ও স্ক্রিন ক্রীম পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় বনানী ফার্মেসী, বাড়ী-১০০, রোড-১১, ব্লক-সি, বনানী, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
০৭-১২-২০২১
৮৭১
অদ্য ০৫.১২.২০২১ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্ব ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর তেজগাঁও থানাধীন নাখালপাড়া এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন'২০১৮ অনুসারে বাধ্যতামূলক "হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মধু, ঘি, লাচ্ছা সেমাই, সরিষার তেল, নারিকেল তেল, আচার ও ফার্মেন্টেড মিল্ক" পণ্যসমূহের অনুকূলে মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে ও মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ ব্যতীত পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে হেলদী ইটস, ৩২২, পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়সহ পণ্যসমূহের অনুকূলে দ্রুততম সময়ের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের আবেদন দাখিলের তাগিদ প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার জনাব আফসানা হোসেন দায়িত্ব পালন করেন।
০৬-১২-২০২১
৮৭২
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় খিলগাঁও থানা এলাকায় ৩০.১১.২০২১ তারিখে বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি,বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় দারুস সুন্নাত বেকারী, ৫৯৩/এ, খিলগাঁও, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা ও স্কিন পাউডার, টয়লেট সোপ, শ্যাম্পু ও চকলেট পণ্যের ছাড়পত্র গ্রহণ না করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ডেইলী ফার্মা, ৩৭৩/বি, শহীদ বাকী রোড, খিলগাঁও, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
০১-১২-২০২১
৮৭৩
অদ্য ২৯.১১.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি,বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় টি এইচ বেকারী এন্ড সুইটস, হোল্ডিং নং-০৬, রোড নং-০১, মেট্রো হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
২৯-১১-২০২১
৮৭৪
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্ব ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ২৮.১১.২০২১ তারিখে ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন'২০১৮ অনুসারে ১। বাধ্যতামূলক "পাউরুটি, বিস্কুট, কেক" পণ্যের অনুকূলে মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতীত ও মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ না করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ার পর রিয়েকো বেকারী এন্ড ক্যাফে, ৮৮/এ, কদমতলা, পূর্ব বাসাবো, ঢাকা নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অভিযোগ মেনে নিতে অস্বীকৃতি জানালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত বিচারিক আদালতে মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করেন। ২। বাধ্যতামূলক "পাউরুটি, বিস্কুট, কেক, ফার্মেন্টেড মিল্ক ও ঘি" পণ্যের অনুকূলে মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতীত ও মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ না করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের পৌনঃপুনিক অপরাধে পিওর ডেইরী সুইটস, মায়াকানন, সবুজবাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলকে ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) টাকা মাত্র জরিমানাসহ দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স গ্রহণের আবেদন দাখিলের তাগিদ প্রদান করা হয়েছে। ৩। বাধ্যতামূলক "ফার্মেন্টেড মিল্ক" পণ্যের অনুকূলে মান সনদ (সিএম লাইসেন্স) নবায়ন ব্যতীত ও "ফার্মেন্টেড মিল্ক ও রসগোল্লা" পণ্যের মোড়কে মানচিহ্নসহ ভুল তথ্যাদি উল্লেখ করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে পুষ্টি ডেইরী ফার্ম সুইটস এন্ড বেকারী, বৌদ্ধ মন্দির, সবুজবাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানের আউটলেট ব্যবস্থাপক-কে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা মাত্র জরিমানাসহ ২ সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের আবেদন দাখিলের তাগিদ প্রদান করা হয়েছে। ২টি প্রতিষ্ঠানের জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় হয়েছে। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার জনাব আফসানা হোসেন দায়িত্ব পালন করেন।
২৯-১১-২০২১
৮৭৫
ওজনযন্রেএসর ভেরিফিকেশনবিহীন এবং পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ সোমবার রাজধানীর খিলগাঁও এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার খিলগাঁও থানাস্থ প্রিমিয়ার সুইটস, ৫৯১, শহীদ বাকী সড়ক, খিলগাঁও, ঢাকা-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ মাছুদুল হক অংশগ্রহণ করেন।
২৮-১১-২০২১
৮৭৬
বিএসটিআই, ঢাকা সি এম উইং বিএসটিআই এর অভিযানে ১,২৫,০০০/- টাকা জরিমানা। অদ্য ২৫/১১/২০২১ তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরার নেতৃত্বে ঢাকা মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত এর একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত এলাকায় অভিযানকালে বৈধ সি এম লাইসেন্স ব্যতীত বাধ্যতামূলক সি এম লাইসেন্স এর আওতাভুক্ত টেক্সটাইল কাপড় এর রং এর স্থায়িত্ব, লেদার ফুটওয়্যার (ফিজিক্যাল), আমব্রেলা ক্লথ, সু পলিশ, এবং এলকোহল বেজড হ্যান্ড স্যানিটাইজার পণ্য বিক্রি, বিতরণ করায় ৫ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা করে বিএসটিআই। ১, এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিঃ(লোটো)-পণ্য টেক্সটাইল কাপড় এর রং এর স্থায়িত্ব, ফুটওয়্যার (ফিজিক্যাল) আমব্রেলা ক্লথ, এলকোহল বেজড হ্যান্ড স্যানিটাইজার; ব্র্যান্ড-লোটো ২, ওয়াকার ফুট ওয়্যার-টেক্সটাইল কাপড় এর রং এর স্থায়িত্ব (ব্র্যান্ড- উইনার), লেদার ফুটওয়্যার(ফিজিক্যাল) ব্র্যান্ড-ওয়াকার ৩, বে ইম্পেরিয়াম-পণ্য লেদার ফুটওয়্যার (ফিজিক্যাল), সু পলিশ; ব্র্যান্ড-বে ৪, আগামী সাম্পান লিঃ-পণ্য লেদার ফুটওয়্যার (ফিজিক্যাল), সু পলিশ; ব্র্যান্ড (স্প্যান) ৫, ইনসোল ফুট ওয়্যার লিঃ- পণ্য লেদার ফুটওয়্যার (ফিজিক্যাল), সু পলিশ ; ইনসোল বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত প্রতিষ্ঠান সমূহ বর্ণিত পণ্য বিক্রি, বিতরণ করায় বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫০০০/- টাকা অর্থদন্ড প্রদান করে। পাশাপাশি প্রতিষ্ঠানসমূহকে বিএসটিআই সিএম লাইসেন্স এর আওতায় ২২৯ টি পণ্যের বাধ্যবাধকতার (লাইসেন্স/ছাড়পত্র)বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। পরিচালিত আদালতে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারায় প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম)।
২৫-১১-২০২১
৮৭৭
অদ্য ২৩.১১.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বাড্ডা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় সৈনিক বেকারী, ২৩৮, আব্দুল্লাবাগ, সাতারকুল রোড, উত্তর বাড্ডা,ঢাক-কে ৫০,০০০/- হাজার টাকা জরিমানা ও বিস্কুট, পাউরুটি ও কেক পণ্যের জন্য নুয়েল বেকারী এন্ড কনফেকশনারী, মেম্বার কলোনী, আব্দুল্লাবাগ, সাতারকুল রোড, উত্তর বাড্ডা, ঢাক-কে ২৫,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
২৩-১১-২০২১
৮৭৮
অদ্য ২১.১১.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বনানী থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক আমদানীকৃত শ্যাম্পু, বডি লোশন, সাবান, বডি পাউডার, সলিউবল কফি পাউডার, হ্যান্ড ওয়াশ, স্ক্রীন ক্রীম, চিপস ইত্যাদি পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ১। ইউ এস ফুড মাট লিঃ, হাউজ-১০৮, রোড-১১, ব্লক-সি, বনানী, ঢাক-কে ৬০,০০০/- হাজার টাকা জরিমানা ও ২। ইসলামিয়া ফার্মেসী, হাউজ-৫০, রোড-১১, ব্লক-সি, বনানী, ঢাক-কে ২৫,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
২১-১১-২০২১
৮৭৯
অদ্য ১৭.১১.২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় জনাব নাফিজা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ইসহাক এগ্রো ফুড এন্ড বেভারেজ, ৩/১বি, হাজী লাট মিয়া কমপ্লেক্স, বাঁশবাড়ী, মোহাম্মদপুর, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত সরিষার তেল, ঘি ও মধু পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ২৫,০০০.০০ টাকা জরিমানা ও নিউট্রিয়েট কেক এন্ড পেস্ট্রি সপ, ১৫/২, ব্লক-সি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-কে কেক (প্লেইন, ফ্রুট, স্পঞ্জ), পাউরুটি ও বিস্কুট পণ্য তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ৫০,০০০.০০ টাকা জরিমানা করেছেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।
১৭-১১-২০২১
৮৮০
‘‘ওজন ও পরিমাপ মানদণ্ডআইন-২০১৮’’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বুধবার ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স প্রিন্স সুইটস এন্ড বেকারী নামক প্রতিষ্ঠানটির অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেসার্স ফাইভ স্টার কর্পোরেশন নামক রডের দোকানে ব্যবহৃত ওজনযন্ত্রের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় এবং প্রতি ১০০ কেজি রড পরিমাপে ৮০০ গ্রাম কম থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন।
১৭-১১-২০২১
<<
<
44
>
>>
সর্বমোট তথ্য: ১১৬১
সর্বশেষ খবর আর্কাইভ
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ফেইসবুক পেইজ ভিজিট ও লাইক দিন।
⮭