Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৮৪১ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্ব ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ০৬.১০.২০২১ তারিখে তুরাগ এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ১। বাধ্যতামূলক বিস্কুট, কেক, চানাচুর ও পাউরুটি পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে মোড়কে মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় তৃপ্তি ফুড এন্ড বেকারী, নলবুক, তুরাগ, ঢাকা-কে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) জরিমানা করা হয়। এছাড়াও বিমান ক্যাটারিং, এয়াপোর্ট, ঢাকা এর উৎপাদিত বিস্কুট, কেক ও পাউরুটি এর গুনগত মান ও কারখানার পরিবেশ সঠিক পাওয়ায় তাদের-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৭-১০-২০২১
৮৪২ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ০১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর তুরাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বুধবার ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স তৃপ্তি ফুড প্রোডাক্টস, উত্তর তুরাগ, ঢাকা প্রতিষ্ঠানটির ০৪টি ওজনযন্ত্রের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় । পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন। ০৬-১০-২০২১
৮৪৩ অদ্য ০৫.১০.২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর কল্যাণপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সোহরাব সার্ভিস স্টেশন, ৪নং দক্ষিণ কল্যাণপুর, মিরপুর-১, ঢাকা-১২১৮ প্রতিষ্ঠানটি ০১ টি অকটেন ডিসপেন্সিং ইউনিট দ্বারা প্রতি ১০ লিটারে ১০০ মি.লি. জ্বালানি তেল কম প্রদান করায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানে দেখা যায় যে, তৃপ্তি, ৫৮, কল্যাণপুর, মিরপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটি ২৬ টি পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করছে। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন। ০৫-১০-২০২১
৮৪৪ অদ্য ০৫.১০.২০২১ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্ব ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মিরপুর এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ১। বাধ্যতামূলক বিস্কুট, কেক ও পাউরুটি পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে মোড়কে মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় পুষ্টি হোম মেড, ৫৯, কল্যানপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৫-১০-২০২১
৮৪৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্ব ও ডিএমপি পুলিশের সহযোগিতায় আদাবর থানাধীন মোহাম্মদপুর এলাকায় ০৪.১০.২০২১ তারিখে বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ১। বাধ্যতামূলক "মধু, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আচার, ঘি, টমেটো সস, কমলার জেলি, সরিষার তেল, নারিকেল তেল, আটা, মুড়ি, লাচ্ছা সেমাই, কেক, ফার্মেন্টেড মিল্ক (দই)" পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণপূর্বক মোড়কে মানচিহ্ন ও যথাযথ বিডিএস ব্যবহার না করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় সবুজ উদ্যোগ, বাড়ী-২৪, রোড-৪, ব্লক-সি, চাঁদ উদ্যান হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানের আউটলেট ম্যানজারকে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র ২। ডেইলি শপিং, বাড়ী-১৭, রোড-১২, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানের আউটলেট ম্যানেজারকে ডিশ ওয়াশিং লিকুইড, লিকুইড টয়লেট ক্লিনার, লিকুইড হ্যান্ডওয়াশ, স্যানিটারী ন্যাপকিন, অ্যালকোহল বেইজড হ্যান্ড স্যানিটাইজার, পাউরুটি (বার্গার বান) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ও মোড়কে মানচিহ্ন ব্যবহার না করে পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়েছে। সকল জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় হয়েছে। আদালত উক্ত প্রতিষ্ঠানদ্বয়কে দ্রুততম সময়ের মধ্যে বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণের পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করে। এছাড়া একই এলাকায় ডেইলি শপিংসহ আরো দু'টি প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র সংরক্ষণ করে পণ্য বিক্রয়, বিতরণের পরামর্শ প্রদান করে। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই এর কর্মকর্তা ফিল্ড অফিসার জনাব আফসানা হোসেন দায়িত্ব পালন করেন। ০৫-১০-২০২১
৮৪৬ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী একটি সুপার’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ ১০-০৪-২০২১ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর গুলশান এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জহির এন্ড ব্রাদার্স, গুলশার-১, ঢাকা এর ৩০ কেজি ধারণক্ষমতার MEGA ব্রান্ডের ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ও রসুন বাটা, পেয়াজ বাটা, আদা বাটা, আতপ চালের গুড়া পণ্যসমূহ মেয়াদউত্তীর্ন অবস্থায় বিক্রয়ের ব্যাবস্থা করায় এবং সেনসোডাইন রিপেয়ার এন্ড প্রোটেক্ট পন্যের আমদানীকারকের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন। ০৪-১০-২০২১
৮৪৭ ‘‘বিএসটিআই আইন-২০১৮’’ অনুযায়ী ০২ টি প্রতিষ্ঠানকে ৮৫,০০০.০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় ০৩ অক্টোবর ২০২১ খ্রি. তারিখে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ০১। মক্কা সুইটস এন্ড বেকারী, নন্দীপাড়া বাজার, খিলগাঁও, ঢাকা-কে ফার্মেমেন্টেড মিল্ক (দই), বিস্কুট, কেক, পাউরুটি ও চানাচুর পণ্য বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় ৬০,০০০.০০ টাকা জরিমানা ও ২। টি এস ফুড, নন্দীপাড়া বাজার, খিলগাঁও, ঢাকা-কে বিস্কুট এবং স্পঞ্জ কেক পণ্য উৎপাদনের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ ও খুচরা মুল্য না থাকায় ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ০৪-১০-২০২১
৮৪৮ বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মান চিহ্ন ব্যবহার করে আটা, সয়াবিন তেল, ধনিয়ার গুড়া, জিরার গুড়া বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাস্থ আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড, আলুকান্দা, স্ট্যান্ড বাজার, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা -কে ২৫,০০০/- (পঁচিশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার জনাব মোঃ আব্দুল মান্নান অংশগ্রহণ করেন। ৩০-০৯-২০২১
৮৪৯ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ০১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় ২৯ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স আলমাস সুপার শপ, ধানমন্ডি-১৫, ঢাকা প্রতিষ্ঠানটির চানাচুর, মসুরডাল, ইসপগুলের ভূষি, কালোজিরা, এলাচ পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ রাকিবুল আলম ও পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন। ৩০-০৯-২০২১
৮৫০ ‘‘বিএসটিআই আইন-২০১৮’’ অনুযায়ী ০২ টি প্রতিষ্ঠানকে ৮০,০০০.০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ২৯ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ০১। রসের ফোঁটা সুইটস এন্ড বেকারী, ৪০ শ্যামলী সিনেমা হল মার্কেট, শ্যামলী, ঢাকা-কে ফার্মেমেন্টেড মিল্ক (দই) পণ্য বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় ৩০,০০০.০০ টাকা জরিমানা ও ২। তাজ কিচেন, ২৫/৫, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-কে পাউরুটি (মিল্ক), বিস্কুট (টোস্ট, ড্রাই কেক, সল্টেড) পণ্য বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় ৫০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ৩০-০৯-২০২১
৮৫১ বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ২৮.০৯.২০২১ খ্রিঃ তারিখে মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে রোজ ড্রিংকিং ওয়াটার, মিরপুর, ঢাকা-কে বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্য প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্যে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়, বিতরণের অপরাধে বিজ্ঞ আদালত দায়িত্বপালনরত ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া জান্নাত বেকারী এন্ড কনফেকশনারি, মিরপুর প্রতিষ্ঠানকে পাউরুটি, কেক,বিস্কুট পণ্য বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অবৈধভাবে তৈরি,বিক্রয় ও বিতরণ করার অপরাধে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ৩০-০৯-২০২১
৮৫২ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ০২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট ৫০,০০০.০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ০১। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, ২৭, সাত মসজিদ রোড, শংকর, ধানমন্ডি, ঢাকা-কে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় এবং ব্যবহৃত ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ও ০২। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার (কলাবাগান মেইন শাখার আওতাধীন) ৬০/বি, সাত মসজিদ রোড, শংকর, ধানমন্ডি, ঢাকা-কে দই, চিড়া ভাজা, শনপাপড়ি, ও গাওয়া ঘি পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় এবং ব্যবহৃত ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে মোঃ মাসুদুল হক, পরিদর্শক অংশগ্রহণ করেন। ২৮-০৯-২০২১
৮৫৩ বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ২৭.০৯.২০২১ খ্রিঃ তারিখে চকবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে নাম বিহীন, ৩৮, চম্পাতলী লেন, ছোট কাটারা, চকবাজার, ঢাকা-কে বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্য হেয়ার অয়েল, (ডাবর আমলা, কুমারিকা) মোড়কে মানহীন রাসয়নিক দ্রব্যাদিব্যবহার করে অবৈধভাবে মোড়কে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়, বিতরণের অপরাধে বিজ্ঞ আদালত উক্ত প্রতিষ্ঠানের সকল অবৈধ মালামাল জব্দ করে ধ্বংশ করা নির্দেশন দেন। অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ২৮-০৯-২০২১
৮৫৪ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ০১ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর নিউ বেইলী রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ সোমবার ঢাকা মহানগরীর নিউ বেইলী রোড এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স আল-খাব্বাজ প্রতিষ্ঠানটির Milk Bread পাউরুটি পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় এবং ব্যবহৃত ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ বিল্লাল হোসেন ও পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ২৭-০৯-২০২১
৮৫৫ জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অদ্য ২৬-০৯-২০২১খ্রিঃ তারিখে রাজধানীর তেজগাঁও শি/এ থানাস্থ লিংকরোড এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার তেজগাঁও শি/এ এলাকায় অবস্থিত মেসার্স আইডিয়াল ফিলিং স্টেশন, ১৯১/এ, মীর শওকত সড়ক, লিংক রোড, ঢাকা-১২০৮ কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ফিলিং স্টেশনের ব্যবহৃত ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩৩০ মিঃলিঃ এবং ১৭০ মিঃলিঃ তেল কম প্রদান করায় ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) জনাব রোশনা আক্তার অংশগ্রহণ করেন। ২৬-০৯-২০২১
৮৫৬ বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ২৩.০৯.২০২১ খ্রিঃ তারিখে মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে মায়ের দোয়া বেকারী, ১৬ চন্দ্রিমা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা-কেবিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ পাউরুটি, বিস্কুট ও কেক বিক্রয়, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা করেন এছাড়াও শরিফ বেকারী, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিতে পরিদর্শন করে লাইসেন্সে উল্লেখিত শর্ত মেনে ব্যবসা পরিচালনার জন্য সর্তক করা হয়। অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ২৬-০৯-২০২১
৮৫৭ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ০১ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স কন্যা (সুপার শপ), বাড়ী-৩৫, রোড-০৭, ধানমন্ডি, ঢাকা প্রতিষ্ঠানটির খেসারী ডাল, এলাচ, জিরা, কাবাব চিনি, লং মসলা, রাজমা, কালোজিরা, ইসপগুল, স্টার মসলা, জয়ফল, পাঁচফোড়ন, আলুবোখারা, শন পাপড়ী, ফুসকা, রিং চিপস, সাদা বাদাম, বেসন, পাউরুটি পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় এবং মেগা ব্রান্ডের ৩০কেজি ধারন ক্ষমতার ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় । পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ রফিক আজাদ ও মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ২৩-০৯-২০২১
৮৫৮ বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ২২.০৯.২০২১ খ্রিঃ তারিখে হাতিরঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে সুপার বিক্রমপুর, ১২১৭, বড় মগবাজার, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ফার্মেন্টেড মিল্ক (দই) বিক্রয়, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা করেন ও আল্লার দান বেকারী, ম্যানেজার-মোঃ আইয়ুব আলী (৩৮), ঠিকানা- ৫৩৪/১, পেয়ারাবাগ, বড় মগবাজার, ঢাকা-কে বিস্কুট, পাউরুটি ও কেক পণ্যের বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ তৈরী, বিক্রয়, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে বিজ্ঞ আদালত ১,০০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামী তাৎক্ষনিক জরিমানার সমূদয় অর্থ পরিশোধ না করায় জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ২৩-০৯-২০২১
৮৫৯ অদ্য ২১.০৯.২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে রামপুরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে সানজিদা ফার্মা, হাউজ-৩৫, রোড-০৪, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-কে আমদানীকৃত স্কিন ক্রিম (চাঁদনী, ডিউ, গোরি, ফিম), আফটার সেভ লোশন ও বেবী লোশন পণ্যের বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা করেন এবং তামান্না ফার্মেসী, হাউজ-৪২, রোড-০৬, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-কে স্কিন ক্রিম (ডিউ) পণ্যের বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা করেন। অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ২১-০৯-২০২১
৮৬০ পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ মঙ্গলবার রাজধানীর খিলগাঁও থানাস্থ দক্ষিণ বনশ্রী এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার খিলগাঁও এলাকায় অবস্থিত বনফুল এন্ড কোং -কে ২৫,০০০/- (পঁচিশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) জনাব রুবিনা আখতার অংশগ্রহণ করেন। ২১-০৯-২০২১

সর্বমোট তথ্য: ১০৮৪