Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৭০১ অদ্য ০৪-০৪-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর ভাটারা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক আমদানীকৃত ফ্রুট জুস, টয়লেট সোপ, শ্যাম্পু, লিপস্টিক ও বিস্কুট, মুড়ি, চানাচুর, হ্যান্ড ওয়াশ ও মশার কয়েল পণ্যের অনুকূলে ছাড়পত্র/ সিএম সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়। মেহেদি মাট লিঃ, প্লট-৮৪৪/বি, রোড-১১, ব্লক-আই, বসুন্ধরা আ/এ, ঢাকা-কে ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন ও মোঃ জিশান আহম্মেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম) উক্ত সার্বিক সহায়তা করেন। ০৫-০৪-২০২২
৭০২ অদ্য ০৩-০৪-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। মুসলিম সুইটস এন্ড কনফেকশনারী, রোড-১২, শেখেরটেক, আদাবর, ঢাকা-কে ৭০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৪-০৪-২০২২
৭০৩ অদ্য ৩১/০৩/২০২২ তারিখে ঢাকা মহানগরীর গুলশান থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: ১। বাধ্যতামূলক "ফার্মেন্টেড মিল্ক (দই) " পণ্য ছাড়পত্র/অনুমোদন ব্যতীত বিক্রয়-বিতরণের অপরাধে ক্লাসিক সুইটস, ৫৭/বি, গুলশান শপিং সেন্টার, গুলশান-১, ঢাকা প্রতিষ্ঠানকে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা; ২। বাধ্যতামূলক "গ্লাস টেবিলওয়্যার ও সিরামিক টেবিলওয়্যার" পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এস এস ক্রোকারিজ, বি-৫৯, গুলশান শপিং সেন্টার, গুলশান-১, ঢাকা-কে ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) মাত্র সর্বমোট টাকা ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), সিএম উইং, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৩-০৪-২০২২
৭০৪ বিএসটিআই’র অভিযানে ১,০০,০০০/- টাকা জরিমানা। অদ্য ৩০-০৩-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর বাড্ডা ও রামপুরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। বেল লাইফ স্টাইল, ঘ-১৩১, জোয়াদ্দার ভিলা, মধ্য বাড্ডা, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা ও টার্গেট ইন্টারন্যাশনাল, ৫৮, পূর্ব হাজিপাড়া, ডিআইটি রোড, রামপুরা, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন। ০৩-০৪-২০২২
৭০৫ অদ্য ৩০/০৩/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে চিনি, এলাচ, লবঙ্গ, কাঠবাদাম ইত্যাদি পণ্যসমূহের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত ও বাজারজাতকরণ করার অপরাধে তুহফা শপ, বাড়ি-৩৮/৪০, ব্লক-এল, দক্ষিন বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ০৩-০৪-২০২২
৭০৬ অদ্য ২৯/০৩/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর সবুজবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য কেক (টাইপ - স্পঞ্জ) এর অনুকূলে বিএসটিআই সিএম সনদ গ্রহণ ব্যতীত বিক্রি ও বাজারজাত করার অপরাধে হিমুস ডিলাইট, ৮৯, দক্ষিণ বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৩-০৪-২০২২
৭০৭ অদ্য ২৮/০৩/২০২২ তারিখে ঢাকা মহানগরীর রমনা থানাধীন মগবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: ১। বাধ্যতামূলক আমদানিকৃত "প্রোটেকটিভ হেলমেটস ফর স্কুটার এন্ড মোটর সাইকেল রাইডারস" পণ্য ছাড়পত্র/অনুমোদন ব্যতীত বিক্রয়-বিতরণের অপরাধে মেট্রো স্পোর্টস বিডি প্রতিষ্ঠানকে টাকা ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) মাত্র জরিমানা; ২। বাধ্যতামূলক "লিকুইড ডিসওয়াশ, অ্যালকোহল বেজড হ্যান্ড স্যানিটাইজার" পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স এবং আমদানিকৃত বিভিন্ন খাদ্যদ্রব্য ও প্রসাধনসামগ্রীর অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে জেড এন্ড জেড ফার্মাকে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানাসহ আলামত হিসেবে ৮টি নমুনা জব্দ করা হয়। এছাড়া একই এলাকার আলিজা মার্ট নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে বিক্রিত মোটর সাইকেলের সাথে উপহার হিসেবে প্রদত্ত "প্রোটেকটিভ হেলমেট" পণ্যের গুণগত মান নিশ্চিত হয়ে আমদানির পরামর্শ প্রদান করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (গ্রেড-৮), সিএম উইং, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৮-০৩-২০২২
৭০৮ অদ্য ২৭/০৩/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মরিচের গুড়া, হলুদের গুড়া, ধনিয়া গুড়া, জিরার গুড়া, গোলমরিচ, তেজপাতা, চিনি ইত্যাদি পণ্যসমূহের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত ও বাজারজাতকরণ করার অপরাধে আর.বি সুপার শপ, বাড়ি-২/৩, ব্লক-এফ, বনশ্রী, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রোশনা আক্তার, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ২৭-০৩-২০২২
৭০৯ অদ্য ২৭-০৩-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর তেজগাঁও ও শের-ই-বাংলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক আমদানীকৃত স্যানেটারী ট্যাপওয়্যার পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। আরএসএস হোম ডিপো, ১আই/ ৭৩/১/ক, গ্রীন রোড, তেজগাঁও, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা ও তাওহীদ এন্টারপ্রাইজ, ৩০ গ্রীন সুপার মার্কেট, শের-ই-বাংলা, গ্রীনরোড, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৭-০৩-২০২২
৭১০ অদ্য ২৪/০৩/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর শাহবাগ থানাস্থ হাতিরপুল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে বাধ্যতামূলক পণ্য স্যানিটারি ট্যাপওয়্যার বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে দ্রোসোফিলা, বীর উত্তম সি আর দত্ত রোড, হাতিরপুল, ঢাকা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন। ২৭-০৩-২০২২
৭১১ অদ্য ২৩-০৩-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর উত্তর বাড্ডা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সরিষার তেল ও মধু পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। খন্দকার জেনারেল স্টোর, ব-৯৫, দক্ষিণ বাড্ডা, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রকিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৩-০৩-২০২২
৭১২ অদ্য ২৩.০৩.২০২২ খ্রি. তারিখে বিএসটিআই’র উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই এর পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য (জয়ত্রি, কালি জিরা, ব্ল্যাক টি, গোলমরিচ, কর্ণ ফ্লাওয়ার ইত্যাদি) বিক্রয় ও বিতরণ করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযুক্ত প্রতিষ্ঠান স্বপ্ন, সেক্টর-১১, প্লট-২৭, রোড-২, সেকশন-১১, চৌরাস্তা, উত্তরা, ঢাকা-কে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও চটবাড়ি, মিরপুর এলাকায় অবস্থিত সাদি ফিলিং স্টেশন এবং আশুলিয়া-বেরিবাধ, তুরাগ এলাকায় অবস্থিত সেবা গ্রীন ফিলিং স্টেশন-এ মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব সোহাগ হায়দার, পরিদর্শক, মেট্রোলজি উপস্থিত ছিলেন। ২৩-০৩-২০২২
৭১৩ অদ্য ২২/০৩/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর দারুস সালাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য (কেক, বিস্কুট, পাউরুটি) এর অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ময়ুরী বেকারি, ৩৭৯/১, লালকুঠি বাজার, মাজার রোড, দারুস সালাম, মিরপুর-১, ঢাকা-১২১৬ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন। ২২-০৩-২০২২
৭১৪ অদ্য ২১/০৩/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মগবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ফ্রুট কেক, ভ্যানিলা কেক, টোষ্ট বিস্কুট, কুকিজ পণ্যসমূহের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত ও বাজারজাতকরণ করার অপরাধে টেস্টি ট্রিট, ৩৯৪, নয়াটোলা, মধুবাগ, মগবাজার, ঢাকা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ২২-০৩-২০২২
৭১৫ অদ্য ২১-০৩-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর গুলশান-২ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ইলেকট্রিক আয়রন, গ্লাস টেবিলওয়্যার ও সিরামিকটেবিলওয়্যার পণ্যের অনুকূলে সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। ইন্টারন্যাশনাল হোমওয়্যার, প্লট-১/এ, রোড-১১৩, গুলশান-২, ঢাকা-কে ৪০,০০০/- টাকা জরিমানা ও একই এলাকায় বেক্সিমকো ফুড লিমিটেড-কে বিএসটিআই’র নিয়মানুযায়ী ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২১-০৩-২০২২
৭১৬ অদ্য ২০/০৩/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর পল্টন থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মধু, ঘি ও আমদানিকৃত ফ্রুট কর্ডিয়েল, সস, মধু, টফি, চিপস্, নারিকেল তেল, ইত্যাদি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং অধিকাংশ মোড়কে মানচিহ্নসহ প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ না করে আউটলেট ও অনলাইনে বিক্রয়, বিতরণ, বাজারজাতের অপরাধে ১টি মামলা দায়ের করা হয়। আদালত উক্ত অপরাধে একিউর এগ্রো ফুড এন্ড নিউট্রিশন, ১১৯, শান্তিনগর, পল্টন, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করে। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (গ্রেড-৮), সিএম উইং, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২১-০৩-২০২২
৭১৭ অদ্য ১৬-০৩-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্যানেটারী ট্যাপ ওয়্যার, শ্যাম্পু, স্কিন পাউডার ও লোশন পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স/ ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। মর্ডান ইলেট্রিক ওয়াকস লিঃ, ৩৫/১, হাতিরপুল, কলাবাগান, ঢাকা-কে ৭০,০০০/- টাকা ও আর.পি এন্টারপ্রাইজ, ১/৬৫, ইস্টান প্লাজা, হাতিরপুল, কলাবাগান, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন ও মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) সহযোগীতা করেন। ১৬-০৩-২০২২
৭১৮ অদ্য ১৫.০৩.২০২২ খ্রি. তারিখে বিএসটিআই’র উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই এর ভেরিফিকেশন সনদ ব্যতীত মিটার স্কেল ব্যবহার করার অপরাধে এবং বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পণ্য (স্কীন ক্রিম, টয়লেট সোপ, শ্যাম্পু, লোশন, বেবি পাউডার) বিক্রয় ও বিতরণ করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযুক্ত প্রতিষ্ঠান এলিট লাইফ স্টাইল, ৪৬/এ, কাকরাইল, নীচতলা, রমনা, ঢাকা-কে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড এবং "বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮" অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সর্বমোট টাকা ৭০,০০০/- (সত্তর হাজার) অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই এর কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, সহকারি পরিচালক, মেট্রোলজি এবং প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব সোহাগ হায়দার, পরিদর্শক, মেট্রোলজি উপস্থিত ছিলেন। এছাড়াও প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার, সিএম এবং মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার, সিএম উপস্থিত ছিলেন। ১৬-০৩-২০২২
৭১৯ অদ্য ১৪-০৩-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ে রং-এর স্থায়ীত্বের অনুকূলে সিএম লাইসেন্স/ ছাড়পত্র গ্রহণ ব্যতীত কার্টেন ফেব্রিকস (পর্দার কাপড়) বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত উইভার্স (WEAVERS), শহীদ জননী জাহানারা ইমাম স্মরণী, নিউ মার্কেট, ঢাকা-কে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা এবং গো আপ (GO UP), মিনিতা প্লাজা, মিরপুর রোড, ঢাকা-কে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয় উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন ১৫-০৩-২০২২
৭২০ অদ্য ১৩-০৩-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক গ্লাস টেবিল ওয়্যার পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। ২৫৩/৫, নিউ এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, ঢাকা-কে ৩০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মো: মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৩-০৩-২০২২

সর্বমোট তথ্য: ১০৮৫