Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
১০৮১ পরিমাপে কারচুপির অপরাধে ৪টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আজ বুধবার স্কোয়াড অভিযানের মাধ্যমে ঢাকা জেলার ধামরাই এলাকার মেসার্স করিম ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১২০, ১৬০ ও ১৪০ মিলিলিটার এবং ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ২১০ মিলিলিটার কম প্রদান করছে। মানিকগঞ্জ এর সিংগাইর রোড এলাকার মেসার্স মিলনস ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ১৬০ মিলিলিটার, ০১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ১৮০ মিলিলিটার ও ০২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ১৯০ ও ১৮০ মিলিলিটার করে কম প্রদান এবং সিংগাইর বাস স্ট্যান্ড এলাকার মেসার্স নিউ ফিলিং স্টেশন ০১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৪০ মিলিলিটার এবং ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৫০ মিলিলিটার করে কম প্রদান করে। এছাড়াও আরেকটি স্কোয়াড অভিযানে মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার এলাকার মেসার্স পূর্ণিমা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ৪২০ মিলিলিটার ও ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৪৬০ মিলিলিটার করে কম প্রদান করায় ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ০৪টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। স্কোয়াড অভিযানে ঢাকা ও মানিকগঞ্জ জেলায় বিএসটিআই’র সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এর নেতৃত্বে পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত এবং মুন্সিগঞ্জ জেলায় ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ রাকিবুল আলম এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ০৩-০২-২০২১
১০৮২ অদ্য ০২-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর রামপুরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে দেশী সুপার সপ এন্ড ফার্মা, ৩২২/ই, পূর্ব রামপুরা, ঢাকা কর্তৃক জনসন বেবী লোশন, বেবী শ্যাম্পু, বেবী পাউডার, টয়লেট সোপ, আফাটার সেভিং লোশন, শ্যাম্পু, মধু ও বিস্কুট আমাদনীকৃত পণ্যের অনুকূলে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০২-০২-২০২১
১০৮৩ অদ্য ০১-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে সোনালী বেকারী, ৪০/৩, দক্ষিণ কুনিপাড়া, তেজগাঁও, ঢাকা কর্তৃক বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০১-০২-২০২১
১০৮৪ অদ্য ৩১-০১-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে এক্সটাসি লিঃ, ১৬/এ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা কর্তৃক কাপড়ের রংয়ের স্থায়ীত্ব পণ্যের অনুকূলে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে ম্যানস ওয়্যার ও ওম্যানস ওয়্যার বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌঃ মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) উপস্থিত ছিলেন। ৩১-০১-২০২১
১০৮৫ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ১টি পেট্রোল পাম্পসহ ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের ও ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। আজ বৃহষ্পতিবার ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স আল মাহমুদ ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলি লিটার তেল কম প্রদান করায় এবং একটি ট্যাংকলরির ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় ৫০ হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকার মেসার্স আমির কনফেকশনারী এন্ড জেনারেল স্টোর এর আমির ব্রান্ডের প্রিমিয়াম ব্রেড পণ্যের মেয়াদ উত্তীর্ণ ও বিস্কুট পণ্যের মোড়কে মূল্য, ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ৫০ হাজার এবং মেসার্স টপ লাইন ফেব্রিক্স এন্ড টেইলার্স কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে নন মেট্রিক গজকাঠি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ২৮-০১-২০২১
১০৮৬ অদ্য ২৭-০১-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর উত্তরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে নিশিমুরা ট্রেডিং গ্লোরী এন্ড ডি ডব্লিউ ইন্টারন্যাশনাল, বাউনিয়া, তুরাগ, ঢাকা কর্তৃক বাজারজাতকৃত ড্রিংকিং ওয়াটার (জার) পণ্যের অনুকূলে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারায় ৯৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং থ্রি এস শপিং মল, বাড়ী-২, রোড-৯, সেক্টর-১, উত্তরা, ঢাকা কর্তৃক আমদানীকৃত ফুট জুস, চকলেট, জ্যাম, চিপস, মধু, বেবী লোশন, বেবী স্কীন পাউডার ও সলিউবল কফি পাউডার পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ২৭-০১-২০২১
১০৮৭ অদ্য ২৬-০১-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে মঙ্গল বেকারী, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা ও নিউ উত্তরা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা কর্তৃক উৎপাদিত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতকৃত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের মোড়কে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিএসটিআই’র লোগো/মনোগ্রাম ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে উভয় প্রতিষ্ঠানকে সীলগালা করা হয় । উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে প্রকৌঃ এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), মাকছুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। প্রকৌঃ এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রতিষ্ঠানটি সীলগালা করেন। ২৬-০১-২০২১
১০৮৮ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ৪টি পেট্রোল পাম্পসহ ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের ও ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মিরপুর ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং মহানগরীর সায়েদাবাদ এলাকায় স্কোয়াড অভিযানের মাধ্যমে আদালত বরাবর মামলা দায়ের করা হয়। আজ সোমবার ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স রহমান সার্ভিস স্টেশন এর তিনটি আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন চার্ট এর মেয়াদউত্তীর্ণ থাকায় ও ভেরিফিকেশন সনদ বিহীন তিনটি ৫ লিটার, একটি ২লিটার ও একটি ১লিটার লিটারমেজার্স ব্যবহার করায় ৫০ হাজার টাকা, মেসার্স কমফোর্ট ফিলিং এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনে ব্যবহৃত ডিপরড, লিটার মেজার্সের বাৎসরিক ভেরিফিকেশন সনদ নবায়ন না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার অনলাইন ব্যবসায়ী মেসার্স পল্লী পণ্য প্রতিষ্ঠানটির ঘি, মুড়ি, মরিচের গুড়া, সরিষার তেল ও হলুদের গুড়া পণ্যের মোড়কের গায়ে ওজন, মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ নেই এবং পণ্যগুলোর পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ও আরএফএল ব্রান্ডের ৩০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকার প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি অভিযানে কিশোরগঞ্জ জেলা সদর এলাকার মেসার্স হক এন্ড সিদ্দিক ফিলিং স্টেশন ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত লিটার মেজার্স ব্যবহার করায় ১০ হাজার টাকা, মেসার্স ই-অনির্বান ফুড ইন্ডাস্ট্রিজ লিঃ এর অনির্বান ব্রান্ডের টোস্ট বিস্কুট ও হোয়াইট ব্রেড পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধ সনদ না থাকায় ও ৪০ কেজি ধারণক্ষমতার একটি ও ২০০ কেজি ধারণক্ষমতার একটি ডিজিটাল স্কেলের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় ৫ হাজার টাকা এবং মেসার্স এম.এম খান ফুডস এর ১০০ কেজি ছয়টি, ৩০০ কেজি একটি, ৩০ কেজি চারটি ও ১টি বীম স্কেলের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় ও মিল্ক ব্রেড পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ২৪ জানুয়ারি রবিবার রাজধানীর সায়েদাবাদ এলকায় একটি স্কোয়াড অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় মেসার্স পৌর ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ০৫ লিটারে যথাক্রমে ১৯০ ও ১৮০ মিলি লিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ২৫০ মিলি লিটার করে কম প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের ও ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত একটিতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মো: বিল্লাল হোসেন ও মো: ইনজামামুল হক এবং অপরটিতে কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মো: উবায়দুর রহমান সাহেল এর নেতৃত্বে বিএসটিআই পরিদর্শক মো: নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন এবং স্কোয়াড অভিযানে সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো: রাকিবুল আলম, পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন ও মো: ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ২৫-০১-২০২১
১০৮৯ পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী তালুকদার ফিলিং স্টেশন সিএনজি এন্ড সার্ভিসিং এর বিরুদ্ধে ২ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর আসাদগেট, মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। আজ রবিবার ঢাকা মহানগরীর আসাদগেট, মোহাম্মদপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তালুকদার ফিলিং স্টেশন সিএনজি এন্ড সার্ভিসিং সেন্টার জ্বালানি তেল পরিমাপে ৪টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১১০ মি:লি:, ১৩০ মি:লি:, ১০০ মি:লি:, ১০০ মি:লি: এবং ২ টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১০০ মি:লি:, ৯০ মি:লি: কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দ্বারা জ্বালানি তেল বিক্রয়/বিতরণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে মো: মাছুদুল হক, পরিদর্শক অংশগ্রহণ করেন। ২৪-০১-২০২১
১০৯০ পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ও ১ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় স্কোয়াড অভিযানের মাধ্যমে আদালত বরাবর মামলা দায়ের করা হয়। আজ বৃহষ্পতিবার ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স পূর্ণিমা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১১০ মিলি লিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৭০ মিলি লিটার কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দ্বারা জ্বালানি তেল বিক্রয়/বিতরণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।। এছাড়াও ২০ ডিসেম্বর বুধবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় একটি স্কোয়াড অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় মেসার্স এ.বি এন্ড সন্স জ্বালানি তেল পরিমাপে ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৪০, ৪৭০ ও ৪৩০ মিলি লিটার এবং ১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৪৩০ মিলি লিটার করে কম প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের ও ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ নীরা এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো: নাজমুস সায়াদত এবং স্কোয়াড অভিযানে সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ২১-০১-২০২১
১০৯১ ওজন যন্ত্রের পরিমাপে কম প্রদান এবং ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজন যন্ত্র ব্যবহারের অপরাধে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় ২০ জানুয়ারি ২০২১ তারিখে এ অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় অভিযুক্ত ৪টি প্রতিষ্ঠান মেসার্স সিমেন্ট সেন্টার ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা, মেসার্স বারিক ব্রাদার্স ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা, মেসার্স ফাহাদ স্টীল এজেন্সী ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা এবং মেসার্স রিয়াদ এজেন্সী-কে ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা, সর্বমোট ৮০,০০০/- (আশি হাজার মাত্র) টাকা অর্থদণ্ড করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক জনাব মোঃ সাইদুর রহমান এবং পরিদর্শক জনাব মোঃ জাহিদ হাসান অংশগ্রহণ করেন। ২০-০১-২০২১
১০৯২ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ১৯-০১-২০২১ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীরর ডেমরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে খায়ের এন্টারপ্রাইজ, মাতুয়াইল, মাজার রোড, দক্ষিণপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ও অবৈধভাবে পণ্যের গায়ে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করে বিভিন্ন জাম্বু, মক্কা, জেআরএস ব্রান্ডের মশার কয়েল তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় কারখানার প্রতিনিধি শেখ শহিদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম), জনাব মোঃ শরীফ হোসেন, পরীক্ষক (টেক্স) অংশগ্রহণ করেন। জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত কারখাটি সীলগালা করেন। ২০-০১-২০২১
১০৯৩ অদ্য ১৮ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ এবং ভেরিফিকেশন সনদবিহীন ওজন যন্ত্র ব্যবহারের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগরীর মিরপুর-১ নম্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযুক্ত ২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রিন্স বাজার লিঃ-কে ১,০০,০০০/- (এক লক্ষ মাত্র) টাকা এবং নিউ তিশা জুয়েলার্স-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা জরিমানাসহ ২টি মামলায় সর্বমোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন পরীক্ষক জনাব ছানোয়ার হোসেন এবং পরিদর্শক জনাব মোঃ মাছুদুল হক অংশগ্রহণ করেন। ১৮-০১-২০২১
১০৯৪ অদ্য ১৭-০১-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর ভাটারা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে আকরাম এন্টারপ্রাইজ, ক-৫৩/২, জগন্নাথপুর, ভাটারা, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক ছাড়পত্র গ্রহণ ব্যতিত ও অবৈধভাবে পণ্যের গায়ে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করে মিনারেল ওয়াটার, বিভিন্ন ধরনের জুস, বিস্কুট, পাস্তা, ইন্সট্যান্ট নুডুলস, সলিউবল কফি পাউডার, মধু, চিপস ও চকলেট পণ্য আমদানী করে বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), জনাব খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার অংশগ্রহণ করেন। ১৭-০১-২০২১
১০৯৫ অদ্য ১৪ জানুয়ারি, ২০২১ খ্রিঃ তারিখ আণ্ডারগ্রাউণ্ড ট্যাংকের ক্যালিব্রেশন সনদ নবায়ন না করায় এবং ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার যাত্রাবাড়ী এবং কদমতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযুক্ত ২টি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স রাজধানী ফিলিং স্টেশনকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা এবং মেসার্স খান এন্ড চৌধুরী ফিলিং স্টেশনকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা জরিমানাসহ ২টি মামলায় সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ মাত্র) টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত আসমা আলী সি.এন.জি. রি-ফুয়েলিং এন্ড ওয়ার্কসপ লিঃ এবং সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় অবস্থিত মহানগর ফিলিং স্টেশন এন্ড সি.এন.জি. সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক জনাব মোঃ মাসুদ আল মামুন এবং পরিদর্শক জনাব মোঃ শাহজাহান অংশগ্রহণ করেন। ১৪-০১-২০২১
১০৯৬ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় অদ্য ১৩-০১-২০২১ তারিখে ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে এস এল আর কেমিক্যাল ওয়াকর্স, ঠিকানা: প্লট-বি-২২, বিসিক, রুহিতপুর, কেরানীগঞ্জ মডেল, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মশার কয়েল তৈরি, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা ও কারখানাটি সীলগালা করা হয়। এবং এস এস কেমিক্যাল ওয়াকর্স, ঠিকানা: বিসিক, রুহিতপুর, কেরানীগঞ্জ মডেল, ঢাকা-কে একই আইনে মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম), জনাব মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও সুরাইয়া পারভীন, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নির্দেশে জনাব মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), ফিল্ড অফিসার এস এল আর কেমিক্যাল ওয়াকর্স নামক প্রতিষ্ঠানটি সীলগালা করেন। ১৩-০১-২০২১
১০৯৭ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ১২ জানুয়ারি, ২০২১ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীরর চকবাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারায় (১) বিসমিল্লাহ কসমেটিকস, সোয়ারীঘাট লেন, চকবাজার, ঢাকা প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম ব্যতিত ও অন্যান্য নামীদামি ব্রান্ডের আফটার সেভ লোশন, স্কিন ক্রিম উৎপাদনপূর্বক মানচিহ্ন ব্যবহার করে বিক্রি-বিতরণ করায় ১,০০,০০০/- টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়, (২) ওমর ফারুকের তেলের কারখানা ও (৩) আলমের ফ্যাক্টরীতে অবৈধভাবে বিএসটিআই'র মানচিহ্ন ব্যবহার করে নকল প্যারাসুট, কুমারিকা, বেলীফুল ব্রান্ডের হেয়ার অয়েল উৎপাদনপূর্বক বিক্রি-বিতরণ করায় সর্বমোট ২ জনের প্রত্যেককে ১,০০,০০০/- টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আনুমানিক ২০,০০,০০০/- টাকার অবৈধ মালামাল জব্দপূর্বক তা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব মোঃ সাইদুর রহমান ও জনাব মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নির্দেশে জনাব মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) বিসমিল্লাহ কসমেটিকস, সোয়ারীঘাট লেন, চকবাজার, ঢাকা প্রতিষ্ঠানটি সীলগালা করেন। ১৩-০১-২০২১
১০৯৮ পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ঢাকা মহানগরীর উত্তরার আব্দুল্লাপুর এলাকায় ১১ জানুয়ারি, ২০২১ তারিখে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স তাসিন সিএনজি ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ ও ২৮০ মিলি লিটার এবং ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ২৬০ ও ২৩০ মিলি লিটার করে কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দ্বারা জ্বালানি তেল বিক্রয়/বিতরণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।। এছাড়াও একই এলাকার মেসার্স আর.এস.আর বিজনেস লাইনার্স ফিলিং স্টেশন ০১টি দশ লিটার মেজার্স ও ০১টি তিন মিটার ডিপরড এর ভেরিফিকেশন সনদ না থাকায় ২৫ হাজার হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো: রাকিবুল আলম এবং পরিদর্শক মো: নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ১১-০১-২০২১
১০৯৯ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ১০-০১-২০২১ তারিখে ঢাকা মহানগরীরর ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে (১) দি কোরিয়ান মল বাংলাদেশ ও (২) শাইন স্কীন, উভয়ের ঠিকানা: সীমান্ত সম্ভার, বিজিবি পিলখানা, ধানমন্ডি, ঢাকা প্রতিষ্ঠানদ্বয় আমদানিকৃত স্কীন ক্রিম, স্কীন লোশন, শ্যাম্পু ইত্যাদি পণ্যের বিএসটিআই’র ছাড়পত্র ব্যতিত বিক্রয় বিতরণ ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক যথাক্রমে ৫০,০০০/- ও ২৫,০০০/- টাকা করে মোট ৭৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ১১-০১-২০২১
১১০০ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় অদ্য ০৭-০১-২০২১ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীরর ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে নিউ মেমোরি বেকারী এন্ড পেস্ট্রি সপ, ঠিকানা: ৪, জে এন্ড জে ম্যানশন, সোবহানবাগ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ও ফেন্সি বেকারী এন্ড পেস্ট্রি সপ, ঠিকানা: ১৩/এ, জে এন্ড জে ম্যানশন, সোবহানবাগ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে স্পঞ্জ কেক তৈরি, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক প্রত্যেককে ৫০,০০০/- টাকা করে (৫০,০০০/- + ৫০,০০০/-) মোট ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ০৭-০১-২০২১

সর্বমোট তথ্য: ১১৬১