Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
১১২১ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমিমুল এহসান এর নেতৃত্বে ০৩-১২-২০২০ খ্রিঃ তারিখে যাত্রাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে (১) মেসার্স সরলা বেকারি এন্ড কনফেকশনারী, ১১৯/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা (২) মেসার্স মজিদ বেকারি, ৬৯, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ঢাকা ও (৩) মেসার্স দয়াল বাবা বেকারি, ৬৯, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ঢাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত আদালতে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত গুণগতমান চিহ্ন ব্যবহারপূর্বক বিস্কুট, পাউরুটি ও কেক পণ্য বিক্রয় বিতরণ করায় প্রতিষ্ঠান তিনটিকে যথাক্রমে ৫০,০০০/-, ২৫,০০০/- ও ৫০,০০০/- অর্থাৎ সর্বমোট ১,২৫,০০০/- জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ০৩-১২-২০২০
১১২২ মানিকগঞ্জ জেলা সদর এলাকায় স্কোয়াড অভিযান পরিচালনা করে মেসার্স ধলেশ্বরী ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ২৮৮ মিলি লিটার কম প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দ্বারা জ্বালানি তেল বিক্রয়/বিতরণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এ অভিযানে ঊর্ধ্বতন পরীক্ষক মো: রাকিবুল আলম এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ৩০-১১-২০২০
১১২৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ২৯ নভেম্বর, ২০২০ তারিখে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর আসাদগেইট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে জ্বালানি তেল পরিমাপে কম প্রদান করায় মেসার্স তালুকদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই'র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক মো: আল হাসনাত ও মো: নাজমুস সায়াদত। ৩০-১১-২০২০
১১২৪ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা প্রশাসন এবং বিএসটিআই, ঢাকা এর যৌথ উদ্যোগে ২‌৮/১১/২০২০ তারিখে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বিএসটিআইয়ের সিএম সনদ ব্যতিরেকে ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য বিক্রি-বিতরণ করায় পিওর হ্যাভেন ড্রিংকিং ওয়াটারকে ৫০০০০/=, পাউরুটি, কেক ও বিস্কুট পণ্য বিক্রি-বিতরণ করায় বন্ধন বেকারী, কমলপুরকে ৫০০০০/=, কেক ও বিস্কুট পণ্য বিক্রি-বিতরণ করায় হলি বেকারী, আকবরনগর বাসস্ট্যান্ডকে ১০০০০/=, পাউরুটি, কেক ও বিস্কুট পণ্য বিক্রি-বিতরণ করায় মায়ের দোয়া বেকারী, আকবরনগর বাসস্ট্যান্ডকে ৩০০০০/= এবং পাউরুটি ও কেক পণ্য বিক্রি-বিতরণ করায় বেবী বেকারীকে ৩০০০০/= জরিমানা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হিমাদ্রী খীসা এবং বিএসটিআই'র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা। ৩০-১১-২০২০
১১২৫ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাশিদা আক্তার এর নেতৃত্বে ডিএমপি পুলিশ এর সহযোগীতায় ২৬-১১-২০২০ তারিখে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে সজিব ওয়্যার হাউজ, ৪১/৪২, হাজী আফসার উদ্দিন লেন, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা-কে আমদানীকৃত স্কিন ক্রিম, স্কিন লোশন, শ্যাম্পু পণ্য বিএসটিআিই’র ছাড়পত্র ব্যতিত বিক্রয়, বিতরণ ও অনলাইনে বাজারজাত করার অপরাধে ২,০০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। বর্ণিত অভিযানে বিএসটিআই’র কর্মকর্তা জনাব মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ২৬-১১-২০২০
১১২৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ১৭ নভেম্বর, ২০২০ তারিখে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে মেসার্স আয়জান স্টীল এজেন্সী রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ৩ কেজি ৪০০ গ্রাম কম প্রদান করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে রামপুরা এলাকার মেসার্স মাসুদ ট্রেডিং কর্পোরেশন রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ৬০০ গ্রাম কম প্রদান করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে বিএসটিআই’র অপর একটি সার্ভিল্যান্স অভিযানে মহানগরীর কুর্মিটোলা এলাকার এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এভিসি) এর ৬০ মেট্রিকটন ধারণক্ষমতার ২টি ডিজিটাল ট্রাক ওয়েব্রীজ এর ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে পণ্য পরিমাপের কাজে ব্যবহার করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২৫-১১-২০২০
১১২৭ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাশিদা আক্তার এর নেতৃত্বে ডিএমপি পুলিশ এর সহযোগীতায় ২৪-১১-২০২০ তারিখে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে (১) মোঃ মেহেদি হাসান, ম্যানেজার, মিথ, বাড়ী-৮, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা (২) মোঃ আবু সুফিয়ান, ম্যানেজার, ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ লি:, ২৪/১১, ব্লক-সি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা ও (৩) মাজরেকুর রহমান, ম্যানেজার, ওরিয়ন ফুটওয়্যার লি:, ২৪/৯, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-কে কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের অনুকূলে বিএসটিআিই’র সিএম লাইসেন্স ব্যতিত সূতী এর পোষাক তৈরী, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে প্রত্যেককে ২৫,০০০.০০ টাকা করে মোট ৭৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অত্র এলাকায় আশেপাশে অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্তক করা হয় এবং বিএসটিআই’র আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য পরামর্শ দেয়া হয়। বর্ণিত অভিযানে বিএসটিআই’র কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) অংশগ্রহণ করেন। ২৪-১১-২০২০
১১২৮ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাশিদা আক্তার এর নেতৃত্বে ডিএমপি পুলিশ এর সহযোগিতায় ২২-১১-২০২০ তারিখে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে বেক্সি ফেব্রিকস, ২৩, শহীদ সেলিনা পারভীন সড়ক, রমনা, ঢাকা-কে কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতিত সূতী থান কাপড় তৈরী, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ১,০০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অত্র এলাকায় আশেপাশে অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্তক করা হয় এবং বিএসটিআই’র আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য পরামর্শ দেয়া হয়। বর্ণিত অভিযানে বিএসটিআই’র কর্মকর্তা জনাব খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব শরীফ হোসেন, পরীক্ষক (টেক্সটাইল) অংশগ্রহণ করেন। ২৩-১১-২০২০
১১২৯ বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ১৯ নভেম্বর, ২০২০ তারিখে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে মেসার্স রাফসান বিল্ডার্স (রড সিমেন্টের দোকান) ২২০০ কেজি ধারণক্ষমতার ১টি ডিজিটাল প্লাটফর্ম স্কেলে প্রতি ১০০ কেজিতে ৪০০ গ্রাম এবং মেসার্স খান এন্টারপ্রাইজ (রড সিমেন্টের দোকান) ১২০০ কেজি ধারণক্ষমতার ০২টি প্লাটফর্ম স্কেলে প্রতি ১০০ কেজিতে ৬০০ ও ৫০০ গ্রাম করে কম প্রদান করায় প্রতিষ্ঠান ২টিকে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ২৩-১১-২০২০
১১৩০ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাশিদা আক্তার এর নেতৃত্বে ১৮ নভেম্বর, ২০২০ তারিখে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর রায়ের বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে বিএসটিআই’র সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতিত আমদানীকৃত স্কিন ক্রিম, স্কিন লোশন, টয়লেট সোপ ও শ্যাম্পু পণ্য বিক্রয়, বিতরণ ও অনলাইনে বাজারজাত করায় মেসার্স এলিগেন্স কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৮-১১-২০২০
১১৩১ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ১৭ নভেম্বর, ২০২০ তারিখে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে নন মেট্রিক গজকাঠির ব্যবহার করায় মেসার্স বেলমন্ট ফেব্রিক্স-কে ২০ হাজার টাকা, মেসার্স রেমন্ড ফেব্রিক্স এন্ড টেইলার্স-কে ৫০ হাজার টাকা ও মেসার্স ইনভেন্ট টেইলার্স এন্ড ফেব্রিক্স-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৮-১১-২০২০
১১৩২ বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ১৫ নভেম্বর, ২০২০ তারিখে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন/বিক্রয় করায় মেসার্স গোল্ডেন ফুড প্রোডাক্টস-কে ১ লক্ষ টাকা এবং ভেরিফিকেশন সনদ ব্যতীত ডিসপেন্সিং মেশিন দ্বারা জ্বালানি তেল বিক্রয় করায় মক্কা মেসার্স সিএনজি রিফুয়েলিং ষ্টেশন এন্ড কনভারশন লিঃ-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৭-১১-২০২০
১১৩৩ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে গাজীপুর জেলার সদর এলাকায় ১১ নভেম্বর, ২০২০ তারিখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে জ্বালানি তেল পরিমাপে কম প্রদান করায় মেসার্স রিয়াদ এন্ড কোং সিএনজি ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা এবং আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় মেসার্স ইউনিয়ন ট্রেডিং কর্পোরেশন ১০ হাজার টাকা ও মেসার্স মুকুল ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গাজীপুরের ওয়্যারলেস এলাকার মেসার্স বি.এস ট্রেডার্স (রডের দোকান) এর ৫০০ কেজি ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ১১-১১-২০২০
১১৩৪ বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাশিদা আক্তার এর নেতৃত্বে ১০ নভেম্বর, ২০২০ তারিখে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতিত বেকারী পণ্য বিক্রয় ও বাজারজাত করায় মেসার্স জি বাংলা ফুডকে ৫০ হাজার টাকা এবং মেসার্স বম্বে কনফেকশনারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ১১-১১-২০২০
১১৩৫ বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ৫ নভেম্বর, ২০২০ তারিখে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর বক্সি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতিত বিস্কুট, কেক, পাউরুটি পণ্য বিক্রয় করায় মেসার্স কান্ট্রি ফুড প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। ০৯-১১-২০২০
১১৩৬ বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাশিদা আক্তার এর নেতৃত্বে ০৮ নভেম্বর, ২০২০ তারিখে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর রাজাবাজার, পোস্তগোলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতিত টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প বিক্রয় ও বাজারজাত করায় মেসার্স এস ইলেকট্রনিক ল্যাম্প কোম্পানী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ০৯-১১-২০২০
১১৩৭ ঢাকা মহানগরীর পুরানা পল্টন এলাকায় ০৮ নভেম্বর, ২০২০ তারিখে বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ লঙ্ঘন করায় মেসার্স মারিয়া ফুড প্রোডাক্টস লিঃ এবং মেসার্স টপটেন-১ স্যুটিং শার্টিং এন্ড টেইলর্স লিঃ প্রতিষ্ঠান ২টির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক ও মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ০৯-১১-২০২০
১১৩৮ বিএসটিআইর মোবাইল কোর্ট কর্তৃক জব্দকৃত নকল কসমেটিক্সসহ বিভিন্ন প্রকার অবৈধ পণ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিন বাজারস্থ ডাম্পিং স্পটে পুড়িয়ে ধ্বংস করা হয়। ০৯-১১-২০২০
১১৩৯ বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ৩ নভেম্বর, ২০২০ তারিখে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর তেজগাঁও এবং গ্রীন রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতিত বিস্কুট, কেক এবং সান ফ্লাওয়ার ওয়েল ও সলিবল কফি পাউডার পণ্য বিক্রয় করায় ১ টি বেকারী ও ১ টি সুপারশপ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ০৪-১১-২০২০
১১৪০ ঢাকা মহানগরীর মালিবাগ এলাকায় ০২ নভেম্বর, ২০২০ তারিখে বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ লঙ্ঘন করায় ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ রাকিবুল আলম ও পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ০২-১১-২০২০

সর্বমোট তথ্য: ১১৬১