Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
১০০১ অদ্য ১০/০৬/২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিজা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মহানগরীর রামপুরা ও মতিঝিল এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজিপাড়া সিএনজি ফিলিং স্টেশন এন্ড মালিবাগ অটো সার্ভিস, রামপুরা, ঢাকা কে প্রতি ১০ লিটারে ২ টি অকটেন ইউনিটে ৪০ ও ৬০ মি.লি. তেল কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন - ২০১৮' অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং করিম এন্ড সন্স, মতিঝিল, ঢাকা কে প্রতি ১০ লিটারে ১ টি অকটেন ইউনিটে ৯৯০ মি. লি. তেল কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন - ২০১৮' অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিনিময় সার্ভিস ষ্টেশন, মতিঝিল, ঢাকা এবং মেসার্স পূবালী ফিলিং ষ্টেশন, মতিঝিল, ঢাকা এর জ্বালানি তেল সরবরাহ সঠিক পাওয়ায় ম্যাজিস্ট্রেট মহোদয় ফিলিং স্টেশন এর প্রতিনিধিদের ধন্যবাদ জানান। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন জনাব সোহাগ হায়দার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা। ১০-০৬-২০২১
১০০২ পরিমাপে কারচুপির অপরাধে ১টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার সাভার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অদ্য ১০-০৬-২০২১ খ্রিঃ তারিখে ঢাকা সাভার এর হেমায়েতপুর এলাকায় স্কোয়াড অভিযান পরিচালনাকালে দেখা যায় মেসার্স মোল্লাহ ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার জ্বালানি তেল পরিমাপে ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪১০ মিলিলিটার কম প্রদান করছে। পরিমাপে কম প্রদান করায় ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী পেট্রোল পাম্পটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। স্কোয়াড অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালক মোঃ রাকিবুল আলম এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ বিল্লাল হোসেন ও পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন। ১০-০৬-২০২১
১০০৩ অদ্য ১০-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত পণ্য বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার উত্তরা পশ্চিম এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার উত্তরা পশ্চিম এলাকায় অবস্থিত আর আর ওয়ার্ল্ড ভিশন (বিডি অনলাইন কোরিয়ান কসমেটিক্স)-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড করা হয়। ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার জনাব মোঃ খালেদ হোসেন অংশগ্রহণ করেন। ১০-০৬-২০২১
১০০৪ অদ্য ০৯-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে খিলগাঁও এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। বাবার দোয়া বেকারী, ১০২/এ, দক্ষিণ গোড়ান, খিলগাঁও, ঢাকা ও ২। নিউ তিতাস বেকারী, ৬৩/এ, রোড-১৯, খিলগাঁও, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিস্কুট ও কেক পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি ও বাজারজাত করায় যথাক্রমে ৫০,০০০/- টাকা ও ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৯-০৬-২০২১
১০০৫ অদ্য ০৯-০৬-২০২১ খ্রিঃ তারিখে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি পেট্রোল পাম্পকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার আমিন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বুধবার ঢাকা জেলার আমিন বাজার এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স বন্ধন ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৪০ ও ৪৩০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৬৪০ মিলিলিটার তেল কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা এবং মেসার্স এইচ.কে ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার-এ ব্যবহৃত ডিসপেন্সিং ইউনিটগুলোর বাৎসরিক ভেরিফিকেশন সনদ এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আমিন বাজার এলাকার মেসার্স অভি ফিলিং স্টেশন, মেসার্স মমতাজ ফিলিং স্টেশন এবং মোহাম্মদপুর এলাকার মেসার্স বুড়িগঙ্গা ফিলিং স্টেশন পরিদর্শনকালে পরিমাপে সঠিক পাওয়া যায়। ০৯-০৬-২০২১
১০০৬ অদ্য ০৮-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে রমনা ও বাড্ডা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে এমএফইউ ট্রেডিং কোং, ১৭ আলহাজ্ব শামসুদ্দিন ম্যানসন (৭তম তলা) মগবাজার, নিউ স্কাটন রোড, ঢাকা-কে আমদানীকৃত পণ্যের ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং পণ্যের গাঁয়ে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার না করে শ্যাম্পু, স্ক্রীন ক্রীম, বডি লোশন ও টুথপেস্ট পণ্য বিক্রয় ও বাজারজাত করায় ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও হ্যাভেন ড্রিংকিং ওয়াটার, জাগরনী ক্লাব মোড়, বাড্ডা, ঢাকা-কে সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয় ও বাজারজাত করায় কারখানাটিকে সীলগালা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৮-০৬-২০২১
১০০৭ ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’’ ও ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী একটি সুপার শপ প্রতিষ্ঠান’কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ সোমবার (০৭ জুন ২০২১ খ্রি) ঢাকা মহানগরীর গুলশান এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স লেভেন্ডা কনভিনিয়েন্স স্টোর লিমিটেড নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ না করে আমদানীকৃত বিভিন্ন ব্রান্ডের লোশন, শ্যাম্পু, স্কিনক্রীম, পাউডার, বেবী লোশন, বেবী ক্রীম পণ্য বিক্রয় ও বিতরণ করায় বিএসটিআই আইনে ১ লক্ষ টাকা এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ল্যাভেন্ডা ব্রান্ডের ড্রাইকেক বিস্কুট, মসুর ডাল, বুট ডাল ভাঙ্গা, সুগার ফ্রি টোস্ট, ধনিয়া ইত্যাদি পণ্য মোড়কজাত করে বিক্রয় ও বিতরণ করায় ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ ও পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ০৭-০৬-২০২১
১০০৮ অদ্য ০৬-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ফতুল্লা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। পদ্মা কনজ্যুমার এন্ড বেভারেজ কোং, মুন্সীপাড়া, ফতুল্লা, কুতুবপুর, নারায়নগঞ্জ–কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রি ও বাজারজাত করায় বিএসটিআই আইনে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ফতুল্লা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে পদ্মা কনজ্যুমার এন্ড বেভারেজ কোং, মুন্সীপাড়া, ফতুল্লা, কুতুবপুর, নারায়নগঞ্জ–কে ফর্টিফাইড সয়াবিন তেল এর মোড়কজাত নিবন্ধ না থাকায় ২৫,০০০/- টাকা জরিমানা ও সান্টু ফিলিং স্টেশন, ১/১, পোল্ডার রোড, মাতুয়াইল, ঢাকা-কে ডিজেল ডিন্সেসিং ইউনিটের ৪টি ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৪০ মি.লি., ৪৩০মি.লি., ৫৫০মি.লি. ও ৪৭০ মি.লি. এবং অকটেন ডিন্সেসিং ইউনিটে ইউনিটে ৭২০ মি.লি. কম প্রদান করায় ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। ০৬-০৬-২০২১
১০০৯ অদ্য ০৩-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর ডেমরা ও কদমতলী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। সুফিয়া রি-রোলিং এন্ড স্টীল মিলস, বাঁশেরপুল, কোনাপাড়া, ডেমরা, ঢাকা ২। আল নুর স্টীল এন্ড রি-রোলিং ইন্ডাস্ট্রিজ লিঃ, ২৪ বিসিক শিল্প নগরী, শ্যামপুর, কদমতলী, ঢাকা ও ৩। টেকনোসাম স্টীল লিঃ, ৭৫ বিসিক শিল্প নগরী, শ্যামপুর, কদমতলী, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে এম এস রড (রিবড বার) পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইনে যথাক্রমে ৫০,০০০/-, ১,০০,০০০/- ও ১,০০,০০০/- অর্থাৎ প্রতিষ্ঠান ৩টিকে উপরোক্ত অপরাধে মোট ২,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতিরেকে ওয়েব্রিজে ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে উল্লেখিত প্রতিষ্ঠান ৩টির প্রত্যেক-কে ৫০,০০০/-টাকা করে মোট ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন। ০৩-০৬-২০২১
১০১০ অদ্য ০২.৬.২০২১ তারিখে বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিমুল এহসান এর নেতৃত্বে ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে এনএস ব্রাদার্স, ৩১, ডগাইর পুরব পাড়া, সারুলিয়া, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে সি এম লাইসেন্স ব্যতীত ফরটিফাইড সয়াবিন তেল এবং ফরটিফাইড পাম অলিন উৎপাদন করতে দেখা যায়। লাইসেন্স ব্যতিত অবৈধভাবে বিএসটিআই গুণগত মান চিহ্ন ব্যবহারপূর্বক বাধ্যতামূলক পণ্য বিক্রি, বিতরণ করায় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫/২৭ ধারা অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। পরিচালিত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই। ০২-০৬-২০২১
১০১১ অদ্য ৩১-০৫-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর খিলক্ষেত এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। ফোর স্টার ট্রেড ইন্টারন্যাশনাল, খিলক্ষেত নামাপাড়া, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে মুড়ি পণ্য ও ২। সুন্দরবন ফুড প্রোডাক্টস, বড়ুয়া, খিলক্ষেত, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে পাউরুটি, কেক ও বিস্কুট পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে প্রত্যেক-কে ২৫,০০০.০০ টাকা করে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ৩১-০৫-২০২১
১০১২ আজ বৃহষ্পতিবার বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে- ১। স্টার ওয়াল্ড, ধানমন্ডি, ঢাকা, ২। প্রিয় জেনারেল স্টোর,ধানমন্ডি, ঢাকা ও ৩। আলমাস জেনারেল স্টোর, ধানমন্ডি, ঢাকা প্রত্যেক প্রতিষ্ঠান-কে বিএসটিআইর ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে শ্যাম্পু, স্কিন পাউডার, স্কিন ক্রীম, টয়লেট সোপ, লিপস্টিক পণ্য বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় বিএসটিআই আইনে প্রত্যেক-কে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা করে সর্বমোট ৭৫,০০০.০০ (পঁচাত্তর হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম)। ২৭-০৫-২০২১
১০১৩ অদ্য ২৫.০৫.২০২১ তারিখে বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিমুল এহসান এর নেতৃত্বে কলাবাগান থানা পুলিশের সহায়তায় ঢাকা মহানগরীর গ্রীন রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট ভিশন কসমেটিকস কোং লিঃ এর মালিককে বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ ব্যতিত হেয়ার অয়েল, মেহেদি, লিকুইড হ্যান্ড ওয়াস, ডিশ ওয়াশিং লিকুইড পণ্য বিক্রয় বিতরণ করায় বিএসটিআই আইনের ৩১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার, বিএসটিআই উপস্থিত ছিলেন। ২৫-০৫-২০২১
১০১৪ অদ্য ২৪-০৫-২০২১ তারিখে বিএসটিআই’র উদ্যোগে রমনা থানা পুলিশের সহযোগিতায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার এর নেতৃত্বে রমনা থানাধীণ বেইলিরোড এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে- ১। স্টার ওয়াল্ড, ৯, বেইলি রোড, নাটক স্মরনী, ঢাকা বিএসটিআইর ছাড়পত্র গ্রহণ ব্যাতিরেকে শ্যাম্পু (ব্রান্ড: Dove, Tresemme), স্কিন পাউডার (ব্রান্ড: Yardley), বেবী লোশন (ব্রান্ড: KODOMO), স্কিন ক্রীম (ব্রান্ড: PONDS, OLAY), লিপস্টিক (ব্রান্ড: RK Matte), টয়লেট সোপ (ব্রান্ড: Fa) পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় বিএসটিআই আইনে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। ২। INGLOT Bangladesh, নাটক স্মরনী, নিউ বেইলি রোড, বিএসটিআইর ছাড়পত্র গ্রহণ ব্যাতিরেকে লিপস্টিক, ফেস পাউডার পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় বিএসটিআই আইনে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। ৩। BD Budget Beauty, নাটক স্মরনী, নিউ বেইলি রোড, ঢাকা বিএসটিআইর ছাড়পত্র গ্রহণপূর্বক শ্যাম্পু, স্কিন পাউডার, বেবী লোশন, স্কিন ক্রীম, লিপস্টিক পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাজাহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), জনাব খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম)। ২৪-০৫-২০২১
১০১৫ অদ্য ১১-০৫-২০২১ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর মগবাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে হোম প্লাস ডিস্ট্রিবিউশন, ১৭, বড় মগবাজার, ঢাকা-কে আমদানীকৃত পণ্যের ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে টুথপেষ্ট, বেবী লোশন, বেবী সোপ, শ্যাম্পু, স্কিন ক্রীম, সেফটি রেজার পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ৫০,০০০.০০ টাকা জরিমানা করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) ‍উক্ত প্রতিষ্ঠানটি সীলগালা করেন। ১২-০৫-২০২১
১০১৬ অদ্য ০৯-০৫-২০২১ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর গুলশান এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ইউনিমাট লি:, গুলশান-২, ঢাকা-কে আমদানীকৃত পণ্যের ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে টুথপেষ্ট, বেবী লোশন, বেবী সোপ পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ৫০,০০০.০০ টাকা এবং মসুর ডাল, ছোলা বুট ও বেসন পণ্যের মোড়ক নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ১০,০০০/- টাকা জরিমানা করেন এবং গুলশান ডিএনসিসি মার্কেটে শাহাদাত ফ্রুট স্টোর, বিসমিল্লাহ ফ্রুট স্টোর, ভাই ভাই ফ্রুট স্টোর, মিম ফ্রুট স্টোর ও নূরুল ইসলাম ফ্রুট স্টোর এর ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফিকেশন না থাকায় প্রত্যেক-কে ২,০০০/- টাকা করে মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া উক্ত দোকানগুলো হতে আম, আপেল, কমলা, মালটা, নাসপাতি, জাম, আঙ্গুর ও কলাসহ বিভিন্ন মৌসুমী ফলের ফরমালিন পরীক্ষা করা হয়। যার কোনটিতেই ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), জনাব মোঃ খাইরুল ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন। ১২-০৫-২০২১
১০১৭ অদ্য ০৫-০৫-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স হক ব্রেড এন্ড ফুড প্রোডাক্টসকে কারখানায় ব্যবহৃত ওজনযন্ত্রের বাৎসরিক ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় এবং দইয়ের মোড়কে ওজন, মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ বাংলায় উল্লেখ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ মোতাবেক বিজ্ঞ আদালত ২৫,০০০.০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক, ডিএমআই উপস্থিত ছিলেন। ০৫-০৫-২০২১
১০১৮ অদ্য ০৫.০৫.২০২১ তারিখে RAB-3 ও বিএসটিআই যৌথভাবে ঢাকার কামরাঙ্গিরচর এলাকায় অবস্থিত মোহাম্মদ আলী ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানে উৎপাদিত মিতালী ব্রান্ডের ভার্মিসিলি পণ্যের সিএম লাইসেন্স বিদ্যমান থাকায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ২,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইনে মামলা বা জরিমানা হয়নি। RAB এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পলাশ কুমার বসু ও বিএসটিআইয়ের জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার অংশগ্রহণ করেন। ০৫-০৫-২০২১
১০১৯ অদ্য ০৫-০৫-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে লাচ্ছা ভান্ডার, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর, ঢাকা কর্তৃক উৎপাদিত লাচ্ছা সেমাই পণ্য বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ৪০,০০০.০০ টাকা জরিমানা করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৫-০৫-২০২১
১০২০ অদ্য ০৪-০৫-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর কামরাঙ্গীরচর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাই ভাই ফুড প্রোডাক্টস, আশ্রাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা কর্তৃক বোম্বে সুইট এন্ড কনফেকশনারী নামে ভার্মিসিলি পণ্য ও সম্পা ফুড প্রোডাক্টস, ২০২, কলেজ রোড, কামরাঙ্গীরচর, ঢাকা কর্তৃক বোম্বে ব্রান্ডের ভার্মিসিলি পণ্য বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত উভয়কে (৫০,০০০/-+৫০,০০০/-) মোট ১,০০,০০০/- টাকা জরিমানা করেন। এছাড়াও নিউ মার্কেট এলাকায় বিভিন্ন প্রকার মৌসুমি ফলের দোকানে ফরমালিনের পরীক্ষা করা হয়, যার কোনটিতেই ফরমালিনের উপস্থিত পাওয়া যায়নি। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ সাইদুর রহমান, অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৫-০৫-২০২১

সর্বমোট তথ্য: ১১৬১