Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৮০১ অদ্য ০১-০৩-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্যানেটারী ট্যাপওয়্যার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স/ ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। নিউ একতা স্যানেটারী এন্ড টাইলস, এফ-১১/১, মেরুল বাড্ডা, ঢাকা-কে ৩৫,০০০.০০ টাকা ও মদিনা স্যানেটারী , এফ-১২/৪, মেরুল বাড্ডা, ঢাকা-কে ৩৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০১-০৩-২০২২
৮০২ অদ্য ২৮-০২-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর গুলশান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক শ্যাম্পু, টয়লেট সোপ, চকোলেট ও টুথপেস্ট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স/ ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। গুলশান ফার্মা, ৫০/২, হাবিবুর রহমান সুপার মার্কেট, গুলশান-১, ঢাকা-কে ৩৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার(সিএম) দায়িত্ব পালন করেন। ২৮-০২-২০২২
৮০৩ অদ্য ২৭/০২/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট পণ্যসমূহের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত ও বাজারজাতকরণ করার অপরাধে মিঃ কিং, শহীদ ফারুক রোড, পশ্চিম যাত্রাবাড়ি, ঢাকা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ২৭-০২-২০২২
৮০৪ অদ্য ২৭-০২-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর বনানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বেডশীট, টাওয়েল, নুডুলস, টয়লেট টিস্যু, টুথপেস্ট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স/ ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত সিউল মাট, হাউজ-১৩৪, রোড-১২, ব্লক-ই, বনানী, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব শরিফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন। ২৭-০২-২০২২
৮০৫ অদ্য ২৪-০২-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর পল্টন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হ্যান্ড স্যানিটাইজার, বিস্কুট, টয়লেট সোপ, বডি লোশন ও ট্যালকম পাউডার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স/ ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত তামান্না ফার্মেসী, ৪১, চামেলীবাগ, দোকান-জিএফ-৭, শান্তিনগর, ঢাকা-কে ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম উইং) দায়িত্ব পালন করেন। ২৪-০২-২০২২
৮০৬ অদ্য ২৩/০২/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মগবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ডিটারজেন্ট পাউডার, ফুলক্রিম মিল্ক পাউডার, টক দই, গুড়া মরিচ, কুকিজ বিস্কুট, মসুরের ডাল পণ্যসমূহের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত ও বাজারজাতকরণ করার অপরাধে আগোরা লিমিটেড, সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, ঢাকা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব সোহাগ হায়দার, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ২৪-০২-২০২২
৮০৭ অদ্য ২৩/০২/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন আসাদগেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট, কেক, চানাচুর, ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) ও আমদানিকৃত চিপস্, ফ্রুট ড্রিংকস, ফ্রুট জুস, চকোলেট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং অধিকাংশ মোড়কে মানচিহ্নসহ প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ না করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে উক্ত অপরাধে সুইটনেস, ৭, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানাসহ দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (গ্রেড-৮), সিএম উইং, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৩-০২-২০২২
৮০৮ অদ্য ২২-০২-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর পল্লবী, মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ফ্রুটস এন্ড ফ্লেভার লিঃ, প্লট-১৪, রোড-০৯, ব্লক-ডি, পল্লবী, মিরপুর, ঢাকা-কে ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম উইং) দায়িত্ব পালন করেন। ২২-০২-২০২২
৮০৯ অদ্য ২০-০২-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত মহানগর ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, আনসার ক্যাম্প, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-কে ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম উইং) দায়িত্ব পালন করেন। ২০-০২-২০২২
৮১০ অদ্য ১৭-০২-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ১। আরিবাহ সুইট এন্ড বেকারী, ৭০৪, নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা-কে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ২। মিলকো সুইট এন্ড বেকারী, ৬৯৬, নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা-কে ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম উইং) দায়িত্ব পালন করেন। ১৭-০২-২০২২
৮১১ অদ্য ১৬/০২/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ৩টি ১। ভাগ্যকুল মিস্টান্ন ভান্ডার, ৩৭/৫-এ, আজিমপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা মাত্র, ২। আনন্দ জল খাবার, ৩৭/৫, আজিমপুর, ঢাকা-কে ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) টাকা মাত্র ও ৩। কায়সার সুইটস, ৩৭/৫-বি, আজিমপুর, ঢাকা-কে ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন। ১৬-০২-২০২২
৮১২ অদ্য ১৫/০২/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর পল্টন থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক আমদানিকৃত বিভিন্ন খাদ্যপণ্য ও প্রসাধনসামগ্রীর অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতীত কিছু পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার ও অধিকাংশ মোড়কে মানচিহ্নসহ প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ না করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ২টি মামলা দায়ের করা হয়। আদালতে উক্ত অপরাধে সিটি হার্ট শপিং কমপ্লেক্স, নয়া পল্টন, ঢাকার হা-মিম কসমেটিকস ও সোনার তরী কসমেটিকস স্টোর নামীয় প্রতিষ্ঠানদ্বয়কে যথাক্রমে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) ও ১,০০,০০০.০০ (এক লক্ষ) মাত্র জরিমানাসহ আলামত হিসেবে মোট ১৪টি নমুনা জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (গ্রেড-৮), সিএম উইং দায়িত্ব পালন করেন। ১৫-০২-২০২২
৮১৩ অদ্য ১৫/০২/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে কালিজিরা পোলাও চাল, মসুর ডাল, মুগ ডাল, রক ব্র্যান্ডের লিকুইড ফ্লোর ক্লিনার পণ্যসমূহের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত ও বাজারজাতকরণ করার অপরাধে মীনা বাজার, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ১৫-০২-২০২২
৮১৪ অদ্য ১৪/০২/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর বনানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্পঞ্জ কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ ব্যতীত উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে কাভাজো লিঃ, প্লট-৪৯, রোড-১১, ব্লক-এইচ, বনানী, ঢাকা-১২১২ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন। ১৪-০২-২০২২
৮১৫ অদ্য ১৩/০২/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর ডেমরা এবং যাত্রাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট, কেক, ঘি ও দই পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ ব্যতীত উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ২টি ১। নিউ র‍্যাংক ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ডগাইর বাজার, ডেমরা, ঢাকা-১৩৬১-কে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র এবং ২। মেসার্স ছামাদ দধি ভান্ডার, মান্নান স্কুল মার্কেট, কোনাপাড়া বাজার, ওয়ার্ড-৬৪, যাত্রাবাড়ি, ঢাকা-কে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র সর্বমোট টাকা ৭৫,০০০.০০ (পচাত্তর হাজার) জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন। ১৩-০২-২০২২
৮১৬ অদ্য ১০ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি. তারিখে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য (পাউরুটি, বিস্কুট, চানাচুর ইত্যাদি) বিক্রয় ও বাজারজাত করা এবং ব্যবহৃত ওজনযন্রে ণর ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ি থানাস্থ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাস্থ ক্যান্ডিস ডিলাইট, ধলপুর নতুন রাস্তা, বাড়ি-৯৩১১/২০, যাত্রাবাড়ি, ঢাকা-কে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ মাছুদুল হক অংশগ্রহণ করেন। ১০-০২-২০২২
৮১৭ অদ্য ০৯/০২/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট, কেক পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ ব্যতীত উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১। আমান ফুড প্রোডাক্টস, ১৬১/১, মুরাদপুর, মাদ্রাসারোড, শ্যামপুর, ঢাকা এবং ২। ফ্যামিলি ফুড প্রোডাক্টস, ৯৪৫, পূর্ব জুরাইন, কমিশনার মোড়, ঢাকা প্রতিষ্ঠান ২টির বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানদ্বয়কে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র করে সর্বমোট টাকা ১,০০,০০০.০০ (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন। ০৯-০২-২০২২
৮১৮ অদ্য ০৮/০২/২০২২ খ্রিঃ তারিখে মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন ২০১৮ অনুসারে "কাপড়ে রং-এর স্থায়ীত্বের" অনুকূলে লাইসেন্স গ্রহণ ব্যতীত বিভিন্ন পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে চন্দ্রবিন্দু, ১০৫/১/এ, কলওয়ালাপাড়া, মেইন রোড, মিরপুর ১, ঢাকা নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ০১(একটি) মামলা দায়ের করা হয় এবং ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই এর কর্মকর্তা জনাব মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন। ০৯-০২-২০২২
৮১৯ অদ্য ০৬/০২/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কেক, বিস্কুট, রুটি পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে নাজমা বেকারী, কোনাখোলা, শাক্তা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব ইবাদাত মানিক, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন। ০৬-০২-২০২২
৮২০ মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিত ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানাস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার ভাটারা থানাস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় মেহেদি মাঠ লিমিটেড, প্লট-৮৪৪/বি, রোড-০৫, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ভাটারা, ঢাকা-কে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিত ধনিয়া, ইসুবগুলের ভূষি, কিসমিস, জিরা, তিল, আলু বোখরা, সরিষা, মেথী, এলাচ, সাগু, চানাচুর, বিভিন্ন ব্রান্ডে চিনিগুঁড়া চাউল, মুগ ডাল, মিনিকেট চাউল, মসুর ডাল, মাসকালাই ডাল, কাচকি সুটকি, কাঁঠ বাদাম ইত্যাদি পণ্য বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে ১,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব সোহাগ হায়দার অংশগ্রহণ করেন। ০৩-০২-২০২২

সর্বমোট তথ্য: ১১৬১