Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
২৪১ ঢাকা জেলার ৫০, বালুঘাট বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় ২৭.০৮.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮", অনুযায়ী ওজন ও পরিমাপ যন্ত্রের মাপ সঠিকভাবে প্রদান এবং ভেরিফিকেশন সনদ গ্রহণকরে ব্যবসা পরিচালনা করার জন্য বাজারের সকল সবজি, মাছ, মাংসের বাজারের সকল দোকানদারগণকে সতর্কতামূলক পরামর্শ প্রদান করা হয়। এবং বিভিন্ন মুদির দোকান, ফলের দোকান ও স্বর্ণের দোকানদারগণকে একইভাবে সতর্কতামূলক পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৮-০৮-২০২৩
২৪২ ঢাকা মহানগরীর বনানী এলাকায় ২৪-০৮-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক (Whisper) ব্রান্ডের স্যানিটারী ন্যাপকিন পণ্য বিএসটিআই এর সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত অবৈধভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে মক্কা ফার্মেসী, ৫০/২, বনানী, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মাস্টার ফার্মেসী, ৫৩/৬, বনানী, ঢাকা-কে ৫,০০০.০০ টাকা জরিমানাসহ অবৈধ মালামাল জব্দ করা হয়। এছাড়াও ওশান ফার্মা, ৬২/২, বনানী, ঢাকা এর অবৈধ মালামাল জব্দসহ সর্তক করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) ও সিরাজুম মনিরা, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ২৭-০৮-২০২৩
২৪৩ নারায়নগঞ্জ, রুপগঞ্জ এলাকায় ২৩-০৮-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য বিএসটিআই এর মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে রেজভীয়া ইউনাইটেড, হীরাঝিল, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ-কে ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা এএনএম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মামুনুর রশীদ, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ২৪-০৮-২০২৩
২৪৪ ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় ২২-০৮-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই), ঘি, সরিষার তেল ও মরিচের গুড়া পণ্য বিএসটিআই এর মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে খামার বাড়ী, ৪৩৭/বি, খিলগাঁও, তালতলা, ঢাকা-কে ৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকায় খাস ফুডকে সর্তক করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ মাজাহারুল হক, ফিল্ড অফিসার (সিএম) ও সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ২৩-০৮-২০২৩
২৪৫ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় ২২.০৮.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য আইস ললি, সিনথেটিক ভিনেগার, সয়া সস, পাস্তা, কেওড়া জল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে আল-শাহী এগ্রো ফুড এন্ড বেভারেজ, কাঠগড়া উত্তর, আশুলিয়া, সাভার, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ১৫,০০০/- (পনের হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৩-০৮-২০২৩
২৪৬ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় ২১.০৮.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য মশার কয়েল "ব্রান্ডঃ চ্যাম্পিয়ন, লাল মোরগ, তুলিস পাতা ও নিম পাতা" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে মেসার্স খান কেমিক্যাল কোং, তারাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ নামীয় প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮' অনুসারে ২০,০০০/- টাকা সহ সর্বমোট ৭০,০০০/- জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২২-০৮-২০২৩
২৪৭ ঢাকা জেলার কাফরুল, থানাধীন এলাকায় ২০.০৮.২০২৩ তারিখে এপিবিএন -১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই'র সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানিকৃত পণ্য এবং নিষিদ্ধ ক্রীম বিক্রি ও বাজারজাত করার অপরাধে "ইস্টার্ন বাজার লিমিটেড", ১১০২, পুলপার, কাফরুল, মিরপুর, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৳ ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এবং একই প্রতিষ্ঠানে মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত পণ্য চাল, বাদাম, জিরা, ডাল, বেশন, বিস্কুট বিক্রয়, বিপনন ও বাজারজাত এবং ত্রুটিপূর্ণ ওজনযন্ত্র ব্যবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮" অনুযায়ী ৳ ২,০০০/- (দুই হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান 'মোড়কজাতকরণ সনদ' গ্রহণ ব্যতিত "নিউ রয়েল বেকারি এন্ড কনফেকশনারি" ১০৮৮,ইব্রাহিমপুর বাজার রোড, কাফরুল, ঢাকা এর পণ্য কেক, ঘি, পাউরুটি, বিস্কুট, সরিষার তেল, মধু উৎপাদন, বিক্রি, ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন অনুযায়ী ৳ ৭,০০০/- (সাত হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত, ০২ (দুই) টি প্রতিষ্ঠানকে উল্লিখিত ০৩ (তিন)টি আইনে সর্বমোট টাকা ৳ ১৯,০০০/- (উনিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া, একই এলাকায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী জন সচেতনামূলক পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিস , ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশীদ , পরিক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২১-০৮-২০২৩
২৪৮ ঢাকা ধামরাই এলাকায় ২০-০৮-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ক্লে ব্রিকস পণ্য বিএসটিআই এর সিএম সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে (১) বাটা ব্রিকস (২) এস কে ব্রিকস (৩) ইকো ব্রিকস ও (৪) সততা এন্টারপ্রাইজ প্রত্যেককে ১,০০,০০০.০০ টাকা করে মোট ৪,০০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২১-০৮-২০২৩
২৪৯ ঢাকা জেলার কাফরুল, থানাধীন এলাকায় ১৭.০৮.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "ফার্মান্টেড মিল্ক (মিস্টি দই)" "ভাগ্যকূল মিস্টি ঘর", ৩০/১, উত্তর কাফরুল, ঢাকা, ক্যান্টনমেন্ট, ঢাকা-কে উৎপাদন, বিতরণ, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে ৳ ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এবং একই প্রতিষ্ঠানে একই অপরাধে এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত ব্যাবসা পরিচালনা করার জন্য "ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮" অনুযায়ী ৳ ২,০০০/- (দুই হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় উক্ত, প্রতিষ্ঠানকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১২,০০০/- (বার হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া, একই এলাকায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী জন সচেতনামূলক পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আরিফ হোসাইন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২১-০৮-২০২৩
২৫০ ঢাকা জেলার খিলগাঁও থানাধীন এলাকায় ১৭.০৮.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য কেক, বিস্কুট এবং পাউরুটি উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ১. মায়ের দোয়া বেকারী, ১২৪, উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা এবং ২. টেন স্টার বেকারী, ১২৩, উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানদ্বয়কে প্রতিটিতে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র করে মোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানদ্বয়ের প্রতিটিতে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র করে টাকা ২০,০০০/- (বিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৭০,০০০/- (সত্তর হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ফরহাদুর রিপন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২১-০৮-২০২৩
২৫১ ঢাকা জেলার বনানী, থানাধীন এলাকায় ১৬/০ ৮/২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ ধারা অনুসারে বিএসটিআই'র সিএম লাইসেন্স এর মেয়াদ শেষ হওয়ার পরেও নবায়নের জন্য আবেদন না করে মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "কালার ফার্স্টনেস রেটিং অব টেক্সটাইল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে "প্রাইড লিমিটেড ", ১১/৬,ব্লক সি, হাউজ ৫৮, বনানী, ঢকা, প্রতিষ্ঠানটিকে টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া, একই এলাকায় অবস্থিত " Blucheez", হাউজ-৩৫, রোড ০৭, ব্লক-জি, বনানী, ঢাকা ও "Shelai' অথেন্টিক পাকিস্তান ব্রান্ড ক্লোথ স্টোর", হাউজ-৩৫, রোড ০৭, ব্লক-জি, বনানী, ঢাকা-কে প্রথমবারের মতো বিএসটিআইয়ের আইন ২০১৮ সম্পর্কে ও সচেতনামূলক পরামর্শ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা। ১৭-০৮-২০২৩
২৫২ ঢাকা জেলার মিরপুর, থানাধীন এলাকায় ১৪.০৮.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ফেসবুক ও অনলাইনের মাধ্যমে বিপুল পরিমাণ পণ্য বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত "হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরাগুঁড়া, মধু, ঘি" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে হালাল ফুড সার্ভিস, ৩৯/এ, সেনপাড়া, পর্বতা, মিরপুর এলাকা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই প্রতিষ্ঠানে পণ্যসমূহ বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে টাকা ১৫,০০০/- (পনের হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৭-০৮-২০২৩
২৫৩ ঢাকা জেলার রমনা ও রামপুরা থানাধীন এলাকায় ১৩.০৮.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স ও মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বিগ বাজার সুপার শপ, ৫৫/১,সিদ্ধেশ্বরী, রমনা,ঢাকা এর পণ্য লিপস্টিক, সিরামিক টেবিল ওয়্যার , লন্ড্রি সোপ, চকোলেট, ফ্রুট ড্রিংক, ফ্রুট জুস, মধু, প্রাইমারি ব্যাটারী, ব্রেড, কারি পাউডার, চিলি পাউডার, ডার্মি সিলি বিক্রয়, বিতরণ, বাজারজাত করার অপরাধে, বিএসটিআই আইন ২০১৮, অনুযায়ী ৳২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং একই প্রতিষ্ঠানে মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত পণ্য চকোলেট, ফ্রুট ড্রিংকস, বিস্কুট, মাংস মসলা বিক্রি, বিতরণ, বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ৳১৫,০০০/- (পনের হাজার) মাত্র এবং পশাপাশি অপর একটি প্রতিষ্ঠান "Graba Cuppa" এর পণ্য "স্পঞ্জ কেক" সিএম সনদ গ্রহণ ব্যতিত বিক্রি, বিতরণ, বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ৳৩০,০০০/- (ত্রিশ হজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত ০২ (দুই)টি প্রতিষ্ঠানে ০৩ (তিন)টি মামলায় সর্বমোট টাকা যথাক্রমে, ৳২৫,০০০+১৫,০০০+৩০,০০০/- =৳৭০,০০০/- (সত্তুর হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়, এছাড়া, হাজীপাড়া, রামপুরা থানাধীন এলাকায়, Vib'vant, ZEiL'S Shop, INSOLE নামীয় প্রতিষ্ঠানে লেদার ফুটওয়্যার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ/ নবায়নের জন্য জোড়ালো তাগাদা দেওয়া হয় এবং Lazz Pharma লিমিটেড, রামপুরা নামীয় প্রতিষ্ঠানকে অবহিত করা হয় যেন লাগেজ পণ্য, নিষিদ্ধ পণ্য ও বিএসটিআইয়ের লাইসেন্স / ছাড়পত্রবিহীন ও মোড়কজাতকরণ সনদ ব্যতিত কোন পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত না করা হয় এবং সতর্কতামূলক পরামর্শসহ বিএসটিআইয়'র লিফলেট বিতরণ করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম), ও জনাব মোঃ মঈন উদ্দিন , পরিদর্শক (মেট্রোলজি), এবং সার্বিক সহোযোগিতায় জনাব মোঃ আরাফাত হোসেন সরকার, সহকারী পরিচালক (সিএম), জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৪-০৮-২০২৩
২৫৪ ঢাকা জেলার দক্ষিনখান ও উত্তরখান থানাধীন এলাকায় ১০.০৮.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য কেক, বিস্কুট এবং পাউরুটি উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে দুইটি প্রতিষ্ঠান ১. ফাইভ স্টার বেকারী, আমতলা, দক্ষিনখান, ঢাকা ২. জীবেক ফুড প্রোডাক্টস, কাঁচকুড়া, উত্তরখান, ঢাকা প্রতিষ্ঠানদ্বয়কে প্রতিটিতে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র করে মোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ফাইভ স্টার বেকারী, আমতলা, দক্ষিনখান, ঢাকা-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং জীবেক ফুড প্রোডাক্টস, কাঁচকুড়া, উত্তরখান, ঢাকা-কে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র মোট টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৮৫,০০০/- (পঁচাশি হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৩-০৮-২০২৩
২৫৫ ঢাকা জেলার পল্লবী থানাধীন এলাকায় ০৯.০৮.২০২৩ খ্রি.তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহারপূর্বক কেক, বিস্কুট, পাউরুটি পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে ৩টি বেকারী প্রতিষ্ঠান ১. মোল্লা বেকারী, ৩নং, হরুনাবাদ, পল্লবী, মিরপুর-১২, ঢাকা, ২. নিউ তিতাস বেকারী, ৩নং, হরুনাবাদ, প্লট-৫, পল্লবী, মিরপুর-১২, ঢাকা এবং ৩. তিতাস বেকারী, ৮/১, হরুনাবাদ, পল্লবী, মিরপুর-১২, ঢাকা- প্রতিষ্ঠান ৩টি-কে প্রতিটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র করে মোট টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে উক্ত প্রতিষ্ঠান ৩টি-কে প্রতিটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র করে মোট টাকা ১৫,০০০/- (পনের হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় উপরোক্ত প্রতিষ্ঠান ৩টি-কে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৯০,০০০/- (নব্বই হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব এস. এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১০-০৮-২০২৩
২৫৬ ঢাকা জেলার সবুজবাগ থানাধীন এলাকায় ০৮.০৮.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য কেক, বিস্কুট এবং পাউরুটি উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে দুইটি প্রতিষ্ঠান ১. রিজা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, ২১৬, কুসুমবাগ, সবুজবাগ, ঢাকা ২. স্নেহা ফুড প্রোডাক্টস, ৭৪, দক্ষিণখান, সবুজবাগ, ঢাকা প্রতিষ্ঠানদ্বয়কে প্রতিটিতে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র করে মোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিটিতে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র করে মোট টাকা ২০,০০০/- (বিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৭০,০০০/- (সত্তর হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৯-০৮-২০২৩
২৫৭ ঢাকা মহানগরীর বনানী এলাকায় ০৭-০৮-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক আমদানীকৃত টুথপেস্ট, শ্যাম্পু ও টয়লেট সোপ পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ /ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ইউনাইটেড ফার্মা এন্ড হেলথ কেয়ার, প্লট-০৭, রোড-১১, বনানী, ঢাকা-কে ২৫,০০০/- টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ৫,০০০.০০ টাকা জরিমানাসহ অবৈধ মালামাল ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জান্নাতুল নাঈম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৮-০৮-২০২৩
২৫৮ ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় ০৭.০৮.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য কেক, বিস্কুট এবং পাউরুটি উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে দুইটি প্রতিষ্ঠান ১. রাজধানী বেকারী এন্ড ফাস্ট ফুড, রাজাশন, পালোয়ানপাড়া, সাভার, ঢাকা ২. তন্নী ফুড ইন্ডাষ্ট্রিজ, ১৪৮/৫, পশ্চিম রাজাশন, সাভার, ঢাকা প্রতিষ্ঠানদ্বয়কে প্রতিটিতে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র মোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ১. রাজধানী বেকারী এন্ড ফাস্ট ফুড, রাজাশন, পালোয়ানপাড়া, সাভার, ঢাকা-কে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র এবং ২. তন্নী ফুড ইন্ডাষ্ট্রিজ, ১৪৮/৫, পশ্চিম রাজাশন, সাভার, ঢাকা-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৮৫,০০০/- (পঁচাশি হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৮-০৮-২০২৩
২৫৯ ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাধীন এলাকায় ০৬.০৮.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য মশার কয়েল উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রিয়াংকা কনজ্যুমার কেয়ার, ৩৮৯০, দক্ষিণপাড়া, মাতুয়াইল, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্য উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা ০৭-০৮-২০২৩
২৬০ ঢাকা ধামরাই এলাকায় ০৬-০৮-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ধামরাই থানাধীন কালামপুরস্থ (১) লাকি ব্রিকস, (২) ঈগল ব্রিকস, (৩) সান ব্রিকস ও (৪) ইউএসএ ব্রিকস-কে ৫০,০০০.০০ টাকা করে মোট-২,০০,০০০.০০ টাকা জরিমানা ও (৫) কাজলী ব্রিকস-২ ও (৬) বাংলা ব্রিকস-কে ৬০,০০০.০০ টাকা করে মোট-১,২০,০০০.০০ টাকা জরিমানাসহ প্রত্যেক-কে বিএসটিআই’র সিএম সনদ গ্রহনের নির্দেশ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৭-০৮-২০২৩

সর্বমোট তথ্য: ১০৮৪