Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ২১-০৪-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর কল্যাণপুর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে খালেক সার্ভিস স্টেশন, ৫৯/আই, দারুস সালাম, মিরপুর, ঢাকা নামীয় পেট্রোল পাম্পকে ১টি অকটেন ডিসপেনসিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৬০ মি.লি কম দিতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০.০০ টাকা জরিমানা ধার্য করেন। আদালতের ধার্যকৃত জরিমানার অর্থ আদায় করা হয় এবং ত্রুটিপূর্ণ ইউনিটটি সিলগালা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২২-০৪-২০২৫
অদ্য ২০.০৪.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানায় অভিযান চালানো হয়। অভিযানে শ্যামলি স্কয়ার শপিং কমপ্লেক্স-এ থ্যাংকস ফর শপিং ও মা গ্যালারি-এর সকল পণ্য মোড়কজাত সনদ গ্রহণ করে বিক্রয়, বিতরন ও বাজারজাত করা জন্য পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও সাহিল ফিলিং স্টেশন, ১৯/ই, শ্যামলী রোড, ঢাকা এর পেট্রোল পণ্য প্রতি ১০ লিটারে ৮৪০ মি.লি. কম প্রদান করায় পেট্রোল ডিসপেন্সিং ইউনিটটিকে সীলগালা করে দেয়া হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ সোহানুর রহমান, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন। ২০-০৪-২০২৫
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ১৭-০৪-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে শান্তিনগর বাজারস্থ এস. বাকের বেকারি এন্ড পেস্ট্রি শপ নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স নবায়নের কার্যক্রম গ্রহণ করলেও লাইসেন্স ফি পরিশোধপূর্বক লাইসেন্স গ্রহণ ব্যতীত পাউরুটি ও বিস্কুট পণ্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিলো। প্রতিষ্ঠানটিকে আগামী ২২-০৪-২০২৫ খ্রি. তারিখের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের জন্য বিজ্ঞ আদালত আদেশ দেন। পিওর ফুডস এন্ড লাইভ বেকারি, এ/১, শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭ ও স্বাদ সুইটস এন্ড লাইভ ব্রেড, ৪৬, শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭ নামীয় প্রতিষ্ঠান দুটিও সিএম লাইসেন্স গ্রহণ না করেই পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন করে আসছিলো। প্রতিষ্ঠান দুটি নতুন হওয়ায় বিজ্ঞ আদালত দ্রুততার সাথে লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত বাজার পরিচালনা কমিটির প্রতিনিধির উপস্থিতিতে ব্যবসায়ীদের বিএসটিআই’র সিএম লাইসেন্স, পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং ওজন ও পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা ও পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। সরকারি কাজে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২০-০৪-২০২৫
অদ্য ১৭.০৪.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে পল্টন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আল মদিনা বেকারী, শান্তিনগর বাজার, ঢাকা এর উৎপাদিত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন। ২০-০৪-২০২৫
অদ্য ১৫.০৪.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর বনানী থানায় অভিযান চালানো হয়। অভিযানে আনজারা (ANZARA), রোড নং-১১, বনানী, ঢাকা এর কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্য বিএসটিআই আইন অনুযায়ী তৈরি, বিক্রয় ও বাজারজাত করা জন্য পরামর্শ প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ২০-০৪-২০২৫
অদ্য ২৫.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশ কেমিক্যাল, চিতাখোলা, সাবান ফ্যাক্টরী মোড়, শুভাঢ্যা, কেরানীগঞ্জ, ঢাকা এর উৎপাদিত হারপিক ও টাইলস ক্লিনার পণ্য সিএম/মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় অবৈধ মালামাল জব্দ করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: রাজু আহম্মেদ, পরিদর্শক (মেট) ও সঞ্জয় কুমার সরকার, উপ-পরিচালক (মেট) ও জনাব মো: মঞ্জুর রহমান, সহকারী পরিচালক (মান) অংশগ্রহণ করেন। ২৭-০৩-২০২৫
পবিত্র মাহে রমজান উপলক্ষে চলমান অভিযানের অংশ হিসেবে অদ্য ২৪-০৩-২০২৫ তারিখে জনাব মোঃ মিজানুর রহমান, উপপরিচালক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা'র নেতৃত্বে এপিবিএন-১১ এর সহযোগিতায় ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন ডগাইর এলাকায় বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র অধীনে ভ্রাম্যমান আদালতের একটি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুযায়ী নামবিহীন একটি অবৈধ ঘি’র কারখানায় প্রতিষ্ঠানের প্রতিনিধির অনুপস্থিতিতে স্থানীয় লোকদের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির কারখানায় বাধ্যতামূলক ঘি পণ্যের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের (আড়ং, মিল্ক ভিটা, প্রাণ, রেড কাউ ও বাঘাবাড়ি) বাজারজাতের উদ্দেশ্যে সংরক্ষিত পণ্য, ব্যবহৃত উপকরণ (কালার ও ফ্লেভার) ও বিপুল পরিমাণ মোড়কের নমুনা (খালি বোতল ও স্টিকার লেবেল) পাওয়া যায়। প্রতিষ্ঠানটি অবৈধভাবে এ সকল নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানটির উৎপাদিত সকল নকল পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন এবং জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই, ঢাকা ও জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন। জনস্বার্থে বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকা’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৭-০৩-২০২৫
নামবিহীন অবৈধ কসমেটিকস কারখানায় বিএসটিআই’র অভিযান, উপকরণসহ স্বনামধন্য ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল হেয়ার অয়েল ও বেবী শ্যাম্পু জব্দপূর্বক ধ্বংস। পবিত্র মাহে রমজান উপলক্ষে চলমান অভিযানের অংশ হিসেবে অদ্য ২৩.০৩.২০২৫ তারিখে জনাব জয়শ্রী দাস, উপপরিচালক (ডকুমেন্ট কন্ট্রোল, এমএসসি উইং), বিএসটিআই, ঢাকা'র নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র সহযোগিতায় ঢাকা মহানগরীর কেরাণীগঞ্জ থানাধীন ঘাটারচর এলাকায় বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র অধীনে ভ্রাম্যমান আদালতের একটি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুযায়ী নামবিহীন একটি অবৈধ কসমেটিকস কারখানায় প্রতিষ্ঠানের প্রতিনিধির অনুপস্থিতিতে বাড়ির কেয়ারটেকারের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির কারখানায় বাধ্যতামূলক নারিকেল তেল, হেয়ার অয়েল ও বেবী শ্যাম্পু পণ্যের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের (প্যারাসুট, ইমামী ৭ ইন ১, ডাবর আমলা, নবরত্ন, জনসন্স) বাজারজাতের উদ্দেশ্যে সংরক্ষিত পণ্য, ব্যবহৃত উপকরণ (কালার ও কেমিক্যালসহ ড্রামে সংরক্ষিত হেয়ার অয়েল, বেবী শ্যাম্পু) ও বিপুল পরিমাণ মোড়কের নমুনা (খালি বোতল ও স্টিকার লেবেল) পাওয়া যায়। প্রতিষ্ঠানটি অবৈধভাবে এ সকল নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানটির উৎপাদিত সকল নকল পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন এবং জনাব আফসানা হোসেন, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই, ঢাকা উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন। জনস্বার্থে বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকা’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৭-০৩-২০২৫
অদ্য ২৩.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর উত্তরা থানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুপসী কালেকশন, ইউনাইটেড কর্পোরেশন, মা কসমেটিকস, এম এস কালেকশন, আর কে কসমেটিকস, ফ্লোমার, রেড রোজ, ঠিকানা- নিগার প্লাজা, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-কে তাদের আমদানিকৃত সকল পণ্যের ছাড়পত্র গ্রহন করে বিক্রি, বিতরণ ও বাজারজাতের বিষয়ে পরামর্শ প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: মেহেদি হাসান, পরিদর্শক (মেট) ও মো: এস এম ফরহাদ হোসেন, সহকারী পরিচালক (রসায়ন) অংশগ্রহণ করেন। ২৪-০৩-২০২৫
১০ অদ্য ২০.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর উত্তরা থানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরুপা কালেকশন, ভুইয়া কালেকশন, এ-ওয়ান, ইত্যাদি ও গের্নিস ঠিকানা-১০২, আলা উদ্দিন টাওয়ার, উত্তরা, ঢাকা-কে তাদের আমদানিকৃত সকল পণ্যের ছাড়পত্র গ্রহন করে বিক্রি, বিতরণ ও বাজারজাতের বিষয়ে পরামর্শ প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও মো: সাইদুর রহমান, উপপরিচালক (মেট) ও সুমন্ত চন্দ্র পাল, সহকারী পরিচালক (রসায়ন) অংশগ্রহণ করেন। ২৪-০৩-২০২৫
১১ পবিত্র মাহে রমজান উপলক্ষে চলমান অভিযানের অংশ হিসেবে অদ্য ১৭.০৩.২০২৫ তারিখে জনাব মোরশেদা বেগম, উপপরিচালক (রসায়ন), বিএসটিআই, ঢাকা'র নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় ঢাকা মহানগরীর কলাবাগান থানাধীন এলাকায় বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র অধীনে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার; কলাবাগান, ঢাকাস্থিত প্রধান কার্যালয়ের বিক্রয়কেন্দ্র ও স্টোর রুম পরিদর্শন করে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি আদালতের দৃষ্টিগোচর হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক সুইটমিট ও ফার্মেন্টেড মিল্ক (মাঠা) পণ্য উৎপাদন, বাজারজাতসহ সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত নিম্নমানের ঘি পণ্য বিক্রয়-বিতরণ করে আসছিলো। একইসাথে প্রতিষ্ঠানটিকে সুইটমিট বিক্রির সময় প্যাকেটের ওজনসহ বিক্রয়ের মাধ্যমে ক্রেতার সাথে প্রতারণা করতে দেখা যায়। স্টোরে সংরক্ষিত সুইটমিট, ফার্মেন্টেড মিল্ক (মাঠা) যথাযথভাবে ঢেকে না রাখায় মাছি ও মরা তেলাপোকা পড়ে থাকতে দেখা যায়। এছাড়া ডীপ ফ্রিজে নোংরা অবস্থায় প্রস্তুতকৃত মাওয়া পণ্যের খোলা বক্সের পাশে কাঁচা মুরগির মাংস সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। প্রতিষ্ঠানটির অপরাধসমূহ আমলে নিয়ে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে টাকা ৮০,০০০.০০ (আশি হাজার) মাত্র অর্থদণ্ড আরোপ করাসহ প্রতিষ্ঠানটির সকল আউটলেটে চিহ্নিত বিষয়ে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়ে সতর্ক করেন। মৌখিক অঙ্গীকার গ্রহণের পাশাপাশি জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন এবং জনাব আফসানা হোসেন, সহকারী পরিচালক (সিএম) উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন। জনস্বার্থে বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকা'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৮-০৩-২০২৫
১২ অদ্য ১৭.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর গুলশান ও তেজগাঁও থানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেল ওয়েস্টিন, সোনারগাঁও ও কিং কনফেকশনারী, হাউজ-১৫৩, রোড-১১, ব্লক-ই, বনানী, ঢাকা-কে তাদের উৎপাদিত সকল পণ্যের মোড়কজাত সনদ গ্রহন করে বিক্রি, বিতরণ ও বাজারজাতের বিষয়ে পরামর্শ প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে আফরিনা আক্তার আনিতা, পরিদর্শক (মেট) ও এস এম আবু সাঈদ, উপপরিচালক (হালাল সার্টিফিকেশন) ও মো: আব্দুল আহাদ, সহকারী পরিচালক (পদার্থ) অংশগ্রহণ করেন ১৮-০৩-২০২৫
১৩ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর ভ্রাম্যমাণ আদালত জনাব মোঃ মিজানুর রহমান, উপপরিচালক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা এর নেতৃত্বে অদ্য ১৬-০৩-২০২৫ তারিখে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানার জিনজিরা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে বন্দেছাঁটগাও, জিনজিরা, কেরাণীগঞ্জ, ঢাকার জনৈক বাছের ভুঁইয়ার বাড়ীতে একটি নামবিহীন কসমেটিকস (শ্যাম্পু) উৎপাদনকারী প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়। অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক বা প্রতিনিধি না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় বিপুল পরিমাণ নকল কসমেটিকস (শ্যাম্পু) উদ্ধার করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক এসকল নকল শ্যাম্পু ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শাহাদাত হোসেন, সহকারী পরিচালক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৮-০৩-২০২৫
১৪ অদ্য ১৩.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে তেজগাও এলাকার খাজানা মিঠাই, বেকারি,হোটেল ও ফলের দোকানে অভিযান পরিচালনা করে তাদেরকে সতর্ক করা হয় এছাড়াও পুলিশ প্লাজার বিভিন্ন কসমেটিক দোকান আমদানিকৃত পণ্যের বিএসটিআইয়ের ছাড়পত্র গ্রহণ করে ব্যবসা করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে তারিকুল ইসলাম সুমন , ফিল্ড অফিসার অংশগ্রহণ করেন। এছাড়াও মো: নজির আহম্মেদ মিয়া, উপপরিচালক (এমএসসি উইং) ও জনাব ‍রাকিবুল ইসলাম , সহকারী পরিচালক (মেট)উপস্থিত ছিলেন। ১৬-০৩-২০২৫
১৫ অদ্য ১২.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে রমনা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেইফ বাংলা প্রোডাক্টস, ৭৭/১, আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা এর উৎপাদিত টুথপেস্ট, টয়লেট সোপ, শ্যাম্পু, স্কিন ক্রিম, হেয়ার অয়েল পণ্য সিএম সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় ৫০,০০০/- টাকা জরিমানাসহ অবৈধ মালামাল জব্দ ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মো: জাহেদুল ইসলাম, উপ-পরিচালক (পদার্থ) ও জনাব নাজমুন নাহার, সহকারী পরিচালক (রসায়ন) অংশগ্রহণ করেন। ১৬-০৩-২০২৫
১৬ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর ভ্রাম্যমাণ আদালত জনাব মোঃ আলাউদ্দিন হুসাইন, উপপরিচালক (সিএম), বিএসটিআই, ঢাকা এর নেতৃত্বে অদ্য ১১-০৩-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর আমিনবাজার ও গাবতলী এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নূর ডিজেল পাম্প, নূরবাগ, পর্বত, মিরপুর, ঢাকা নামীয় পেট্রোল পাম্পকে ২টি ডিজেল ডিসপেনসিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩৭০ মি.লি ও ৩৬০ মি.লি কম দিতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০.০০ টাকা জরিমানা ধার্য করা হয়। আদালতের ধার্যকৃত জরিমানার অর্থ আদায় করা হয় এবং ত্রুটিপূর্ণ ইউনিট দুটি সিলগালা করা হয়। আমিনবাজার, সাভার, ঢাকায় অবস্থিত মমতাজ ফিলিং স্টেশন নামীয় অপর প্রতিষ্ঠানে অভিযানকালে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জনাব কিমিয়া আলম দিবা, সহকারী পরিচালক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা এবং প্রসিকিউটর হিসেবে জনাব এস এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১২-০৩-২০২৫
১৭ অদ্য ১০.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ডেমরা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পার্ফেক্ট ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড, রোড-১, ব্লক-এ, আমুলিয়া মডেল টাউন, ডেমরা, ঢাকা এর উৎপাদিত পণ্যের মোড়কজাত সনদ ব্যতিত তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় ৩০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ রাজু আহমেদ, পরিদর্শক (মেট) ও মো: আবুল কালাম আজাদ খান, উপ-পরিচালক (পদর্থ) ও মো: মনিরুল ইসলাম, সহকারী পরিচালক (রসায়ন) অংশগ্রহণ করেন ১১-০৩-২০২৫
১৮ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর ভ্রাম্যমাণ আদালত জনাব মোরশেদা বেগম, উপপরিচালক (রসায়ন), বিএসটিআই, ঢাকা এর নেতৃত্বে অদ্য ০৬-০৩-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর সায়েদাবাগ এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে পৌর ফিলিং স্টেশন, ৮/৬-বি, সায়েদাবাগ, যাত্রাবাড়ী, ঢাকা নামীয় ফিলিং স্টেশনে ৫টি ফুয়েল ডিসপেনসিং ইউনিটের পরিমাপ যাচাই করা হয়। যাচাইকালে পরিমাপে সঠিক পাওয়া যায়। প্রতিষ্ঠানটির আন্ডারগ্রাউন্ড ক্যালিব্রেশ এবং ট্যাংক লরি ভেরিফিকেশন থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তবে প্রতিষ্ঠানটির ডিসপেনসিং ইউনিটসমূহ হালনাগাদ ভেরিফিকেশন না থাকায় সতর্ক করা হয়। উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুরুল করিম, সহকারী পরিচালক (রসায়ন), মান উইং, বিএসটিআই, ঢাকা ও প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ইনজামামুল হক, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৯-০৩-২০২৫
১৯ অদ্য ০৬.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে মিরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শাহ আলী প্লাজা (২য় তলা), মিরপুর-১০, ঢাকাস্থ মার্কেটে বিএসটিআই’র নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রি, বিতরণ ও বাজারজাতরত অবস্থায় পাওয়া যায় এবং এ সকল পাকিস্থানি/ ভারতের নিষিদ্ধ স্কিন ক্রিম জব্দ করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন ও জনাব ‍সুরাইয়া পারভীন, সহকারী পরিচালক (সিএম) উপস্থিত ছিলেন। ০৯-০৩-২০২৫
২০ অদ্য ০৪.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মার্ক থ্রী টয়লেট্রিজ লি:, ব্রাহ্মনকিত্তা, কোনাখোলা, কেরানীগঞ্জ, ঢাকা-কে বিএসটিআই’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত নোংড়া পরিবেশে অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করে লিপস্টিক, নেইল পলিশ, আফটার শেভ লোশন পণ্য কেমিক্যাল লাবরেটরী ব্যতিত অবৈধভাবে তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় ১,০০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান প্রদান করেন। এছাড়াও বছিলা, কেরানীগঞ্জ আরশিনগর কাঁচা বাজারে বিভিন্ন প্রকার মৌসুমী ফল, মাছ, মাংস, মুরগি, মিষ্টি ও দই এর দোকানের ডিজিটাল ওজন যন্ত্র/ সিএম সনদ যাচাই করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে সিরাজমু মুনিরা, পরিদর্শক (মেট)অংশগ্রহণ করেন। এছাড়াও মো: নজির আহম্মেদ মিয়া, উপপরিচালক (এমএসসি উইং) ও জনাব ‍সুরাইয়া পারভীন, সহকারী পরিচালক (সিএম)উপস্থিত ছিলেন। ০৫-০৩-২০২৫

সর্বমোট তথ্য: ১১৬৬