Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
ঢাকা জেলার সাভার ও কেরাণীগঞ্জ থানায় এপিবিএন-১১ এর সহযোগিতায় ০৪-০৪-২০২৪ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের শুরুতে ব্লক# ই, রোড# এম.আই.আর, প্লট# ২৭, মধুমতি মডেল টাউন, সাভার, ঢাকায় অবস্থিত একটি লাচ্ছা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে, কেরাণীগঞ্জ থানাধীন হযরতপুর বাজারে অবস্থিত মীম আইসক্রিম ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে আইসক্রিম, আইস ললি, মাঠা, লাবাং তৈরি করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিতে স্বত্বাধিকারী এবং পরিচালন সংশ্লিষ্ট কেউ উপস্থিত না থাকায় কর্মচারীদের সতর্ক করা হয়েছে। মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে অতিস্বত্বর বিএসটিআইতে যোগাযোগপূর্বক সকল ডকুমেন্টস দেখানোর জন্য নির্দেশ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৮-০৪-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০৪.০৪.২০২৪ খ্রিঃ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুবহানা নওশীন, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর উত্তরা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দি স্কাই এ্যাপারেল, প্লট # ৪২, রোড # ০৭, সেক্টর # ৯, উত্তরা, ঢাকা এবং গ্রামীণমেলা, আলাউদ্দিন টাওয়ার, লেবেল # ২, প্লট # ৩২/সি, সেক্টর # ০৩, উত্তরা, ঢাকা প্রতিষ্ঠানদুটিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত কালার ফাস্টনেস রেটিং অব টেক্সটাইল পণ্য বিক্রয় ও বিতরণ করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আগামী ৭ কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার নির্দেশ প্রদান করেছেন। ০৪-০৪-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০৩.০৪.২০২৪ তারিখ এপিবিএন পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডেইলী সুপার শপ, ৩৮৬/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত স্কিন ক্রীম, সফট্ ড্রিংকস পাউডার, শ্যাম্পু ও অন্যান্য পণ্য বিক্রয়, বিতরণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক টাকা ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) মাত্র এবং ওজন ও পরিমাপ আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক টাকা ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) মাত্র সহ সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতায় জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৪-০৪-২০২৪
ঢাকা মহানগরীর ডেমরা থানায় ০২-০৪-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউনিটি এগ্রো এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ, শান্তিবাগ, বাদশা মিয়া রোড, পাড়াডগাইর, ডেমরা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি নিজস্ব জারের মাধ্যমে পানি সরবরাহের পাশাপাশি ডিলারের মাধ্যমে ঐসকল ডিলারের নোংরা, অস্বাস্থ্যকর, নন-ফুড গ্রেড জারে প্রতিষ্ঠানের নাম ব্যতীত পণ্য বাজারজাত করে আসছিলো। সম্প্রতি প্রতিষ্ঠানটির মালিকানা বদল হওয়ায় বিজ্ঞ আদালত নতুন মালিককে দ্রুততার সাথে সিএম লাইসেন্স নবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন। সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদন করবে না-মর্মে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন। প্রতিষ্ঠানটিতে পানি সরবরাহের জন্য রাখা বিভিন্ন ডিলারের প্রায় ৩০০ নন-ফুড গ্রেড জার বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক জব্দপূর্বক ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ সোহানুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৩-০৪-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০১.০৪.২০২৪ তারিখ এপিবিএন পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মামুনুর রশিদ, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তানজীম ড্রিংকিং ওয়াটার, ৩৪৬/এ, নয়াটোলা, মগবাজার, হাতিরঝিল, ঢাকা প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয়, বিতরণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক টাকা ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ০২-০৪-২০২৪
ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় ৩১-০৩-২০২৪ তারিখে এপিবিএন ১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩৯/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকায় অবস্থিত লিটা শরীফ ভবনের পঞ্চম তলায় একটি অবৈধ নকল কসমেটিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে অভিযান কালে নামিদামি ব্র্যান্ড যেমন জনসন বেবি শ্যাম্পু, ভ্যাসলিন স্ক্রিন লোশন, ডাব স্কিন লোশন, সানসিল্ক শ্যাম্পু, ডাভ শ্যাম্পু, হেড এন্ড সোলজার শ্যাম্পুসহ বিপুল পরিমাণ নকল পণ্য পাওয়া যায়। কোন ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই সকল পণ্য উৎপাদন করা হচ্ছিল। পুরাতন কৌটা ও নতুন নকল কৌটায় এ সকল পণ্য বাজারজাত করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে মালিকপক্ষ বা অন্য কোন কর্মচারী না থাকায় ভবন মালিকের প্রতিনিধির উপস্থিতিতে এ সকল পণ্য জব্দ করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০১-০৪-২০২৪
অদ্য ৩১.০৩.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ডিএমপির সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট), ডিএমআই এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর তেজগাঁও শি/এ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাহতাব এন্টারপ্রাইজ, ২৩৮, পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিতে পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত সরিষার তেল ও ঘি বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানটিকে সরিষার তেল ও ঘি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।এছাড়া নাখালপাড়া বাজারের বিভিন্ন স্টোর ও মুরগি বাজারে অভিযান পরিচালনাকালে ওজনযন্ত্র পরিমাপে সঠিকতা পাওয়া যায়। তাছাড়া জাকির জেনারেল স্টোরে খোলা লাচ্ছা সেমাই বিক্রয় করায় মালামাল জব্দ ও ধ্বংস করা হয়।জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ৩১-০৩-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৮.০৩.২০২৪ তারিখ ডিএমপির সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার, ২৮, উত্তর কাফরুল, ঢাকা ক্যান্টঃ, ঢাকা প্রতিষ্ঠানটিতে পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই ও ঘি বিক্রয় করার অপরাধে এবং বনলতা সুইটস এন্ড বেকারী, শপ # ২, ক্যান্টঃ বোর্ড মার্কেট, কচুক্ষেত, ঢাকা, প্রতিষ্ঠানটিতে পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাবান ও মাঠা বিক্রয় করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানদুটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক টাকা ২৫,০০০/- (পচিশ হাজার) মাত্র করে মোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। ৩১-০৩-২০২৪
ঢাকা মহানগরীর কোতয়ালী থানায় ২৭-০৩-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, ইসলামবাগ, কোতয়ালী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, প্রতিষ্ঠানটি নামীদামি ব্র্যান্ডের (ডাবর আমলা, নবরত্ন, বেলীফুল হেয়ার অয়েল, লতা হারবাল স্কিন ক্রিম) বোতল ও কৌটা তৈরি করছে। এসকল বোতল ও কৌটা অসাধু ব্যবসায়ীরা সংগ্রহ করে নকল ও নিম্নমানের পণ্য বাজারজাত করে থাকে। এসকল পণ্যের ক্রেতারা সাধারণত মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার করে এবং কুরিয়ারের মাধ্যমে পণ্য সংগ্রহ করে। একাধিক মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে মাদারীপুর, কেরাণীগঞ্জ, গাজীপুর থেকে তারা কথা বলছে বলে জানায়। বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটির তৈরিকৃত এসকল বোতল ও কৌটা জব্দপূর্বক ধ্বংস করার নির্দেশ প্রদান করেন। একইসাথে প্রতিষ্ঠানটিকে এধরণের পণ্য উৎপাদন না করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৮-০৩-২০২৪
১০ অদ্য ২৫.০৩.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ শহীদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব রায়হান হায়দার সম্রাট, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর উত্তরা থানাধীন এলাকায় ওয়াল্ড বেস্ট কালেকশন; হোল্ডিং # ০৬, রোড # ৩/বি, সেক্টর # ৯, উত্তরা, ঢাকা প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে কালার ফাস্টনেস রেটিং অব টেক্সটাইল পণ্যের বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরন ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৭-০৩-২০২৪
১১ অদ্য ২৪-০৩-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সুলতানা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ১৫৪/১২/ঝ, নামা শ্যামপুর, কদমতলী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এবং সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মশার কয়েল ও লিকুইড টয়লেট ক্লিনার পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৬০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত উক্ত পণ্য বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪০,০০০.০০ টাকাসহ সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরবর্তীতে, একই এলাকা অবস্থিত শিবা কনজুমার প্রোডাক্ট নামীয় প্রতিষ্ঠানকে সি এম লাইসেন্সের আবেদন করে লাইসেন্স প্রাপ্তির পূর্বেই মশার কয়েল পণ্য উৎপাদন করায় সতর্ক করা হয়। প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স প্রাপ্তির পূর্বে আর কোন পণ্য উৎপাদন করবে না বলে অঙ্গীকার প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব রায়হান হায়দার সম্রাট, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-০৩-২০২৪
১২ অদ্য ২৪.০৩.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুবহানা নওশীন, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ; হোল্ডিং # ৩৫, ব্লক # বি, জহুর চান্দা, আশুলিয়া, সাভার, ঢাকা প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে এডিবল জেল (লিচি, ম্যাংগো) ও আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস পণ্যের বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত মোড়কের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে উৎপাদন, বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫/২৭ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৪-০৩-২০২৪
১৩ অদ্য ২১.০৩.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে এপিবিএন পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সোহানুর রহমান, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর তেজগাঁও শি/এ থানাধীন এলাকায় স্বাধীন বাংলা ফিলিং এন্ড সার্ভিসিং স্টেশন; ৭২/এ, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, মহাখালী, ঢাকা এবং সি.এম. সার্ভিসিং স্টেশন; ৭২, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, মহাখালী, ঢাকা প্রতিষ্ঠানদুটিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৪-০৩-২০২৪
১৪ অদ্য ২১-০৩-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। শুরুতেই মিরপুর সনি সিনেমা হল সংলগ্ন স্যাম এসোয়িটেস লিঃ নামীয় ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফিলিং স্টেশনটির সকল ইউনিটের পরিমাপ সঠিক পাওয়া যায়। সঠিক পরিমাপের তেল সরবরাহ করায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ দেওয়া হয়। পরবর্তীতে, হযরত শাহ আলী সিটি কর্পোরেশন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে মুদি দোকান, মাছের দোকান, মাংসের দোকান, তিনটি দইয়ের দোকানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয় এবং ওজনযন্ত্র ভেরিফিকেশন করা হয়। অভিযানকালে দোকানগুলোতে মূল্য তালিকা না থাকায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নেতৃবৃন্দসহ ব্যবসায়ীদের সতর্ক করেন এবং মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনটি দইয়ের দোকানকে সিএম লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। সিটি কর্পোরেশন মার্কেটে অভিযান শেষে বিজ্ঞ আদালত মিরপুর-১ নং এর ফলপট্টিতে অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, বেশিরভাগ খেজুর বিক্রেতাই নানান রকমের খেজুর বিক্রি করলেও এসকল খেজুরের নাম ও মূল্য তালিকা নেই। আদালত এসকল দোকানের ওজনযন্ত্র ভেরিফিকেশন করেন এবং মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রদান করেন। সবশেষে মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে অবস্থিত স্বর্ণের দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওজনযন্ত্র ভেরিফিকেশনসহ মেট্রিক পদ্ধতির ওজন বাস্তবায়ন হচ্ছে কিনা তা যাচাই করা হয়। রতি, ভরির পরিবর্তে গ্রামে স্বর্ণ বিক্রয় হলেও বিক্রয় রশিদ এ সঠিকভাবে ভ্যাট উল্লেখ না করায় নিউ সানন্দা জুয়েলার্স, রাসমিকা জুয়েলার্স সহ বেশকয়েকটি দোকানকে সতর্ক করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৪-০৩-২০২৪
১৫ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২০.০৩.২০২৪ তারিখ ডিএমপির সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম) এর অংশগ্রহণে ঢাকা জেলার ধামরাই উপজেলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স রহমান ব্রিকস এন্ড ব্লকস, ভালুম, কালামপুর, ধামরাই, ঢাকা, মেসার্স মিয়াজ উদ্দিন ব্রিকস, বাটুলিয়া , ধামরাই, ঢাকা এবং মেসার্স তুহিন ব্রিকস, বাসনা, ধামরাই, ঢাকা প্রতিষ্ঠানগুলোতে ক্লে ব্রিকস পণ্য বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে বিক্রয় করার অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন, ২০১৮ এর ২১ এর ২৯ ধারা মোতাবেক টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র করে সর্বমোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। ২১-০৩-২০২৪
১৬ ঢাকা মহানগরীর হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২০-০৩-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। হাতিরঝিল থানায় মোবাইল কোর্ট পরিচালনাকালে তাসনিম ড্রিংকিং ওয়াটার, ৩৫৭/১২, এবি, নয়াটোলা, মধুবাগ, ঝিলপাড়, হাতিরঝিল, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিকে বিজ্ঞ আদালত লাইসেন্সের শর্ত মোতাবেক পণ্য উৎপাদন ও বিতরণের নির্দেশনা প্রদান করেন। একইসাথে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে, তেজগাঁও শিল্প অঞ্চল থানাধীন তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত আইডিয়াল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফিলিং স্টেশনটিতে পরিমাপে প্রতি ১০ লিটারে ২টি করে অকটেন ও ডিজেল ডিসপেনসিং ইউনিটে ২০-৩০ মি.লি কম পাওয়া যায়। নির্ধারিত টলারেন্সের মধ্যে থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। একইসাথে সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব এস এম মাহফুজার রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২১-০৩-২০২৪
১৭ ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় ১৯-০৩-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে রূপসা ফুড প্রোডাক্টস, খিলগাঁও, ঢাকা ও জাওয়াদ ফুড প্রোডাক্টস, ৩০৪, মেরাদিয়া, খিলগাঁ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি মুড়ি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ করলেও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য বাজারজাত করছে। দ্রুততার সাথে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশনা প্রদান করেন। একই এলাকার জয়নব লাইভ বেকারি নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত সরাসরি শোরুমেই পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন ও বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় বিজ্ঞ আদালত অতিসত্বর সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে সিপাহিবাগী এলাকার কাচাবাজারের মৎস, মাংস, সবজি ও ফলের দোকানগুলোতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাজারের ওজনযন্ত্র ভেরিফিকেশন করার জন্য পরামর্শ দেওয়া হয়। মাছের দোকানে ব্যবহৃত রঙিন লাইট অপসারণ করা হয় এবং এ ধরণের লাইট পরবর্তীতে ব্যবহার করা হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। বাজার কমিটির নেতৃবৃন্দকে ওজনযন্ত্রের ভেরিফিকেশন না করা হলে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২০-০৩-২০২৪
১৮ ঢাকা তেজগাঁও ও তেজগাঁও শিল্প এলাকা থানায় ১৮-০৩-২০২৪ তারিখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আস সামস মিষ্টান্ন ভাণ্ডার, ২৭৩/সি, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন ও বিক্রি বিতরণ করতে দেখা যায়। আইন অমান্য করে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকাসহ সর্বমোট ৩০,০০০.০০ টাকা জরিমানা করেন। একই সাথে কারখানার পরিবেশ উন্নয়নপূর্বক বিএসটিআই’র লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে, মোল্লা মসলা মিলস, নাবিস্কো সকালের বাজার, নাখালপাড়া, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র পণ্য মোড়কজাতকরণ সনদ নিবন্ধন ব্যতীত মরিচের গুড়া, হলুদের গুড়া, ধনিয়ার গুড়া পণ্য বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৬,০০০.০০ (ছয় হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব রায়হান হায়দার সম্রাট, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এপিবিএন-১১ এর একটি দল ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন। ১৯-০৩-২০২৪
১৯ ঢাকা মহানগরীর তেজগাঁও থানায় ১৫-০৩-২০২৪ তারিখে তেজগাঁও থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১টি প্রতিষ্ঠানকে ১২,০০০.০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের বিস্তারিত বিবরণ নিম্নরূপ: প্রাইম সুইটস অ্যান্ড বেকারি লিমিটেড, ১০৭, আওলাদ হোসেন মার্কেট, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, প্রতিষ্ঠানটি বিএসটিআই’র মানসনদ এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পাউরুটি, বিস্কুট, কেক, ফার্মেন্টেড মিল্ক ও ঘি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। প্রতিষ্ঠানটি তাদের সিএম লাইসেন্স আছে বলে ভ্রাম্যমান আদালতকে মিথ্যে তথ্য প্রদান করে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ১২,০০০.০০ টাকা জরিমানা আদায় করেন। কলমীলতা কাঁচাবাজার, তেজকুনি পাড়া, তেজগাঁও, ঢাকার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাজারের ফলের দোকান, সবজির বাজার ও মাছ এবং মাংসের বাজারের ওজনযন্ত্র ভেরিফিকেশন করা হয়। দোকান গুলোতে প্রতিদিনের মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। মাছের দোকানের রঙিন লাইট খুলে দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রিগ্যান বৈদ্য, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৯-০৩-২০২৪
২০ তারিখ: ১৪-০৩-২০২৪ খ্রিঃ রোজ বৃহস্পতিবার বিএসটিআই’র অভিযান, ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা অদ্য ১৪-০৩-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিক্রমপুর ফুড প্রোডাক্টস, ৪৪১, নয়াগাঁও, কামরাঙ্গরিচর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে মুড়ি পণ্য উৎপাদন ও বিক্রি বিতরণ করছে। আইন অমান্য করে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২০,০০০.০০ টাকাসহ সর্বমোট ১,২০,০০০.০০ টাকা জরিমানা করেন। একই সাথে কারখানার পরিবেশ উন্নয়নপূর্বক বিএসটিআই’র লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ডিএমপি পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন। ১৫-০৩-২০২৪

সর্বমোট তথ্য: ৯৫৬



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon