Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৬.০৯.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর শেরে বাংলানগর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স হাসান ফিলিং এন্ড সার্ভিসিং ষ্টেশন; ২৩৮/এ, বেগম রোকেয়া স্মরণী, পশ্চিম কাফরুল, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ১টি অকটেন ও ১টি পেট্রোল ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটার তেল পরিমাপে ৮০ মিলি ও ৫০ মিলি কম পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ২টি ডিসপেনসিং ইউনিট সীলগালা করা হয়। ০৬-১০-২০২৪
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ২৫.০৯.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মা-বাবার দোয়া প্লাস্টিক, ৪৬/১, পূর্ব ইসলামবাগ, চকবাজার, ঢাকা-কে বিএসটিআ’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে হেয়ার অয়েল পণ্য তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় প্রতিষ্ঠানের অবৈধ মালামাল জব্দসহ কারখানাটি সীলগালা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও কৌশিক দাস দূর্জয় পরিক্ষক (মেট, ভৌত),অংশগ্রহণ করেন ০৬-১০-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৩.০৯.২০২৪ তারিখ এপিবিএন পুলিশ এর সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আহসান হাবীব খান, পরীক্ষক (মেট, ভৌত) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর গুলশান থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স স্বপ্ন সুপার শপ; শপ # , লেবেল # ৪, নাভানা টাওয়ার, গুলশান আ/এ, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানীকৃত শ্যাম্পু পণ্য বিক্রয় ও বিতরন করায় সতর্ক করা হয় এবং হেড এন্ড সোল্ডার ব্র্যান্ডের শ্যাম্পু জব্দ করা হয়। এছাড়া পার্ল ওয়েসিস জুয়েলার্স এবং পার্ল প্যারাডাইস প্রাঃ লিঃ, নাভানা টাওয়ার, গুলশান ১, ঢাকা প্রতিষ্ঠানসমূহে অভিযানকালে বিএসটিআইয়ের ওজন ও পরিমাপ যন্ত্র পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৪-০৯-২০২৪
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ২২.০৯.২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর শাহাবাগ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাংলামটর এলাকার সকল সিরামিক টাইলস ব্যবসায়ী ও সিরামিক টাইলস ব্যবসায়ীদের সেক্রেটারী জনাব ইউসুফ হাওলাদার এর নেতৃত্বে বিএসটিআই’র সাময়িক ও চূড়ান্ত ছাড়পত্রের বিষয়ে আলোচনা করেন। এখন থেকে সকল সিরামিক টাইলস ব্যবসায়ীরা তাদের সকল সদস্যদের বিএসটিআই’র নিয়ম-কানুন মেনে ব্যবসা করবে বলে প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় তার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে বিএসটিআই’র আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিংঅফিসার হিসেবে জনাব মো: সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মো: শহিদুল ইসলাম, পরিদশক (মেট), ডিএমআই অংশগ্রহণ করেন। ২২-০৯-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ১৯-০৯-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের শুরুতে মদিনা মিষ্টান্ন ভান্ডার, ৯২, লালবাগ রোড, লালবাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত ফার্মেন্টেড মিল্ক ও সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত সুইটমিট পণ্য বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। পরবর্তীতে একই এলাকায় মিনিসো বাংলাদেশ নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ছাড়পত্র গ্রহণ ব্যতীত প্রাইমারি ব্যাটারিজ, ওয়েট ওয়াইপস, বলপয়েন্ট পেনস ও ম্যানুয়াল টুথব্রাশ পণ্য বিক্রয় বিতরণ করছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ রাশেদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৯-০৯-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৮.০৯.২০২৪ তারিখ এপিবিএন পুলিশ এর সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মশিউর রহমান, পরীক্ষক (মেট, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স স্বপ্ন সুপার শপ; প্লট # ৩এ, রোড # ৪, ধানমন্ডি আ/এ, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানীকৃত চকলেট, শ্যাম্পু, ফ্রুট জুস পণ্য বিক্রয় ও বিতরন করায় এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত নেসলে কফি ও বিভিন্ন মসলা পণ্য বিক্রয় ও বাজারজাত করায় সতর্ক করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৯-০৯-২০২৪
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ১৭.০৯.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিলিভাস সাইন, ৩৫৩/এ, রোড-২০, খিলগাঁও, ঢাকা-কে বিএসটিআ’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্য তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা মোতাবেক ১০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আফরিনা আক্তার আনিকা, পরিদর্শক (মেট),অংশগ্রহণ করেন। ১৮-০৯-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৫.০৯.২০২৪ তারিখ এপিবিএন পুলিশ এর সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রাজু আহমেদ, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর তেজগাঁও শি/এ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স আরএফএল বেস্ট বায়; ৭৯, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও শি/এ, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র ছাড়পত্র গ্রহণ ব্যতীত গ্লাস টেবিল ওয়্যার ও সিরামিক টেবিল ওয়্যার পণ্য বিক্রয় ও বিতরন করায় এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই ও বিভিন্ন বিস্কুট পণ্য বিক্রয় ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। এছাড়া মেসার্স সততা এন্ড কোম্পানি; ৮২, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও শি/এ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ৪টি ডিসপেনসিং ইউনিটে তেল পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৭-০৯-২০২৪
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ১২.০৯.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর চকবাজার ও নিউমার্কেট এলাকায় বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের বিএসটিআই’র সিএম সনদ গ্রহন করে ব্যবসা পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়াও কিউ জি সামদানী এন্ড কোং,২১ নীলক্ষেত রোড, নিউ মার্কেট, ঢাকা এর অকটেন, পেট্রোল ও ডিজেল পাম্পের ৪ টি ইউনিটের পরিমান যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মো: পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুমন কুমার পাল, পরিদর্শক (মেট), অংশগ্রহণ করেন। ১৫-০৯-২০২৪
১০ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ০৯.০৯.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বন্ধু লাইফ বেকারী, ৬৮১, গাবতলা, বড়মগবাজার, ঢাকা-কে বিএসটিআ’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা মোতাবেক ১০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: তালিকুল ইসলাম সুমন ফিল্ড অফিসার (সিএম) ও মো: মামুনুর রহমান, পরিদর্শক (মেট),অংশগ্রহণ করেন। ১০-০৯-২০২৪
১১ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৬.০৭.২০২৪ তারিখ ডিএমপি পুলিশ এর সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ শহীদুল ইসলাম, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স আমিন অটো মার্ট, ফেয়ার মোটো ও নূরজাহান অটো; ২/৩৬, সেকশন # ৬, সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০, ঢাকা প্রতিষ্ঠানগুলোতে বিএসটিআইয়ের বাধ্যতামূলক মানসনদের আওতাভুক্ত পণ্য প্রোটেকটিভ হেলমেট লাইসেন্স/ছাড়পত্রবিহীন ভাবে বিক্রয় করতে দেখা যায়। এছাড়া উক্ত প্রতিষ্ঠানসমুহের হেলমেট পণ্যের গায়ে/লেবেলে বিএসটিআই’র মানচিহ্ন এবং আমদানিকারকের নাম ঠিকানা পাওয়া যায় নি। সেই সাথে কোনো বৈধ ছাড়পত্র/লাইসেন্স পাওয়া যায় নি। এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে ৩টি প্রতিষ্ঠানের মোট ২৯ টি মানহীন হেলমেট জব্দ করা হয়। প্রতিষ্ঠানসমূহকে লাইসেন্স/ছাড়পত্রবিহীন হেলমেট পণ্য বিক্রি করতে নিষেধ করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়া মেসার্স সেল কর্পোরেশন; রোড # ৩, ব্লক # এইচ, মিরপুর-২, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত আঠা ও উডএডহেসিভ পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১) এর ৪১ ধারায় টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৮-০৭-২০২৪
১২ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ১৫-০৭-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ১। পেনেরা বেকারি এন্ড সুইটস, প্লট# ই-১, ইস্টার্ণ হাউজিং, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র অনুমোদন ব্যতীত ফার্মেন্টেড মিল্ক ও চানাচুর পণ্য বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। ২। ফ্রেশ এন্ড হট লাইভ বেকারি, ডি-১/২, মেইন রোড দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব তাসনীম দোহা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-০৭-২০২৪
১৩ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ১৪-০৭-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রঙের ছোঁয়া ইন্টারন্যাশনাল, ১/২, ঢাকা হাউজিং, রোড# ১, উত্তর আদাবর, মোহাম্মদপুর, ঢাকা নামীয় অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিভিন্ন ব্র্যান্ডের ওটস, চকলেট, কফি, সয়া সস, টয়লেট সোপ ইত্যাদি পণ্য বিক্রয়-বিতরণ করছে। আমদানিকৃত পণ্যের মধ্যে কয়েকটি ভেরিয়েন্টের ছাড়পত্র থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটিতে ছাড়পত্র ব্যতীত আমদানিকৃত পণ্য বিক্রয় বিতরণ করায় বিজ্ঞ আদালত কর্তৃক বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা ধার্যপূর্বক করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সোহানুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৪-০৭-২০২৪
১৪ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৪.০৭.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মামুনুর রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর শাহজাহানপুর ও মতিঝিল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স ওয়েল ফুড বেকারি এন্ড সুইটস; ইউনাইটেড কমপ্লেক্স, হালিম ম্যানশন, ৮৭৩, আউটার সার্কুলার রোড, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে পাউরুটি, কেক, বিস্কুট, আইসক্রিম, লাচ্ছা সেমাই ইত্যাদি পণ্যের লাইসেন্স সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টার, ১-৩, মতিঝিল বা/এ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ৫টি ডিসপেনসিং ইউনিটে তেল পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৪-০৭-২০২৪
১৫ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১১.০৭.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশ এর সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস, এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স আগোরা লিমিটেড; প্লট # এম ৬, ৭, রোড # ৮, দক্ষিণ বনশ্রী, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র ছাড়পত্র গ্রহণ ব্যতীত স্কিন ক্রীম (Lotus), শ্যাম্পু (Dr.C Tuna) পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় টাকা ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) মাত্র এবং বিএসটিআই'র পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ফেইস ওয়াস (স্কিন ক্যাফে), বিস্কুট (অলটাইম), সলিউবল কফি পাউডার (নেসক্যাফে) পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৪(১) এর ৪১ ধারায় টাকা ১৫,০০০/- (পনের হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৪-০৭-২০২৪
১৬ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ১১-০৭-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর শাহজাহানপুর (খিলগাঁও) এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার, ৬১৮, উত্তর শাহজাহানপুর, শাহজাহানপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত সুইটমিট পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত কর্তৃক বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুমন কুমার পাল, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৪-০৭-২০২৪
১৭ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০৯.০৭.২০২৪ তারিখ এপিবিএন ১১ সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস.এম মাহফুজার রহমান, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুসলিম সুইটস এন্ড বেকারী; ৭৯৩, পশ্চিম কাজীপাড়া, ওসমানী টাওয়ার, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত মিষ্টি ও চাটনি পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৪(১) ধারার ৪১ ধারায় টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র এবং ফুলকলি সুইটস; ৬৭৫/১, পশ্চিম কাজীপাড়া, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বেকারি ও ফার্মেন্টেড মিল্ক পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৪(১) ধারার ৪১ ধারায় টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া পুষ্টি ফুড এন্ড বেকারী; ক/৪, কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স, কাজীপাড়া, মিরপুর, ঢাকা এবং ভাগ্যকুল বিক্রমপুর সুইটস এন্ড বেকারী; ৬৯৭, কাজীপাড়া, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানদুটিতে বেকারী ও দই পণ্যের বিএসটিআইয়ের লাইসেন্স হালনাগাদ পাওয়ায় প্রতিষ্ঠানদুটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ১০-০৭-২০২৪
১৮ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ০৯-০৭-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা ও ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাছরাঙ্গা সরিষা অয়েল মিলস, নয়ামাটি, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত সরিষার তেল পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করতে দেখা যায়। একইসাথে প্রতিষ্ঠানটি পণ্যের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতকে মিথ্যে তথ্য প্রদান করে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত কর্তৃক বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র জরিমানা ধার্যপূর্বক করা হয়। পরবর্তীতে, ঢাকা জেলার কদমতলী থানাধীন আইটিএস সিএনজি ফিলিং স্টেশন, মুন্সিখোলা, শ্যামপুর নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফিলিং স্টেশনটির সকল ডিসপেনসিং ইউনিটের পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব তাসনীম দোহা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১০-০৭-২০২৪
১৯ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ০৮-০৭-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্মার্ট সিটি, দোকান নং- ১-২ (২য় তলা), ক্যাপিটাল সিরাজ টাওয়ার, বেইলী রোড, নাটক সরণি, রমনা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি পোশাক বিক্রয়-বিতরণ করতে দেখা যায়। অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত কর্তৃক বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়। পরবর্তীতে, শান্তিনগর এলাকায় অবস্থিত আমানা বিগবাজার নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির ওজন যন্ত্র ও আমদানিকৃত পণ্যের ছাড়পত্র যাচাই করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৯-০৭-২০২৪
২০ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০৮.০৭.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মামুনুর রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মক্কা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী; খোলামোড়া, আটি, কেরানীগঞ্জ, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ও বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করে বেকারি পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/২৭ ধারায় টাকা ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) মাত্র, আল মক্কা সুইটমিট এন্ড দধি, খোলামোড়া, আটি, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত দই ও মিষ্টি পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৪(১) ধারার ৪১ ধারায় টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র এবং আল মদিনা অভিজাত মিষ্টি বিপণী, খোলামোড়া, আটি, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত দই ও মিষ্টি পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৪(১) ধারার ৪১ ধারায় টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ৬০,০০০/- (ষাট হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। ০৯-০৭-২০২৪

সর্বমোট তথ্য: ১০৩০