ভলিউম মেজারমেন্ট ল্যাবরেটরি
টেকনিক্যাল বিষয়ে যোগাযোগ:
১. রুবিনা আখতার, পরিদর্শক
ল্যাবরেসপনসিবিলিটি: ডেপুটি হেড, ভলিউম মেজারমেন্ট ল্যাবরেটরি, এনএমএল-বিএসটিআই
ফোন : +৮৮০১৭১৭০২৩২২২
ই-মেইল : rubinadu@gmail.com
২. সৈয়দা কিমিয়া আলম দিবা, পরীক্ষক
ল্যাব রেসপনসিবিলিটি: মেট্রোলজিস্ট, ভলিউম মেজারমেন্ট ল্যাবরেটরি, এনএমএল-বিএসটিআই
ফোন: +৮৮০১৬৭৫৪১১৬৩৬
ই-মেইল: kimia15nml.bsti@gmail.com
কোন বস্তু যে স্থান বা জায়গা দখল করে তাকে তার আয়তন বা ভলিউম বলে। আয়তনের একক লিটার (L)|
ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি (এনএমএল-বিএসটিআই) এগ্রাভিমেট্রিক মেথড ব্যবহার করে আয়তন নির্ণয় করা হয়। ক্যালিব্রেশনের সময় সহায়ক পদার্থ হিসেবে ডিসটিলড ওয়াটার ব্যবহার করা হয়।
ভলিউম ল্যাবরেটরি হতে ভলিউমেট্রিক ফ্লাস্ক, পিপেট, ব্যুরেট, মেজারিং সিলিন্ডার, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, পিকনোমিটার এবং মাইক্রোপিপেট ক্ষেত্রগুলোর জন্য ক্যালিব্রেশন সেবা প্রদান করা হয়।