Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০২০

মেট্রোলজী উইং এর দায়িত্ব ও কর্তব্য

১।   দেশের সকল স্তরে ওজন ও পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি বাস্তবায়ন করা ।

২।   ওজন ও পরিমাপের মান সমূহকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে রক্ষণাবেক্ষণ করা।

৩।   শিল্প কারখানা ও বাণিজ্যিক ক্ষেত্রে ওজন ও পরিমাপ যন্ত্রপাতি ভেরিফিকেশন ও ক্যালিব্রেশন করা।

৪।   দেশে সকল মোড়কজাত পণ্যের ক্ষেত্রে পণ্য মোড়কজাতকরণ বিধিমালা বাস্তবায়ন করা।

৫।   আমদানিকৃত ও রপ্তানিকৃত মেট্রিক ওজন ও পরিমাপক যন্ত্রপাতিসমূহের নিবন্ধন সনদ প্রদান করা।

৬।   এলপিজি বটলিং, এলপিজি ফিলিং স্টেশন ও প্লান্ট সংক্রান্ত কার্যক্রম পরিচালনার নিবন্ধন সনদ প্রদান করা।

৭।   মেট্রিক ওজন ও পরিমাপক যন্ত্রপাতিসমূহের উৎপাদনকারী, মেরামতকারী ও সরবরাহকারী সনদ প্রদান করা।

৮।   ওজন ও পরিমাপক যন্ত্রপাতিসমূহের সঠিকতা বজায় ও ভোক্তা স্বার্থ নিশ্চিতকরণে নিয়মিত ভ্রাম্যমান আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করা।

 

বিএসটিআইতে ওজন, দৈর্ঘ্য, আয়তন, তাপমাত্রা, সময় এবং চাপ এর ক্ষেত্রে রেফারেন্স স্ট্যান্ডার্ড সংরক্ষিত আছে। ঔষধ শিল্প কারখানাসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে যে সমস্ত ওজন ও যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সেগুলো বিএসটিআই’র আঞ্চলিক ক্যালিব্রেশন ল্যাবরেটরিতে ক্যালিব্রেশন করা হয়। ক্যালিব্রেশন কাজে ব্যবহৃত ওয়ার্কিং স্ট্যান্ডার্ড সমূহ রেফারেন্স স্ট্যান্ডার্ড এর মাধ্যমে ন্যাশনাল মেট্রোলজী ল্যাবরেটরিতে ক্যালিব্রে্শন করা হয়ে থাকে।