Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ August ২০২০

ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

 

এ বিভাগের প্রধান একজন উপপরিচালক। পরিচালক মহোদয়ের তত্ত্বাবধানে উপপরিচালক, সহকারি পরিচালক, উর্ধ্বতন পরীক্ষক, পরীক্ষক, ল্যাব সহকারী, ল্যাব বাহক -এর মাধ্যমে এ বিভাগের কার্যক্রম পরিচালিত হয়।

 

কার্যক্রম

নিম্নবর্নিত ল্যাবরেটরীর মাধ্যমে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশন এর কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকেঃ

            ক) ইলেকট্রিক্যাল এন্ড ক্যাবল টেস্টিং ল্যাবরেটরী;

            খ) ফ্যান টেস্টিং ল্যাবরেটরী;

            গ) ইলেকট্রো-মেকানিক্যাল এন্ড ষ্ট্যাটিক ওয়াট আওয়ার মিটার টেস্টিং ল্যাবরেটরী;

            ঘ) লাইটিং প্রডাক্ট টেস্টিং ল্যাবরেটরী;

            ঙ) এলএএস ব্যাটারী টেস্টিং ল্যাবরেটরী।

 

পদার্থ পরীক্ষণ উইং এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নিম্নে বর্নিত পণ্যসমূহ পরীক্ষা করা হয়ে থাকেঃ

পিভিসি ইনসুলেটেড ক্যাবল, ফ্ল্যাক্সিবল কর্ড, পাওয়ার ক্যাবল, এনামেলড রাউন্ড কপার উইন্ডিং ওয়্যার, এলমুনিয়াম কন্ডাক্টর, ইলেকট্রিক্যাল এক্সেসরিজ (সুইচ, সকেট, পস্নাগ, সিলিং রোজ ইত্যাদি), মেইন সুইচ, ইউপিএস, আইপিএস, ভোল্টেজ স্ট্যাবিলাইজার, ট্রান্সফরমার, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, প্যাডেসটাল ফ্যান, কেবিন ফ্যান, ডেক হেড ফ্যান, একজস্ট ফ্যান, রেলওয়ে ফ্যান, ইলেকট্রনিক ফ্যান রেগুলেটর, ইলেকট্রো-মেকানিক্যাল মিটার, ষ্ট্যাটিক ওয়াট আওয়ার মিটার, টিউবুলার ফ্লুরুসেন্ট ল্যাম্প, কমপ্যাক্ট ফ্লুরুসেন্ট ল্যাম্প, ইনক্যানডিসেন্ট ল্যাম্প, ইলেকট্রনিক্স ব্যালাষ্ট, ম্যাগনেটিক ব্যালাষ্ট, এলএএস ব্যাটারী, ড্রাইসেল ব্যাটারী, ওয়াচ ব্যাটারী, এলটি এন্ড এইচটি ক্যাবল, পোরসিলিন ইনসুলেটর, ইলেকট্রিক লাইন ম্যাটেরিয়ালস (ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন), সার্কিট ব্রেকার, মিটার বক্স, ইলেকট্রিক আয়রন ইত্যাদি।

 

ক) ইলেকট্রিক্যাল এবং ক্যাবল টেস্টিং ল্যাবরেটরী

প্রধান যন্ত্রপাতি:

মিলি-ওহম মিটার, অসিলসকপ, ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র, ইমপিডেন্স মিটার, অটো-ট্রান্সফরমার, হট ওয়াটার বথ, অটোমেটিক ভোল্টেজ স্ট্যাবিলাইজার, ফ্ল্যামেবিলিটি টেষ্ট চেম্বার ফর ক্যাবল ও টাম্বলার সুইচ এনডুরেন্স টেষ্টিং মেশিন, হাই ভোল্টেজ টেস্টিং মেশিন।

পণ্যসমূহ:

পিভিসি ইনসুলেটেড ক্যাবল, ফ্ল্যাক্সিবল কড, পাওয়ার ক্যাবল, এনামেল রাউন্ড কপার ওয়ান্ডিং ওয়ার, এলুমিনিয়াম কন্ডাক্টর, ইলেকট্রিক্যাল এক্সেসরিজ( সুইচ, সকেট, প্লাগ, সিলিং রোজ ইত্যাদি), মেইন সুইচ, ইউপিএস, আইপিএস, ভোল্টেজ ষ্ট্যাভিলাইজার, ট্রান্সফরমার, ট্রান্সফরমার অয়েল ইত্যাদি।

পরীক্ষণ সুবিধা:

কন্ডাক্টর রেজিটেন্স, এনিলিং টেস্ট, ডাইমেনসন, টেনসাইল স্ট্র্যান্থ, ইলংগেশন এট ব্রেক অব ইনসুলেশন এন্ড সিথ, ইনসুলেশন রেজিটেন্স, হাই ভোল্টেজ( ৫০ কেভি পযন্ত), ফ্ল্যামেবিলিটি টেষ্ট, ম্যানড্রিল ওয়ান্ডিং টেস্ট, ডাই-ইলেকট্রিক স্ট্র্যান্থ অব ট্রান্সফরমার অয়েল, নো-লোড লস এবং ফুল লোড লস অফ ট্রান্সফরমার, তাপমাত্রা বৃদ্ধি( অয়েল এবং ওয়ান্ডিং অফ ট্রান্সফরমার), আউটপুট ভোল্টেজ ভেরিএশন, ডাইমেনসন, ওজন(ইউপিএস, আইপিএস, ভিএস), ম্যাকিং এন্ড ব্রেকিং

 

খ) ফ্যান টেস্টিং ল্যাবরেটরী

প্রধান যন্ত্রপাতি:

ওয়াট মিটার, এনিমোমিটার, ভ্যান টাইপ এনিমোমিটার, স্টপ ওয়াচ, ডিজিটাল ফটো টেকোমিটার, ডিজিটাল ক্লাম্প মিটার, ভোল্ট মিটার, ভোল্টেজ স্ট্যাবিলাইজার, অটো ট্রান্সফরমার, পাওয়ার ফ্যাক্টর মিটার

পণ্যঃ

সিলিং ফ্যান, টেবিল ফ্যান, প্যাডাস্টাল ফ্যান, কেবিন ফ্যান, ডেক হেড ফ্যান, এগজস্ট ফ্যান, রেলওয়ে ক্যারিজ ফ্যান, ইলেকট্রনিক ফ্যান রেগুলেটর।

পরীক্ষণ সুবিধাঃ

ওয়াট, পাওয়ার ফ্যাক্টর, তাপমাত্রা বৃদ্ধি, লিকেজ কারেন্ট, স্পিড(আরপিএম), ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যিল স্ট্র্যান্থ, এয়ার ডেলিভারি ইত্যাদি।

 

গ) ইলেক্ট্রো-ম্যাকানিক্যাল এন্ড স্ট্যাটিক ওয়াট আওয়ার মিটার টেস্টিং ল্যাবরেটরী

প্রধান যন্ত্রপাতি:

কম্পিউটারাইজড অটোমেটিক ডিজিটাল সিঙ্গেল ফেজ এসি  এনার্জি মিটার টেস্ট বেঞ্চ, ডিজিটাল ইনসুলেশন রেজিসটেন্স টেস্টার ইত্যাদি।

পণ্যসমূহ:

ইলেকট্রো-ম্যাকানিক্যাল মিটার ফর একটিভ এনার্জি এবং স্ট্যাটিক ওয়াট আওয়ার মিটার

পরীক্ষণ সুবিধা:

পারসেন্টেজ ইরর লিমিট টেস্ট(এট ভেরিয়াস লোড), স্টার্টিং কারেন্ট টেস্ট, ইনসুলেশন রেজিটেন্স, হাই ভোল্টেজ, ক্রিপিং টেস্ট, রেন্জ অফ এডজাসমেন্ট টেস্ট, পাওয়ার লস টেস্ট ইত্যাদি।

 

ঘ) লাইটিং প্রডাক্ট টেস্টিং ল্যাবরেটরী

প্রধান যন্ত্রপাতিঃ

ডিজিটাল সিসি এবং সিভি পাওয়ার সাপ্লাই স্পেক্টোফটো কলরিমিটার, ইন্টেলিজেন্ট পিউর সাইন ওয়েভ পাওয়ার সাপ্লাই, এডজাসটেভল রেফারেন্স ব্যালাস্ট, ১.৫ মিটার ইন্টিগ্রেটিং স্পোয়ার, উইথস্ট্যান্ড ভোল্টেজ টেস্টার, ল্যাম্প কমপ্লিট এনালাইসিস সিস্টেম, টরশন টেস্ট ফর টিউব লাইট।

পণ্যসমূহঃ

টিউবুলার ফ্লোরেসেন্ট ল্যাম্প, কমপ্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প, ইনক্যানডেসেন ল্যাম্প, ইলেকট্রনিক ব্যালাস্ট ও ম্যাগনেটিক ব্যালাস্ট।

পরীক্ষার সুবিধাসমূহঃ

ডাইমেনসন, টরশন, ওয়াটেজ, ইনসুলেশন রেজিট্যান্স, লুমেন, কো-রিলেট কালার টেম্পারেচার, টোটল হারমনিক ডিসটরশন(টিএইচডি), পাওয়ার ফ্যাক্টর, কালার টলারেন্স, কালার রেন্ডারিং ইনডেক্বস, এসটিসিএম, ম্যাগনেটিক স্ক্রিনিং টেস্ট, সাপলাই কারেন্ট,ওপেন সার্কিট ভেল্টেজ, প্রি-হিটিং কারেন্ট, রানিং কারেন্ট, কমপ্লিট এনালাইসিস অফ ইলেকট্রনিক এবং ইলেকট্রো-ম্যাকানিক্যাল ব্যালাস্ট।   

 

ঙ) এলএএস ব্যাটারী টেস্টিং ল্যাবরেটরী

প্রধান যন্ত্রপাতিঃ

ডিজিটাল সিসি এবং সিভি পাওয়ার সাপ্লাই স্পেক্টোফটো কলরিমিটার, ইন্টেলিজেন্ট পিউর সাইন ওয়েভ পাওয়ার সাপ্লাই, এডজাসটেভল রেফারেন্স ব্যালাস্ট, ১.৫ মিটার ইন্টিগ্রেটিং স্পোয়ার, উইথস্ট্যান্ড ভোল্টেজ টেস্টার, ল্যাম্প কমপ্লিট এনালাইসিস সিস্টেম, টরশন টেস্ট ফর টিউব লাইট।

পণ্যসমূহঃ

টিউবুলার ফ্লোরেসেন্ট ল্যাম্প, কমপ্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প, ইনক্যানডেসেন ল্যাম্প, ইলেকট্রনিক ব্যালাস্ট ও ম্যাগনেটিক ব্যালাস্ট।

পরীক্ষার সুবিধাসমূহঃ

ডাইমেনসন, টরশন, ওয়াটেজ, ইনসুলেশন রেজিট্যান্স, লুমেন, কো-রিলেট কালার টেম্পারেচার, টোটল হারমনিক ডিসটরশন(টিএইচডি), পাওয়ার ফ্যাক্টর, কালার টলারেন্স, কালার রেন্ডারিং ইনডেক্বস, এসটিসিএম, ম্যাগনেটিক স্ক্রিনিং টেস্ট, সাপলাই কারেন্ট,ওপেন সার্কিট ভেল্টেজ, প্রি-হিটিং কারেন্ট, রানিং কারেন্ট, কমপ্লিট এনালাইসিস অফ ইলেকট্রনিক এবং ইলেকট্রো-ম্যাকানিক্যাল ব্যালাস্ট।   

 

নিম্নলিখিত বৈদ্যুতিক পণ্যসমূহও পরীক্ষা করা হয়ঃ

 

এলএএস ব্যাটারী, ড্রাইসেল ব্যাটারী, ওয়াচ ব্যাটারী, এলটি এবং এইচটি ক্যাবল, পোরসিলিন ইনসুলেটর, ইলেকট্রিক লাইন মেটেরিয়াল (ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন), সার্কিট ব্রেকার, মিটার বক্স, ইলেট্রিক আয়রন ইত্যাদি।

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon