Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০২৩

আমদানিকৃত পণ্যের ছাড়পত্র প্রদান

সেবার নাম

আমদানিকৃত পণ্যের ছাড়পত্র প্রদান

অনলাইন আবেদনের জন্য ক্লিক হেয়ার

 

সেবা প্রদান পদ্ধতি

১. আবেদনপত্র গ্রহণের পর যাচাই পূর্বক গোডাউন/সংশ্লিষ্ট বন্দরের ওয়্যার হাউজ পরিদর্শন;

২.  যৌথ স্বাক্ষরে নমুনা সীলকরণ ও নমুনা জমাদানপত্র ইস্যুকরণ;

৩. সীলকৃত নমুনা ল্যাবরেটরীতে জমাকরণ;

৪. ল্যাবরেটরীতে নমুনা  পরীক্ষা ও রিপোর্টিং;

৫. রিপোর্ট সার্বিক মূল্যায়ন ও চূড়ান্ত অনুমোদন  গ্রহণ;

৬. বিল ইস্যুকরণ;

৭. আবেদনকারী কর্তৃক দাবীকৃত ফি জমাদান;

৮. ছাড়পত্র ইস্যুকরণ।

 

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

 

নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে:

(ক) হালনাগাদ ট্রেড লাইসেন্স;

(খ) এলসি;

(গ) ইনভয়েস;

(ঘ) বিল অব লেডিং (বিএল);

(ঙ) আইআরসি;

(চ) তেজস্ক্রিয়তা পরীক্ষার সনদ

(গুড়া দুধ/খাদ্য পণ্যের ক্ষেত্রে);

(ছ) টিন (TIN) সনদের সত্যায়িত ফটোকপি।

(বি. দ্র. পণ্যভেদে প্রয়োজনীয় কাগজপত্রের ভিন্নতা থাকতে পারে।)

 

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

পণ্যের আমদানি মূল্যের উপর

ফি’ প্রযোজ্য।

 

পরিশোধ পদ্ধতি : বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ডিডি,

পে-অর্ডার ও নগদ অর্থে পরিশোধযোগ্য।

 

সেবা প্রদানের সময়সীমা

৫-২২ কার্যদিবস

 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

প্রধান, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বিএসটিআই, ঢাকা-১২০৮।

ফোন : +৮৮-০২ ৮৮৭০২৯৮

onestop@bsti.gov.bd