Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০২০

তাপমাত্রা পরিমাপ ল্যাবরেটরি

 

টেকনিক্যাল বিষয়ে যোগাযোগঃ

 

১.  মোহাম্মদ শফিকুল আলম, সহকারী পরিচালক

    ল্যাবে দায়িত্বঃ ডেপুটি হেড এন্ড মেট্রোলজিস্ট, টেম্পারেচার ল্যাব, এনএমএল-বিএসটিআই

    ফোনঃ +৮৮০১৭১৫২৪৯৩৪৫

    ই-মেইলঃ  shafibsti@gmail.com

 

২.  মোঃ মাছুদুল হক, উর্ধ্বতন পরীক্ষক

     ল্যাবে দায়িত্বঃ মেট্রোলজিস্ট, টেম্পারেচার ল্যাব, এনএমএল-বিএসটিআই

     ফোনঃ +৮৮০১৭১৭৪৫২২৪৪

     ই-মেইলঃ masudapee@gmail.com

 

কারিগরী সুযোগ সুবিধার মাধ্যমে সঠিক তাপমাত্রা পরিমাপ নিশ্চিত করা এনএমএল-বিএসটিআই টেম্পারেচার ল্যাবের দায়িত্ব। এনএমএল-বিএসটিআই এর টেম্পারেচার ল্যাবরেটরী আন্তর্জাতিক টেম্পারেচার স্কেল ১৯৯০, আইটিএস-৯০ অনুসরণ করে। 

তাপগতীয় তাপমাত্রার একক (কেলভিন)

তাপগতীয় তাপমাত্রার একক কেলভিন বলতে বুঝায়, পানির ত্রৈধবিন্দুর তাপগতীয় তাপমাত্রার ১/২৭৩.১৬ ভাগ।

পানির ত্রৈধবিন্দুর তাপগতীয় তাপমাত্রা ২৭৩.১৬ কেলভিন।

গাণিতিকভাবে Ttpw = ২৭৩.১৬ কেলভিন ।

 

টেম্পারেচার ল্যাবরেটরি (এনএমএল-বিএসটিআই)

  • ওয়াটার ট্রিপল পয়েন্ট সেল, প্লাটিনাম রেজিসট্যান্স থার্মোমিটার, স্ট্যার্ন্ডাডস থার্মোকাপল দ্বারা সজ্জিত।
  • ডিজিটাল থার্মোমিটার (-৫০ থেকে ২৫০ ক্কসেঃ), গ্লাস থার্মোমিটার (০ থেকে ২০০ ক্কসেঃ) ক্যালিব্রেশনে এ্যাক্রিডিটেশন প্রাপ্ত ।
  • ক্যালিব্রেশন সেবাসমূহ তুলনা করার জন্য এই ল্যাবটি হাই রেজুলিশন রেজিসট্যান্স ব্রিজ এবং ভোল্টমিটারে সজ্জিত।
  • তাপমাত্রার বিভিন্ন রেঞ্জ পরিমাপের জন্য বিভিন্ন তাপ উৎস যেমন, লিকুইড বাথ, ফার্নেস, ড্রাই ব্লক ক্যালিব্রেটর ইত্যাদি দিয়ে সজ্জিত
  • ন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে বৈধতা সমর্থন করার লক্ষ্যে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করা
  • দেশের বিভিন্ন ক্যালিব্রেশন ল্যাবরেটরীতে কারিগরী সহযোগীতা প্রদান করা।

 

টেম্পারেচার ল্যাবরেটরি নিম্নোক্ত ক্যালিব্রেশন সেবাসমূহ প্রদান করে থাকেঃ

  • প্লাটিনাম রেজিসট্যান্স থার্মোমিটারস (এসপিআরটি/পিআরটি)
  • থার্মোকাপল (নোবল অথবা বেস মেটাল)
  • হট প্লেটস
  • সারফেস প্রোবস
  • লিকুইড গ্লাস থার্মোমিটারস
  • ডিজিটাল থার্মোমিটারস
  • টেম্পারেচার ইন্সটলারস (ওভেন, ফার্নেস, অটোক্লেভ, ইনকিউবেটর ইত্যাদি)
  • রেডিয়েশন থার্মোমিটার