Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুন ২০২৫

বিএসটিআই কাউন্সিলের রূপরেখা

 

কাউন্সিল হচ্ছে বিএসটিআই’র সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ। মাননীয় শিল্প মন্ত্রী মহোদয়ের নের্তৃত্বে ৩৬ সদস্য নিয়ে কাউন্সিল গঠিত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ এর ৭ নং ধারায় বিএসটিআই’র কাউন্সিলের ক্ষমতা নিম্নরূপভাবে বর্ণনা করা হয়েছে-

 

(১) ইনস্টিটিউশনের পরিচালনা ও প্রশাসনের দায়িত্ব একটি পরিষদের উপর ন্যস্ত থাকিবে এবং ইনস্টিটিউশন যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে, পরিষদও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।

(২) পরিষদ উহার দায়িত্ব পালন ও কার্য সম্পাদনের ক্ষেত্রে এই আইন, বিধি, প্রবিধান ও সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা অনুসরণ করিবে। 

 

বিএসটিআই কাউন্সিলের রূপরেখা নিম্নরূপ:

 

ক্রমিক নং

নাম ও পদবী

কাউন্সিলে অবস্থান

১।

মাননীয় উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়

চেয়ারম্যান

২।

মাননীয় প্রতিমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়

১ম ভাইস চেয়ারম্যান

৩।

সচিব, শিল্প মন্ত্রণালয়

২য় ভাইস চেয়ারম্যান

৪।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশ

সদস্য

৫।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা

সদস্য

৬।  প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর   

৭।

 চীফ কন্ট্রোলার, আমদানি ও রপ্তানী

সদস্য

৮।

মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন

সদস্য

৯।

মহাপরিচালক, বাংলাদেশ বেতার

সদস্য

১০।

 মহাপরিচালক (গ্রেড-১), বিএসটিআই

সদস্য-সচিব

অংশ- ১

একজন করে  প্রতিনিধি (যুগ্ম-সচিবের নীচে নয়)

১।

যুগ্মসচিব (মান ‍নিয়ন্ত্রণ ও ব্যবসা সহায়তা) বিকল্প কর্মকর্তা: যুগ্মসচিব (আইসিটি, ইনোভেশন ও পলিসি রিসার্চ এন্ড গ্লোবাল ইস্যুজ ম্যানেজমেন্ট)  শিল্প মন্ত্রণালয়

সদস্য

২।

যুগ্ম সচিব (প্রশাসন), (৫৫১০০০৬৭, jsadmn@moa.gov.bd), কৃষি মন্ত্রণালয়

সদস্য

৩।

জনাব মোঃ ইমাম উদ্দীন কবীর, অতিরিক্ত সচিব (প্রশাসন), (০১৭১৫০২৪৪৫৬, ‍ addisec_admin@mofl.gov.bd), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় 

সদস্য

৪।

জনাব মুহাম্মদ রেহান উদ্দিন, যুগ্মসচিব (প্রশাসন-১ অধিশাখা), (০১৭১১৪৮৫৩৭৫, js.admn1@mincom.gov.bd)

সদস্য

৫।

জনাব কাউসার নাসরীন, যুগ্মসচিব অর্থ বিভাগ,  (০১৭১৫০১৬৪৮৫, nasriunee@yahoo.com),অর্থ মন্ত্রণালয়

সদস্য

৬।

জনাব মোঃ শাহ আলম, যুগ্মসচিব, (০১৯৩৬৭৬১৪৭৫, jsaudit@ptd.gov.bd), ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

সদস্য

৭।

যুগ্মসচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা) (সদস্য) যুগ্মসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা) (বিকল্প সদস্য), স্বাস্থ্য সেবা বিভাগ

সদস্য

৮।

জনাব এ জেড এম শারজিল হাসান যুগ্মসচিব (প্রশাসন-৩ অধিশাখা), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

সদস্য

৯।

ড. মোঃ জাকেরুল আবেদীন যুগ্মসচিব (ড্রাফটিং), (০১৭১১৯৭৪৭০৭, jakerul@lesislativediv.gov.bd), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

সদস্য

১০।

জনাব মুহাম্মদ জহুরুল ইসলাম, যুগ্মসচিব (প্রেস), (০১৯১২৪৩৩৫২০). তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

সদস্য

১১।

 ড. মোঃ আমিনুল ইসলাম, যুগ্মসচিব  (পাট অধিশাখা), (০১৭১৫৯৬৮৯৬৯, js_jute@moti.gov.bd), বস্ত্র ও পাট মন্ত্রণালয়

সদস্য

১২।

 জনাব মোঃ আতাউর রহমান খান, এনডিসি, অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ, ৯০১৭১৩৯৯২২৯২)

সদস্য

১৩।

 যুগ্মসচিব পরিকল্পনা অধিশাখা, (৫৫১০০৭৫৪০, planbr@mopa.gov.bd), জনপ্রশাসন মন্ত্রণালয়

সদস্য

অংশ- ২

১।

চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ), খাদ্য মন্ত্রণালয়

সদস্য

২।

মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, (ডিএসসিআরপি), বাণিজ্য মন্ত্রণালয়

সদস্য

৩।

প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)

সদস্য

৪।

প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজম (ডিসিসিআই)

সদস্য

৫।

প্রেসিডেন্ট, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিসিআই)

সদস্য

৬।

প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)

সদস্য

৭।

সাধারণ সম্পাদক, কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ (সিএবি)

সদস্য

৮।

সভাপতি, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাষ্ট্রিজ (বিসিআই)

সদস্য

৯।

সভাপতি, বাংলাদেশ সপ ঔনার্স এসোসিয়েশন (বাংলাদেশ দোকান মালিক সমিতি)

সদস্য

অংশ- ৩

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী

১।

চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)

সদস্য

২।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

সদস্য

৩।

বাংলাদেশ আণবিক শক্তি কমিশন (বিএইসি)

সদস্য

৪।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)

সদস্য

৫।

বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ (বিএআরসি)

সদস্য