বিভাগের প্রধান
উপ-পরিচালক (টেক্সাটাইল)
সহকারী পরিচালক/উর্ধ্বতন পরীক্ষক
পরীক্ষক
বিভাগীয় প্রধানের অধীনে কাজ করেন।
টেক্সটাইল টেষ্টিং ল্যাব এর কার্যক্রমঃ
বিএসটিআই টেকা্রটাইল ল্যাব এ বিভিন্ন ধরনের টেকা্রটাইল পণ্য যেমন- কাপড়, গার্মেন্টস ও গার্মেন্টস একো্রসরিজ, লুঙ্গী, শাড়ী, সুতা, ফাইবার, কম্বল, মশারী, রং, ইত্যাদির গুনগত মান আমত্মর্জাতিক মান অনুসারে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে স্বল্প সময়ে পরীক্ষাকরা হয়।
অ্যাক্রেডিটেশন স্ট্যাটাস অব টেক্সাটাইল টেষ্টিং ল্যাবঃ
টেকা্রটাইল টেষ্টিং ল্যাব এনএবিএল (ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেষ্টিং এন্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ), ভারত থেকে আইএসও ১৭০২৫ অনুসারে এ্যাক্রেডিটেশন প্রাপ্ত। বর্তমানে টেক্সটাইল ল্যাব এ ৬৬টি প্যারামিটারের টেষ্ট করার সুযোগ রয়েছে যার মধ্যে ৪৩টি প্যারামিটার এনএবিএল(ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেষ্টিং এন্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ), ভারত কর্তৃক অ্যাক্রেডিটেড। টেকা্রটাইল টেষ্টিং ল্যাবে দুইটি ভাগ রয়েছেঃ
ক) টেকা্রটাইল মেকানিক্যাল খ) টেকা্রটাইল কেমিক্যাল ।