Wellcome to National Portal
  • 2025-03-12-08-08-ad71f61ab00adad678b2513d5dcfa954
  • 2025-03-12-08-11-c55096468cb8a890950c5580340c2b0a
  • 2024-10-14-09-31-088a388c403017edb4d975113a77cda4
  • 2024-10-14-09-32-daccf842356d22c01bb5015c637562b4
  • 2024-10-14-09-33-3f83a82cb1e50024c40ea9b3994e3dc3
  • 2025-02-05-11-47-310722894d8c5ae4d1a440c2fd134d7f
  • 2025-03-12-08-25-6f4b4540c195ac0f28c36eca493c94c1
  • 2025-03-18-05-09-51a2cd8f541a048ecc04dd29112c989c
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২০

মেট্রোলজী উইং

 

মেট্রোলজি হলো ওজন ও পরিমাপ সম্পর্কিত বিজ্ঞান। পরিমাপ ও মেট্রোলজি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। বিজ্ঞান ও প্রযুক্তির যেকোন গবেষনা, ব্যবহার, পরীক্ষন ইত্যাদি সকল ক্ষেত্রে ওজন ও পরিমাপ সম্পর্কিত সকল বিষয় মেট্রোলজির অন্তর্ভূক্ত।

 

বাংলাদেশে মেট্রোলজি ‍উইং তিন ভাগে বিভক্ত হয়ে কাজ করছে। যথা- ১। লিগ্যাল মেট্রোলজি, ২। ইন্ডাস্ট্রিয়াল মেট্রোলজি ও ৩। সায়েন্টিফিক মেট্রোলজি।

 

লিগ্যাল মেট্রোলজি: লিগ্যাল মেট্রোলজি হলো মেট্রোলজির একটি অন্যতম বড় অংশ। লিগ্যাল মেট্রোলজি হলো ওজন ও পরিমাপের প্রয়োজনীয় আইনগত প্রয়োগ। দেশে ব্যবহৃত ওজন ও পরিমাপ যন্ত্রপাতি সরেজমিনে ভেরিফিকেশন করে স্টিকার ও সনদ প্রদান করা লিগ্যাল মেট্রোলজির গুরুত্বপূর্ণ কাজ।

 

ইন্ডাস্ট্রিয়াল মেট্রোলজি: দেশের বিভিন্ন কলকারখানায় উৎপাদিত পণ্যের গুনগত মান নিশ্চিতকরণের জন্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত ওজন ও পরিমাপ যন্ত্রপাতিসমূহের সঠিকতা ক্যালিব্রেশন ও ভেরিফিকেশনের মাধ্যমে বজায় রাখাই ইন্ডাস্ট্রিয়াল মেট্রোলজির কাজ।

 

সায়েন্টিফিক মেট্রোলজি: এর মাধ্যমে পরিমাপের একক প্রতিষ্ঠা করা, নতুন নতুন পরিমাপ পদ্ধতির বিকাশ সাধন করা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় পরিমাপ মানসমূহ উন্নয়ন/সংরক্ষন করা এবং সঠিক পরিমাপ/ট্রেসেবিলিটি বাংলাদেশের ওজন ও পরিমাপ সম্পর্কিত সম্প্রদায়ের মধ্যে প্রচার করা হয়। এ ধরণের মেট্রোলজিকে পরিমাপ বিজ্ঞানের সর্বোচ্চ পর্যায় হিসেবে গণ্য করা হয় যা পরিমাপের সর্বোত্তম ও সূক্ষতম পর্যায় অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকে।

 

মেট্রোলজি উইং এর সকল কার্যক্রম "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" অনুযায়ী পরিচালিত হয়।