Wellcome to National Portal
  • 2025-03-12-08-08-ad71f61ab00adad678b2513d5dcfa954
  • 2025-03-12-08-11-c55096468cb8a890950c5580340c2b0a
  • 2024-10-14-09-31-088a388c403017edb4d975113a77cda4
  • 2024-10-14-09-32-daccf842356d22c01bb5015c637562b4
  • 2024-10-14-09-33-3f83a82cb1e50024c40ea9b3994e3dc3
  • 2025-02-05-11-47-310722894d8c5ae4d1a440c2fd134d7f
  • 2025-03-12-08-25-6f4b4540c195ac0f28c36eca493c94c1
  • 2025-03-18-05-09-51a2cd8f541a048ecc04dd29112c989c
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুলাই ২০২০

টেক্সটাইল বিভাগের ল্যাবসমূহ

০১। ল্যাবের প্রতিষ্ঠাকাল ও পরিচিতিঃ

টেক্সটাইল টেষ্টিং ল্যাব এনএবিএল (ন্যাশনাল এ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেষ্টিং এন্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ), ভারত কর্তৃক ১৮ই মার্চ, ২০১১ তারিখে প্রথম এ্যাক্রেডিটেশন অর্থাৎ আন্তর্জাতিক গ্রহনযোগ্যতা অর্জন করে। পরবর্তীতে ৩১ ডিসেম্বর, ২০১৭ তারিখে টেক্সটাইল টেস্টিং ল্যাব বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) হতে ৪৩ টি প্যারামিটার পরীক্ষণ পদ্ধতির অনুকূলে এ্যাক্রেডিটেশন অর্জন করেছে। বর্তমানে টেক্সটাইল ল্যাব এ ৬৬টি প্যারামিটারের টেষ্ট করার সুযোগ রয়েছে যার মধ্যে ৪৩টি প্যারামিটার বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক এ্যাক্রেডিটেড।

টেক্সটাইল  টেষ্টিং ল্যাব নিম্নের দুইটি ল্যাবের সমন্বয়ে গঠিতঃ

ক)  টেক্সটাইল মেকানিক্যাল ল্যাব।

খ)  টেক্সটাইল কেমিক্যাল ল্যাব।

 

০২। ল্যাবটি যেভাবে পরিচালিত হচ্ছেঃ

উপপরিচালক (টেক্সটাইল) এর সরাসরি তত্ত্বাবধানে সহকারী পরিচালক/ ঊর্ধ্বতন পরীক্ষক, পরীক্ষক ও ল্যাব সহকারী  কাজ করেন।

 

০৩। জনবলঃ

উপপরিচালক (টেক্সটাইল) - ০১ জন,

সহকারী পরিচালক - ০২ জন,

ঊর্ধ্বতন পরীক্ষক - ০২ জন

ল্যাব সহকারী - ০১ জন।

 

০৪। ল্যাবটি থেকে যে যে সেবা দেয়া হয়ঃ

বিএসটিআই টেক্সটাইল টেষ্টিং ল্যাব এ বিভিন্ন ধরনের টেক্সটাইল  পণ্য যেমন- কাপড়, গার্মেন্টস ও গার্মেন্টস এক্সেসরিজ, লুঙ্গী, শাড়ী, সুতা, ফাইবার, কম্বল, মশারী, কাপড়ের রং ইত্যাদির গুনগত মান আন্তর্জাতিক মান অনুসারে অত্যাধুনিক ক্যালিব্রেটেড যন্ত্রপাতি ব্যবহার করে নির্ধারিত  সময়ে পরীক্ষা করা হয়।

 

০৫। বর্তমানে তোলা ল্যাবের কয়েকটি ছবিঃ

 

2020-07-26-22-59-01fb7aba358a518123e2b8fca818bfb6

(Washing Machine)

 

2020-07-26-23-00-84576d8da7fb264df2d26ce502d04583

(Launderometer)

 

2020-07-26-23-04-7f4d426296cd049c39f315f0788f41d3

(Universal Tensile Strength Machine)

 

2020-07-26-23-05-be5c1c65c2e17b659212170d136d75a7

(Abrasion Testing Machine)