টেকনিক্যাল বিষয়ে যোগাযোগঃ
১. প্রকৌঃ মোঃ জয়দুল ইসলাম, উপপরিচালক
ল্যাবের দায়িত্বঃ হেড, ফোর্স এবং প্রেসার ল্যাব, এনএমএল-বিএসটিআই
মোবাইলঃ +৮৮০ ১৭৮ ০০০ ৪০৫৫
ইমেইলঃ jaydul.nmlbsti@gmail.com
২. প্রকৌঃ মোঃ জাহিদ হাসান, পরিদর্শক
ল্যাবের দায়িত্বঃ ডেপুটি হেড, ফোর্স এবং প্রেসার ল্যাব, এনএমএল-বিএসটিআই
মোবাইলঃ +৮৮০ ১৭১ ৮২২ ৯৮২০
ইমেইলঃ zahid.bsti@gmail.com
কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে প্রেসার বা চাপ বলে। চাপের একক প্যাসকেল (Pa) বা N/m2 ।
পরিমাপের একটি সূক্ষ্ম বিষয় প্রেসার বা চাপ। সূক্ষ্ম ও সঠিক পরিমাপ মানসম্পন্ন পণ্য নিশ্চিত করে। এনএমএল-বিএসটিআই প্রেসার ল্যাবের মাধ্যমে ক্যালিব্রেশনকৃত প্রেসার যন্ত্রপাতি দ্বারা সূক্ষ্ম ও সঠিক মান নিশ্চিতকরনের মাধ্যমে পণ্য উৎপাদনের প্রক্রিয়া ঝুকিমুক্ত রাখা ও ব্যবস্থাপনার দক্ষতা বজায় রাখা সম্ভব। এনএমএল-বিএসটিআই প্রেসার ল্যাবের হাইড্রোলিক ও নিউমেটিক প্রেসার মাপার সক্ষমতা বাংলাদেশ এ্যাক্রিডিটেশন বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। ফলে প্রেসার ল্যাব কর্তৃক সরবরাহকৃত ক্যালিব্রেশন সম্পূর্ণ নির্ভরযোগ্য।
বর্তমানে এনএমএল-বিএসটিআই প্রেসার ল্যাব কর্তৃক NIM, Thailand এর মাধ্যমে প্রেসার এর এসআই ইউনিটের ট্রেসাবিলিটি বজায় রাখা হচ্ছে।
প্রেসার ল্যাবের নিউমেটিক ক্যালিব্রেশনের সীমা ১.৫ কিলোপ্যাসকেল থেকে ৪০ কিলোপ্যাসকেল এবং এক্সপানডেড আনসার্টেনটি ±০.১ কিলোপ্যাসকেল। এছাড়া হাইড্রোলিক ক্যালিব্রেশনের সীমা ০.১ মেগাপ্যাসকেল থেকে ১০০ মেগাপ্যাসকেল এবং এক্সপানডেড আনসার্টেনটি ±২ কিলোপ্যাসকেল। ক্যালিব্রেশন সেবার জন্য প্রেসার ল্যাবের ন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে উচ্চমান সম্পন্ন ডেড-ওয়েট টেস্টার/প্রেসার ব্যালেন্স এর পাশাপাশি প্রেসার কম্পারেটর ব্যবহার করা হয়।