নিরীক্ষা দলের অনুসন্ধান এবং সন্তোষজনক প্রতিবেদন/ ফলাফলের ভিত্তিতে কোন সংস্থাকে বিএসটিআই কর্তৃক ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান করা হয়। এ সার্টিফিকেটটি ০৩ (তিন) বছরের জন্য দেওয়া হয়। ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন সনদ প্রদানের ক্ষেত্রে বিএসটিআই কর্তৃক নিম্ন বর্ণিত ধাপগুলো অনুসরন করা হয়।
১) বিএসটিআই এর ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন উইং এর নির্ধারিত আবেমন ফরমে আবেদনপত্র এবং আবেদন ফি জমাদান।
২) প্রাপ্ত আবেদন পত্র যাচাই করন ও উপযুক্ত অডিট টীম গঠন।
৩) গ্রাহক অর্থাৎ শিল্প বা সেবা প্রতিষ্ঠানের আবেদনপত্রের সাথে দাখিলকৃত তথ্যাবলী এবং ডকুমেন্টেমন পর্য়ালোচনা
৪) স্টেজ-১ অডিট পরিচালনা
৫) স্টেজ-১ অডিট পরিচালনা
৬) সন্তোষজনকভাবে স্টেজ-২ অডিট পরিচালনা অডিট প্রাপ্ত ত্রুটিবিচ্যুতিগুলোর বিপরীতে গৃহীত সংশোধনমূলক কার্যক্রমসমূহ যাচাই করে সঠিক পাওয়া সাপেক্ষে প্রতিষ্ঠানের সার্বিক বিষয় ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কমিটিতে উপস্থাপন
৭) ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কমিটির অনুমোদন
৮) গ্রাহক কর্তৃক প্রয়োজনীয় ফি পরিশোধ
৯) সার্টিফিকেট প্রদান
১০) প্রতি বছরে অন্তত একবার সার্ভিল্যান্স অডিট এবং তিন বছর অন্তর রি-সার্টিফিকেশন (নবায়ন) অডিট পরিচালনা