Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০২২

'ই-ক্যাটালগ এন্ড বিডিএস সেল' প্রকল্প

 

বিএসটিআই‘e-Catalogue and Bangladesh Standards (BDS) Sale’ শীর্ষক প্রকল্প

 

 

সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে স্বল্পতম সময়ে বিএসটিআই’র স্টেকহোল্ডারগণ যাতে তাঁদের কাঙ্খিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস (বিডিএস) নির্বিঘ্নে পেতে পারেন সেলক্ষ্যে ‘একসেস টু ইনফরমেশন (এটুআই)’ প্রোগ্রামের আওতায় সার্ভিস ইনোভেশন ফান্ডের আর্থিক ও কারিগরি সহায়তায় বিএসটিআই কর্তৃক ‘e-Catalogue and Bangladesh Standards (BDS) Sale’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়। এটুআই’র সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় বিএসটিআইতে ‘e-Catalogue and Bangladesh Standards (BDS) Sale’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

 

বিএসটিআই’র প্রধান কার্যালয়ের মান উইং-এর ‘e-Catalogue and Bangladesh Standards (BDS) Sale’ শীর্ষক প্রকল্পটি গত ১৬-০৪-২০১৯ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত বিএসটিআই’র কাউন্সিল সভা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি বিএসটিআই’র ‘e-Catalogue and Bangladesh Standards (BDS) Sale’ শীর্ষক প্রকল্প উদ্বোধন করেন। ফলে, দেশের অভ্যন্তরে এবং বিদেশ হতে আগ্রহী স্টেকহোল্ডারগণ সহজেই ক্রেডিট কার্ড, ডেবিড কার্ডসহ দেশে প্রচলিত সকল মোবাইল ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে অত্যন্ত সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য পদ্ধতিতে যে কোন বাংলাদেশ মান (বিডিএস) www.bstibds.com হতে অনলাইনে নির্ধারিত মূল্য পরিশোধ স্বাপেক্ষে ক্রয় করতে পারছেন।

 

ফলে এই সেবা গ্রহণে একজন গ্রাহকের TCV হ্রাস পেয়েছে। এছাড়াও বিএসটিআই’র প্রণীত মানসমূহের ক্যাটালগ এই এ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনা খরচে ডাউনলোড করা সম্ভব হচ্ছে। বর্তমানে গ্রাহকগণ বিএসটিআই-তে না এসে বর্ণিত এপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে যেকোন স্থান হতে কম সময়ে বাংলাদেশ মান (বিডিএস) ক্রয় করতে সক্ষম হচ্ছেন। উল্লেখ্য, এই ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে সরকারি ছুটির দিনেও গ্রাহকগণ বিডিএস ক্রয় করতে পারেন।