Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ডিসেম্বর ২০২৩

সিএম লাইসেন্স প্রদান/নবায়ন

সেবার নাম

সিএম লাইসেন্স প্রদান/নবায়ন

অনলাইন আবেদনের জন্য ক্লিক হেয়ার

 

সেবা প্রদান পদ্ধতি

১. আবেদনপত্র গ্রহণের পর যাচাই করণ;

২. কারখানা পরিদর্শন,  নমুনা সীলকরণ ও নমুনা জমাদানপত্র ইস্যুকরণ;

৩. সীলকৃত নমুনা ল্যাবরেটরীতে জমাকরণ;

৪. পণ্য পরীক্ষণ ও রিপোর্টিং

৫. রিপোর্ট সার্বিক মূল্যায়ন ও চূড়ান্ত অনুমোদন গ্রহণ;

৬. বিল ইস্যুকরণ;

৭. আবেদনকারী কর্তৃক দাবীকৃত ফি জমাদান;

৮. সিএম  লাইসেন্স ইস্যুকরণ।

 

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

 

(ক) নতুন আবেদন-

 টাকা ১০০০.০০

নবায়ন- টাকা ৫০০.০০

(খ) মার্কিং ফি- ফল জাতীয় পণ্যের ক্ষেত্রে বাৎসরিক উৎপাদন মূল্যের (এক্স ফ্যাক্টরি প্রাইস) উপর টাকা ০.০৭ % হারে (বার্ষিক সর্বনিম্ন টাকা ১২৫০.০০ এবং বার্ষিক সর্বোচ্চ টাকা ১০,০০,০০০.০০)। অন্যান্য পণ্যের ক্ষেত্রে বাৎসরিক উৎপাদন মূল্য (এক্স ফ্যাক্টরি প্রাইস) এর উপর টাকা ০.১০ % হারে (বার্ষিক সর্বনিম্ন টাকা ১৮৭৫.০০ এবং বার্ষিক সর্বোচ্চ টাকা ১৫,০০,০০০.০০)

(গ) লাইসেন্স ফি (বাৎসরিক)- টাকা ২০০.০০

 

আইটেম ভিত্তিক ফি

 

পরিশোধ পদ্ধতিঃ

বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ডিডি,

পে-অর্ডার ও নগদ অর্থে পরিশোধযোগ্য। 

 

আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে:

(ক) হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি;

(খ) শিল্প নকশা/ট্রেড মার্ক রেজিষ্ট্রেশন এর সত্যায়িত ফটোকপি/শিল্প নকশা সংক্রান্ত কাগজপত্রাদি;

(গ) ভ্যাট (VAT)/টিন (TIN) সনদের সত্যায়িত ফটোকপি।

(ঘ) হালনাগাদ প্রিমিসেস লাইসেন্সের সত্যায়িত ফটোকপি (খাদ্য পণ্যের ক্ষেত্রে)

(ঙ) পণ্যের ব্যবহৃত মোড়ক/লেবেলে সকল তথ্য বাংলা ভাষায় প্রদানসহ নিম্নবর্ণিত তথ্যাদি উল্লেখ থাকতে হবেঃ

(১) পণ্যের নাম ও ব্রান্ড;

(২) গ্রেড/টাইপ/সাইজ/ভোল্টেজ

(প্রযোজ্য ক্ষেত্রে);

(৩) ওজন/পরিমাণ/পরিমাপ;

(৪) কোড/ব্যাচ নম্বর;

(৫) পণ্যের উপাদানসমূহ;

(৬) উৎপাদন/মোড়কজাতকরণ এর তারিখ;

(৭) মেয়াদ উর্ত্তীর্ণের তারিখ;

(৮) মূল উৎপাদনকারী/মোড়কজাতকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

(৯) সর্বোচ্চ খুচরা মূল্য;

(১০) সংশ্লিষ্ট বিডিএস নম্বরসহ গুণগত মান চিহ্ন (Standard Mark)।

(বি. দ্র. পণ্যভেদে প্রয়োজনীয় কাগজপত্রের ভিন্নতা থাকতে পারে)।

 

সেবা প্রদানের সময়সীমা

সর্বনিম্ন ১৯ কার্যদিবস

সর্বোচ্চ- ৪২ কার্যদিবস

 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

প্রধান, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বিএসটিআই, ঢাকা-১২০৮।

ফোন : +৮৮-০২ ৮৮৭০২৯৮

onestop@bsti.gov.bd