Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর আর্কাইভ

ক্রমিক শিরোনাম আর্কাইভ তারিখ
২১ অদ্য ১০-০৪-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হলুদ, মরিচ, জিরা ও ধনিয়ার গুঁড়া, মধু, মুড়ি, ঘি, সরিষার তেল পণ্যের অনুকূলে সিএম সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ন্যাচারাল ফুডস, দোকান নং-১০৯, মিজান টাওয়ার, কল্যাণপুর, ঢাকা-কে ৭০,০০০/- টাকা জরিমানা ও কৃষিবিদ বাজার লি:, ৮০১, রোকেয়া স্মরনী, কাজীপাড়া, মিরপুর, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন ও মোঃ আলাউদ্দিন হুসাইন, উপ-পরিচালক (সিএম) ও তালাত মাহমুদ, সহকারী পরিচালক (সিএম) সার্বিক সহায়তা করেন এবং মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), মোঃ ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ শরিফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) সহযোগীতা করেন। ১৮-০৪-২০২২
২২ অদ্য ০৭-০৪-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ময়দা ও ভূষি পণ্যের অনুকূলে সিএম সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে কে আলী ফ্লাওয়ার মিল, চকবাজার, ঢাকা-কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন ও কে এম হানিফ, সহকারী পরিচালক (সিএম) উক্ত সার্বিক সহায়তা করেন এবং রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) সহযোগীতা করেন। ১৬-০৪-২০২২
২৩ অদ্য ০৭/০৪/২০২২ তারিখে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিভিন্ন পণ্য ফ্রুট ড্রিংকস, চাটনি, সফটড্রিংকস পাউডার, আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংকস, আইসললি, চকোলেট, এডিবল জেল, ভার্মিসিলি এর ছাড়পত্র/অনুমোদন ব্যতীত বিক্রয়-বিতরণের অপরাধে শাপলা ফুডস লিঃ, প্লট- এ ১১০-১১১, বিসিক শিল্প নগরী, টঙ্গী, গাজীপুর, ঢাকা-কে টাকা ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও ঢাকা মহানগরীর উত্তরা, আবদুল্লাহপুরে অবস্থিত ফলের দোকানসমূহে অভিযানকালে ফলে ফরমালিনের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন ১৬-০৪-২০২২
২৪ অদ্য ০৩/০৪/২০২২ তারিখে ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য চকলেট, ফ্রুট জুস, ইনস্ট্যান্ট নুডুলস, মধু, কফি এবং বেবি শ্যাম্পু এর ছাড়পত্র/অনুমোদন ব্যতীত বিক্রয়-বিতরণের অপরাধে ইউনিমার্ট, ৮/এ, বাড়ি-৮০, ধানমন্ডি, ঢাকা প্রতিষ্ঠানকে টাকা ১,০০,০০০.০০ (এক লক্ষ) মাত্র জরিমানা মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম), সিএম উইং, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১০-০৪-২০২২
২৫ অদ্য ২৩.০১.২০২২ খ্রিঃ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা গুলশান থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে সসলিস, ৩০, জাহিদ প্লাজা, গুলশান-২, ঢাকা-কে ৭০,০০০/- টাকা জরিমানা ও লাভা বেকারী, প্লট-১০, দোকান-২৩, মেট্রোপলিটন শপিং প্লাজা,গুলশান-২, ঢাকা-কে ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ৩০-০১-২০২২
২৬ অদ্য ০৫.০১.২০২২ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় রমনা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে লেদার ফুটওয়্যার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে স্টেপ সুলাস্ট এন্ড এক্সেসরিজ কোং লিঃ, ১০০/১, সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা-কে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১২-০১-২০২২
২৭ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ১৮.১০.২০২১ তারিখে আশুলিয়া থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ইনো, টেস্টি সেলাইন ও খাওয়ার সেলাইন পণ্য বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করে বিক্রয়, বিতরণ, সরবরাহ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় আল-ফাতিহা প্রোডাক্টস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আশুলিয়া, সাভার, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা ও অবৈধ মালামাল জব্দ করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৫-১০-২০২১
২৮ অদ্য ০৭.১০.২০২১ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বাড্ডা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ১। বাধ্যতামূলক হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় সেলিম স্টোর, ডি-১৯, দক্ষিণ বাড্ডা, ঢাকা ও ভাই ভাই ফ্লাওয়ার মিল, ডি-১৭, দক্ষিণ বাড্ডা, ঢাকা -কে ২৫,০০০/- টাকা করে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৪-১০-২০২১
২৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরার নেতৃত্ব ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ২৬.০৯.২১ তারিখে মহানগরীর কেরানীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় বিএসটিআই এর উদ্যোগে বিএসটিআই আইন'২০১৮ অনুসারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকায় নামবিহীন একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পলাতক থাকায় বাড়ির মালিক ও ব্যবসায়িক সহযোগীকে বাধ্যতামূলক শ্যাম্পু পণ্যের দেশি-বিদেশি স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের (ডাভ, ক্লিয়ার, প্যারাসুট, প্যান্টিন, হেড অ্যান্ড শোল্ডার, সানসিল্ক, ক্লিনিক প্লাস+, ল'রিয়েল, ইত্যাদি) মোড়কে মানহীন রাসায়নিক দ্রব্যাদি ব্যবহারপূর্বক আমদানিকারক পি এন্ড জি'র নাম ও মানচিহ্নযুক্ত করে উৎপাদন/বিক্রয়, বিতরণ করার অপরাধে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা অনাদায়ে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় হয়েছে। এছাড়া, কারখানায় প্রাপ্ত আনুমানিক ৫,৩০০ (পাঁচ হাজার তিনশত) পিস শ্যাম্পুর বোতল জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে সিএম উইং এর ফিল্ড অফিসার জনাব আফসানা হোসেন দায়িত্ব পালন করেন। ০৪-১০-২০২১
৩০ বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার এর নেতৃত্বে ০৯.০৯.২০২১ খ্রিঃ তারিখে সাভার থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে তাহসান ফুড এন্ড বেভারেজ, আমিনবাজার, সাভার, ঢাকা ও হাজী আমিন সুইটস, আমিনবাজার, সাভার, ঢাকা -প্রতিষ্ঠানসমূহকে শিশু খাদ্য আইস ললি, আইস পপ, ফুট ড্রিংক্স, মিল্ক ক্যান্ডি, চিপস, বিস্কুট, পাউরুটি, ফারমেন্টেড মিল্ক, চানাচুর অবৈধভাবে তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ হাসান আলী, অপূর্ব সরকার ১(এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করেন এবং মোঃ আবু সাইদ কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা প্রদান করেছেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে সিকান্দার মাহমুদ (সিএম) উপস্থিত ছিলেন। ১৮-০৯-২০২১
৩১ অদ্য ১৭.০৮.২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে লালবাগ থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে মানিকের তেলের কারখানা, ৬০/১১, পূর্ব ইসলামবাগ, পোস্তা, লালবাগ, ঢাকা-কে ম্যারিকো বাংলাদেশ লিঃ এর প্যারাসুট ব্রান্ডের নারিকেল তেল নকল করে অবৈধভাবে তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানের মালিক মোঃ মানিক-কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও কর্মচারী মোঃ লিটন-কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এছাড়াও কারখানার অবৈধ মালামাল জব্দ করে ধ্বংশ করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ২৬-০৮-২০২১
৩২ বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মোহাম্মাদপুর থানা এলাকায় ১৬.০৮.২০২১ খ্রিঃ তারিখে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ ফার্মা ও অনুরাগ ফার্মা, ২২/১ বাবর রোড, কলেজ গেট, মোহাম্মাদপুর, ঢাকা প্রতিষ্ঠানদ্বয়-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত হ্যান্ড স্যানিটাইজার পণ্য বিক্রয়, বিতরণ, বাজারজাত করায় বিজ্ঞ আদালত প্রত্যেক-কে ২৫,০০০.০০ টাকা করে মোট ৫০,০০০/- জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ২৪-০৮-২০২১
৩৩ বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মহানগরীর কোতয়ালী থানা এলাকায় ২৪.০৬.২০২১ খ্রিঃ তারিখে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে (১) অমূল্য বিস্টান্ন ভান্ডার, ৬৫, শাখারী বাজার, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ফার্মান্টেড মিল্ক (দই) পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ২৫,০০০.০০ টাকা জরিমানা ও (২) মহাবীর সুইটস, ৬৭/১, শাখারী বাজার, ঢাকা-কে একই অপরাধে ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৪-০৭-২০২১
৩৪ অদ্য ২৩-০৬-২০২১ খ্রিষ্টাব্দ তারিখে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ১টি পেট্রোল পাম্পের ক্যাশিয়ারকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর গাবতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করা হয়। আজ বুধবার ঢাকা মহানগরীর গাবতলী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স মোহনা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৮০০ মিলিলিটার তেল কম প্রদান করায় প্রতিষ্ঠানটির ক্যাশিয়ার মোঃ আয়ুব খান’কে এক মাসের কারাদণ্ড প্রদান করে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই অভিযানে মেসার্স সোনার বাংলা ফিলিং স্টেশন, মেসার্স তালুকদার ফিলিং স্টেশন ও মেসার্স সোহরাব ফিলিং স্টেশন পরিদর্শনকালে সবগুলো ইউনিট পরিমাপে সঠিক পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ রাকিবুল আলম ও পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন। ৩০-০৬-২০২১
৩৫ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ৭টি প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মালিবাগ ও শাহজাহানপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বৃহষ্পতিবার ঢাকা মহানগরীর মালিবাগ এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাৎসরিক ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ওজনযন্ত্র ব্যবহার করায় মেসার্স তাহের গোস্ত বিতানকে ৫ হাজার টাকা, মেসার্স সাইফুল গোস্ত বিতানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বাজারজাত করায় মেসার্স ফুলকলি সুইটস লিমিটেড’কে ২০ হাজার টাকা, পুষ্টি ডেইরী ফার্ম সুইটস এন্ড বেকারী’কে ১০ হাজার টাকা এবং মেসার্স আল-এরাবিয়ান কেক এন্ড সুইটসকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজনযন্ত্রের বাৎসরিক সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মহানগরীর শাহজাহানপুর এলাকায় বাৎসরিক ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ওজনযন্ত্র ব্যবহার করায় মেসার্স খলিল গোশত বিতানকে ১০ হাজার টাকা এবং মেসার্স হালাল মিটকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ বিল্লাল হোসেন ও পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ২৪-০৬-২০২১
৩৬ অদ্য ৮-০৬-২০২১খ্রিঃ তারিখে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর সবুজবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ঢাকা জেলার সবুজবাগ এলাকায় অবস্থিত স্বপ্ন সুপার শপ-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক জনাব মোঃ শাহজাহান অংশগ্রহণ করেন। ১৪-০৬-২০২১
৩৭ অদ্য ০১-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মহানগরীর গুলশান-২ এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। দি গ্রোভ বিস্টো, লেভেল-২২, হামিদ টাওয়ার, গুলশান-২, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে স্পঞ্জ কেক (ফ্লেভার: Nuttela, Reduliut, Meayorie, Clrahte) উৎপাদন ও বিক্রয় করায় ৫০,০০০/- টাকা জরিমানা এবং ২। ইসলাম ফার্মা, ২২, বর সুপার মার্কেট, গুলশান-২, ঢাকা-কে আমদানীকৃত পণ্য স্কীন ক্রীম, শ্যাম্পু, চিপস, কফি পাউডার, বেবী স্কীন লোশন, ইনফ্যান্ট ফর্মুালা অবৈধভাবে বিক্রি করার অপরাধে ৩৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৮-০৬-২০২১
৩৮ আজ রবিবার বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর আদাবর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। ভোগ বাই প্রিন্স, ১৮/৩, ব্লক-এফ, টিক্কাপাড়া, আদাবর, ঢাকা ও ২। ভার্গো রিটেইল লিঃ, প্লট-৩২-৩৫, রিং রোড, আদাবর, ঢাকা প্রতিষ্ঠানদ্বয়কে কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের লাইসেন্স না নিয়ে পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত বিএসটিআই আইন-২০১৮ এর ৩১/৩১ ধারা মোতাবেক প্রত্যেক-কে ২৫,০০০.০০ টাকা করে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) উপস্থিত ছিলেন। ০৩-০৬-২০২১
৩৯ বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ফ্রুট ড্রিংকস, কার্বনেটেড বেভারেজসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে আশুলিয়ার গ্রুপ ফিফটি এগ্রো ফুডস এন্ড বেভারেজে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ মঙ্গলবার উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ পণ্য জব্দ করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড- প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটি বিএসটিআই’র লাইসেন্স গ্রহণে বাধ্যতামূলক পণ্যের তালিকাভুক্ত লিচি ফ্লেভার্ড ড্রিংকস, ম্যাংগো ফ্লেভার্ড ড্রিংকস, মুড়ি, সয়াবিন তেল, চিলি পাউডার, চকলেটসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। কিন্তু এসব পণ্যের উৎপাদন ও বাজারজাত করার জন্য বিএসটিআই থেকে কোন ধরণের মান সনদ গ্রহণ করা হয়নি। এমনকি মান সনদ গ্রহণের আবেদনও করা হয়নি। এ সময় এসব পণ্যের বিপুল পরিমাণ মোড়ক ও খালি বোতল জব্দ করা হয়। প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জরিমানা ও মামলা করা হয়। পাশাপাশি কারখানাটি সীলগালা করা হয়। ২৭-০৫-২০২১
৪০ অদ্য ০৬-০৫-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে মিনিসো, নাজমা টাওয়ার, খিলগাঁও, ঢাকা-কে আমদানীকৃত পণ্যের ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে শ্যাম্পু, লিপস্টিক, নেইল পলিশ, স্ক্রীন পাউডার, হ্যান্ড স্যানিটাইজার বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ৫০,০০০.০০ টাকা জরিমানা করেন এবং আকর্ষণ বেকারী, ১০৬, উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা কর্তৃক উৎপাদিত বিস্কুট ও কেক পণ্য বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে তৈরী বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ২৫,০০০.০০ টাকা জরিমানা করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। এছাড়াও, মেসার্স কাওছার মাংস বিতান ও মেসার্স জাহাঙ্গীর মৎস্য বিতান, গোরান বাজার, খিলগাঁও, ঢাকা এর ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রত্যেককে ১০০০/- টাকা করে সর্বমোট ২০০০/- টাকা জরিমানা করা হয় এবং তা আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হয়। উক্ত অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা ছিলেন জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই ও জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি), প্রধান কার্যালয়, ঢাকা। ১৭-০৫-২০২১

সর্বমোট তথ্য: ৭৪


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon