Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২০

আইসিটি সেল

 

আইসিটি সাপোর্ট মেইনটেন্যান্স কার্যক্রম:

ক) ওয়েবসাইট হালনাগাদকরণ;

খ) হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক ইন্সটলেশন আপডেটেশন মেইনটেন্যান্স ও ট্রাবলশুটিং;

গ) সিস্টেমের ব্যাকআপ নিশ্চিতকরণ;

ঘ) সিএম অটোমেশন।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত দাপ্তরিক কার্যক্রম:

ক) আইসিটি সংক্রান্ত প্রকিউরমেন্ট, স্পেসিফিকেশন প্রদান ও চেকিং;

খ) রিসিভিংকমিটি, ইনোভেশন কমিটি এর সদস্য-সচিব;

গ) ই-সার্ভিস এর আওতায় ই-মেইল, ই-ফাইল, ই-জিপি;

ঘ) বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ত্রৈমাসিক, অর্ধবার্ষিক অগ্রগতির প্রতিবেদন apams সফটওয়্যারে হালনাগাদ করে থাকে।

 

ভবিষ্যৎ কার্যক্রম:

ক) আইসিটি নীতিমালা-২০১৮ অনুযায়ী সরকারের তথ্য প্রযুক্তির নির্দেশনা বাস্তবায়ন;

খ) ডিজিটাল সার্ভিস রোডম্যাপ-২০২১ বাস্তবায়ন।

 

দুর্যোগকালীন কার্যক্রম:

আপদকালীনসময়ে (যেমন-করোনা মহামারীর এই সময়ে) নিরাপদে ঘরে বসে দাপ্তরিক কার্যক্রম সু্ষ্ঠুভাবে সম্পাদনের জন্য Skype, Zoom –ব্যবহার করে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শিল্প মন্ত্রণালয়সহ অন্যান্য সকল মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা এবং বিএসটিআই’র বিভাগীয় ও জেলা অফিস প্রধানগণের সঙ্গে দাপ্তরিক সভার আয়োজন করে থাকে।