Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
১৪১ ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাধীন এলাকায় ০৬.০৮.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য মশার কয়েল উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রিয়াংকা কনজ্যুমার কেয়ার, ৩৮৯০, দক্ষিণপাড়া, মাতুয়াইল, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্য উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা ০৭-০৮-২০২৩
১৪২ ঢাকা ধামরাই এলাকায় ০৬-০৮-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ধামরাই থানাধীন কালামপুরস্থ (১) লাকি ব্রিকস, (২) ঈগল ব্রিকস, (৩) সান ব্রিকস ও (৪) ইউএসএ ব্রিকস-কে ৫০,০০০.০০ টাকা করে মোট-২,০০,০০০.০০ টাকা জরিমানা ও (৫) কাজলী ব্রিকস-২ ও (৬) বাংলা ব্রিকস-কে ৬০,০০০.০০ টাকা করে মোট-১,২০,০০০.০০ টাকা জরিমানাসহ প্রত্যেক-কে বিএসটিআই’র সিএম সনদ গ্রহনের নির্দেশ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৭-০৮-২০২৩
১৪৩ ঢাকা মহানগরীর বনানী এলাকায় ০৩-০৮-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে যাত্রা বাংলাদেশ লিমিটেড, ৬০ কামাল আতার্তুক এভিনিউ, বনানী, ঢাকা-কে ৩০,০০০/- টাকা ও বিবা, ১৩৮, নিহারিকা কনকর্ড, কামাল আতার্তুক এভিনিউ, রোড-৪, ব্লক-সি, বনানী, ঢাকা-কে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও সুবহানা নওশিন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন ও মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) সহযোগীতা করেন। ০৬-০৮-২০২৩
১৪৪ ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ ও চকবাজার এলাকায় ০২-০৮-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সিনথেটিক ডিটারজেন্ট পাউডার ও সিনথেটিক কালার পেস্ট পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে জয়িতা কসমেটিকস এন্ড টয়লেট্রিজ, মধ্য চড়াইল, কেরানীগঞ্জ, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা ও কারখানা সীলগালা করা হয়। এছাড়াও অবৈধভাবে ভির্মিসিলি পণ্য তৈরি করায় ভুঁইয়া ফুড প্রোডাক্টস, চম্পাতলী লেন, চকবাজার, ঢাকা-কে এর কারখানা বন্ধ করে বাড়ীর মালিকের জিম্মায় প্রদান করা হয় এবং বিএসটিআই;র সিএম সনদ গ্রহণ ব্যতিত কারখানার কার্যক্রম স্থগীত রাখার নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার ও নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম ও আজমীর খান মজলিস, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ ইনজামামুল হক ও মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৩-০৮-২০২৩
১৪৫ ঢাকা জেলার বাড্ডা থানাধীন এলাকায় ০১.০৮.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতীত হেয়ার অয়েল, টয়লেট সোপ, শ্যাম্পু, সাবান ইত্যাদি পণ্যসমূহ বিক্রি এবং বাজারজাত করার অপরাধে জে.এস ট্রেডিং, ট-৩৮/১, মধ্যবাড্ডা, লিংক রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত সাবান, টুথপেস্ট, বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু ইত্যাদি পণ্যসমূহ বিক্রি এবং বাজারজাত করায় একই প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া অবৈধ পণ্যসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০২-০৮-২০২৩
১৪৬ ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় ০১-০৮-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ডিইউ মাট, দোকান -১৭৭, বুয়েট মার্কেট, চকবাজার, ঢাকা-কে ৩,০০০.০০ টাকা জরিমানা ও ১৫ দিনের মধ্যে সনদের জন্য আবেদন করা জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০২-০৮-২০২৩
১৪৭ ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় ৩১-০৭-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পন্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় ডগাইর ছোট মুরগী ফার্ম রোড, সারুলিয়া, ডেমরা, ঢাকাস্থ হযরত শাহজালাল বেকারী এন্ড কনফেকশনারী ও জননী বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরীদ্বয়-কে ১০,০০০/- টাকা করে মোট ২০,০০০/- টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ৫,০০০/- টাকা করে মোট ১০,০০০/- টাকা জরিমানা করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জান্নাতুল নাঈম, ফিল্ড অফিসার (সিএম) ও রোশনা আক্তার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০১-০৮-২০২৩
১৪৮ ঢাকা জেলার রমনা থানাধীন এলাকায় ৩০.০৭.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতীত অবৈধ হেলমেট পণ্যের বিক্রয় এবং বাজারজাত করায় ১. শরীফ মটর সাইকেল বিতান, ১৬/১৭, নিউ এস্কাটন রোড, ঢাকা-১০০০, ২. রাইসা অটো হাউস, ১২৮, নিউ এস্কাটন রোড, রমনা, ঢাকা প্রতিষ্ঠানটি দু'টির অবৈধভাবে মজুদকৃত হেলমেটসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়া একই এলাকার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ১৭/১, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রোশনা আক্তার, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, ঢাকা এবং জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩১-০৭-২০২৩
১৪৯ রোজ বুধবার ঢাকা মহনগর থানাধীন তেজগাঁও শি/এ এলাকায় ২৭.০৭.২০২৩ তারিখ ডিএমপি পুলিশের সহোযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে "সিকদার ফিলিং এন্ড সার্ভিস স্টেশন", ৭৪, শহীদ তাজউদ্দীন আহমেদ স্বরণী, তেজগাঁও শি/এ, ঢাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" অনুযায়ী, ডিসপেন্সিং ইউনিটের অকটেন ত্রুটিসীমার বাইরে থাকায়, প্রতিষ্ঠানটিকে ৮০,০০০.০০ (আশি হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র নেতৃত্বে ডিএমপি পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রিগান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোশাররফ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ৩০-০৭-২০২৩
১৫০ ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় ২৭.০৭.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য মশার কয়েল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে আহম্মেদ এন্টারপ্রাইজ, নগরকোন্ডা, সাভার, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্য উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ৮০,০০০/- (আশি হাজার) মাত্র ও প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজনযন্ত্রসমূহের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে টাকা ২০,০০০/- (বিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া একই থানাস্থ এলাকায় অবস্থিত এন.আর সিএনজি ফিলিং স্টেশন, বলিয়ারপুর, সাভার, ঢাকা ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা ও জনাব মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩০-০৭-২০২৩
১৫১ ঢাকা জেলার বাড্ডা থানাধীন এলাকায় ২৬.০৭.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য কেক, বিস্কুট, পাউরুটি উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে নিউ একতা বেকারী, ১২৪, আব্দুল্লাহবাগ, উত্তর বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র সর্বমোট টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) জরিমানা প্রদান করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান মেসার্স শাপলা বেকারী, আব্দুল্লাহবাগ, উত্তর বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটির পণ্যসমুহের (কেক, বিস্কুট এবং পাউরুটি) অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটির মালিক একটি স্ট্যাম্প প্যাডে আগামী ১৫ (পনের) দিন সময়ের মধ্যে বিএসটিআই অফিসে লাইসেন্স গ্রহণ করার বিষয়ে যোগাযোগ করবেন মর্মে অঙ্গীকারনামায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে স্বাক্ষর প্রদান করেন। এ অঙ্গীকারনামার কোনরুপ ব্যত্যয় ঘটলে বিএসটিআই কর্তৃপক্ষ যেকোন রুপ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে তার কোন আপত্তি থাকবে না বলে জানান। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা ও জনাব মোশাররফ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৭-০৭-২০২৩
১৫২ ঢাকা মহনগর থানাধীন আব্দুল্লাহপুর, উত্তরা এলাকায় ২৬.০৭.২০২৩ তারিখ রোজ বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে "খন্দকার সিএনজি এন্ড ফিলিং স্টেশন", ১১৪, ১১৬, ১১৭, আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" অনুযায়ী ০২ টি অকটেনের ডিসপেন্সিং ইউনিটের নজেলে প্রতি ১০ লিটারে ১০০ মি.লি. ও ৮০ মি.লি. এবং ০২ টি ডিজেলের ডিসপেন্সিং ইউনিটের নজেলে প্রতি ১০ লিটারে ৬০ মি. লি. ও ৬০ মি. লি. কম প্রদান করায়, প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া, একই এলাকায় অবস্থিত "মেসার্স তাসিন সিএনজি ফিলিং স্টেশন" এবং "আর এস আর বিজনেস লাইনার্স (ফিলিং স্টেশন) অকটেন ও ডিজেল" প্রতিষ্ঠান এর সবকটি ডিসপেন্সিং ইউনিটের জ্বালানী তেলের পরিমাপ ও কাগজপত্র সঠিক থাকায় প্রতিষ্ঠান দুইটিকে ধন্যবাদ জানানো হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৭-০৭-২০২৩
১৫৩ ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় ২৫-০৭-২০২৩ খ্রিঃ তারিখে সার্ভিল্যান্স পরিচালনা করা হয়। সার্ভিল্যান্স অভিযানে বাধ্যতামূলক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পন্য অবৈধভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় ইব্রাহীম ড্রিংকিং ওয়াটার, ট্রাক স্ট্যান্ড, তেজগাঁও, ঢাকা ও অন্তর ড্রিংকিং ওয়াটার ৭৭, কাওরান বাজার, তেজগাঁও, ঢাকাস্থ ২টি প্রতিষ্ঠানের অবৈধ ও নোংরা প্রায় ৪৩০টি জার ধ্বংস করা হয়। এছাড়াও অত্র এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের বিএসটিআই’র সিএম সনদ/ছাড়পত্র গ্রহণ করে ব্যবসা পরিচানা করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই'র কর্মকর্তা মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। 5 Attachments • Scanned by Gmail ২৭-০৭-২০২৩
১৫৪ ঢাকা জেলার গুলশান থানাধীন এলাকায় ২৫.০৭.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে একই এলাকায় ০৩ (তিন)টি প্রতিষ্ঠানে ০৫ (পাঁচ)টি মামলা দায়েরকৃত বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত পণ্য "স্পঞ্জ কেক (ভেনিলা, চকোলেট)" এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুসারে মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত পণ্য বাখরখানি, বিস্কুট, চানাচুর, বিক্রয়, বিতরণ এবং বাজারজাত করার অপরাধে "ইনজয় কনফেকশনারি এন্ড ডিপার্টমেন্ট স্টোর", ৭৪/২, মহাখালী, গুলশান, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৳ ১০,০০০/- এবং ২,০০০/- = ১২,০০০/- (বার হাজার) টাকা ও "নবাবী ভোজ রেস্তোরাঁ", প্রতিষ্ঠানের পণ্য বক্সে ফিরনি, মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ, বাজারজাত করার অপরাধে এবং বিএসটিআইয়ের ভেরিফিকেশন ব্যতিত ওজন যন্ত্র ব্যবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানকে ৳ ১৫,০০০/- (পনের হাজার) টাকা ও "ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট", প্রতিষ্ঠানের পণ্য ফার্মেন্টেড মিল্ক (মিস্ট দই), সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ, বাজারজাত করার অপরাধে এবং একই প্রতিষ্ঠানের পণ্য দই, ফিরনি মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়,বিতরণ, বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানকে ৳ ১৫,০০০/- ও ৳ ৫,০০০/- = ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়। উক্ত ৩ (তিন) টি প্রতিষ্ঠানকে ০৫ (পাঁচ) টি মামলায় যথাক্রমে ৳ ১০,০০০ + ২,০০০ + ১৫,০০০ + ১৫,০০০ + ৫,০০০=৪৭,০০০/- (সাত চল্লিশ হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশীদ , পরিক্ষক, (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৭-০৭-২০২৩
১৫৫ পাগলা, ফতুল্লা, নারায়নগঞ্জ এলাকায় ২৪-০৭-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক টেবিল ওয়্যার মেড অব মেলামাইন মোল্ডিং কম্পাউন্ড পন্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় নাম বিহীন ২টি প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় সীলগালা করা হয়। এছাড়াও অত্র এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের বিএসটিআই’র সিএম সনদ/ছাড়পত্র গ্রহণ করে ব্যবসা পরিচানা করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার(সিএম) ও মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট) দায়িত্ব পালন করেন। ২৫-০৭-২০২৩
১৫৬ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন এলাকায় ২৪.০৭.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য মশার কয়েল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ১. নিহা ইন্টারন্যাশনাল, ৭৯, মৈকুলী, রুপসী-১৪৬৪, তারাবো পৌরসভা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র ২. মেসার্স মনির কেমিক্যাল ওয়ার্কস, ৬৩০, খাতুন, তারাবো পৌরসভা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ -কে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র এবং ৩. নূহা কেমিক্যাল ওয়ার্কস, ৬৩০, খাতুন, তারাবো পৌরসভা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া মেসার্স মনির কেমিক্যাল ওয়ার্কস, ৬৩০, খাতুন, তারাবো পৌরসভা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ-কে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য মশার কয়েল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। মেসার্স মনির কেমিক্যাল ওয়ার্কস, ৬৩০, খাতুন, তারাবো পৌরসভা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটিতে প্রাপ্ত সকল অবৈধ মশার কয়েলসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে ধ্বংস করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানসমূহকে-কে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। বিএসটিআই'র সহকারী পরিচালক জনাব জিশান আহমেদ তালুকদার এর উপস্থিতিতে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা ও জনাব মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-০৭-২০২৩
১৫৭ ঢাকা মহানগরীর হাজারীবাগ এলাকায় ২৩-০৭-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই) পন্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় কায়সার সুইটস এন্ড কনফেকশনারী, ২৫/৩, জিগাতলা, হাজারীবাগ, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অত্র এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের বিএসটিআই’র সিএম সনদ/ছাড়পত্র গ্রহণ করে ব্যবসা পরিচানা করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার(সিএম) ও মোঃ সোহানুর রহমান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২৪-০৭-২০২৩
১৫৮ গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় ২৩.০৭.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই নিষিদ্ধ ঘোষিত পণ্য স্কিন ক্রিম বিক্রি এবং বাজারজাত করার অপরাধে দুইটি প্রতিষ্ঠান ১. মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ, টঙ্গী বাজার, গাজীপুর-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং ২. হক এন্টারপ্রাইজ, টঙ্গী বাজার, গাজীপুর-কে টাকা ১৭,০০০/- (সতের হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া উক্ত মার্কেটে প্রাপ্ত সকল অবৈধ স্কিন ক্রিমসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশন মেসার্স মিতালী ফিলিং স্টেশন, টঙ্গী বাজার, গাজীপুর ফিলিং স্টেশনটিকে জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করার অপরাধে ফিলিং স্টেশনটিকে টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান ৩টি-কে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৮২,০০০/- (বিরাশি হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিস, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা ও জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৪-০৭-২০২৩
১৫৯ ঢাকা জেলার চকবাজার থানাধীন এলাকায় ২০.০৭.২০২৩ তারিখে ডিএমপি এবং এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনাকালে মেসার্স শাহীন ট্রেডার্স, ৭/১, চকবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য "সিজনিং মিক্স মশলা" ব্র্যান্ড: শাহী বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ২টি মামলায় প্রতিটিতে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র করে মোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান দি চিটাগাং স্টোর, ৪২, মৌলভীবাজার, চকবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "ইনফ্যান্ট ফর্মুলা, গুড়া দুধ, পাউডার ড্রিংক" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান ৩টি-কে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা ও জনাব মোঃ ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শহীদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা ও জনাব সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৩-০৭-২০২৩
১৬০ ঢাকা জেলার খিলগাঁও থানাধীন এলাকায় ১৯.০৭.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট, ব্রেড, ফার্মান্টেড ও মিল্ক" বিক্রমপুর ডেইরি এন্ড ফুডস স্টোর, ৩২১, উত্তর গোরান, সিপাহীবাগ,টেম্পো স্ট্যান্ড, খিলগাঁও, ঢাকা-কে উৎপাদন, বিতরণ, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে ৳ ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এবং একই এলাকায়, একই অপরাধে প্রতিষ্ঠানের পণ্য বিভিন্ন ব্রান্ডের ভোলি বিস্কুট, বিস্কুট, পনির, সল্ট, চকোলেট, কুকিজ, বেবী সল্ট, বিস্কুট বিক্রয়, বিতরণ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে, মেসার্স কেক টাউন", ঢাকা-কে ৳ ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত একই এলাকায় অবস্থিত "স্টার এ্যারাবিয়ান ফুড", ৩২২/১,উত্তর গোরান, সিপাহীবাজার,খিলগাঁও ঢাকা প্রতিষ্ঠানের পণ্য বিস্কুট, বন পাউরুটি, ব্রেড- বিক্রয়, বিতরণ, উৎপাদন ও বাজারজাত করার অপরাধে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮" অনুযায়ী ৳ ৫০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় উক্ত, তিনটি প্রতিষ্ঠানকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া, একই থানায় অবস্থিত "মুন সিটি", ১১,১২, তালতলা সিটি, সুপার মার্কেট, খিলগাঁও, ঢাকা এবং "মাদার কেয়ার পার্লার গ্যালারী", ৪৫/ খিলগাঁও, তালতলা সিটি সুপার মার্কেট (নীচতলা) ঢাকা। প্রতিষ্ঠান দুটির নিষিদ্ধ পণ্য ধ্বংস করা হয় পাশাপাশি উক্ত মার্কেটের সভাপতি সাধারণ সম্পাদকসহ দোকান মালিকগণকে অবহিত করা হয় যেন লাগেজ পণ্য, নিষিদ্ধ পণ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্রবিহীন কোন পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত না করা হয় এবং সতর্কতামূলক পরামর্শসহ বিএসটিআইয়'র লিফলেট বিতরণ করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২০-০৭-২০২৩

সর্বমোট তথ্য: ৯৬৬



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon