Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
১২১ ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন এলাকায় ২১.০১.২০২৪ তারিখ রোজ রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে হট বেকার্স, ২৫৬, পশ্চিম রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান নাবিল স্পেশাল লাইভ বেকারী, ডিআইটি রোড, রামপুরা বাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে বেকারি পণ্যসমূহের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন করার জন্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে এপিবিএন পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব এইচ এম তানজিল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৩-০১-২০২৪
১২২ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর ও সাভার এলাকায় ২৫-১০-২০২৩ তারিখে ঢাকা মহানগর পুলিশ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের শুরুতে মোহাম্মদপুর এলাকায় জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম লালসালু শপে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় প্রতিষ্ঠানটি সরিষার তেল ও মধু পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ করলেও আচার, ঘি, চানাচুরসহ বেশ কয়েকটি পণ্য সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রয় বিতরণ করছে। একইসাথে পণ্যের মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪১ ধারায় ৫,০০০.০০ হাজার জরিমানা করেন। পরবর্তীতে গাবতলী ও আমিনবাজার এলাকার ৩টি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি পেট্রোল পাম্পের পরিমাপ সঠিক পাওয়া যায়। আমিন বাজার এলাকার অপর পাম্প শাহ আলম ফিলিং স্টেশন নামীয় পেট্রোল পাম্পটির পরিমাপে প্রতি ১০ লিটারে ৪০ মি.লি কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় ৩০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৬-১০-২০২৩
১২৩ ঢাকা মহানগরীর কদমতলী থানার মাতুয়াইল ও দনিয়া এলাকায় ২৩-১০-২০২৩ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের অভিযানে বন্ধু বেকারী এন্ড কনফেকশনারী, ৫৯৮, দনিয়া বাজার, কদমতলী, ঢাকা প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক পণ্য উৎপাদন বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ২৭ ধারায় ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ধারায় ১০,০০০.০০ (দশ হাজার) টাকাসহ সর্বমোট ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) টাকা মাত্র বিজ্ঞ আদালত কর্তৃক জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইদিন আদালত রায়েরবাগ, মাতুয়াইল এর স্পিড বার্ড সিএনজি এন্ড ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফিলিং স্টেশনটির ৬টি ডিসপেনসিং ইউনিট যাচাই করা হয়। যাচাইয়ান্তে পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ দেওয়া হয়। একইসাথে সকল ক্যালিব্রেশন ও ভেরিফিকেশন সনদ ফিলিং স্টেশনে সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মোশাররফ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-১০-২০২৩
১২৪ ঢাকা মহানগরীর মিরপুর (পল্লবী) এলাকায় ১৮-১০-২০২৩ তারিখে ডিএমপির সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যতীত শহুরে হাট, সুজাতনগর, ৭/২, রোড# ০১, পল্লবী, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানকে সরিষার তেল, ঘি ও মুড়ি পণ্য এবং ডেজার্ট ডিলাইট, বাসা# ৭, রোড # ২৯/এ, পল্লবী, মিরপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে স্পঞ্জ কেক পণ্য বিক্রয়-বিতরণ করতে দেখা যায়। একইসাথে ডেজার্ট ডিলাইটে আমদানিকারকের স্টিকার ব্যতীত চকলেট পণ্য পাওয়া যায়। উভয় প্রতিষ্ঠানের অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪ (১)/৪১ ধারায় ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা করে মোট ১০,০০০.০০ (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূবর্ক আদায় করে। বিজ্ঞ আদালত শহুরে হাটকে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে সিএম লাইসেন্স এবং মোড়কজাতকরণ সনদের জন্য আবেদন করার নির্দেশনা প্রদান করেন। অপর প্রতিষ্ঠান ডেজার্ট ডিলাইটকে আমদানিকারকের স্টিকার ব্যতীত পণ্য না রাখার জন্য এবং কেক পণ্যের সকল ভেরিয়েন্ট অন্তর্ভুক্তির জন্য আবেদন করার নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৯-১০-২০২৩
১২৫ ঢাকা জেলার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় ১৭.১০.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য ড্রিংকি ওয়াটার বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে জাহাঙ্গীরুল ট্রেড ইন্টারন্যাশনাল, ২০, কুনিপাড়া, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমরান হোসেন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৮-১০-২০২৩
১২৬ ঢাকা মহানগরীর "বংশাল" থানাধীন এলাকায় ১৭.১০.২০২৩ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে- ১) শৈলি বেকারি এন্ড দাদু কনফেকশনারি" বেকারি, আমিরাবাগ বাস রোড, কেরানীগঞ্জ, ঢাকা কর্তৃক প্রক্রিয়াজাতকৃত পাউরুটি, বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে উক্ত আইনের ৩০ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়। এপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৳ ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। এসময় প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত এবং বিএসটিআই বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতায় অন্তর্ভুক্ত নতুন পণ্য সুইটমিট এর অনুকূলে সিএম লাইসেন্স প্রক্রিয়াকরণের বিষয়ে অবহিতপূর্বক পরামর্শ প্রদান করা হয়। ২) কুসুম বেকারি এন্ড কোং, পশ্চিম কালিন্দী, কেরানীগঞ্জ, ঢাকা কর্তৃক স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকৃত কেক (স্পঞ্জ) এবং আমদানিকৃত ফ্রুট জুস, চকোলেট, টফি, ক্যান্ডি, ওটস, মধু, এর অনুকূলে সিএম লাইসেন্স/ছাড়পত্র সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় উক্ত আইনের ৩০ ধারা অনুযায়ী বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৳১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। ৩) একই এলাকায় আদি লাল চাঁন গ্রান্ড সন্স, বংশাল, ঢাকা কর্তৃক ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮, অনুযায়ী ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ ও মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত ফার্মেন্টেড মিল্ক (দই) বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৳ ৪০০০/- (চার হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত এবং বিএসটিআই বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতায় অন্তর্ভুক্ত নতুন পণ্য সুইটমিট এর অনুকূলে সিএম লাইসেন্স প্রক্রিয়াকরণের বিষয়ে অবহিতপূর্বক পরামর্শ প্রদান করা হয়। ৪) এছাড়া একই এলাকায় আমানিয়া বেকারি এন্ড সুইটস'র সকল কাগজপত্র সঠিক থাকায় উক্ত প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হয়। উপরোক্ত ০৪ (চার)টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার মাধ্যমে দুইটি আইনে সর্বমোট টাকা ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদানসহ ১(এক)টি প্রতিষ্ঠানের নমুনা আলামত হিসেবে জব্দ করা হয় এবং বিএসটিআই আইন মেনে ব্যবসা পরিচালনা করবে, মর্মে লিখিতভাবে মুচলেকা নেয়া হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। জনস্বার্থে, বিএসটিআই 'র এ ধরনের, অভিযান অব্যাহত থাকবে। ১৮-১০-২০২৩
১২৭ ঢাকা মহানগরীর "হাতিরঝিল" থানাধীন এলাকায় ১৬.১০.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই'র ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাতকরণ লাইসেন্স গ্রহণ ব্যতিত পণ্য "দই, বিস্কুট, উৎপাদন, বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে " প্রকৃতি সুইটস এন্ড বেইকস", ৫৯৪/এ, নয়াটোলা, মধুবাগ, ঢাকা-কে, ৳৫,০০০/- (পাঁচ হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করেন। এছাড়া, পাশাপাশি সদ্য প্রতিষ্ঠান "ক্রাউন কনফেকশনারি"-কে বিএসটিআই আইন সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক, ডিএমআই (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। জনস্বার্থে, বিএসটিআই 'র এ ধরনের, অভিযান অব্যাহত থাকবে। ১৭-১০-২০২৩
১২৮ ঢাকা মহানগরীর "মিরপুর এবং কাফরুল" থানাধীন এলাকায় ১৫.১০.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত পণ্য "পাউরুটি, বিস্কুট, কেক উৎপাদন, বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে " পুষ্টি ফুড এন্ড বেকারি", কাজিপাড়া কেন্দ্রিয় জামে মসজিদ কমপ্লেক্স, ক/৪, মিরপুর রোড, কাজিপাড়া বাস স্ট্যান্ড, মিরপুর, ঢাকা-কে, ৳২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করেন। এছাড়া, বিএসটিআই'র ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী "মেসার্স সোবাহান ফিলিং এন্ড সার্ভসিং স্টেশন", ২২০/-এ-২, বেগম রোকেয়া স্মরণী, পশ্চিম কাফরুল, ঢাকা। প্রতিষ্ঠানের যাচাই বাছাই এবং সকল কাগজপত্র সঠিক হওয়ায় অত্র প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক, ডিএমআই (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-১০-২০২৩
১২৯ ঢাকা জেলার খিলগাঁও ও শাহজাহানপুর থানাধীন এলাকায় ১৫.১০.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য কেক, বিস্কুট এবং পাউরুটি উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে কাজী ব্রেড এন্ড লাইভ বেকারী, ৩৭২/১/এ খিলগাঁও, কুমিল্লা হোটেল, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া শাহজাহানপুর থানাধীন এম. এ রহিম অয়েল এন্ড চুড়াই কল, ৪৪০, মালিবাগ বাজার রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য মরিচের গুড়া, হলুদের গুড়া, ধনিয়ার গুড়া, সরিষার তেল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমরান হোসেন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জনাব রায়হান হায়দার সম্রাট, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা। ১৬-১০-২০২৩
১৩০ ঢাকা মহানগরীর, বনানী থানাধীন এলাকায় ১২.১০.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে "দি বিউটি মল", গ্রাউন্ড ফ্লোর, # নং-৬৮, ব্লক-ডি, রোড-১০,বনানি, ঢাকা-কে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত পণ্য " লিপস্টিক, শ্যাম্পু, স্কিন ক্রীম" বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮, অনুযায়ী ৳২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং "মোড়কজাতকরণ" সনদ গ্রহণ ব্যতিত উক্ত পণ্যে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮, অনুযায়ী ৳৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র যা, সর্বমোট ৳৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। পাশাপাশি একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান "বাংলা শপার্স লিমিটেড", হাউজ-১৩৪, রোড-১২, ব্লক -ই, বনানী, ঢাকা-কে লিপস্টিক, স্কিন ক্রীম, শ্যাম্পু, বডি লোশন ইত্যাদি পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করার ব্যপারে " বিএসটিআই আইন ২০১৮, অনুযায়ী পরামর্শ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক, ডিএমআই (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-১০-২০২৩
১৩১ ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় ১১-১০-২০২৩ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জলফ্রেশ ড্রিংকিং ওয়াটার, খ-৫২/২, দক্ষিণ বাড্ডা, গুলশান, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র অনুমোদন ব্যতীত বাধ্যতামূলক পণ্য প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) উৎপাদন ও বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সকল কর্মচারী ও মালিকপক্ষ পালিয়ে যায়। পরবর্তীতে ফোনে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কেউ উপস্থিত না হওয়ায় বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করার নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক জলফ্রেশ ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং ৪০টি পানি ভর্তি জার ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব এস এম মাহফুজার, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১২-১০-২০২৩
১৩২ ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন এলাকায় ১১.১০.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য ট্রান্সফর্মার উৎপাদন ও বাজারজাতকরণের অপরারেধ এ আর টেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিঃ, নব্বাবের বাগ, উত্তরপাড়া মডেল স্কুলের পাশে, বেড়িবাধ, মিরপুর-১, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ব্যবহৃত স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র এবং মেট্রিক পদ্ধতিতে পরিমাপ ব্যতীত ইঞ্চি পরিমাপে স্কেল ব্যবহার করার অপরাধে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উল্লিখিত প্রতিষ্ঠানটিকে উপরোক্ত দুইটি আইনে সর্বমোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমরান হোসেন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১২-১০-২০২৩
১৩৩ ঢাকা মহানগরীর কদমতলী থানাধীন এলাকায় ১০.১০.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহারপূর্বক মশার কয়েল উৎপাদন, বিক্রি ও বাজারজাতকরণ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া একই পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাতকরণের অপরাধে শিবা কনজ্যুমার প্রোডাক্টস, ২০ ফুট প্রজেক্ট, নামা শ্যামপুর, কদমতলী, ঢাকা এর দুইজন প্রতিনিধিকে ২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমরান হোসেন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব এস. এ. ম. মাহফুজার রহমান, পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ১১-১০-২০২৩
১৩৪ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় ০৫/১০/২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত পণ্য, কেক, বিস্কুট, ব্রেড উৎপাদন, বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে "মেসার্স টি এইচ বেকারি এন্ড সুইটস", রোড-৪, মেট্রো হাউজিং, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা-কে, 'বিএসটিআই আইন ২০১৮', অনুযায়ী ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র এবং একই প্রতিষ্ঠানে একই পণ্যে 'মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যাতিত' বিক্রয়, বিতরন, উৎপাদন ও বাজারজাত করার অপরাধে " ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী" ১০,০০০/- (দশ হাজার) মাত্র এবং পাশাপাশি একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান "হযরত গোলাপশাহ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টুরি"র পণ্য পাউরুটি, বিস্কুট, কেক বিএসটিআইয়ের "মোড়কজাতকরণ লাইসেন্স" গ্রহণ ব্যতিত, উৎপাদন, বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮", অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। সর্বমোট টাকা ৩০,০০০/- +১০,০০০/- + ১০,০০০/- (পঞ্চাশ হাজর) টাকা মাত্র। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সিকান্দার মাহমুদ , ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহজাহান , পরিদর্শক, (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। জনস্বার্থে, বিএসটিআই 'র এ ধরনের, অভিযান অব্যাহত থাকবে। ০৮-১০-২০২৩
১৩৫ ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার ঘাটারচর এলাকায় ০৪-১০-২০২৩ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে “মাহামুদুল হাসান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, পশ্চিম ঘাটারচর, শ্যামলাপুর, কেরাণীগঞ্জ, ঢাকা" নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত "পাউরুটি, বিস্কুট ও কেক” পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র লোগো/মনোগ্রাম ব্যবহার করতে দেখা যায়। এ অপরাধে বিজ্ঞ আদালত কর্তৃক বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ ও ২৭ ধারায় উক্ত প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা মাত্র জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৫-১০-২০২৩
১৩৬ রোজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এবং আড়াইহাজার উপজেলাধীন এলাকায় ০৩.১০.২০২৩ তারিখ ডিএমপি পুলিশের সহোযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই'র সিএম সনদ গ্রহণ/নবায়ন ব্যতিত পণ্য 'ইট ভাটা' উৎপাদন, বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে, বিএসটিআই আইন ২০১৮, অনুযায়ী ০৪ টি প্রতিষ্ঠানকে ০৪ টি মামলায় ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়। যথাক্রমে :- ০১) "মেসার্স শুভ অটো ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং কোং", ব্রিকস ফিল্ড : ললাটি পল্লী বিদ্যুত সংলগ্ন, চেঙ্গাইন (কাঁচপুর), সোনারগাঁও, নারায়ণগঞ্জ-কে, ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মাত্র। ০২) "এ বি এম এন্টারপ্রাইজ", ললাটি, চেঙ্গাইন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ-কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মাত্র ০৩) " জি এন ব্রিকস", ছোট ফাউসা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-কে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র ০৪) "এ এম ব্রিকস", শিলামান্দি,আড়াইহাজার, নারায়ণগঞ্জ-কে, ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র নেতৃত্বে ডিএমপি পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৪-১০-২০২৩
১৩৭ ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন বেনারশী পল্লী এলাকায় ০৩.১০.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে কাপড়ের রং এর স্থায়ীত্বের উপর বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন না করার অপরাধে বেনারসী কুঠি, সেকশন-১০, ব্লক-এ, লাইন-৭, মিরপুর, পল্লবী, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং অত্র এলাকার কাউন্সিলর, বেনারসি পল্লীর সাধারণ সম্পাদক আগামী এক মাসের মধ্যে লাইসেন্স এর জন্য আবেদন করবেন বলে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এছাড়া দারুস সালাম এলাকায় অবস্থিত আল মাহমুদ ফিলিং স্টেশন লিমিটেড, ৩৪, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমরান হোসেন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) এবং মো: ইনজামামুল হক (পরিদর্শক মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ০৪-১০-২০২৩
১৩৮ ঢাকা জেলার বাড্ডা থানাধীন এলাকায় ০২.১০.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে স্যানিটারি, টাইলস, ট্যাপওয়্যার পন্যসমূহের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ করার বিষয়ে ১. আলহাজ্ব ট্রেড ইন্টারন্যাশনাল, ক-২৫/৪, প্রগতি স্মরণী, কুড়িল, ঢাকা; ২. আর.এস.এস টাইলস এন্ড স্যানিটারি ওয়্যার, ক-২৫/৪, প্রগতি স্মরণী, কুড়িল, ঢাকা এবং ৩. টি. এন ট্রেডিং, ক-২৫/২, প্রগতি স্মরণী, কুড়িল, ঢাকা প্রতিষ্ঠানটি ৩টি-কে পরবর্তী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে বিএসটিআই অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয় অন্যথায় পরবর্তীতে বিএসটিআই কর্তৃক যেকোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে প্রতিষ্ঠান ৩টির প্রতিনিধির স্বাক্ষরে কোনোরুপ আপত্তি থাকবে না মর্মে অঙ্গীকারনামা লিপিবদ্ধ করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি) এবং মোঃ ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৩-১০-২০২৩
১৩৯ ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় ০১-১০-২০২৩ তারিখে খিলগাঁও থানা পুলিশ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের অভিযানে লাবিবা ইকবাল এন্টারপ্রাইজ (আমপাং ড্রিংকিং ওয়াটার), তিলপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, ১৩ নং গলি, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) উৎপাদন ও বিক্রয়-বিতরণ করতে দেখা যায়। বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হওয়ায় বিজ্ঞ আদালত কর্তৃক বর্ণিত আইনের ২৭ ধারায় ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই এলাকায় অবস্থিত দুইটি বেকারি প্রতিষ্ঠান যথাক্রমে ফাহাদ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, ১৪৭৬/এ, খিলগাঁ চৌরাস্তা, খিলগাঁও, ঢাকাকে পণ্যের মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য বাজারজাত করায় ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা এবং আল হাদী বেকারী, ৩/২/২/ক, ব্লক-এ, খিলগাঁও, ঢাকাকে সিএম লাইসেন্স এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, পাউরুটি ও কেক পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) টাকা মাত্র বিজ্ঞ আদালত কর্তৃক জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০২-১০-২০২৩
১৪০ গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এলাকায় ০১.১০.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে কেক, বিস্কুট এবং পাউরুটি পন্যসমূহের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করার বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের অপরাধে সিকদার ফুড ভ্যালী, ৩নং হাজী মার্কেট, নীচ তলা, টঙ্গী বাজার, গাজীপুর প্রতিষ্ঠানটিকে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া উক্ত টঙ্গী বাজার এলাকায় তেলের বাজার, ফলমূলের বাজারসমূহে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয় এবং দ্রুত বিএসটিআই অফিসে যোগাযোগ করার জন্য তাগিদ দেওয়া হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মিতালী ফিলিং স্টেশন, টঙ্গী বাজার, গাজীপুর ফিলিং স্টেশনে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যাওয়ায় ফিলিং স্টেশনের প্রতিনিধিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমরান হোসেন এর নেতৃত্বে পরিচালিত হয়। সহকারী পরিচালক জনাব জিশান আহমেদ তালুকদার (সিএম) এবং জনাব মোঃ মনির হোসেন (সিএম) এর উপস্থিতিতে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব রায়হান হায়দার সম্রাট, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা। ০২-১০-২০২৩

সর্বমোট তথ্য: ১০০৭