Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২২

বিএসটিআই'র এডিপিভূক্ত চলমান প্রকল্পের সংক্ষিপ্তসার

 

০১. প্রকল্পের নাম

:

‘চট্টগ্রাম এবং খুলনায় বিএসটিআই’র আঞ্চলিক অফিস স্থাপন ও আধুনিকীকরণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্প ।

০৩. প্রকল্পের উদ্দেশ্য

:

ক) চট্টগ্রাম ও খুলনা বিভাগের ভোক্তা সাধারণের জন্য মান সম্মত পণ্য নিশ্চিত করা।

খ) চট্টগ্রাম ও খুলনায় ১০-তলা ভিত্তিবিশিষ্ট ভবনের ৩য় তলা পর্যন্ত বিএসটিআই অফিস-কাম-ল্যাবরেটরি ভবন নির্মাণ বাস্তবায়ন এবং অবশিষ্ট ৪র্থ তলা হতে ১০ তলা পর্যন্ত ভবনের কাঠামোসহ ফিনিশিং কাজ সম্পন্ন করা।

গ) চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিএসটিআই’র ল্যাবরেটরির জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা। 

০৩. প্রকল্পের সংক্ষিপ্ত পটভূমি

:

জনস্বার্থে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং দেশীয় শিল্প কারখানায় উৎপাদিত পণ্য সামগ্রীর গুণগত মান উন্নয়নের মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ/বৃদ্ধি এবং বিএসটিআই’র কার্যক্রম আরো শক্তিশালীকরণের নিমিত্ত আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি স্থাপন করা হবে। ফলে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাবে, আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

 

০৪. বাস্তবায়নকারী সংস্থা                    :  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)

 

০৫. প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়) : ২৮২৯১.০০ লক্ষ টাকা (রাজস্ব ১৯৯৯.০০+মূলধন ২৬২৯২.০০)

০৬. প্রকল্পের মেয়াদ                           :  জুলাই, ২০১৫ হতে জুন, ২০২১ পর্যন্ত

 

০৭. একনেক কর্তৃক অনুমোদনের তারিখ  :  ২৯ অক্টোবর, ২০১৫

 

০৮. মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনিক আদেশের তারিখ : ১৭ অক্টোবর, ২০১৬

 

০৯. প্রকল্প পরিচালক নিয়োগের তারিখ    : ২৪ নভেম্বর, ২০১৬

 

১০. প্রকল্পের ১ম সংশোধনের প্রশাসনিক আদেশের তারিখ : ০৩ সেপ্টেম্বর, ২০১৯ খ্রিঃ

 

১১. প্রকল্প এলাকা                              :

(ক)     বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়, আগ্রাবাদ, চট্টগ্রাম।

জমির পরিমান : ১.৪৩ একর

(খ)      বিএসটিআই খুলনা আঞ্চলিক কার্যালয়, খালিশপুর, খুলনা

জমির পরিমান : ২.৫৬ একর

 

 

১২. নির্মাণ খাতে মোট বরাদ্দ               : ১৬৯৮৭.৭০ লক্ষ টাকা (১৫৫১৪.৬৮´২ = ৩১০২৯.৩৬ বর্গমিটার)

          (খুলনা ৮৬৩২.৪৯+ চট্টগ্রাম ৮৩৫৫.২১) লক্ষ টাকা

          (জিওবি: ১১৯৪৩.৭ + নিজস্ব অর্থায়ন : ৫০৪৪.০০) লক্ষ টাকা

১৩. যন্ত্রপাতি ক্রয় খাতে বরাদ্দ             : ৮৪০৫.৩৯ লক্ষ টাকা (খুলনা ২০১০.০১ + চট্টগ্রাম ৬৩৯৫.৩৮)

 

১৪. প্রকল্পের বিভিন্ন সভা অনুষ্ঠানের বিবরণ:

পিআইসি সভা

পিএসসি সভা

মনিটরিং সভা

১ম: ১১.০৪.২০১৭ খ্রিঃ

১ম: ১৪.১১.২০১৭ খ্রিঃ

১ম: ১৪.০২.২০১৭ খ্রিঃ

২য়: ১০.০৯.২০১৭ খ্রিঃ

২য়: ১৫.০৪.২০১৮ খ্রিঃ

২য়: ২৭.০৭.২০১৭ খ্রিঃ

৩য়: ৩১.১২.২০১৭ খ্রিঃ

৩য়: ১৮.০৯.২০১৮ খ্রিঃ

৩য়: ২৮.০১.২০১৮ খ্রিঃ

৪র্থ: ০১.০৪.২০১৮ খ্রিঃ

৪র্থ: ০৪.০২.২০১৯ খ্রিঃ

৪র্থ: ২৮.০৫.২০১৮ খ্রিঃ

৫ম: ৩০.০৭.২০১৮ খ্রিঃ

৫ম: ২২.০৫.২০১৯ খ্রিঃ

৫ম: ০৭.১১.২০১৮ খ্রিঃ

৬ষ্ঠ: ২৩.০১.২০১৯ খ্রিঃ

৬ষ্ঠ: ১০.১০.২০১৯ খ্রিঃ

৬ষ্ঠ: ০২.০৫.২০১৯ খ্রিঃ

৭ম: ২৯.০৯.২০১৯ খ্রিঃ

৭ম: ০৫.১২.২০১৯ খ্রিঃ

৭ম: ০৮.১২.২০১৯ খ্রিঃ

৮ম: ২৫.১১.২০১৯ খ্রিঃ

৮ম: ২০.০২.২০২০ খ্রিঃ

-

৯ম: ১৭.০২.২০২০ খ্রিঃ

৯ম: ১৭.০৫.২০২০ খ্রিঃ

-

১০ম: ০৬.০৮.২০২০ খ্রিঃ

-

-

 

১৫. অর্থবছর অনুযায়ী বরাদ্দ, ছাড়কৃত অর্থ, ব্যয় ও অগ্রগতির বিবরণ:                                                                      

(লক্ষ টাকায়)

অর্থবছর

বরাদ্দ

ছাড়কৃত অর্থের পরিমাণ

ব্যয়

অগ্রগতি

২০১৬-১৭

৬২৭.০০

৬২৭.০০

৫৬০.৭২

৮৯.৪৩%

২০১৭-১৮

২৫৬৫.০০

২৫৬৫.০০

২৫৫৪.৬১

৯৯.৫৯%

২০১৮-১৯

৪৮৫০.০০

৪৭০৭.৩০

৪৬৩৭.৩৭

৯৫.৬২%

২০১৯-২০

৩০২৭.০০

২৯০০.৯২

২৮০১.৩৭

৯২.৫৫%

২০২০-২১

২৭৪৮.০০

৩৪৪.৯৮

২৬৭.৬১ (আগস্ট, ২০২০ পর্যন্ত)

৯.৭৪%

 

১৬।       প্রকল্পের শুরু হতে আগস্ট, ২০২০ পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয়: ১০৮২১.৬৮ লক্ষ টাকা (৩৮.২৫%)।           

 

বর্তমান অগ্রগতি:

(ক) খুলনা বিভাগীয় কার্যালয়ে নির্মাণাধীন ভবনের ১০ম তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। নিচ তলা হতে ৩য় তলা পর্যন্ত জানালার গ্রিল, দরজার পাল্লা, ফ্লোরের টাইলস, ভবনের ভিতরে রং করা, বৈদ্যুতিক ওয়্যারিং এবং নিচ তলার ফ্লোরে মার্বেল পাথর বসানোর কাজ শেষ হয়েছে। অফিস কক্ষের ফলস সিলিং ও স্যানিটারী ফিটিংস-এর কাজ চলছে।

(খ) খুলনা কেন্দ্রের আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ ট্যাংক ও সেফটি ট্যাংকের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

(গ) খুলনা কেন্দ্রের অবশিষ্ট (৪র্থ - ১০তলা পর্যন্ত) সিভিল ও বৈদ্যুতিক কাজের দরপত্র মূল্যায়ন শেষে পূর্ত মন্ত্রণালয়ে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে বলে তত্ত্ববধায়ক প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা পত্র মারফত অবগত করেছেন।

(ঘ) খুলনা কেন্দ্রের অবশিষ্ট সিভিল ও বৈদ্যুতিক কাজের দরপত্র শীঘ্রই আহ্বান করা হবে মর্মে নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, খুলনা-০২ টেলিফোন মারফত অবগত করেছেন।   

(ঙ) খুলনা কেন্দ্রের ল্যাবরেটরির কার্যক্রম গতিশীল করার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে ৪টি লটের মাধ্যমে এল/সি খোলা হয়েছে। ইতোমধ্যে একটি লটের রাসায়নিক যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দরের খালাসের অপেক্ষায় রয়েছে।  

(চ) খুলনা বিভাগীয় অফিসের ভৌত অগ্রগতি ৭৬%। ৪২.৬২ (বিয়াল্লিশ কোটি বাষট্টি লক্ষ) কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

(ছ) আগামী জুন, ২০২১ নির্ধারিত সময়ে খুলনা কেন্দ্রের বাস্তবায়ন কাজ সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, খুলনা-০২-কে মতবিনিময় সভায় অনুরোধ জানানো হয়েছে।

(জ) মাননীয় সচিব, শিল্প মন্ত্রণালয় গত ২৯.০৮.২০২০ খ্রিঃ তারিখে এবং অতিরিক্ত সচিব, গণপূর্ত মন্ত্রণালয় (মনিটিরিং) ৩০.০৮.২০২০ খ্রিঃ তারিখে খুলনা কেন্দ্রের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন।

(ঝ) চট্টগ্রাম কেন্দ্রের নির্মাণাধীন ভবনের গ্রেট বীমের ঢালাই গত ২০ জুলাই, ২০২০ খ্রিঃ তারিখে সম্পন্ন হয়েছে। মূল ভবনের ভিতরের অংশে বালি ভরাটের কাজ চলছে।

(ঞ) চট্টগ্রাম আঞ্চলিক অফিসের ভৌত অগ্রগতি ২৭%। [১২.০০ (বারো) কোটি টাকা পরিশোধ করা হয়েছে]


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon