Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ফেব্রুয়ারি ২০২২

ডিভিশনাল মেট্রোলজি ইন্সপেক্টরেট, ঢাকা

 

বিভাগীয় মেট্রোলজি ইন্সপেক্টরেট (ডিএমআই) অফিসের সার্বিক কার্যক্রম নিম্নরূপ পরিচালিত হয়ে থাকে:-

 

ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগের জেলা সমূহ ডিএমআই অফিসের কার্যক্রমের আওতাধীন। সারাদেশের মেট্রোলজি কার্যক্রমের ন্যায় ডিএমআই অফিসের মাধ্যমে এর আওতাধীন এলাকায় মেট্রিক পদ্ধতির বাস্তবায়ন, ওজন ও পরিমাপে আন্তর্জাতিক চেইন অব ট্রেসিবিলিটি রক্ষা করে ওজন ও পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করে থাকে। ডিএমআই অফিস কর্তৃক ব্যবহৃত স্ট্যান্ডার্ড যন্ত্রপাতি যথা নিয়মে ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি (NML) বিএসটিআই হতে ক্যালিব্রেশন করা হয়ে থাকে।

 

ডিএমআই অফিস কর্তৃক সম্পাদিত কার্যক্রমের চুম্বকাংশ নিম্নরূপ:

 

১। হাট বাজার, শিল্প প্রতিষ্ঠানসহ সকল ব্যবসায়ীদের ব্যবহৃত ওজন ও পরিমাপক যন্ত্রপাতি (কেজি বাটখারা/ডিজিটাল স্কেল/লিটার/ মিটার/বুলিয়ন বাটখারা ইত্যাদি) ভেরিফিকেশন ও ষ্ট্যাম্পিং করা।

 

২। ট্যাংকলরি ও পেট্রোল পাম্পের স্টোরেজ ট্যাংক ভেরিফিকেশন/ক্যালিব্রেশন করা।

 

৩। পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট এর মাধ্যমে তৈল সরবরাহের সঠিকতা নিশ্চিতকল্পে ইউনিটগুলি বৎসরে অন্ততঃ একবার ভেরিফিকেশন করা হয়। এছাড়া সময়ে সময়ে সার্ভিল্যান্স ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

৪। প্যাকেটজাত পণ্যের লেবেলে পণ্যের পরিচিতি, ওজন, খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ যথাযথ আছে কিনা তা মোবাইল কোর্ট/সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে পরীক্ষা করা হয়।

 

৫। ওজন ও পরিমাপের সকল ক্ষেত্রে কারচুপিরোধে মোবাইল কোর্ট/সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।

 

কার্য পরিচালনা:

 

ক) ডিএমআই অফিস বিএসটিআই প্রধান কার্যলয়ের পূর্বপাশে অবস্থিত। ডিএমআই অফিসে প্রবেশের জন্য পৃথক গেইট রয়েছে। একজন উপ পরিচালক (মেট্রোলজি) (অফিস প্রধান) এর তত্বাবধানে ০৩ জন সহকারী পরিচালক ও ০৮ জন পরিদর্শক ০১ জন যন্ত্রবিদ ও ০১ জন যন্ত্রপাতি সহকারীসহ মোট ২৪ জন কর্মকর্তা/কর্মচারী সমন্বয়ে ডিএমআই অফিস উক্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমানে ০৮ জন পরিদর্শকের স্থলে ০৩ জন এবং যন্ত্রবিদ ও যন্ত্রপাতি সহকারী পদগুলো শূণ্য রয়েছে।

 

খ) ওজন ও পরিমাপ মানদ- আইন ২০১৮ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এন্ড মেজার্স রুলস, ১৯৮২ সংশোধিত (২০০৬) অনুসরন করে প্রতি মাস মাসিক কর্মসূচি প্রণয়ন করা হয়। কর্মসূচি অনুযায়ী হাট বাজার, ফিলিং স্টেশন, আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংক, ট্যাংকলরি, ওয়েব্রীজ ইত্যাদি নিয়মিতভাবে নিয়মমাফিক ফি গ্রহণ করে ভেরিফিকেশন কাজ সম্পাদন করা হয়। এছাড়া, জেলা প্রশাসনের চাহিদা মোতাবেক ভোক্তা কর্তৃক বিশেষ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা ডিএমআই অফিসের নিয়মিত কার্যক্রমের অংশ।

 

গ) প্রতি মাসের প্রথম কার্য দিবসে মিটিং করে সকল কর্মকর্তাদেও মাসিক কার্যক্রম ঠিক করা হয়। সে অনুযায়ী প্রত্যেক কর্মকর্তাদের সারা মাসের কাজের অফিস অর্ডার করা হয়। যার মাধ্যমে কর্মকর্তাগণ বিভিন্ন কাজে ব্যবহৃত ওজন ও পরিমাপক যন্ত্র ভেরিফিকেশন, শিল্প প্রতিষ্ঠানের ওজন, পরিমাপক ও ওয়েব্রীজসমূহ ভেরিফিকেশন, পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট ভেরিফিকেশন, স্টোরেজ ট্যাংক, ট্যাংকলরি ক্যালিব্রেশন কাজ সম্পন্ন করে থাকেন।

 

ঘ) উক্ত কাজকে তরাণ্বিত করতে নিয়মিত সার্ভিল্যান্স টিম ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেট্রিক পদ্ধতির বাস্তবায়ন নিশ্চিত করাসহ ওজন ও পরিমাপে কারচুপি রোধকল্পে জরিমানা করা/নিয়মিত মামলা করা হয়।

 

যোগাযোগের ঠিকানা:

 

ঢাকা বিভাগীয় মেট্রোলজি ইন্সপেক্টরেট (ডিএমআই)

বিএসটিআই এনেক্স বিল্ডিং

১১৬/এ, তেজগাঁও শিল্পাঞ্চল

ঢাকা-১২০৮।
ফোন: ৫৫০৩০০৮৫
ই-মেইল: dmi_bsti@yahoo.com
ফ্যাক্স: ৫৫০৩০০৮৮