Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২২

বিএসটিআই'র আর্ন্তজাতিক সংস্থার সদস্য

জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই ১৯৭৪ সাল হতে আন্তর্জাতিক মান প্রণয়নকারী সংস্থা তথা International Organization for Standardization (ISO)-এর পূর্ণ সদস্য দেশ হিসেবে দায়িত্ব পালন করে আসছে (www.iso.org)।সদস্য দেশ হিসেবে বিএসটিআই ISO-এর মান প্রণয়ন কার্যক্রমসহ সকল নীতি-নির্ধারণী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে। ISO কর্তৃকআন্তর্জাতিক মান প্রণয়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিফলিত করার একমাত্র মাধ্যম হচ্ছে বিএসটিআই। এছাড়া ISO-এর সদস্য দেশ হিসেবে বিএসটিআই দেশের স্থানীয় স্টেকহোল্ডারদের আগ্রহ ও চাহিদার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মান প্রণয়ন কার্যক্রমে তাদেরকে যুক্ত করার দায়িত্বেও নিয়োজিত রয়েছে।

 

অপরদিকে কৃষি ও খাদ্যজাত পণ্যের আন্তর্জাতিক মান প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা Codex Alimentarius Commission (CAC)-এর সদস্য ও ন্যাশনাল কোডেক্স কোডেক্স কন্টাক্ট পয়েন্ট(NCCP) হিসেবে বিএসটিআই ১৯৭৫ সাল হতে দায়িত্ব পালন করে আসছে (www.codexalimentarius.org)।CAC-এর সাথে বাংলাদেশের স্টেকহোল্ডারদের আন্তর্জাতিক মান প্রণয়ন কার্যক্রমে অংশগ্রহণসহ যাবতীয় যোগাযোগ NCCP হিসেবে বিএসটিআই-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।