Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৯২১ অদ্য ১০-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর শের-ই-বাংলা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদল শস্য ভান্ডার, ৫৬/৪, পান্থপথ, ঢাকা ঢাকা কর্তৃক উৎপাদিত আচার ( রসুন, জলপাই, আমড়া, ও চালতা), হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুড়া, নারিকেল তেল সরিষার তেল, ঘি, মধু, চিনি, লাচ্ছা সেমাই, ও মুড়ি পণ্যের অনুকূলে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব নুসরাত জাহান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ১০-০২-২০২১
৯২২ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ভাটরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। এছাড়াও মহানগরীর কারওয়ান বাজার এলাকায় স্কোয়াড অভিযানের মাধ্যমে বিজ্ঞ আদালত বরাবর ২টি মামলা দায়ের করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মহানগরীর ভাটরা এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রড সিমেন্টের দোকান মেসার্স কে.এ স্টীল হাউস রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ৮০০ গ্রাম কম প্রদান করায় এবং ২০০০ কেজি ধারণক্ষমতার প্লাটফরম ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা একই এলাকার মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ২০০ গ্রাম কম প্রদান এবং ১৫০০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল প্লাটফরম স্কেলের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ০৮ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলকায় একটি স্কোয়াড অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় মেসার্স অর্ণা এন্টারপ্রাইজ ও মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান দুইটি সরবরাহকারী সনদ গ্রহণ না করেই ডিজিটাল স্কেল সরবরাহকারী হিসেবে ব্যবসা পরিচালনা করায় প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইনজামামুল হক এবং স্কোয়াড অভিযানে সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ রাকিবুল আলম, পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন ও মো: ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ০৯-০২-২০২১
৯২৩ কাপড় পরিমাপে ননমেট্রিক একক ব্যবহারের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ভাটারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার ভাটারা এলাকায় অবস্থিত টপ টেন মার্ট-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও ঢাকা মহানগরীর গুলশান লিংক রোডে অবস্থিত আইডিয়াল ফিলিং ষ্টেশন, খিলক্ষেতে অবস্থিত নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এন্ড সিএনজি ফিলিং ষ্টেশন, কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থিত পিনাকল পাওয়ার লিঃ এবং নিউ এয়ারপোর্ট রোড এলাকার ডি এল ফিলিং ষ্টেশনসমূহে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ আল হাসনাত অংশগ্রহণ করেন। ০৮-০২-২০২১
৯২৪ অদ্য ০৭-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর হাতিরঝিল এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে আল মুনসুর ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী,৩৯৪, পশ্চিম রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ব্যতিত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদনপূর্বক মানচিহ্ন ব্যবহার করে বিক্রি-বিতরণ করায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন,ফিল্ড অফিসার (সিএম) ও জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ০৭-০২-২০২১
৯২৫ অদ্য ০৪-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে এ এস পি ফুড প্রোডাঃ, মিরপুর-৬, ঢাকা কর্তৃক উৎপাদিত ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআই’র হতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে পণ্যটি বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এছাড়া নিউ কোয়ালিটি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, দক্ষিণ বিশিল, মিরপুর-১, ঢাকা প্রতিষ্ঠানটি বিএসটিআই’র হতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে ব্রেড (মিল্ক, প্রেটিন, বান), কেক (ফ্রূট) ও চানাচুর বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও সুরাইয়া পারভীন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৪-০২-২০২১
৯২৬ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ০৩-০২-২০২১ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর চাঁদ উদ্যান হাউজিং এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে লামিয়া সুপার মশার কয়েল, চাঁদ উদ্যান হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা কর্তৃক উৎপাদিত মশার কয়েল পণ্যের (ব্রান্ড: লামিয়া সুপার, লামিয়া তুলসীপাতা, লামিয়া গোল্ড, লামিয়া জাম্বো, লামিয়া এমিয়া কিং) পণ্যের অনুকূলে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মশার কয়েল পণ্যের মোড়কে অবৈধভাবে মশার কয়েল পণ্যের মোড়কে বিএসটিআই’র লোগো/মনোগ্রাম ব্যবহারপূর্বক বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক ২০০০০০/- (দুই লক্ষ) টাকা মূল্যের এক ট্রাক মালামাল জব্দ করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৪-০২-২০২১
৯২৭ পরিমাপে কারচুপির অপরাধে ৪টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আজ বুধবার স্কোয়াড অভিযানের মাধ্যমে ঢাকা জেলার ধামরাই এলাকার মেসার্স করিম ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১২০, ১৬০ ও ১৪০ মিলিলিটার এবং ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ২১০ মিলিলিটার কম প্রদান করছে। মানিকগঞ্জ এর সিংগাইর রোড এলাকার মেসার্স মিলনস ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ১৬০ মিলিলিটার, ০১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ১৮০ মিলিলিটার ও ০২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ১৯০ ও ১৮০ মিলিলিটার করে কম প্রদান এবং সিংগাইর বাস স্ট্যান্ড এলাকার মেসার্স নিউ ফিলিং স্টেশন ০১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৪০ মিলিলিটার এবং ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৫০ মিলিলিটার করে কম প্রদান করে। এছাড়াও আরেকটি স্কোয়াড অভিযানে মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার এলাকার মেসার্স পূর্ণিমা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ৪২০ মিলিলিটার ও ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৪৬০ মিলিলিটার করে কম প্রদান করায় ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ০৪টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। স্কোয়াড অভিযানে ঢাকা ও মানিকগঞ্জ জেলায় বিএসটিআই’র সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এর নেতৃত্বে পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত এবং মুন্সিগঞ্জ জেলায় ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ রাকিবুল আলম এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ০৩-০২-২০২১
৯২৮ অদ্য ০২-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর রামপুরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে দেশী সুপার সপ এন্ড ফার্মা, ৩২২/ই, পূর্ব রামপুরা, ঢাকা কর্তৃক জনসন বেবী লোশন, বেবী শ্যাম্পু, বেবী পাউডার, টয়লেট সোপ, আফাটার সেভিং লোশন, শ্যাম্পু, মধু ও বিস্কুট আমাদনীকৃত পণ্যের অনুকূলে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০২-০২-২০২১
৯২৯ অদ্য ০১-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে সোনালী বেকারী, ৪০/৩, দক্ষিণ কুনিপাড়া, তেজগাঁও, ঢাকা কর্তৃক বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০১-০২-২০২১
৯৩০ অদ্য ৩১-০১-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে এক্সটাসি লিঃ, ১৬/এ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা কর্তৃক কাপড়ের রংয়ের স্থায়ীত্ব পণ্যের অনুকূলে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে ম্যানস ওয়্যার ও ওম্যানস ওয়্যার বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌঃ মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) উপস্থিত ছিলেন। ৩১-০১-২০২১
৯৩১ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ১টি পেট্রোল পাম্পসহ ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের ও ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। আজ বৃহষ্পতিবার ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স আল মাহমুদ ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলি লিটার তেল কম প্রদান করায় এবং একটি ট্যাংকলরির ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় ৫০ হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকার মেসার্স আমির কনফেকশনারী এন্ড জেনারেল স্টোর এর আমির ব্রান্ডের প্রিমিয়াম ব্রেড পণ্যের মেয়াদ উত্তীর্ণ ও বিস্কুট পণ্যের মোড়কে মূল্য, ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ৫০ হাজার এবং মেসার্স টপ লাইন ফেব্রিক্স এন্ড টেইলার্স কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে নন মেট্রিক গজকাঠি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ২৮-০১-২০২১
৯৩২ অদ্য ২৭-০১-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর উত্তরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে নিশিমুরা ট্রেডিং গ্লোরী এন্ড ডি ডব্লিউ ইন্টারন্যাশনাল, বাউনিয়া, তুরাগ, ঢাকা কর্তৃক বাজারজাতকৃত ড্রিংকিং ওয়াটার (জার) পণ্যের অনুকূলে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারায় ৯৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং থ্রি এস শপিং মল, বাড়ী-২, রোড-৯, সেক্টর-১, উত্তরা, ঢাকা কর্তৃক আমদানীকৃত ফুট জুস, চকলেট, জ্যাম, চিপস, মধু, বেবী লোশন, বেবী স্কীন পাউডার ও সলিউবল কফি পাউডার পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ২৭-০১-২০২১
৯৩৩ অদ্য ২৬-০১-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে মঙ্গল বেকারী, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা ও নিউ উত্তরা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা কর্তৃক উৎপাদিত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতকৃত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের মোড়কে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিএসটিআই’র লোগো/মনোগ্রাম ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে উভয় প্রতিষ্ঠানকে সীলগালা করা হয় । উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে প্রকৌঃ এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), মাকছুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। প্রকৌঃ এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রতিষ্ঠানটি সীলগালা করেন। ২৬-০১-২০২১
৯৩৪ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ৪টি পেট্রোল পাম্পসহ ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের ও ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মিরপুর ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং মহানগরীর সায়েদাবাদ এলাকায় স্কোয়াড অভিযানের মাধ্যমে আদালত বরাবর মামলা দায়ের করা হয়। আজ সোমবার ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স রহমান সার্ভিস স্টেশন এর তিনটি আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন চার্ট এর মেয়াদউত্তীর্ণ থাকায় ও ভেরিফিকেশন সনদ বিহীন তিনটি ৫ লিটার, একটি ২লিটার ও একটি ১লিটার লিটারমেজার্স ব্যবহার করায় ৫০ হাজার টাকা, মেসার্স কমফোর্ট ফিলিং এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনে ব্যবহৃত ডিপরড, লিটার মেজার্সের বাৎসরিক ভেরিফিকেশন সনদ নবায়ন না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার অনলাইন ব্যবসায়ী মেসার্স পল্লী পণ্য প্রতিষ্ঠানটির ঘি, মুড়ি, মরিচের গুড়া, সরিষার তেল ও হলুদের গুড়া পণ্যের মোড়কের গায়ে ওজন, মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ নেই এবং পণ্যগুলোর পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ও আরএফএল ব্রান্ডের ৩০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকার প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি অভিযানে কিশোরগঞ্জ জেলা সদর এলাকার মেসার্স হক এন্ড সিদ্দিক ফিলিং স্টেশন ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত লিটার মেজার্স ব্যবহার করায় ১০ হাজার টাকা, মেসার্স ই-অনির্বান ফুড ইন্ডাস্ট্রিজ লিঃ এর অনির্বান ব্রান্ডের টোস্ট বিস্কুট ও হোয়াইট ব্রেড পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধ সনদ না থাকায় ও ৪০ কেজি ধারণক্ষমতার একটি ও ২০০ কেজি ধারণক্ষমতার একটি ডিজিটাল স্কেলের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় ৫ হাজার টাকা এবং মেসার্স এম.এম খান ফুডস এর ১০০ কেজি ছয়টি, ৩০০ কেজি একটি, ৩০ কেজি চারটি ও ১টি বীম স্কেলের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় ও মিল্ক ব্রেড পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ২৪ জানুয়ারি রবিবার রাজধানীর সায়েদাবাদ এলকায় একটি স্কোয়াড অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় মেসার্স পৌর ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ০৫ লিটারে যথাক্রমে ১৯০ ও ১৮০ মিলি লিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ২৫০ মিলি লিটার করে কম প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের ও ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত একটিতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মো: বিল্লাল হোসেন ও মো: ইনজামামুল হক এবং অপরটিতে কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মো: উবায়দুর রহমান সাহেল এর নেতৃত্বে বিএসটিআই পরিদর্শক মো: নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন এবং স্কোয়াড অভিযানে সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো: রাকিবুল আলম, পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন ও মো: ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ২৫-০১-২০২১
৯৩৫ পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী তালুকদার ফিলিং স্টেশন সিএনজি এন্ড সার্ভিসিং এর বিরুদ্ধে ২ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর আসাদগেট, মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। আজ রবিবার ঢাকা মহানগরীর আসাদগেট, মোহাম্মদপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তালুকদার ফিলিং স্টেশন সিএনজি এন্ড সার্ভিসিং সেন্টার জ্বালানি তেল পরিমাপে ৪টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১১০ মি:লি:, ১৩০ মি:লি:, ১০০ মি:লি:, ১০০ মি:লি: এবং ২ টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১০০ মি:লি:, ৯০ মি:লি: কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দ্বারা জ্বালানি তেল বিক্রয়/বিতরণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে মো: মাছুদুল হক, পরিদর্শক অংশগ্রহণ করেন। ২৪-০১-২০২১
৯৩৬ পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ও ১ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় স্কোয়াড অভিযানের মাধ্যমে আদালত বরাবর মামলা দায়ের করা হয়। আজ বৃহষ্পতিবার ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স পূর্ণিমা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১১০ মিলি লিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৭০ মিলি লিটার কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দ্বারা জ্বালানি তেল বিক্রয়/বিতরণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।। এছাড়াও ২০ ডিসেম্বর বুধবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় একটি স্কোয়াড অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় মেসার্স এ.বি এন্ড সন্স জ্বালানি তেল পরিমাপে ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৪০, ৪৭০ ও ৪৩০ মিলি লিটার এবং ১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৪৩০ মিলি লিটার করে কম প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের ও ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ নীরা এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো: নাজমুস সায়াদত এবং স্কোয়াড অভিযানে সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ২১-০১-২০২১
৯৩৭ ওজন যন্ত্রের পরিমাপে কম প্রদান এবং ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজন যন্ত্র ব্যবহারের অপরাধে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় ২০ জানুয়ারি ২০২১ তারিখে এ অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় অভিযুক্ত ৪টি প্রতিষ্ঠান মেসার্স সিমেন্ট সেন্টার ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা, মেসার্স বারিক ব্রাদার্স ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা, মেসার্স ফাহাদ স্টীল এজেন্সী ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা এবং মেসার্স রিয়াদ এজেন্সী-কে ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা, সর্বমোট ৮০,০০০/- (আশি হাজার মাত্র) টাকা অর্থদণ্ড করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক জনাব মোঃ সাইদুর রহমান এবং পরিদর্শক জনাব মোঃ জাহিদ হাসান অংশগ্রহণ করেন। ২০-০১-২০২১
৯৩৮ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ১৯-০১-২০২১ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীরর ডেমরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে খায়ের এন্টারপ্রাইজ, মাতুয়াইল, মাজার রোড, দক্ষিণপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ও অবৈধভাবে পণ্যের গায়ে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করে বিভিন্ন জাম্বু, মক্কা, জেআরএস ব্রান্ডের মশার কয়েল তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় কারখানার প্রতিনিধি শেখ শহিদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম), জনাব মোঃ শরীফ হোসেন, পরীক্ষক (টেক্স) অংশগ্রহণ করেন। জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত কারখাটি সীলগালা করেন। ২০-০১-২০২১
৯৩৯ অদ্য ১৮ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ এবং ভেরিফিকেশন সনদবিহীন ওজন যন্ত্র ব্যবহারের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগরীর মিরপুর-১ নম্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযুক্ত ২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রিন্স বাজার লিঃ-কে ১,০০,০০০/- (এক লক্ষ মাত্র) টাকা এবং নিউ তিশা জুয়েলার্স-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা জরিমানাসহ ২টি মামলায় সর্বমোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন পরীক্ষক জনাব ছানোয়ার হোসেন এবং পরিদর্শক জনাব মোঃ মাছুদুল হক অংশগ্রহণ করেন। ১৮-০১-২০২১
৯৪০ অদ্য ১৭-০১-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর ভাটারা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে আকরাম এন্টারপ্রাইজ, ক-৫৩/২, জগন্নাথপুর, ভাটারা, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক ছাড়পত্র গ্রহণ ব্যতিত ও অবৈধভাবে পণ্যের গায়ে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করে মিনারেল ওয়াটার, বিভিন্ন ধরনের জুস, বিস্কুট, পাস্তা, ইন্সট্যান্ট নুডুলস, সলিউবল কফি পাউডার, মধু, চিপস ও চকলেট পণ্য আমদানী করে বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), জনাব খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার অংশগ্রহণ করেন। ১৭-০১-২০২১

সর্বমোট তথ্য: ১০০৭