Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৮৪১ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২ পেট্রোল পাম্পসহ ৫টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী, মুগদা ও কিশোরগঞ্জ জেলার সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স মাহাবুব এন্ড ব্রাদার্স ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ১ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন ওজনযন্ত্র ব্যবহার করায় ৫ হাজার টাকা, মেসার্স বসুন্ধরা ট্রেডার্স ১ মেট্রিক টন ও ১.৫ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন ওজনযন্ত্র ব্যবহার করায় ৫ হাজার টাকা এবং একই অভিযানে মুগদা এলাকার মেসার্স আল-আমিন স্টীল কর্পোরেশন ১ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন ওজনযন্ত্র ব্যবহার করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও যাত্রাবাড়ী এলাকার মেসার্স ফাতেমা নাজ ফিলিং স্টেশন, মেসার্স ক্যাব এক্সপ্রেস বি.ডি ও মেসার্স স্পীড বার্ড সি.এন.জি স্টেশন লিঃ পরিদর্শনকালে জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। অপর একটি ভ্রাম্যমাণ আদালতে কিশোরগঞ্জ জেলা সদর এলাকার মেসার্স গোল্ডেন অয়েল কোং এন্ড ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৬৫০ মিলিলিটার, ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৬৯০ মিলিলিটার ও ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ২০০ ও ২৮০ মিলিলিটার কম প্রদান এবং ১টি ট্যাংকলরির হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট দেখাতে না পারায় ৭৫ হাজার টাকা এবং মেসার্স জামান রিফুয়েলিং স্টেশন লিঃ ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার তেল কম প্রদান করায় ২০ হাজার টাকা জরিমান করা হয়। ভ্রাম্যমাণ আদালত একটিতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ রাকিবুল আলম ও পরিদর্শক মোঃ রফিক আজাদ এবং অপরটিতে কিশোরগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ১৫-০৬-২০২১
৮৪২ অদ্য ১৫.০৬.২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে চারদিকে ডটকম, ২১৭, এলিফ্যান্ট রোড, ঢাকা-কে আমদানীকৃত স্কিন ক্রিম, লিপস্টিক, লেনপলিশ, স্কিন পাউডার, স্কিন লোশন পণ্য বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয় ও বাজারজাত করায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ১৫-০৬-২০২১
৮৪৩ বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ ও সিরাজদিখান, মুন্সিগঞ্জ এলাকায় ১৪.০৬.২০২১ খ্রিঃ তারিখে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। তালুকদার ফিলিং স্টেশন-১, মাওয়া রোড, সিরাজদিখান, মুন্সীগঞ্জ-কে প্রতি ১০ লিটারে ডিজেল ইউনিটে যথাক্রমে ২৮০ মি.লি. ও ৮৬০ মি.লি. তেল কম প্রদান করায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ও ২। মেহেরা ফিলিং স্টেশন, মাওয়া রোড, তেঘারিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-কে প্রতি ১০ লিটারে পেট্রোল ইউনিটে ৪২০ মি.লি. ও ডিজেলে ১৪০ মি.লি. কম প্রদান করায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১। মেঘনা মডেল সার্ভিস সেন্টার, পরিবাগ, ঢাকা ২। পূর্বাচল ট্রের্ডাস, পরিবাগ, ঢাকা ৩। মোহাম্মাদিয়া ফিলিং স্টেশন, মাওয়া রোড, সিরাজদিখান, মুন্সীগঞ্জ ৪। হাওলাদার ফিলিং স্টেশন, মাওয়া রোড, সিরাজদিখান, মুন্সীগঞ্জ-কে পরিমাপে সঠিক পাওয়ায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আদালত। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ সোহাগ হায়দার, পরিদর্শক (মেট) ও জনাব রুবিনা আখতার, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন। ১৫-০৬-২০২১
৮৪৪ অদ্য ১৪-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত পণ্য বাজারজাত করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার হাতিরঝিল এবং রমনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ৩টি ঢাকা জেলার হাতিরঝিল এলাকায় অবস্থিত বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা এবং একই এলাকায় অবস্থিত বেষ্ট সুইটস এন্ড বেকারী-কে ২৫,০০০/- (পঁচিশ হাজার মাত্র) টাকা, এছাড়াও রমনা এলাকায় অবস্থিত সর ফুড এন্ড বেকারী লিঃ-কে ৩০,০০০/- (ত্রিশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড করা হয়। ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার জনাব এ এফ এম হাসিবুল হাসান অংশগ্রহণ করেন। ১৪-০৬-২০২১
৮৪৫ অদ্য ১৩.০৬.২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ এলাকায় বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রয় বিতরণ করায় ৩ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই। ১। হেরা বেকারী এন্ড সুইটমিট, কেরাণীগঞ্জ, ঢাকা প্রতিষ্ঠানকে অবৈধ ভাবে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করে বিক্রি-বিতরন করায় ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়, ২। শান্তা বেকারী এন্ড কনফেকশনারী, কেরাণীগঞ্জ, ঢাকা প্রতিষ্ঠানকে অবৈধ ভাবে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করে বিক্রি-বিতরন করায় ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। ও ৩। বিসমিল্লাহ হোটেল এন্ড সুইটস, কেরাণীগঞ্জ ,ঢাকা প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স ব্যতিরেকে অবৈধ ভাবে ফর্মেন্টেড মিল্ক (দই) পণ্য উৎপাদন ও বিক্রি-বিতরন করায় ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত আদালত সিএম লাইসেন্স গ্রহণ ও নবায়ন করে বৈধ ভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করে। এছাড়া কুসুম বেকারী নামক প্রতিষ্ঠানকে মান সম্মত পণ্য উৎপাদন এর পরামর্শ প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ১৩-০৬-২০২১
৮৪৬ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ১টি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১ জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর নীলক্ষেত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করা হয়। অদ্য ১৩-০৬-২০২১ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর নীলক্ষেত এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় মেসার্স কিউ.জি সামদানী এন্ড কোং জ্বালানি তেল পরিমাপে ৩টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২১০, ১৮০ ও ১৯০ মিলিলিটার এবং ১টি ডিজেল ও ১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১৬০ ও ১৬০ মিলিলিটার করে কম প্রদান করছে। জ্বালানি তেল পরিমাপে কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ আবুল হোসেন’কে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া এলিফ্যান্ট রোড এলাকার মেসার্স রহমান ফিলিং স্টেশন পরিদর্শনকালে সবগুলো ইউনিট পরিমাপে সঠিক পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক ও মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ১৩-০৬-২০২১
৮৪৭ অদ্য ১০/০৬/২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিজা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মহানগরীর রামপুরা ও মতিঝিল এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজিপাড়া সিএনজি ফিলিং স্টেশন এন্ড মালিবাগ অটো সার্ভিস, রামপুরা, ঢাকা কে প্রতি ১০ লিটারে ২ টি অকটেন ইউনিটে ৪০ ও ৬০ মি.লি. তেল কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন - ২০১৮' অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং করিম এন্ড সন্স, মতিঝিল, ঢাকা কে প্রতি ১০ লিটারে ১ টি অকটেন ইউনিটে ৯৯০ মি. লি. তেল কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন - ২০১৮' অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিনিময় সার্ভিস ষ্টেশন, মতিঝিল, ঢাকা এবং মেসার্স পূবালী ফিলিং ষ্টেশন, মতিঝিল, ঢাকা এর জ্বালানি তেল সরবরাহ সঠিক পাওয়ায় ম্যাজিস্ট্রেট মহোদয় ফিলিং স্টেশন এর প্রতিনিধিদের ধন্যবাদ জানান। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন জনাব সোহাগ হায়দার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা। ১০-০৬-২০২১
৮৪৮ পরিমাপে কারচুপির অপরাধে ১টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার সাভার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অদ্য ১০-০৬-২০২১ খ্রিঃ তারিখে ঢাকা সাভার এর হেমায়েতপুর এলাকায় স্কোয়াড অভিযান পরিচালনাকালে দেখা যায় মেসার্স মোল্লাহ ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার জ্বালানি তেল পরিমাপে ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪১০ মিলিলিটার কম প্রদান করছে। পরিমাপে কম প্রদান করায় ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী পেট্রোল পাম্পটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। স্কোয়াড অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালক মোঃ রাকিবুল আলম এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ বিল্লাল হোসেন ও পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন। ১০-০৬-২০২১
৮৪৯ অদ্য ১০-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত পণ্য বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার উত্তরা পশ্চিম এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার উত্তরা পশ্চিম এলাকায় অবস্থিত আর আর ওয়ার্ল্ড ভিশন (বিডি অনলাইন কোরিয়ান কসমেটিক্স)-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড করা হয়। ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার জনাব মোঃ খালেদ হোসেন অংশগ্রহণ করেন। ১০-০৬-২০২১
৮৫০ অদ্য ০৯-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে খিলগাঁও এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। বাবার দোয়া বেকারী, ১০২/এ, দক্ষিণ গোড়ান, খিলগাঁও, ঢাকা ও ২। নিউ তিতাস বেকারী, ৬৩/এ, রোড-১৯, খিলগাঁও, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিস্কুট ও কেক পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি ও বাজারজাত করায় যথাক্রমে ৫০,০০০/- টাকা ও ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৯-০৬-২০২১
৮৫১ অদ্য ০৯-০৬-২০২১ খ্রিঃ তারিখে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি পেট্রোল পাম্পকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার আমিন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বুধবার ঢাকা জেলার আমিন বাজার এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স বন্ধন ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৪০ ও ৪৩০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৬৪০ মিলিলিটার তেল কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা এবং মেসার্স এইচ.কে ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার-এ ব্যবহৃত ডিসপেন্সিং ইউনিটগুলোর বাৎসরিক ভেরিফিকেশন সনদ এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আমিন বাজার এলাকার মেসার্স অভি ফিলিং স্টেশন, মেসার্স মমতাজ ফিলিং স্টেশন এবং মোহাম্মদপুর এলাকার মেসার্স বুড়িগঙ্গা ফিলিং স্টেশন পরিদর্শনকালে পরিমাপে সঠিক পাওয়া যায়। ০৯-০৬-২০২১
৮৫২ অদ্য ০৮-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে রমনা ও বাড্ডা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে এমএফইউ ট্রেডিং কোং, ১৭ আলহাজ্ব শামসুদ্দিন ম্যানসন (৭তম তলা) মগবাজার, নিউ স্কাটন রোড, ঢাকা-কে আমদানীকৃত পণ্যের ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং পণ্যের গাঁয়ে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার না করে শ্যাম্পু, স্ক্রীন ক্রীম, বডি লোশন ও টুথপেস্ট পণ্য বিক্রয় ও বাজারজাত করায় ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও হ্যাভেন ড্রিংকিং ওয়াটার, জাগরনী ক্লাব মোড়, বাড্ডা, ঢাকা-কে সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয় ও বাজারজাত করায় কারখানাটিকে সীলগালা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৮-০৬-২০২১
৮৫৩ ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’’ ও ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী একটি সুপার শপ প্রতিষ্ঠান’কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ সোমবার (০৭ জুন ২০২১ খ্রি) ঢাকা মহানগরীর গুলশান এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স লেভেন্ডা কনভিনিয়েন্স স্টোর লিমিটেড নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ না করে আমদানীকৃত বিভিন্ন ব্রান্ডের লোশন, শ্যাম্পু, স্কিনক্রীম, পাউডার, বেবী লোশন, বেবী ক্রীম পণ্য বিক্রয় ও বিতরণ করায় বিএসটিআই আইনে ১ লক্ষ টাকা এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ল্যাভেন্ডা ব্রান্ডের ড্রাইকেক বিস্কুট, মসুর ডাল, বুট ডাল ভাঙ্গা, সুগার ফ্রি টোস্ট, ধনিয়া ইত্যাদি পণ্য মোড়কজাত করে বিক্রয় ও বিতরণ করায় ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ ও পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ০৭-০৬-২০২১
৮৫৪ অদ্য ০৬-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ফতুল্লা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। পদ্মা কনজ্যুমার এন্ড বেভারেজ কোং, মুন্সীপাড়া, ফতুল্লা, কুতুবপুর, নারায়নগঞ্জ–কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রি ও বাজারজাত করায় বিএসটিআই আইনে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ফতুল্লা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে পদ্মা কনজ্যুমার এন্ড বেভারেজ কোং, মুন্সীপাড়া, ফতুল্লা, কুতুবপুর, নারায়নগঞ্জ–কে ফর্টিফাইড সয়াবিন তেল এর মোড়কজাত নিবন্ধ না থাকায় ২৫,০০০/- টাকা জরিমানা ও সান্টু ফিলিং স্টেশন, ১/১, পোল্ডার রোড, মাতুয়াইল, ঢাকা-কে ডিজেল ডিন্সেসিং ইউনিটের ৪টি ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৪০ মি.লি., ৪৩০মি.লি., ৫৫০মি.লি. ও ৪৭০ মি.লি. এবং অকটেন ডিন্সেসিং ইউনিটে ইউনিটে ৭২০ মি.লি. কম প্রদান করায় ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। ০৬-০৬-২০২১
৮৫৫ অদ্য ০৩-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর ডেমরা ও কদমতলী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। সুফিয়া রি-রোলিং এন্ড স্টীল মিলস, বাঁশেরপুল, কোনাপাড়া, ডেমরা, ঢাকা ২। আল নুর স্টীল এন্ড রি-রোলিং ইন্ডাস্ট্রিজ লিঃ, ২৪ বিসিক শিল্প নগরী, শ্যামপুর, কদমতলী, ঢাকা ও ৩। টেকনোসাম স্টীল লিঃ, ৭৫ বিসিক শিল্প নগরী, শ্যামপুর, কদমতলী, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে এম এস রড (রিবড বার) পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইনে যথাক্রমে ৫০,০০০/-, ১,০০,০০০/- ও ১,০০,০০০/- অর্থাৎ প্রতিষ্ঠান ৩টিকে উপরোক্ত অপরাধে মোট ২,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতিরেকে ওয়েব্রিজে ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে উল্লেখিত প্রতিষ্ঠান ৩টির প্রত্যেক-কে ৫০,০০০/-টাকা করে মোট ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন। ০৩-০৬-২০২১
৮৫৬ অদ্য ০২.৬.২০২১ তারিখে বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিমুল এহসান এর নেতৃত্বে ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে এনএস ব্রাদার্স, ৩১, ডগাইর পুরব পাড়া, সারুলিয়া, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে সি এম লাইসেন্স ব্যতীত ফরটিফাইড সয়াবিন তেল এবং ফরটিফাইড পাম অলিন উৎপাদন করতে দেখা যায়। লাইসেন্স ব্যতিত অবৈধভাবে বিএসটিআই গুণগত মান চিহ্ন ব্যবহারপূর্বক বাধ্যতামূলক পণ্য বিক্রি, বিতরণ করায় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫/২৭ ধারা অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। পরিচালিত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই। ০২-০৬-২০২১
৮৫৭ অদ্য ৩১-০৫-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর খিলক্ষেত এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। ফোর স্টার ট্রেড ইন্টারন্যাশনাল, খিলক্ষেত নামাপাড়া, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে মুড়ি পণ্য ও ২। সুন্দরবন ফুড প্রোডাক্টস, বড়ুয়া, খিলক্ষেত, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে পাউরুটি, কেক ও বিস্কুট পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে প্রত্যেক-কে ২৫,০০০.০০ টাকা করে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ৩১-০৫-২০২১
৮৫৮ আজ বৃহষ্পতিবার বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে- ১। স্টার ওয়াল্ড, ধানমন্ডি, ঢাকা, ২। প্রিয় জেনারেল স্টোর,ধানমন্ডি, ঢাকা ও ৩। আলমাস জেনারেল স্টোর, ধানমন্ডি, ঢাকা প্রত্যেক প্রতিষ্ঠান-কে বিএসটিআইর ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে শ্যাম্পু, স্কিন পাউডার, স্কিন ক্রীম, টয়লেট সোপ, লিপস্টিক পণ্য বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় বিএসটিআই আইনে প্রত্যেক-কে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা করে সর্বমোট ৭৫,০০০.০০ (পঁচাত্তর হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম)। ২৭-০৫-২০২১
৮৫৯ অদ্য ২৫.০৫.২০২১ তারিখে বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিমুল এহসান এর নেতৃত্বে কলাবাগান থানা পুলিশের সহায়তায় ঢাকা মহানগরীর গ্রীন রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট ভিশন কসমেটিকস কোং লিঃ এর মালিককে বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ ব্যতিত হেয়ার অয়েল, মেহেদি, লিকুইড হ্যান্ড ওয়াস, ডিশ ওয়াশিং লিকুইড পণ্য বিক্রয় বিতরণ করায় বিএসটিআই আইনের ৩১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার, বিএসটিআই উপস্থিত ছিলেন। ২৫-০৫-২০২১
৮৬০ অদ্য ২৪-০৫-২০২১ তারিখে বিএসটিআই’র উদ্যোগে রমনা থানা পুলিশের সহযোগিতায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার এর নেতৃত্বে রমনা থানাধীণ বেইলিরোড এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে- ১। স্টার ওয়াল্ড, ৯, বেইলি রোড, নাটক স্মরনী, ঢাকা বিএসটিআইর ছাড়পত্র গ্রহণ ব্যাতিরেকে শ্যাম্পু (ব্রান্ড: Dove, Tresemme), স্কিন পাউডার (ব্রান্ড: Yardley), বেবী লোশন (ব্রান্ড: KODOMO), স্কিন ক্রীম (ব্রান্ড: PONDS, OLAY), লিপস্টিক (ব্রান্ড: RK Matte), টয়লেট সোপ (ব্রান্ড: Fa) পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় বিএসটিআই আইনে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। ২। INGLOT Bangladesh, নাটক স্মরনী, নিউ বেইলি রোড, বিএসটিআইর ছাড়পত্র গ্রহণ ব্যাতিরেকে লিপস্টিক, ফেস পাউডার পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় বিএসটিআই আইনে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। ৩। BD Budget Beauty, নাটক স্মরনী, নিউ বেইলি রোড, ঢাকা বিএসটিআইর ছাড়পত্র গ্রহণপূর্বক শ্যাম্পু, স্কিন পাউডার, বেবী লোশন, স্কিন ক্রীম, লিপস্টিক পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাজাহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), জনাব খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম)। ২৪-০৫-২০২১

সর্বমোট তথ্য: ১০০৭