Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৭২১ বিএসটিআই, ঢাকা সি এম উইং বিএসটিআই এর অভিযানে ১,২৫,০০০/- টাকা জরিমানা। অদ্য ২৫/১১/২০২১ তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরার নেতৃত্বে ঢাকা মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত এর একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত এলাকায় অভিযানকালে বৈধ সি এম লাইসেন্স ব্যতীত বাধ্যতামূলক সি এম লাইসেন্স এর আওতাভুক্ত টেক্সটাইল কাপড় এর রং এর স্থায়িত্ব, লেদার ফুটওয়্যার (ফিজিক্যাল), আমব্রেলা ক্লথ, সু পলিশ, এবং এলকোহল বেজড হ্যান্ড স্যানিটাইজার পণ্য বিক্রি, বিতরণ করায় ৫ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা করে বিএসটিআই। ১, এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিঃ(লোটো)-পণ্য টেক্সটাইল কাপড় এর রং এর স্থায়িত্ব, ফুটওয়্যার (ফিজিক্যাল) আমব্রেলা ক্লথ, এলকোহল বেজড হ্যান্ড স্যানিটাইজার; ব্র্যান্ড-লোটো ২, ওয়াকার ফুট ওয়্যার-টেক্সটাইল কাপড় এর রং এর স্থায়িত্ব (ব্র্যান্ড- উইনার), লেদার ফুটওয়্যার(ফিজিক্যাল) ব্র্যান্ড-ওয়াকার ৩, বে ইম্পেরিয়াম-পণ্য লেদার ফুটওয়্যার (ফিজিক্যাল), সু পলিশ; ব্র্যান্ড-বে ৪, আগামী সাম্পান লিঃ-পণ্য লেদার ফুটওয়্যার (ফিজিক্যাল), সু পলিশ; ব্র্যান্ড (স্প্যান) ৫, ইনসোল ফুট ওয়্যার লিঃ- পণ্য লেদার ফুটওয়্যার (ফিজিক্যাল), সু পলিশ ; ইনসোল বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত প্রতিষ্ঠান সমূহ বর্ণিত পণ্য বিক্রি, বিতরণ করায় বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫০০০/- টাকা অর্থদন্ড প্রদান করে। পাশাপাশি প্রতিষ্ঠানসমূহকে বিএসটিআই সিএম লাইসেন্স এর আওতায় ২২৯ টি পণ্যের বাধ্যবাধকতার (লাইসেন্স/ছাড়পত্র)বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। পরিচালিত আদালতে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারায় প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম)। ২৫-১১-২০২১
৭২২ অদ্য ২৩.১১.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বাড্ডা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় সৈনিক বেকারী, ২৩৮, আব্দুল্লাবাগ, সাতারকুল রোড, উত্তর বাড্ডা,ঢাক-কে ৫০,০০০/- হাজার টাকা জরিমানা ও বিস্কুট, পাউরুটি ও কেক পণ্যের জন্য নুয়েল বেকারী এন্ড কনফেকশনারী, মেম্বার কলোনী, আব্দুল্লাবাগ, সাতারকুল রোড, উত্তর বাড্ডা, ঢাক-কে ২৫,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৩-১১-২০২১
৭২৩ অদ্য ২১.১১.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বনানী থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক আমদানীকৃত শ্যাম্পু, বডি লোশন, সাবান, বডি পাউডার, সলিউবল কফি পাউডার, হ্যান্ড ওয়াশ, স্ক্রীন ক্রীম, চিপস ইত্যাদি পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ১। ইউ এস ফুড মাট লিঃ, হাউজ-১০৮, রোড-১১, ব্লক-সি, বনানী, ঢাক-কে ৬০,০০০/- হাজার টাকা জরিমানা ও ২। ইসলামিয়া ফার্মেসী, হাউজ-৫০, রোড-১১, ব্লক-সি, বনানী, ঢাক-কে ২৫,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২১-১১-২০২১
৭২৪ অদ্য ১৭.১১.২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় জনাব নাফিজা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ইসহাক এগ্রো ফুড এন্ড বেভারেজ, ৩/১বি, হাজী লাট মিয়া কমপ্লেক্স, বাঁশবাড়ী, মোহাম্মদপুর, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত সরিষার তেল, ঘি ও মধু পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ২৫,০০০.০০ টাকা জরিমানা ও নিউট্রিয়েট কেক এন্ড পেস্ট্রি সপ, ১৫/২, ব্লক-সি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-কে কেক (প্লেইন, ফ্রুট, স্পঞ্জ), পাউরুটি ও বিস্কুট পণ্য তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ৫০,০০০.০০ টাকা জরিমানা করেছেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ১৭-১১-২০২১
৭২৫ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ডআইন-২০১৮’’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বুধবার ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স প্রিন্স সুইটস এন্ড বেকারী নামক প্রতিষ্ঠানটির অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেসার্স ফাইভ স্টার কর্পোরেশন নামক রডের দোকানে ব্যবহৃত ওজনযন্ত্রের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় এবং প্রতি ১০০ কেজি রড পরিমাপে ৮০০ গ্রাম কম থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন। ১৭-১১-২০২১
৭২৬ অদ্য ১৬.১১.২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় জনাব নাফিজা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে এজরা হিমালায়া কর্পোরেশন, ডগাইর পশ্চিম পাড়া, ডেমরা ঢাকা-কে এসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত আটা, ময়দা ও ফর্টিফাইড সয়াবিন তেল পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ২৫,০০০.০০ টাকা জরিমানা ও নিউ দিলখোশ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ডগাইর, ডেমরা, ঢাকা-কে কেক ও বিস্কুট (টোস্ট, সল্টেড) বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ২৫,০০০.০০ টাকা জরিমানা করেছেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ১৬-১১-২০২১
৭২৭ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ডআইন-২০১৮’’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স ইশরাত এগ্রো ফার্ম প্রতিষ্ঠানটির দই, মরিচের গুঁড়া ও দুধ পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেসার্স ব্রাইট ফার্নিশিং নামক পর্দার দোকানে মিটার স্কেলের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ১৬-১১-২০২১
৭২৮ "বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমান আদালতে ৫০,০০০.০০ টাকা জরিমানা ও স্বনামধন্য প্যারাসুট ব্র্যান্ডের নারিকেল তেল পণ্যের সদৃশ আনুমানিক ১,০০০ পিস খালি বোতল ধ্বংস" ম্যারিকো বাংলাদেশ লিঃ, ঢাকা প্রতিষ্ঠানের অভিযোগের প্রেক্ষিতে ১৫.১১.২১ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরার নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মহানগরীর চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় বিএসটিআই এর উদ্যোগে বিএসটিআই আইন'২০১৮ অনুসারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নুর হাসান স্ক্রীন প্রিন্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে বাধ্যতামূলক "নারিকেল তেল" পণ্যের স্বনামধন্য ব্র্যান্ড (প্যারাসুট) মোড়কের অনুরূপ এবং বিডিএস নম্বর ও মানচিহ্ন সংবলিত মোড়ক মুদ্রণ করে অবৈধ এস এস কেমিক্যাল প্রোডাক্টস, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে পণ্যটি (ব্র্যান্ড: পার্বতী) বিক্রয়, বিতরণের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করায় জড়িত থাকার অপরাধে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়, জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় হয়েছে। এছাড়া, কারখানায় প্রাপ্ত পণ্যটির আনুমানিক ১,০০০ (এক হাজার) পিস মুদ্রিত খালি বোতল জব্দপূর্বক অভিযোগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে সিএম উইং এর ফিল্ড অফিসার জনাব আফসানা হোসেন দায়িত্ব পালন করেন। ১৬-১১-২০২১
৭২৯ জ্বালানি তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ সোমবার রাজধানীর তেজগাঁও শি/এ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার তেজগাঁও শি/এ থানাস্থ মেসার্স সততা এন্ড কোং, ৮২, শহীদ তাজ উদ্দিন আহমদ স্বরনী, তেজগাঁও শি/এ, ঢাকা-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত ১. ক্লিন ফুয়েল ফিলিং ষ্টেশন লিমিটেড, ২. রয়েল ফিলিং ষ্টেশন, ৩. এস. আর. এন্টারপ্রাইজ এবং ৪.সাউদার্ন অটোমোবাইলস লিমিটেড -এ মোবাইল কোর্ট পরিচালনাকালে তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব রোশনা আক্তার অংশগ্রহণ করেন। ১৫-১১-২০২১
৭৩০ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ডিএমপি পুলিশের সহযোগিতায় ১৪.১১.২০২১ তারিখে খিলগাঁও ও হাতিরঝিল থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের গাঁয়ে উৎপাদন ও মেয়াউত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় সালাম ডেইরী ফাম, ২১, খিলগাঁও, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা ও ০২। ওরিয়ন ফুটওয়্যার লিঃ, ১ নং পশ্চিম হাজিপাড়া, হাতিরঝিল, ঢাকা-কে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৫-১১-২০২১
৭৩১ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী একটি সুপার শপ কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ রবিবার ঢাকা মহানগরীর গুলশান এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আগোরা (Agora) লিঃ, গুলশান, ঢাকা প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত চট্টলা ড্রাই ফিস সেন্টার এর ফাইস্যা শুটকী মাছ, লটিয়া শুটকী এবং মাশুক এন্টারপ্রাইজ এর চিংড়ি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন, পরিবেশন ও বিক্রয় করায় ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ১৪-১১-২০২১
৭৩২ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও খিলগাঁও থানার পুলিশের সহযোগিতায় ১০.১১.২০২১ তারিখে খিলগাঁও থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ও পণ্যের গাঁয়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় মুসলিম সুইটস এন্ড বেকারী, ৫৫১/সি খিলগাঁও, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১১-১১-২০২১
৭৩৩ অদ্য ০৮/১১/২০২১ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা-এর নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর রমনা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিএসটিআই হতে 'কাপড়ে রং-এর স্থায়িত্বের' অনুকূলে লাইসেন্স গ্রহণ ব্যতিত বিভিন্ন পণ্য অবৈধভাবে বিক্রয় ও বাজারজাত করার অপরাধে: ১। সেলিব্রেশনস (ব্র্যান্ড: Celebrations), নাটক স্মরণী, নিউ বেইলি রোড, রমনা, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। ২। এম ক্রাফট (ব্র্যান্ড: M Craft), নতুন ০৫ নাটক স্মরণী, বেইলি রোড, রমনা, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল)। ০৮-১১-২০২১
৭৩৪ অদ্য ০৭.১১.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় খিলগাঁও থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক গ্লাস টেবিলওয়্যার এবং সিরামিক টেবিলওয়্যার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ফারুক ট্রেডাস, ৫৬৯/সি, খিলগাঁও, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা ও পসরা, ৫৬৯/সি খিলগাঁও, ঢাকা-কে আমদানীকৃত শ্যাম্পু, স্কিন পাউডার ও হ্যান্ড ওয়াশ পণ্যের ছাড়পত্র ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৭-১১-২০২১
৭৩৫ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী অদ্য ০৭-১১-২০২১খ্রিঃ তারিখে ১ পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর নিউ এলিফ্যান্ট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ রবিবার ঢাকা মহানগরীর নিউ এলিফ্যান্ট রোড এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স রহমান এন্ড কোং নামক প্রতিষ্ঠানটি জ্বালানি তেল বিক্রয়ের ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়ে ভোক্তাকে পরিমাপে কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ বিল্লাল হোসেন এবং পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ০৭-১১-২০২১
৭৩৬ পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য (জিরা, গরম মশলা, মুগ ডাল, মসুর ডাল, ধনিয়া ইত্যাদি) বিক্রি ও বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বৃহস্পতিবার রাজধানীর রামপুরা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার রামপুরা থানাস্থ বনশ্রী এলাকায় অবস্থিত মীনা বাজার, বাড়ি-সি/৪২, রোড-৪, ব্লক-সি, বনশ্রী, ঢাকা-১২১৯ -কে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ শাহজাহান অংশগ্রহণ করেন। ০৪-১১-২০২১
৭৩৭ অদ্য ০৪.১১.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় কদমতলী থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় জে এস ইলেকট্রিক ল্যাম্প কোং, ২৮, রাজাবাড়ী, পোস্তগোলা, কদমতলী, ঢাকা-কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে জেব-উব নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৪-১১-২০২১
৭৩৮ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী একটি সুপার সপ’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বুধবার ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স ওয়ান স্টপ সুপার সপ এর ০২টি ৩০ কেজি ধারণক্ষমতার CAS ব্রান্ডের ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযানে আসাদ গেইট এলাকার মেসার্স সোনার বাংলা ফিলিং স্টেশন, মেসার্স তালুকদার ফিলিং স্টেশন এবং গাবতলী এলাকার মেসার্স রোজিনা ফিলিং স্টেশন ও মেসার্স রায়হান ফিলিং স্টেশন পরিদর্শনকালে সবগুলো ইউনিট পরিমাপে সঠিক পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ রাকিবুল আলম ও পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ০৩-১১-২০২১
৭৩৯ অদ্য ০৩.১১.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ভাটারা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ক্রিস্টাল ফুড এন্ড বেভারেজ, হাজীবাড়ী, সোলমাইদ, ভাটারা, ঢাকা-কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৩-১১-২০২১
৭৪০ অদ্য ০২.১১.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় কাফরুল থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ও ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় নিউ রয়েল বেকারী এন্ড কনফেকশনারী, ১০৮৮, ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা ও একতা আনন্দময়ী বেকারী, ৪৩/২/২, ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা-কে যথাক্রমে ৫০,০০০.০০+ ২৫,০০০.০০ টাকা মোট ৭৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০২-১১-২০২১

সর্বমোট তথ্য: ১০০৬