Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৫৬১ অদ্য ২১-০৬-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক টয়লেট সোপ, শ্যাম্পু, হেয়ার অয়েল, সলিউবল কফি পাউডার, চিপস, মিনারেল ওয়াটার, আফটার শেভ লোশন, ইনফ্যান্ট ফর্মুলা, মিল্ক পাউডার, টুথপেস্ট ও স্কিন ক্রিম পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে পিক এন্ড পে, ১০১, অনন্যা কমপ্লেক্স, ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-কে ১,০০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২১-০৬-২০২২
৫৬২ অদ্য ২০-০৬-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, ব্রান্ড: সাফ এক্সেল ও রিম পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ন্যাশনাল কনজ্যুমার প্রোডাক্টস, ১৩/১, উত্তর রায়েরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা-কে ৫০,০০০/- টাকা ও সরকারী কাজে বাধা প্রদান করায় পিওর কেমিক্যাল, উত্তর রায়েরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা মোট ৬০,০০০.০০ টাকা জরিমানা ও অবৈধ মালামাল ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২০-০৬-২০২২
৫৬৩ অদ্য ২০/০৬/২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য (বিস্কুট, কেক, পাউরুটি) বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ইউসুফ কনফেকশনারী, মমতাজ প্লাজা, রোড-৪, বাড়ী-৭, ধানমন্ডি, ঢাকা-কে টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২০-০৬-২০২২
৫৬৪ অদ্য ১৯/০৬/২০২২ তারিখ ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "হেলমেট" বিক্রয় ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠান ১। বাইক ফেয়ার, ২৩২, দক্ষিন গোড়ান, খিলগাঁও, ঢাকা-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ) হাজার মাত্র এবং ২। ইগনাইট, ১০০৪, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ) হাজার মাত্র সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ) হাজার মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। মোবাইল কোর্টে জনাব খালিদ রেজা, সহকারী পরিচালক (সিএম) এর উপস্থিতিতে প্রসিকিউটর হিসেবে জনাব নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৯-০৬-২০২২
৫৬৫ অদ্য ১৯-০৬-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর ওয়ারী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ে রং-এর স্থায়ীত্বের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ম্যানস ওয়্যার, ওম্যানস ওয়্যার পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ব্র্যান্ড এমবাসি, ৩৭/১, রেনকিন স্ট্রীট, ওয়ারী, ঢাকা-কে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন এবং জনাব ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ১৯-০৬-২০২২
৫৬৬ অদ্য ১৬-০৬-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, ব্রান্ড: সাফ এক্সেল ও ইস্ট্যান্ট টি পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে মেট্রো কনজ্যুমার প্রোডাক্টস, বাড়ী-০১, পুরাতন মসজিদ রোড, দক্ষিণ মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা-কে ৫০,০০০/- টাকা ও সরকারী কাজে বাধা প্রদান করায় ১০,০০০.০০ টাকা মোট ৬০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৯-০৬-২০২২
৫৬৭ অদ্য ১৫/০৬/২০২২ তারিখ ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক বাধ্যতামূলক পণ্য "ঘি" বিক্রয় ও বাজারজাতের অপরাধে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, ৩৭/১, আজিমপুর রোড, ঢাকা-১২০৫ -কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সুরাইয়া পারভীন, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৫-০৬-২০২২
৫৬৮ অদ্য ১৪/০৬/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য এডিবল জেল, আইসললি, ফ্রুট ড্রিংকস, লজেন্স, চকোলেট, সয়াবিন তেল, সরিষার তেল পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ ব্যতীত উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে জার্মান এগ্রো এন্ড বেভারেজ কোং লিঃ, ইয়ারপুর, পোষ্ট-জিরাবো, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে টাকা ১,০০,০০০.০০ (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন। ১৫-০৬-২০২২
৫৬৯ অদ্য ১৪-০৬-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে এ ওয়ান ফুড এন্ড পেস্ট্রি, ১৪ নাটক স্মরনী, নিউ বেইলী রোড, রমনা, ঢাকা-কে ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৪-০৬-২০২২
৫৭০ অদ্য ১৩/০৬/২০২২ তারিখ ঢাকা মহানগরীর সবুজবাগ ও খিলগাঁও থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক বাধ্যতামূলক পণ্য কেক (প্লেইন), বিস্কুট, পাউরুটি বিক্রয় ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠান ১। স্বর্নলতা বেকারী, ১৮৯, দক্ষিণগাঁও, সবুজবাগ, ঢাকা-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র এবং ২। নওয়াবশাহ বেকারী এন্ড কনফেকশনারী, শেখেরবাজার, মোল্লাবাড়ি, খিলগাঁও, ঢাকা-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন ১৪-০৬-২০২২
৫৭১ অদ্য ১২.০৬.২২ খ্রিঃ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিজা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মহানগরীর মৌচাক এলাকায় একটি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। সেনসেশন মার্ট বিডি নামী প্রতিষ্ঠানে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালত স্কিন ক্রিম, স্কিন পাউডার, লিপস্টিক, টয়লেট সোপ, সিনথেটিক কালার পেস্ট পণ্যের অনুকূলে বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ না করেই পণ্যগুলো বিক্রয় বিতরন করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১/৩১ ধারায় ৫০,০০০/- জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট এ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম)। ১২-০৬-২০২২
৫৭২ অদ্য ০৯/০৬/২০২২ তারিখ ঢাকা মহানগরীর গুলশান থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত কেক (প্লেইন) বিক্রয় ও বাজারজাতের অপরাধে দি চকোলেট রুম, স্টার সেন্টার, প্লট- এস(ই)২, রোড-১৩৮, গুলশান-১, ঢাকা-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৯-০৬-২০২২
৫৭৩ অদ্য ০৮-০৬-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর ধানমন্ডি থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্ক্রিন ক্রিম, স্ক্রিন পাউডার, টয়লেট সোপ, আফটার সেভ লোশন, কার্বোনেটেড বেভারেজ ও চকোলেট অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে নিডস ডির্পাটমেন্টাল স্টোর, বাড়ী-১৮/এ, রোড-৬, ধানমন্ডি, ঢাকা-কে ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৯-০৬-২০২২
৫৭৪ অদ্য ০৮/০৬/২০২২ খ্রিঃ তারিখ রোজ বুধবার ঢাকা মহানগরীর কলাবাগান থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য (বিস্কুট, কেক, চানাচুর, লাচ্ছা সেমাই ইত্যাদি) বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ২টি প্রতিষ্ঠান ১। সেঞ্চুরী সুইটস এন্ড বেকারী, ২০/৫, পশ্চিম পান্থপথ, ঢাকা-কে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র এবং ২। মিঠাই, ২০/৫, পশ্চিম পান্থপথ, ঢাকা-কে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র সর্বমোট টাকা ৬০,০০০/- (ষাট হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৮-০৬-২০২২
৫৭৫ অদ্য ০৭-০৬-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ে রং-এর স্থায়ীত্বের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ম্যানস ওয়্যার, ওম্যানস ওয়্যার পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ম্যানহুড ফ্যাশন (ব্র্যান্ডঃ MANHOOD), প্লট ২৫, সেকশন ৬, মিরপুর, ঢাকা-কে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিমুল এহসান-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন। ০৭-০৬-২০২২
৫৭৬ অদ্য ০৬-০৬-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর বাংলামটরস্থ শাহবাগ থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্যানেটারী ট্যাপওয়্যার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ব্লু বাথ, ৪ লিংক রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৬-০৬-২০২২
৫৭৭ অদ্য ০৫/০৬/২০২২ তারিখ ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার বিক্রয় ও বাজারজাতের অপরাধে আল নিয়ামা ফুড এন্ড বেভারেজ, ভাটারা, ঢাকা-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৫-০৬-২০২২
৫৭৮ অদ্য ০২-০৬-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মুগ্দা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে কেক শপ, ১৪১, দক্ষিণ মুগ্দা, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০২-০৬-২০২২
৫৭৯ অদ্য ০১/০৬/২০২২ তারিখ ঢাকা মহানগরীর আদাবর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য (কেক) বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মান চিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয় ও বাজারজাতের অপরাধে দু'টি প্রতিষ্ঠান ১। সাদী ফুড, আদাবর বাজার, আদাবর, ঢাকা-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং ২। নিউ সুমন প্লেইন কেক, ১৫/১৬, রোড-১৮, আদাবর, ঢাকা -কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র সর্বমোট টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০২-০৬-২০২২
৫৮০ অদ্য ৩১/০৫/২০২২ তারিখ ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য (কেক, বিস্কুট, পাউরুটি) বিএসটিআই মান চিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয় ও বাজারজাতের অপরাধে নূর স্বাদ এন্ড ফুড প্রোডাক্টস,পাড়াডগাইর, কোনাপাড়া, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩১-০৫-২০২২

সর্বমোট তথ্য: ১০০৬