Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৪৮১ অদ্য ০২.১০.২০২২ তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত আদালতে- ১) মেগী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, নয়ানগর, কাজলা, যাত্রাবাড়ি, ঢাকা কর্তৃক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত বিস্কুট, কেক, পাউরুটি পণ্যের বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই আইন, ২০১৮ এর ২৭ ধারায় মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। ২) বিএসটিআই আইন, ২০১৮ এর ২৭ ধারায় অপর একটি প্রতিষ্ঠান সুপার মর্নিং ফুড প্রোডাক্টস, ১০৪৬, কাজলা, নয়ানগর, যাত্রাবাড়ি, ঢাকা কর্তৃক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত বিস্কুট, কেক, পাউরুটি পণ্যের বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য কেক, বিস্কুট, পাউরুটি বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বিজ্ঞ আদালত প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট টাকা ১,০০,০০০.০০ (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মাকসুদা রনা, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ০২-১০-২০২২
৪৮২ অদ্য ২৯-০৯-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কাফরুল ও তেজগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে হাসান ফিলিং এন্ড সার্ভিসিং স্টেশন, ২৩৮/এ, বেগম রোকেয়া স্বরনী, পশ্চিম কাফরুল, ঢাকা- এর অকটেন, পেট্রোল ও ডিজেল ইউনিট যাচাই করে কম পাওয়া যায়নি। এছাড়াও তেজগাঁও এলাকায় বিভিন্ন মুরগী, মাছ, ফল ও মাংসের দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও রোশনা আক্তার, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ২৯-০৯-২০২২
৪৮৩ অদ্য ২৭-০৯-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্ক্রিন ক্রিম পণ্যের অনুকূলে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে তৃষ্ণা কসমেটিক, ৩, মসজিদ মার্কেট, ব্যাটালিয়ান, মিরপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে সোবাহান ফিলিং এন্ড সার্ভিসিং স্টেশন, ২২০/এ/২, কাফরুল, মিরপুর, ঢাকা-কে অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলি কম প্রদান করায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও মিরপুর-১, এলাকায়র বিভিন্ন ফলে দোকানে ডিজিটাল ওজন যন্ত্র যাচাই করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২৮-০৯-২০২২
৪৮৪ অদ্য ২৬-০৯-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পিভিসি ইন্সুলেটেড কেবল পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত তৈরী, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে জায়েদা কেবল, ১৮৫/১, মুরাদপুর, কদমতলী, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা জরিমানাসহ সীলগালা ও এস এম কেবল-কে ২৫,০০০.০০ টাকা জরিমানাসহ সীলগালা ও নাম বিহীন অন্য দুইটি প্রতিষ্ঠান-কে সীলগালা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মঈন উদ্দীন, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ২৭-০৯-২০২২
৪৮৫ ২৬.০৯.২০২২ তারিখে ঢাকা মহানগরীর খিলগাঁও থানাস্থ এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত আদালতে- আপ্যায়ন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ১১১২, পশ্চিম নন্দীপাড়া, ঢাকা কর্তৃক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত কেক, চানাচুর পণ্যের বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য চানাচুর, বিস্কুট, পাউরুটি, কেক এর পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় একই প্রতিষ্ঠানটিকে আদালত ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদানসহ সর্বমোট টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২৭-০৯-২০২২
৪৮৬ অদ্য ২৫-০৯-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর খিলক্ষেত ও উত্তরায় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে মেসাস ইসরাইল তালুকদার (নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার ), জোয়ার সাহারা, খিলক্ষেত, ঢাকা-কে ও কসমো ফিলিং স্টেশন, প্লট-৬৯, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-কে ২টি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলি ও ৪০ মিলি কম প্রদান করায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ কামরুল পলাশ, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ২৭-০৯-২০২২
৪৮৭ অদ্য ০৮-০৯-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় তানজিনা ব্রেড এন্ড বিস্কুট বেকারী ও কোকোসি ফুড প্রোডাক্টস, শ্যামপুর, ঢাকা প্রত্যেক-কে ২৫,০০০.০০ টাকা করে মোট (২৫,০০০.০০+২৫,০০০.০০) = ৫০,০০০.০০ হাজার টাকা ও একই এলাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে পণ্যের মোড়কজাত সনদ না থাকায় অমিত মিষ্টান্ন ভান্ডার-কে ৫,০০০.০০ টাকা, সুপার আড়ং সুইট এন্ড কনফেকশনারী-কে ৫,০০০.০০ টাকা ও মহান ফুড-কে ১৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ সাইদুর রহমান, সহকারী পরিচালক (মেট) দায়িত্ব পালন করেন। ১১-০৯-২০২২
৪৮৮ অদ্য ০৮.০৯.২০২২ তারিখে ঢাকা মহানগরীর ক্যান্টনমেন্ট এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত আদালতে- ১) মেঘলা মিষ্টান্ন ভান্ডার, ২৬, বালুঘাট বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা কর্তৃক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত বিস্কুট, কেক, পাউরুটি, ফার্মেন্টেড মিল্ক (দই), চানাচুর পণ্যের বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানর বিরুদ্ধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারায় মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ এবং বিভিন্ন পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় একই আদালত প্রতিষ্ঠানটিকে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। ২) এছাড়া পরিমাপে কম দেওয়ায় মুন্নী হোটেল ৪৬/১, বালুঘাট বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। উল্লেখ্য, অভিযানকালে উক্ত এলাকায় বিভিন্ন ফলের দোকানের ওজনযন্ত্র পরীক্ষা করা হয় এবং ভেরিফিকেশন সনদ হালনাগাদ করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১১-০৯-২০২২
৪৮৯ অদ্য ০৭/০৯/২০২২ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র সিএম লাইসেন্স/ছাড়পত্র নবায়ন ব্যতিত বাধ্যতামূলক পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: ১। প্রতিষ্ঠান: আর এন্ড এস কনজ্যুমার, বাড়ি-৪৯, রোড-৩, নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা; পণ্য: মশার কয়েল; দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানাসহ জব্দকৃত ১৬২ কাটন কয়েল ধ্বংস করা হয়; ২। প্রতিষ্ঠান: শাহী মিঠাই, প্লট-১, রোড-৭, নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা; পণ্য: ঘি, দই; দন্ড: টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে শাহী মিঠাই, প্লট-১, রোড-৭, নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-কে ১টি মামলায় টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে মোট ৩টি মামলায় সর্বমোট টাকা ১,০০,০০০.০০ (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা সার্বিক সহায়তা করেন। ০৮-০৯-২০২২
৪৯০ অদ্য ০৬/০৯/২০২২ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর কদমতলী থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত ছাপা শাড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে চমক টেক্সটাইল ডাইং এন্ড প্রিন্টিং মিলস, লাল মসজিদ রোড, প্লট-৬/৮, প্লট- ১৯২, কদমতলী, ঢাকা-কে টাকা ১,০০,০০০.০০ (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ৮০ টন ওজন ক্ষমতা সম্পন্ন ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে হোসেন কম্পিউটার সেক্ল, ৮৪, নতুন আলী বহর, শ্যামপুর, কদমতলী, ঢাকা-কে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র এবং থ্রী স্টার কম্পিউটারাইজড ওয়েব্রীজ, ৯১, নিউ আলী বহর, কদমতলী, শ্যামপুর, ঢাকা-কে টাকা ১৫,০০০.০০ (পনের হাজার) মাত্র সর্ব মোট (১,০০,০০০+২৫,০০০+১৫,০০০) = ১,৪০,০০০.০০ (এক লক্ষ চল্লিশ হাজার) মাত্র টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই থানাধীন এলাকায় অবস্থিত মেসার্স ইসলাম এন্ড ব্রাদার্স, ২৩/৩, গেন্ডারিয়া, ঢাকা-তে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন পরিমাপে ডিজিটাল স্কেলে সঠিক পরিমাপ পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ডিএমপি পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন ০৭-০৯-২০২২
৪৯১ অদ্য ০৫/০৯/২০২২ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য (কেক, বিস্কুট, বান, নিমকি, বাদাম) বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ১। প্রতিষ্ঠান: বিসমিল্লাহ সুইটস, ৩১/ডি, ল, মধ্য বাড্ডা, ঢাকা; দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত পণ্য "চিপস" বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে ২। প্রতিষ্ঠান: রাজভোগ সুইটস, ৩১/ডি, ল, মধ্য বাড্ডা, ঢাকা; দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে এপিবিএন-১২ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব রোশনা আক্তার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৬-০৯-২০২২
৪৯২ অদ্য ০৫-০৯-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত স্ক্রিন ক্রিম পণ্য ছাড়পত্র গ্রহণ করে বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল, ৯৪, ইষ্টার্ন মল্লিকা কমপ্লেক্স, ঢাকা-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও, কিউ জি সামদানি এন্ড কোং, ২১, নীলক্ষেত, ঢাকা প্রতিষ্ঠানটির অকটেন পরিমাপ প্রতি ১০ লিটারে ৫০ মি.লি, কম প্রদান করায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৬-০৯-২০২২
৪৯৩ অদ্য ০৪-০৯-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট, কেক পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় কুক ফর ইউ, ৪/১/ডি, হেয়ার স্ট্রীট, ওয়ারী, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, রানা ফিলিং স্টেশন ও ইউনাইটেড ফিলিং স্টেশন, রায়েরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা প্রতিষ্ঠানটির অকটেন, পেট্রোল ও ডিজেল পরিমাপ যাচাই করা হলে প্রত্যেকটিতে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ সোহাগ হায়দার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৪-০৯-২০২২
৪৯৪ অদ্য ০৪/০৯/২০২২ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক পণ্য (কেক, পাউরুটি, চানাচুর, বিস্কুট) বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: ১। প্রতিষ্ঠান: আল-মদিনা সুইটস এন্ড বেকারী, ৭৯, মাদারটেক, ঢাকা-১২১৪; দন্ড: টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা; ২। প্রতিষ্ঠান: নিউ বি-বাড়িয়া বেকারী এন্ড কনফেকশনারী, ৬৭, মাদারটেক চৌরাস্তা, সবুজবাগ, ঢাকা; দন্ড: টাকা টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য (কেক, পাউরুটি, চানাচুর, বিস্কুট) বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে উপরোক্ত প্রতিষ্ঠান দু’টি-কে যথাক্রমে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা এবং টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দু’টি-কে সর্বমোট টাকা (৫০,০০০.০০+ ২৫,০০০.০০ +৫০,০০০.০০+২৫,০০০.০০) = ১,৫০,০০০.০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা সার্বিক সহায়তা করেন। ০৪-০৯-২০২২
৪৯৫ অদ্য ০১/০৯/২০২২ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর ওয়ারী, চকবাজার ও কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: ১। প্রতিষ্ঠান: আল হাসান ইলেকট্রিক হাউজ, কাপ্তান বাজার, ঢাকা; পণ্য: পিভিসি ইন্সুলেটেড ক্যাবলস, টু-পিন সুইচ/সকেট ও এলইডি বাল্ব; দন্ড: টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানাসহ জব্দকৃত 'নিলা ক্যাবলস' ব্র্যান্ডের ২২ কয়েল ক্যাবল ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়; ২। প্রতিষ্ঠান: গ্রীন লাইট, কাপ্তান বাজার, ঢাকা; পণ্য: এলইডি বাল্ব; দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান ছাড়াও প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে চকবাজার থানাধীন এলাকায় আমদানি নিষিদ্ধ 'স্কিন ক্রিম' বাজারজাতকারক ১টি ও কামরাঙ্গীরচর থানাধীন খোলা মোড়া এলাকায় 'পিভিসি ইন্সুলেটেড ক্যাবলস' উৎপাদনকারী ১টি প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আসিফ খান ও জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন এবং জনাব মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা সার্বিক সহায়তা করেন। ০৩-০৯-২০২২
৪৯৬ অদ্য ৩১/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ বুধবার ঢাকা মহানগরীর কলাবাগান থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "চকোলেট ময়েস্ট কেক, ভেজিটেবল স্যান্ডুইচ" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ফুড এজ লিমিটেড (ব্রেড এন্ড বেয়ণ্ড), সুন্দরম প্লাজা, পশ্চিম পান্থপথ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত "দই (ফার্মেন্টেড মিল্ক)" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "স্পঞ্জ কেক" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে আল-খাব্বাজ, ২০/৩, সুন্দরম প্লাজা, পশ্চিম পান্থপথ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। অপর একটি প্রতিষ্ঠান আল-এ্যারাবিয়ান কেক এন্ড সুইটস, সুন্দরম প্লাজা, পশ্চিম পান্থপথ, ঢাকা-কে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "সেমাই, পাউরুটি, বাটার বন, চানাচুর" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উল্লিখিত ৩টি প্রতিষ্ঠানসমূহে মোবাইল কোর্ট পরিচালনাকালে সর্বমোট টাকা ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই এবং জনাব রকিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) এবং দায়িত্ব পালন করেন ৩১-০৮-২০২২
৪৯৭ অদ্য ৩১-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত মধু, বিস্কুট, চকোলেট, চিপস, ফ্রুট জুস এর ছাড়পত্র গ্রহণ না করায় এবং পাউরুটি, বিস্কুট, কেক পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় বনলতা সুইটস এন্ড বেকারি এবং পিউরো পেস্ট্রি এন্ড বেকারী, ১/১২, পল্লবী, মিরপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা করে মোট (২৫,০০০.০০+২৫,০০০.০০) = ৫০,০০০.০০ টাকা ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় উভয়-কে (১০,০০০.০০+১০,০০০.০০) = ২০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) ও রোশনা আক্তার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ৩১-০৮-২০২২
৪৯৮ অদ্য ৩০-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ডিজিটাল ট্রাক ওয়েব্রিজ এর ভেরিফিকেশন সনদ না থাকায় জান্নাত ডিজিটাল স্কেল, ডাকপাড়া, কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা-কে ১০,০০০/- টাকা ও কিউট শীট কাটিং-কে ২০,০০০/- জরিমানা করা হয়। ও বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় শাহ কেমিক্যাল ট্রয়লেট্রিজ ইন্ডাঃ-কে পরামর্শ দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাজমুস সায়াদত পরিদর্ক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ৩১-০৮-২০২২
৪৯৯ অদ্য ৩০/০৮/২০২২ তারিখ ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, লাচ্ছা সেমাই" বিক্রয় ও বাজারজাতকরণ এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে ১টি প্রতিষ্ঠান আলীবাবা সুইটস, ১০৪/২, উত্তর বাড্ডা, প্রগতি স্মরণি, ঢাকা-১২১২ -কে টাকা ৩০,০০০/- (ত্রিশ) হাজার মাত্র জরিমানা করা হয়। এছাড়াও বনানী থানাধীন ক্রিসেন্ট অটোমোবাইলস লিঃ, ৯৬, ৯৭, ৯৮, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২ তে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সোহাগ হায়দার, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩১-০৮-২০২২
৫০০ অদ্য ২৯/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ১। পণ্য "টমেটো সস" বিক্রয় এবং বাজারজাতকরণ ২। ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে এস. কে নূর ফুড প্রোডাক্টস, ১৪২, ডগাইর রোড, বড়ভাঙ্গা, সারুলিয়া, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত "টমেটো সস" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র সহ সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই এবং জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩০-০৮-২০২২

সর্বমোট তথ্য: ১০০৬