Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৪৪১ অদ্য ০৮.১১.২০২২ তারিখ রোজ মঙ্গলবার ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: প্রতিষ্ঠান: এইচ প্রিন্স বেকারী, আরামবাগ, ঢাকা; পণ্য: পাউরুটি, বিস্কুট ও প্লেইন কেক; দন্ড: বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে সিএম লাইসেন্স নবায়ন না করে এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সরবরাহকৃত মোড়কে মানচিহ্ন ব্যবহারপূর্বক ও অধিকাংশ মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ ব্যতীত পণ্যসমূহ উৎপাদন, বিক্রি ও বাজারজাতের অপরাধে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) হারে সর্বমোট টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১০-১১-২০২২
৪৪২ অদ্য ০৭-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহন ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে বাগদাদ সুপার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ১৪৮/৫/৩, শাহ আলীবাগ, মিরপুর, ঢাকা ও বাদল বেকারী, ১০/বি, ফকিরবাড়ী, মিরপুর, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা ও ১০,০০০.০০ টাকা মোট ২০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন – ২০১৮ অনুযায়ী পণ্যের মোড়কজাত সনদ না থাকায় উক্ত প্রতিষ্ঠান দুটিকে ৫,০০০.০০ টাকা ও ৫,০০০.০০ টাকা মোট ১০,০০০.০০ করে জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ রফিক আজাদ, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ০৮-১১-২০২২
৪৪৩ অদ্য ০৭/১১/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর সাভার থানাস্থ হেমায়েতপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে “নারিকেল তেল, ফ্রুট ড্রিংকস, আর্টিফিশিয়াল ফ্লেভারড ড্রিংকস, লাচ্ছি, হ্যান্ড ওয়াস, ফর্টিফাইড সয়াবিন তেল” ইত্যাদি পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এন.এম.সি ফুড এন্ড কনজুমার প্রোডাক্টস লিঃ, জয়নাবাড়ী, হেমায়েতপুর, সাভার, ঢাকা প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন। এছাড়া জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার, সিএম উইং এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক, মেট্রোলজি, ডিএমআই সার্বিক সহযোগীতা প্রদান করেন। ০৮-১১-২০২২
৪৪৪ অদ্য ০৬.১১.২০২২ তারিখে ঢাকা মহানগরীর চকবাজার মডেল থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "চিপস, চানাচুর" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠান ১। তারেক ফুড প্রোডাক্টস, ইসলামবাগ, চান্দিঘাট, ঢাকা-কে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। ২। এছাড়া একই এলাকায় অবস্থিত তানজিল ফুড প্রোডাক্টস, ৬/১, কামালবাগ, চকবাজার, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "লজেন্স" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয় এবং অপর একটি প্রতিষ্ঠান ৩। আশরাফ ফুড প্রোডাক্টস, ৬/১, কামালবাগ, চকবাজার, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "লজেন্স" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। অপর একটি মামলায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "মধু মিশ্রিত মিক্সড ফুড, কাতিলা গাম, সিড শরবত" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ৪। মদিনা হিজামা, ৭০, হরনাথ ঘোষ রোড, চকবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোল্লিখিত ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট টাকা ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন ০৮-১১-২০২২
৪৪৫ অদ্য ০৬-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর রামপুরা ও বাড্ডা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহন ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ফারহান ফুড এন্ড বেভারেজ, বাড়ী-২৮, রোড-১, ব্লক-ই, বনশ্রী, রামপুরা, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন – ২০১৮ অনুযায়ী পণ্যের মোড়কজাত সনদ না থাকায় আল্টিমেট অর্গানিক লাইফ, বাড়ী-৩৯, মেইন রোড, ব্লক-সি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-কে ৬০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাজমুস সায়াদত, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ০৮-১১-২০২২
৪৪৬ অদ্য ০৩-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সরিষার তেল, হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া ও জিরার গুড়া পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহন ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে খুশবু অয়েল মিল ও মসলা ঘর, ৮০-৮২, এজিবি কলোনী, মতিঝিল, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন – ২০১৮ অনুযায়ী পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ১৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও এবিজি কলোনী কাঁচাবাজারে মুরগী, মাংস, মাছ, মুদি ও অন্যান্য দোকানে ডিজিটাল ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) ও রোশনা আক্তার, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ০৬-১১-২০২২
৪৪৭ অদ্য ০২.১১.২০২২ তারিখে নারায়ণগঞ্জ জেলাস্থ সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "মশার কয়েল" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে সান-গ্লো কর্পোরেশন, সিদ্ধিরগঞ্জ প্রতিষ্ঠানটি সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। একই এলাকায় অবস্থিত বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত "বিস্কুট, কেক, চানাচুর" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠান নিউ স্পেশাল চিশতিয়া বেকারী, মিজমিজি উত্তরপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উল্লিখিত প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও উক্ত এলাকায় মিজমিজি উত্তরপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় অবস্থিত একটি নামবিহীন কয়েল উৎপাদনকারী কারখানা বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত "মশার কয়েল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন। ০৩-১১-২০২২
৪৪৮ অদ্য ০১.১১.২০২২ তারিখে ঢাকা জেলাস্থ রমনা এবং বংশাল থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, পাউরুটি" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠান এস বেকার, কনিকার টাওয়ার, ৩১ নিউ বেইলী রোড, শান্তিনগর, ঢাকা-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট, রুটি" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে অপর ১টি প্রতিষ্ঠান আল-রাজ্জাক বেকারী এন্ড কনফেকশনারী, ২৯/১, নর্থ সাউথ রোড, বংশাল, ঢাকা-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট" বিক্রয় ও বাজারজাতকরণ এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে একই প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উল্লিখিত প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০২-১১-২০২২
৪৪৯ অদ্য ০১-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর শ্যামপুর এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পিভিসি ইন্সুলেটেড ক্যাবল পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণের জন্য আবেদন করায় রয়েল ড্রইং এন্ড কপারওয়্যার, ৭১, ডিআইটি প্লট, শ্যামপুর, ঢাকা-কে পিভিসি ইন্সুলেটেড ক্যাবল এর সিএম সনদের জন্য আবেদন করায় ধন্যবাদ জানান এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে চিস্তিয়া ফুড প্রোডাক্টস, ৩২৮, জুরাইন মাজার রোড, শ্যামপুর, ঢাকা-কে মোড়জাত সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও, এস আহম্মেদ ফিলিং এন্ড সিএনজি স্টেশন এন্ড পেট্রোল পাম্প, ৩৩১/১, জুরাইন মাজার রোড, শ্যামপুর, ঢাকা ও নিউ সামদানী ফিলিং স্টেশন, নীলক্ষেত, ঢাকা-কে অকটেন ও ডিজেল ইউনিটে সঠিক পাওয়া ধন্যবাদ জানানো হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান ও মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ রফিক আজাদ, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ০২-১১-২০২২
৪৫০ অদ্য ৩১-১০-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর যাতাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মশার কয়েল পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় নাম বিহীন একটি প্রতিষ্ঠান যা পূর্বে সীলগালা করা হলেও সীলগালা ভেঙ্গে মশার কয়েল পণ্য উৎপাদন করায় কারখানায় কোন লোক না পাওয়ায় পূণরায় সীলগালা করা হয় এবং প্রিংয়াকা কনজ্যুমার, মাতুয়াইল দক্ষিণপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা-কে ৩০,০০০/- টাকা ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় উক্ত প্রতিষ্ঠান সমূহকে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ কামরুল পলাশ, পরিদর্ক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ০১-১১-২০২২
৪৫১ অদ্য ৩১.১০.২০২২ তারিখে ঢাকা জেলাস্থ রামপুরা থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট, রুটি" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠান মোহাম্মদ আলী ডেইলী ফার্ম সুইটস এন্ড বেকারী, ব্লক-এ, রোড-৫, রামপুরা, ঢাকা-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট, রুটি" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উল্লিখিত প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০১-১১-২০২২
৪৫২ অদ্য ৩০.১০.২০২২ তারিখে ঢাকা জেলাস্থ পল্লবী থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "কেক, বিস্কুট, রুটি" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠান মোল্লা বেকারী, ১১/ই, এভিনিউ-১,প্লট- আই/১০, মিরপুর, ঢাকা-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট, রুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে একই প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান ফুলকুঁড়ি ফুড প্রোডাক্টস, বাড়ি-১১৩, রোড-৭, ব্লক-ই, সেকশন-১১, মিরপুর, ঢাকা-কে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "পাউরুটি, কেক" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উল্লিখিত প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩১-১০-২০২২
৪৫৩ অদ্য ২৭.১০.২০২২ তারিখে ঢাকা জেলাস্থ যাত্রাবাড়ি থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "কয়েল" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠান আকিয়া ইন্টারন্যাশনাল কোম্পানি, মাতুয়াইল পশ্চিমপাড়া, জিয়া স্মরণী রোড, যাত্রাবাড়ি, ঢাকা-কে টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কয়েল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান এম আর কেমিক্যাল কোম্পানী, মাতুয়াইল, দরবার শরীফ রোড, ডেমরা, ঢাকা-কে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "কয়েল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কয়েল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উল্লিখিত প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট টাকা ১,৭৫,০০০/- (এক লক্ষ পচাত্তর হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩০-১০-২০২২
৪৫৪ অদ্য ২৭-১০-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কাজী এন্ড কাজী টি এস্টেট লিঃ ও বেঙ্গল হার্বাল গার্ডেন লিঃ, ৪৭৯, বেড়ীবাধ, মোহাম্মদপুর, ঢাকা-কে তার সকল পণ্যের বিএসটিআই’র সকল পণ্যের মান সনদ ও মোড়কজাত সনদ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাবিক হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ৩০-১০-২০২২
৪৫৫ অদ্য ২৬.১০.২০২২ তারিখ রোজ বুধবার ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: ১। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন না করে রওজা পিওর ফুডস লিঃ, কেরাণীগঞ্জ, ঢাকা প্রতিষ্ঠানের প্রক্রিয়াজাতকৃত 'রওজা' ব্র্যান্ডের "হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ঘি, মধু, আচার, সরিষার তেল ও মুড়ি" পণ্যসমূহ অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারপূর্বক বা মানচিহ্নসহ মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ ব্যতীত বিক্রয়-বিতরণের উদ্দেশ্যে প্রদর্শন করার অপরাধে নাজাত দিপো, ৪৭, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা নামীয় সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। ২। একই প্রতিষ্ঠানকে ১৯টি পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বাজারজাতের অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮ অনুযায়ী টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। জরিমানাকৃত সর্বমোট টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র তাৎক্ষণিকভাবে আদায়সহ প্রতিটি পণ্যের ১টি করে নমুনা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে এপিবিএন-৫ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৭-১০-২০২২
৪৫৬ অদ্য ২৫-১০-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর রমনা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফ্যান পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে আল আমিন ইলেকট্রিক, ১৫৪, নবাবপুর রোড, বংশাল, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মাছুদুল হক, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ২৫-১০-২০২২
৪৫৭ অদ্য ২৫.১০.২০২২ তারিখে ঢাকা জেলাস্থ মোহাম্মদপুর থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "চিপস" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠান হক ব্রেড এন্ড ফুড প্লাজা, ২৪/৫, রিংরোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "পাউরুটি, চানাচুর, বুট ভাজা, চিপস, বিস্কুট" বিক্রি এবং বাজারজাতকরণ ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না করার অপরাধে একই প্রতিষ্ঠানে টাকা ১৫,০০০/- (পনের হাজার) সর্বমোট টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-১০-২০২২
৪৫৮ অদ্য ২৪.১০.২০২২ তারিখে ঢাকা জেলাস্থ পল্লবী থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "বিস্কুট, চিপস, চানাচুর, লজেন্স, আইসললিপপ, ফ্রুট ড্রিঙ্কস, এডিবল জেল, সরিষার তেল, নুডলস, মশার কয়েল ইত্যাদি" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠান ফুডল্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড, বাসা নং - ২৯৪, রোড নং - ৪, এভিনিউ - ৩, কাটাসুর, মিরপুর, ঢাকা-কে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "চানাচুর, ডালভাজা, মটর ভাজা, এগ নুডলস, পটেটো চিপস, লেক্সাস বিস্কুট, সরিষার তেল, আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস, ললিবার" ইত্যাদি বিক্রি এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) সর্বমোট টাকা ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক, ডিএমআই (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-১০-২০২২
৪৫৯ অদ্য ২৪-১০-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর রমনা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্ক্রিন ক্রিম, স্ক্রিন লোশন ও টুথপেষ্ট পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে হোম প্লাস ডিস্ট্রিবিউশন, ১৭, সামসুদ্দিন ম্যানশন, মগবাজার, রমনা, ঢাকা-কে ১,০০,০০০/- টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাজমুস সায়াদত, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ২৫-১০-২০২২
৪৬০ অদ্য ২৩.১০.২০২২ তারিখে ঢাকা জেলাস্থ মোহাম্মদপুর থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠান মায়ের দোয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, চন্দ্রিমা মডেল টাউন, হোল্ডিং- ২৬, রোড- ৮, চন্দ্রিমা বটতলা, মোহাম্মদপুর ঢাকা-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট" উৎপাদন, বিক্রি করার অপরাধে একই প্রতিষ্ঠানে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ মুকুল মৃধা, পরিদর্শক, ডিএমআই (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-১০-২০২২

সর্বমোট তথ্য: ১০০৬