Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০৩.০৭.২০২৪ তারিখএপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ আব্দুল্লাহ আল কাফি, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডেইলী নিডস; ৩৫৭/বি, ঝিলপাড়, মধুবাগ, মগবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বেকারি পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৪(১) ধারার ৪১ ধারায় টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র এবং শুকরিয়া লাইভ বেকারি; ১৫১/১/ডি, ওয়াপদা রোড, পশ্চিম রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ও লেবেল বেকারি পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৪(১) ধারার ৪১ ধারায় টাকা ২,০০০/- (দুই হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ৭,০০০/- (সাত হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ০৪-০৭-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ০২-০৭-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর খিলগাঁ এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ১। মুক্তা স্টিল হাউজ, ২৭/১০/সি-২, মৌলভীরটেক, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে সিমেন্ট ও এমএস রড পণ্যের ওজন যাচাই করা হয়। সিমেন্টের বস্তায় সর্বোচ্চ বিক্রয় মূল্য মুদ্রিত না থাকায় এ ধরনের পণ্য না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। ২। সাইদুল ইসলাম এন্টারপ্রাইজ, ২৭/৬, মৌলভীরটেক, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে এলপিজি গ্যাসের ওজন যাচাই করা হয়। যাচাইয়ান্তে পরিমাপ সঠিক পাওয়া যায়। ৩। কসবা বেকারি, ৪৩/খ, মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স নবায়ন এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পাউরুটি বিস্কুট কেক পণ্য উৎপাদন ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৩-০৭-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০২.০৭.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স হাজিপাড়া সিএনজি এন্ড ফিলিং স্টেশন, ৫৮/৩, চৌধুরীপাড়া, হাজিপাড়া, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে তেল পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া মেসার্স ব্রেডস্মিথ, ৯১/বি, খিলগাঁও চৌধুরীপাড়া, ডি.আই.টি রোড, ঢাকা এবং মেসার্স কেক টাউন, ৯৩, খিলগাঁও চৌধুরীপাড়া, ডি.আই.টি রোড, ঢাকা প্রতিষ্ঠানগুলোতে অভিযানকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক বেকারি পণ্যের লাইসেন্স পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ০৩-০৭-২০২৪
ঢাকা মহানগরীর বাড্ডা ও রামপুরা এলাকায় ২৬-০৬-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ১।টেস্টি কিং সুইটস এন্ড কনফেকশনারী,খ-৩৬/৩, প্রগতি স্মরণি,মধ্য বাড্ডা, ঢাকা ২। ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ, ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা, ৩। মধুবন সুইটস, ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা, ৪। হট স্পেশাল বেকারী, ২৫৬, ডিআইটি রোড, রামপুরা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে গুণগত মানসনদ ব্যতীত সুইটমিট, ছানা, ফামের্ন্টেড মিল্ক, কেক, বিস্কুট ও ঘি পণ্যগুলো উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় সতর্ক করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটিসমূহকে দ্রুততার সাথে পণ্যেগুলোর সিএম লাইসেন্স গ্রহণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশনা প্রদান করেন। অতঃপর একই এলাকার সিটিজেন ফিলিং স্টশন, উত্তর বাড্ডা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফিলিং স্টেশনটির সকল ডিসপেনসিং ইউনিটের পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় । উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং মোঃ শাহাজাহান পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০২-০৭-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০১.০৭.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স নবীন ফ্যাশন, ২৬, এনায়েতগঞ্জ, হাজারীবাগ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক কালার ফাস্টনেস রেটিং অব টেক্সটাইল পণ্যের বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। ০১-০৭-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ৩০.০৬.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর গুলশান-২ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স গ্যালিটস, হাউজ # ১৭৫/এ, রোড # ৬১, গুলশান এভিনিউ, ঢাকা; দি চকোলেট রুম, প্লট # ২এ (২য় তলা), গুলশান নর্থ এভিনিউ, ঢাকা এবং এরাবিকা কফি, প্লট # ২এ (২য় তলা), গুলশান নর্থ এভিনিউ, ঢাকা প্রতিষ্ঠানগুলোতে অভিযানকালে বেকারি, কফি ও আইসক্রীম পণ্যের বিএসটিআইয়ের সিএম লাইসেন্স হালনাগাদ না পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। ০১-০৭-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৭.০৬.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স আহনাফ ফুড প্রোডাক্ট লিঃ, ২৩০/৬, মহাকাশ রোড, পূর্ব ডগাইর, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ড্রিংকিং ওয়াটার (ছোট বোতল ও জার) ও ব্যাটারী ওয়াটার পণ্যের বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/২৭ ধারায় টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সীলগালা করা হয়। ০১-০৭-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৬.০৬.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুবহানা নওশীন, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স মানাবির, ৩৮৯/সি, শহীদ বাকী সড়ক, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে টেক্সটাইল অব কালার ফাস্টনেস পণ্যের বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারায় টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া মেসার্স মানার; ৫৭১/সি, তালতলা রোড, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক টেক্সটাইল অব কালার ফাস্টনেস পণ্যের লাইসেন্স না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৭-০৬-২০২৪
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৫.০৬.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স মেহজাবিন মেহেদী হাউজ; হাউজ # ৩৮/এ, রোড # ৯/এ, ধানমন্ডি, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক নারিকেল তেল পণ্য লাইসেন্স গ্রহণ না করে বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। ২৫-০৬-২০২৪
১০ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৪.০৬.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ শহিদুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স রস লিমিটেড, ৭, প্রপার্টি অর্কিট, নিউ বেইলী রোড, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে দই ও ঘি পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৪ (১) এর ৪১ ধারায় টাকা ২০,০০০/- (বিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া মেসার্স সুইস বেকারি, ৯, নিউ বেইলী রোড, ঢাকা; মি. বেকার কেক এন্ড পেস্ট্রি শপ লি, ৯/এ, নিউ বেইলী রোড, ঢাকা; বস সুইটস এন্ড ফুড লিঃ, ২, প্রপার্টি অর্কিট, বেইলী রোড, ঢাকা এবং মিনা সুইটস এন্ড কনফেকশনারি, ৩, প্রপার্টি অর্কিট, বেইলী রোড, ঢাকা প্রতিষ্ঠানগুলোতে অভিযানকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক দই, ঘি, চকোলেট, লাচ্ছা সেমাই ও বেকারি পণ্যের লাইসেন্স পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ ২৫-০৬-২০২৪
১১ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৩.০৬.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আলী বাবা সুইটস; ২৪৭, শহীদ সেলিনা পারভীন সড়ক, বড় মগবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত চাটনী পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৪(১) ধারার ৪১ ধারায় টাকা ১৫,০০০/- (পনের হাজার) মাত্র এবং নিউ জনতা সুইটস স্টোর; ২৪৯, বড় মগবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ও লেবেল ব্যতিত দই পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৪(১) ধারার ৪১ ধারায় টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ২০,০০০/- (বিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। ২৪-০৬-২০২৪
১২ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১২.০৬.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর বনানী থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স ক্রিসেন্ট অটোমোবাইলস লিঃ, ৯৬-৯৮, মহাখালী বা/এ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ডিজেল তেল পরিমাপে কম পাওয়ার অপরাধে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৯ ধারায় টাকা ৬০,০০০/- (ষাট হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া মেসার্স ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিঃ, ৪৬/১, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে তেল পরিমাপে সঠিক পাওয়ায় এবং মেসার্স স্পিডস লিঃ, পেসিফিক সেন্টার, ১৪, বীর উত্তম এ.কে খন্দকার সড়ক, মহাখালী বা/এ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক আমদানিকৃত হেলমেট পণ্যের ছাড়পত্র পাওয়ায় প্রতিষ্ঠানদুটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ১৩-০৬-২০২৪
১৩ ঢাকা মহানগরীর বংশাল এলাকায় ১০-০৬-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ২৪, হাজী আব্দুর রশীদ লেন, বংশাল, ঢাকার তৃতীয় তলায় একটি বেনামী প্রতিষ্ঠানে ভবন মালিকের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে নকল শ্যাম্পু (সানসিল্ক, ডাভ), হেয়ার অয়েল (প্যারাসুট, ইমামী সেভেন সিডস, ডাবর আমলা), স্কিন পাউডার (হোয়াইট টোন), জনসন বেবি লোশন, বেবি পাউডারসহ ইত্যাদি পণ্য তৈরি করা হচ্ছে। একইসাথে বিভিন্ন সুনামধন্য আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে মালিক বা কর্মচারি কেউ না থাকায় ভবন মালিকের উপস্থিতিতে নকল পণ্য তৈরির সরঞ্জাম ও খালি বোতল জব্দপূর্বক ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব রায়হান হায়দার সম্রাট, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১২-০৬-২০২৪
১৪ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১১.০৬.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স স্বপ্ন সুপার শপ; ৫৩৮, মধুবাগ, মগবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক বিভিন্ন পণ্যের লাইসেন্স/ছাড়পত্র সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া ডেইলী লাইভ বেকারী; মধুবাগ হাতিরঝিল লিংক রোড, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনাকালে লাইসেন্স না পাওয়ায় সতর্ক করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ১২-০৬-২০২৪
১৫ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় ১০-০৬-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মমতাজ ফুড এন্ড বেভারেজ, ২৪/২/এ, উত্তর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায় যে, প্রতিষ্ঠানটি গুণগত মানসনদ ছাড়াই নামীদামি ব্রান্ডের আদলে নারিকেল তেল, হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, ফ্লোর লিকুইড ক্লিনার, টয়লেট ক্লিনার, ক্যান্ডি, মশার কয়েল, আইসললি ইত্যাদি পণ্য উৎপাদন করছে। একইসাথে প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত এসকল পণ্য বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ জনকে ০৩ (তিন) মাসের কারাদণ্ড প্রদান এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার জরিমানা করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুবহানা নওশীন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১১-০৬-২০২৪
১৬ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১০.০৬.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স হিমেল ষ্টোর; ৪২/৪৫, মুকিম কাটারা, মৌলভীবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের ছাড়পত্র গ্রহণ ব্যতীত শ্যাম্পু পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। ১১-০৬-২০২৪
১৭ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০৯.০৬.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ শহীদুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিগ বাজার; ৫৫/১, সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআইয়ের ছাড়পত্র গ্রহণ ব্যতীত শ্যাম্পু, চকোলেট, লিপস্টিক ইত্যাদি পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারায় টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। ১০-০৬-২০২৪
১৮ ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় ০৬-০৬-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মহানগর বেকারি, পুরাতন থানা রোড, উত্তর বাড্ডা, বাড্ডা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন ও বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা সহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৯-০৬-২০২৪
১৯ ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ০৫-০৬-২০২৪ তারিখে এপিবিএন-এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে কাজী অটো, দেওয়ান প্লাজা, সেকশন-৬, ব্লক-খ, রোড-০১, প্লট-০৮, মিরপুর, ঢাকা এবং মিলা এন্টারপ্রাইজ, দেওয়ান প্লাজা, সেকশন-৬, ব্লক-খ, রোড-০১, প্লট-০৮, মিরপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠান দুটিকে বিএসটিআই’র ছাড়পত্র ব্যতীত মানহীন প্রোটেক্টিভ হেলমেট বিক্রয়-বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ১৫ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে একই প্লটে অবস্থিত ফারহান অটো ট্রেডার্স ও সাজিদ অটো নামীয় প্রতিষ্ঠান দুটিকে বিএসটিআই’র ছাড়পত্র এবং মানচিহ্ন সম্বলিত পণ্য বিক্রয়-বিতরণ করার পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব রায়হান হায়দার সম্রাট, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৬-০৬-২০২৪
২০ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ০৪-০৬-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে হযরত হাসান শাহ বেকারি, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পাউরুটি, বিস্কুট, কেক, ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্য উৎপাদন ও বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৬০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা সহ সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে একই এলাকায় অবস্থিত গোলাপ শাহ বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় যে, প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ করলেও পণ্যের গায়ে পূর্ণাঙ্গ তথ্য প্রদান করছে না। বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কে মোড়কজাতকরণ নিবন্ধন নীতিমালা অনুযায়ী সকল তথ্য সন্নিবেশ করবে মর্মে মুচলেকা গ্রহণ করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৫-০৬-২০২৪

সর্বমোট তথ্য: ১০০৭