Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মার্চ ২০১৫

‘‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’’

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন

‘‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’’

 

আইসিটি বিষয়ক বুলেটিন

১। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। বিএসটিআইতে ২০০৯ সালে একটি আইসিটি সেল স্থাপন করা হয়েছে। উক্ত সেলের জন্য একজন প্রোগ্রামারসহ ০৪(চার)টি বিশেষায়িত পদ সরকার কর্তৃক সৃজন করা হয়েছে। বিএসটিআই এর একটি তথ্য সমৃদ্ধ ডায়নামিক ওয়েবসাইট রয়েছে। প্রতিষ্ঠান থেকে নিয়মিত ওয়েবসাইটটি আপডেট করা হয়।

 

২। বিএসটিআই এর ওয়েবসাইটে Complaint Box (http://www.bsti.gov.bd/complains.html) খোলা হয়েছে। যে কোন সংক্ষুব্ধ ব্যক্তি Online এ তাদের  অভিযোগ পাঠাতে পারছেন। বর্তমানে Complaint Box এ যে সকল অভিযোগ, মতামত বা অনুরোধ পাওয়া যাচ্ছে সে বিষয়ে যথাযথ গুরম্নত্ব সহকারে ২৪ ঘন্টার মধ্যে কার্যকরী ব্যবস্থা নেয়া হচ্ছে এবং গৃহীত প্রাথমিক কার্যক্রম সম্পর্কে সংক্ষুব্ধ ব্যক্তি/অভিযোগকারীকে অবহিত করা হচ্ছে। পরবর্তীতে অভিযোগ বা মতামতের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা নেয়া হয়।

 

৩। বিএসটিআই এর সিএম লাইসেন্স এর আবেদন পত্রটি অনলাইনে জমাদানের/গ্রহণের কার্যক্রম গত ১৫ মার্চ’২০১২ এ সম্পন্ন হয়েছে। বর্তমানে যে কেউ উক্ত আবেদন পত্রটি বিএসটিআই এর ওয়েবসাইটে (http://www.bsti.gov.bd/ Form_Online.html) Log on করে Online Application অপশন ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারছেন। ইতিমধ্যে বিএসটিআই এর সিএম লাইসেন্স এর আবেদন Online এ গ্রহণের বিষয়টি ব্যাপকভাবে সাড়া পেয়েছে।

 

৪। সির্টিজেন চার্টার অনলাইনে প্রকাশ এবং অনুসরণের ব্যবস্থা করা হয়েছে। বিএসটিআই এর সিটিজেন চার্টার ওয়েব সাইটে প্রদান করা হয়েছে এবং উক্ত সিটিজেন চার্টার অনুসরণ করা হচ্ছে।

 

৫। যথাযথ ইলেক্ট্রনিক পদ্ধতি যেমন- এসএমএস এবং অন্যান্য মাধ্যমে ব্যবহার করে সরকারী পর্যায়ের যাবতীয় তথ্য জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআই এর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য, শেস্নাগান, নিউজ, পরীক্ষণ সুবিধা, জনসচেতনেতা মূলক তথ্য মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে সর্বসাধারণের কাছে প্রেরণ করা হয়েছে। সম্প্রতি বিএসটিআই এর BRESL প্রকল্প থেকে বিদ্যুৎ সাশ্রয়ী Energy Star Label যুক্ত CFL, Fan ও Ballast ব্যবহার করার জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২ লক্ষ ৫০ হাজার এসএমএস প্রেরণ করা হয়েছে।

 

৬। বিএসটিআই এর বাধ্যতামূলক Certification Marks এর আওতাভূক্ত পণ্য-সামগ্রীর প্রকৃত উৎপাদনকারীদের তালিকা এবং তাদের Licence সংক্রামত্ম যাবতীয় তথ্যাদি বিএসটিআই এর ওয়েবসাইটে প্রদর্শনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ পর্যমত্ম বিএসটিআই এর যে সকল সিএম লাইসেন্সের বৈধতা বাতিল করা হয়েছে সেগুলো ইতোমধ্যে তিন দফায় ওয়েবসাইটে দেয়া হয়েছে এবং সম্প্রতি সিএম উইং হতে Priority ভিত্তিতে ড্রিংকিং ওয়াটার/ন্যাচারাল মিনারেল ওয়াটার পণ্যের বৈধ লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানের একটি তালিকা ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

 

৭। Certification Marks Licence এর জন্য CM Fee এবং Supporting Documents Online এ গ্রহণের ব্যবস্থা নেয়া হয়েছে। IFC এর সহযোগিতায় বিএসটিআই’র e-payment system চালুসহ সিএম উইং এর কার্যক্রম Automation করণ এবং বিএসটিআই’র ওয়েব সাইট উন্নয়নের নিমিত্তে BSTI  এবং International Finance Corporation (IFC) এর মধ্যে চূড়ান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে এবং তা বাসত্মবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon