Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০২২

ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরী (এনএমএল)

 

১। জাতীয় মেট্রোলজি পরীক্ষাগার (এনএমএল-বিএসটিআই)

বাংলাদেশের জাতীয় মেট্রোলজি পরীক্ষাগার (এনএমএল-বিএসটিআই) ইইউ (EU), নোরাড (NORAD) –এর আর্থিক এবং ইউনিডো (UNIDO) ও বাংলাদেশ সরকারের কারিগরি সহায়তায় বিএসটিআই’র মেট্রোলজি উইংয়ের অধীনে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হলো জাতীয় পরিমাপ মানসমূহ উন্নয়ন/সংরক্ষন করা যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিযোগ্য এবং সঠিক পরিমাপ/ট্রেসাবিলিটি বাংলাদেশের ওজন ও পরিমাপক সংশ্লিষ্ট সম্প্রদায়ের মধ্যে প্রচার করা। জাতীয় মেট্রোলজি পরীক্ষাগার (এনএমএল-বিএসটিআই)-এ নিম্নে উল্লেখিত ৭ টি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে:

ক)   মাস মেজারমেন্ট ল্যাবরেটরি;

খ)   লেন্থ ও ডাইমেনশন মেজারমেন্ট ল্যাবরেটরি;

গ)   ফোর্স ও প্রেসার মেজারমেন্ট ল্যাবরেটরি;

ঘ)   ভলিউম, ডেনসিটি ও ভিসকোসিটি মেজারমেন্ট ল্যাবরেটরি;

ঙ)   ইলেকট্রিক্যাল, টাইম ও ফ্রিক্যুয়েন্সি মেজারমেন্ট ল্যাবরেটরি;

চ)   টেম্পারেচার মেজারমেন্ট ল্যাবরেটরি;

ছ)   কেমিক্যাল মেট্রোলজি ল্যাবরেটরি।

উপরোক্ত ল্যাবরেটরিসমূহের মধ্যে ছয়টি ল্যাবরেটরি ২০১৩ সালে নরওয়েজিয়ান এ্যাক্রিডিটেশন (NA) এবং বাংলাদেশ এ্যাক্রিডিটেশন বোর্ড (BAB) হতে যৌথভাবে এ্যাক্রিডিটেশন প্রাপ্ত হয়।

 

২। জাতীয় মেট্রোলজি পরীক্ষাগার (এনএমএল-বিএসটিআই) যেভাবে পরিচালিত হয়:

পরিচালক (মেট্রোলজি) এর সরাসরি তত্ত্বাবধানে, উপ-পরিচালক, সহকারী পরিচালক/উর্ধ্বতন পরীক্ষক, পরীক্ষক, পরিদর্শক, ল্যাব সহকারী ও অফিস সহায়কগণ কাজ করে থাকেন।

 

৩। এনএমএল-বিএসটিআই হতে যে যে সেবা দেয়া হয়:

ক) ক্যালিব্রেশন সেবাঃ এনএমএল-বিএসটিআই হতে ক্যালিব্রেশন ল্যাবরেটরি ও শিল্পকারখানা সমূহকে ক্যালিব্রেশন সেবা প্রদান করার মাধ্যমে এদের ব্যবহৃত ওজন ও পরিমাপক যন্ত্রপাতির মান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ট্রেসাবল রাখা হয়। বর্তমানে এ ল্যাবরেটরি হতে মাস ও ব্যালেন্স, মাইক্রোমিটার, স্লাইড ক্যালিপার্স, টেপ, গেজব্লক, প্রেসার গেজ, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, ভলিউমেট্রিক মেজার্স, থার্মোমিটার, স্টপ ওয়াচ ইত্যাদি ক্যালিব্রেশন করা। ক্যালিব্রেশন সেবা প্রাপ্তির ফ্লোচার্ট দেখুন।

খ) প্রশিক্ষণ এবং আলোচনা সভাঃ দেশের বিভিন্ন ক্যালিব্রেশন ল্যাবসমূহ ও শিল্পখাতের মেট্রোলজি বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য এনএমএল-বিএসটিআই কর্তৃক নিয়মিতভাবে প্রশিক্ষণ ও আলাচনাসভার আয়োজন করা  হয়।

গ) পরামর্শক সেবাঃ ক্যালিব্রেশন ল্যাব, শিল্প ও অর্থনৈতিক খাতের ক্যালিব্রেশন সেবার দক্ষতা/সামর্থ্য বাড়াতে এনএমএল-বিএসটিআই পরামর্শ সেবা প্রদান করে থাকে।

ঘ) তথ্য সেবাঃ এনএমএল-বিএসটিআই হতে বিভিন্ন ক্যালিব্রেশন কৌশল এবং সেবার পাশাপাশি জনসাধারণকে নতুন নতুন প্রযুক্তি বিষয়ক তথ্যাবলী প্রদান করা হয়।

ISO/IEC 17025 এর মানদন্ড অনুসরন করে এনএমএল-বিএসটিআই এর কার্যক্রম পরিচালনা করা হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ্যাক্রিডিটেশন প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক এ্যাক্রিডিটেশন প্রাপ্ত যা এনএমএল-বিএসটিআই এবং জাতীয় মেট্রোলজি সিস্টেম-এর উন্নয়নে সহায়ক। এনএমএল-বিএসটিআই হতে ক্যালিব্রেটেড ও ট্রেসেবল পরীক্ষণ যন্ত্রপাতি দ্বারা উৎপাদিত পণ্য ও সেবা সমূহের মান বিশ্বব্যাপী স্বীকৃত ও গ্রহণযোগ্য। তাই এনএমএল-বিএসটিআই হতে সরবরাহকৃত মানসমূহের সঠিকতার উপর বাংলাদেশী ক্যালিব্রেশন, টেস্টিং ল্যাবরেটরি ও শিল্পখাতসমূহ নির্ভর করতে পারে।

 

৪। ল্যাব সংক্রান্ত কর্মকান্ডের ফোকাল পয়েন্ট কর্মকর্তাসমূহ:

 

ক্রঃ নং

ফোকাল পয়েন্টের বিষয়

ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম ও পদবী

ফোন/মোবাইল

ই-মেইল

১)

মেট্রোলজি প্রধান কার্যালয় ও ল্যাব সংক্রান্ত

 মোঃ সাজ্জাদুল বারী

পরিচালক (মেট্রোলজি) ও প্রধান (এনএমএল-বিএসটিআই)

+৮৮-০২-৫৫০৩০০৮৩

০১৬৭২৭৯০২৩৯

dmet.bsti@gmail.com

২)

লেন্থ এ্যান্ড ডাইমেনশন মেজারমেন্ট ল্যাবরেটরি

মোঃ সাইদুর রহমান

সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং 

কোয়ালিটি ম্যানেজার (এনএমএল-বিএসটিআই) ও হেড অফ লেন্থ এ্যান্ড ডাইমেনশন মেজারমেন্ট ল্যাবরেটরি

০১৯১৩২২০৩৯৯

md.shaidurr@yahoo.co.uk

৩)

টেম্পারেচার ও ব্যালেন্স মেজারমেন্ট ল্যাবরেটরি সংক্রান্ত

মোঃ শফিকুল আলম

সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং

মেট্রোলজিস্ট (টেম্পারেচার ও ব্যালেন্স মেজারমেন্ট ল্যাবরেটরি, এনএমএল-বিএসটিআই)

০১৭১৫২৪৯৩৪৫

shafibsti@gmail.com

৪)

মাস মেজারমেন্ট ল্যাবরেটরি

মাসুদ আল মামুন

সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং

টেকনিক্যাল ম্যানেজার (এনএমএল-বিএসটিআই) ও হেড অফ মাস মেজারমেন্ট ল্যাবরেটরি

০১৯১১৬৫৪১০৭ masudbsti@yahoo.com

৫)

প্রেসার এ্যান্ড ফোর্স মেজারমেন্ট ল্যাবরেটরি

মোঃ জাহিদ হাসান

সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং

ডেপুটি কোয়ালিটি ম্যানেজার (এনএমএল-বিএসটিআই) ও হেড অফ প্রেসার এ্যান্ড ফোর্স মেজারমেন্ট ল্যাবরেটরি

০১৭১৮২২৯৮২০

zahid.bsti@gmail.com

৬)

ভলিউম মেজারমেন্ট ল্যাবরেটরি

রুবিনা আখতার

উর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) এবং

হেড অফ ভলিউম মেজারমেন্ট ল্যাবরেটরি, এনএমএল-বিএসটিআই

০১৭১৭০২৩২২২ rubinadu@gmail.com
৭) ইলেকট্রিক্যাল, টাইম এ্যান্ড ফ্রিকুয়েন্সি  মেজারমেন্ট ল্যাবরেটরি

সৈয়দা কিমিয়া আলম দিবা

উর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) এবং 

ডেপুটি টেকনিক্যাল ম্যানেজার (এনএমএল-বিএসটিআই) ও হেড অফ ইলেকট্রিক্যাল, টাইম এ্যান্ড ফ্রিকুয়েন্সি  মেজারমেন্ট ল্যাবরেটরি 

০১৬৭৫৪১১৬৩৬ kimia15nml.bsti@gmail.com

৮)

কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট ও

ক্যালিব্রেশন সংক্রান্ত তথ্য

সোহাগ হায়দার

পরিদর্শক (মেট্রোলজি) এবং 

হেড অফ কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট (এনএমএল-বিএসটিআই) ও ডেপুটি হেড অফ লেন্থ এ্যান্ড ডাইমেনশন মেজারমেন্ট ল্যাবরেটরি

০১৭১৮১৭৪৭৯৭

shohag.bsti@gmail.com

৯)

ক্যালিব্রেশন সংক্রান্ত তথ্য

মাসুদুল হক

পরিদর্শক (মেট্রোলজি) এবং 

ডেপুটি হেড অফ কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট ও ডেপুটি হেড অফ টেম্পারেচার ও ব্যালেন্স মেজারমেন্ট ল্যাবরেটরি

০১৭১৭৪৫২২৪৪

masudapee@gmail.com

১০)

ক্যালিব্রেশন সংক্রান্ত তথ্য

রোশনা আক্তার

পরিদর্শক (মেট্রোলজি) এবং 

ডেপুটি হেড অফ প্রেসার এ্যান্ড ফোর্স মেজারমেন্ট ল্যাবরেটরি ও মেট্রোলজিস্ট (টেম্পারেচার মেজারমেন্ট ল্যাবরেটরি)

০১৬৮২২৫৫৫৯৬

roshna.bsti@gmail.com

১১) ক্যালিব্রেশন সংক্রান্ত তথ্য

মোঃ আহমেদ হোসেন

পরিদর্শক (মেট্রোলজি) এবং 

মেট্রোলজিস্ট (ইলেকট্রিক্যাল, মাস ও ভলিউম মেজারমেন্ট ল্যাবরেটরি)

 

০১৯৯৯৮০৪৬৪৭ ahamed.bsti@gmail.com

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon