Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মার্চ ২০২৪

প্রোডাক্ট সার্টিফিকেশনের আইনগত কার্যক্রম

প্রোডাক্ট সার্টিফিকেশনের আইনগত কার্যক্রম:

১৯৮৫ সালের বিএসটিআই অধ্যাদেশ (৩৭), ১৯৮৫ এর ২৪ ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিভিন্ন সময়ে এসআরও জারীর মাধ্যমে এ যাবত ১৫৫টি পণ্য বিএসটিআই গুণগতমান চিহ্ন ব্যবহারের আওতায়ায় অনা হয়েছে। সংশ্লিষ্ট বাংলাদেশ (বিডিএস) এর সমকক্ষ হলে এসকল পণ্যের লেবেলে/মোড়কে বিএসটিআই গুণগতমান চিহ্ন ব্যবহারের উদ্দেশ্যে বিএসটিআই অধ্যাদেশ, ৩৭ এর ২০ ধারা অনুযায়ী সিএম লাইসেন্স প্রদান বা নবায়ন করা হয়। অবৈধভাবে অথবা অনুমোদন ব্যতীত  পণ্যের লেবেলে  মোড়কে বিএসটিআই গুণগত মানচিহ্ন ব্যবহার একই অধ্যাদেশের ১৯ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ সকল ধারায় সংঘটিত  অপরাধসমূহ মোবাইল কোর্টের মাধ্যমে এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়মিত মামলা দায়ের ও বিচারের মাধ্যমে আইনগত কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে। এ সকল ধারা লংঘণের কারণে সর্বনিম্ন টাঃ ৭,০০০.০০ (টাকা সাত হাজার) মাত্র এবং সর্বোচ্চ একলক্ষ টাকা জরিমানা, সর্বোচ্চ ৪(চার) বছরের জেল বা উভয় দন্ড, কারখানার মালামাল বাজেয়াপ্ত ও ধ্বংসকরণ এবং কারখানা সীলগালা কারার বিধান রয়েছে।